নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্তে আস্তে পৃথিবীটা ইন্টারনেট নির্ভর হয়ে পড়ছে । আস্তে আস্তে আমাদের সব কাজই এই ইন্টারনেট সম্পর্কৃত হয়ে যাচ্ছে । আগে যা করতাম যেভাবে করতাম সেটার ধরনও আস্তে আস্তে বদলাচ্ছে । নিচের ছবি গুলোই সেই চিত্র খুব ভাল করেই বুঝিয়ে দিবে যে আমরা ইন্টারনেট আসার আগে কিভাবে কাজ করতাম আর এখন সেই কাজ গুলোই কিভাবে করি । কিভাবে ইন্টারনেট আমাদের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে ! আসুন দেখা যাক !
একটা সময় ছিল ছেলেটা পথে ঘাটে তাদের পছন্দের মানুষদের সাথে টাংকি মারতো । কিন্তু এখন দিনকাল বদলাইছে । এখনও তারা টাংকি ঠিকই মারে তবে সেটা আর রাস্তা ঘাটে না !
চোর ডাকাত আগে স্ব-শরীরে হাজির হত । এখনও হয় তবে এখন স্ব শরীরে হাজির না হলেও চোর ডাকাতি ঠিকই হয় !
প্রেমিকারা আগেও ঈর্ষাকাতর ছিল এখনও আছে । এখন কেবল তাদের প্রকাশ ভঙ্গি বদলেছে । আগে অন্য মেয়েদের দিকে তাকানো যেত না এখন অন্য মেয়েদের ছবিতে লাইক দেওয়ার উপায় নেই !
আগে মানুষ টিভি শোর একেকটা পর্ব দেখতো আর পুরো সপ্তাহ অপেক্ষা করতো পরের পর্বের জন্য । কিন্তু এখন একবারে পুরো সিজন দেখে আর বছর ধরে পরের সিজনের জন্য অপেক্ষা করে !
বিপদে পড়লে আগে মানুষ চিৎকার করতো এখন ফেসবুকে পোস্ট দেয় আগে !
আগের ঘোষনা হত নোটিশ বোর্ডে এখন হয় ফেসবুকে !
রান্নার রেসিপির জন্য আগে মা খালাই ছিল এক মাত্র ভরশা এখন গুগল আ ইউটিউব আছে কিসের জন্য !!
ঘোরাঘুরির ছবিতে থাকতো দুজন আর এখন ?
আগে পৃথিবীর তথ্য জানার জন্য মানুষ কি না করেছে, কত শত মাইল পথ পাড়ি দিয়েছে । আর এখন এক ক্লিকের সব তথ্য হাতের মুঠোর মধ্য পাওয়া যায় অথচ আমরা এখন কোন তথ্যের পিছনে পড়ে থাকি !
ঘুরতে যাওয়ার আগে যে জিনিস আগে সবাই মনে করে নিত আর এখন কোনটা নেয় !
একটা সময় ছিল বাচ্চাদের খেলার মাঠ থেকে ঘরে আনা যেত না আর এখন ঘর থেকে বাইরে নেওয়া দুস্কর হয়ে গেছে !
আজ এই পর্যন্তই । হ্যাপি ব্লগিং !
পোস্ট টি ব্রাইট সাইট থেকে সংগ্রহ করা । সকল ছবির স্বত্ব ইন্টারনেট ! বাংলায় এডিটিং অবশ্য আমি করেছি !
০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৩
অপু তানভীর বলেছেন:
২| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল হয়েছে। ++++
০৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৫
অপু তানভীর বলেছেন:
৩| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
০৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৬
অপু তানভীর বলেছেন:
৪| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৭
অপু তানভীর বলেছেন:
৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভালো লাগলো।
ধন্যবাদ ভাই অপু তানভীর।
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৬| ০৯ ই জুন, ২০১৭ রাত ৩:৩৬
সচেতনহ্যাপী বলেছেন:
০৯ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৭
অপু তানভীর বলেছেন:
৭| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৭
মেহেদী হাসান সাব্বির বলেছেন:
১১ ই জুন, ২০১৭ রাত ৮:২৮
অপু তানভীর বলেছেন:
৮| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মজার ছিল
১১ ই জুন, ২০১৭ রাত ৮:২৮
অপু তানভীর বলেছেন:
৯| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:১২
আবির ভাইরাস বলেছেন: রিয়েল লাইফে আপনি কেমন জানিনা।তবে ভার্চুয়াল লাইফে আপনার লেখা অসাধারণ...!
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
১০| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৪
সাকিন সিকদার (জেন) বলেছেন: পরিমনীর রুপের রহস্য কি!!
১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
অপু তানভীর বলেছেন:
গুগল করেন
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভাল হয়েছে। ++++ প্লাস লন