| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বর্তমান আধুনিক জীবন ইন্টারনেট ছাড়া ঠিক মত কল্পনা করা যায় না । মাঝে মাঝে যখন পিসি কিংবা মোবাইলে নেট সংযোগ পাওয়া যায় না তখন নিজেকে কেমন যেন অসহায় মনে হয় । মনে হয় যেন এই দুনিয়াতে আমার আসলে কেউ নেই কিছু নেই । আমার যেহেতু এখন পড়াশুনা ছাড়া আর কোন কাজ নেই তার ইন্টারনেটে সময় কাটানো হয় প্রচুর । একটা সময় লেখা লেখি করতাম ব্লগে এখন সেটাও কমে গেছে আলসেমীর জন্য । বিভিন্ন সাইটেই ঘোরাঘুরি করা হয় বেশি ।
এখন আর দরকার কাজ কাজ করতে বাইরে বের হওয়া লাগে না । যেমন ঘরে বসেই আপনি কেনা কাটা করে ফেলতে পারবেন । লাইনটে দাড়িয়ে আপনাকে টিকিট কাটতে হবে না । সেটা ঘরে বসেই এক ক্লিকেই করা ফেলতে পারেন । কেবল কি এই আর কত রকম কাজ যে এই কম্পিউটারের সামনে বসেই আপনি করে ফেলতে পারেন সেটার কোন ঠিক নেই । ঠিক এই কারনেই বিভিন্ন সাইটে আমরা বিভিন্ন ধরনের সেবা কিংবা বিনোদন পেয়ে থাকি । তেমনই কিছু ওয়েব সাইটের ঠিকানা নিয়ে আজকে হাজির হলাম । ইন্টারনেটে ৪০টা দরকারী ওয়েব সাইটের ঠিকানা আপনার জন্য । নিচ লাইণ দিয়ে শুরু করে দিন । দেখে নিন কোন টা আপনার কি কাজে লাগে !
১. ওয়েব এড্রেস সংক্ষিপ্ত করার ওয়েবসাইট ! এখানে গিয়ে লম্বা লম্বা URL সংক্ষিপ্ত করুন এখানে
২. লেখার জন্য স্পেশাল ক্যারেক্টর দরকার ? এখানে ক্লিক করেন ।
৩. মাঝে মাঝে হেবি ট্রাফিকের কারনে অনেক ওয়েব সাইটে প্রবেশ করার জন্য । এই ঝামেলা থেকে বাঁচার জন্য এই ওয়েব সাইটের মাধ্যমে সেই সাইটে প্রবেশ করুন ।
৪. খুব সহজেই পিডিএফ এডিট করুন এখানে
৫. এখান থেকে খুজে বের করুন ইমেজ ফাইলের লেখাটা কোন ফ্রন্টে আছে !
৬. ওপেন সোর্স ফ্রন্ট নামিয়ে নিন এখান থেকে
৭. অনলাইনে হেভি ফাইল শেয়ারের জন্য ক্লিক করুন এখানে
৮. আপনার ওয়েব সাইটের স্পীড পারফর্মেন্স বের করুন এখানে
৯. কবে কবে গুগল মামার কাছে কি কি জানতে চেয়েছেন সেই তথ্য জেনে নিন এখান থেকে । তবে সাবধান অন্য কেউ যেন না দেখে । ![]()
১০. চট জলদি অনলাইনে কোন ফাইল শেয়ার করার জন্য এই সাইটটা ব্যবহার করতে পারেন !
১১. কাউকে কিছু বলতে চান কিন্তু সেই সাথে স্ক্রিনশটের ভয় আছে । তাহলে চলে যান এই সাইটে । নিজের মনের কথা লিখে ফেলুন । স্ক্রিনশটের ভয় নেই কারন পড়ার সাথে সাথে এই নোট ধ্বংস হয়ে যাবে একা একাই ।
১২. ব্যক্তিগত প্রশ্নের করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য যেতে যাবে এই সাইটে
১৩. অনলাইন ইমেজ এডিটর । ক্লিক করুন
১৪. টাইপিং প্র্যাকটিস করার জন্য এই সাইটে যেতে পারেন ।
১৫. ছবি অডিও ভিডিও দিয়ে বানিয়ে ফেলুন নিজের পছন্দের ভিডিও ফাইল এখান থেকে
১৬. যে কোন ধরনের ম্যাথ সমাধান করুন এখানে
১৭. অনলাইন কমিক ক্রিয়েটর । এখান থেকে মজার মজার কমিক তৈরি করতে পারবেন
১৮. সফটওয়্যার আপডেটের পর অনেকেরই নতুন ভার্শনটা পছন্দ হয় না । কিন্তু আগের ভার্শনটা সহজে খুজে পাওয়া যায় না । এখান থেকে সফটওয়্যারের পুরানও ভার্শন গুলো নামিয়ে নিতে পারেন !
১৯. গুগলের মত মানুষ খুজে বের করুন এই সাইট দিয়ে ।
২০. নিজের একটা ওয়েব পেইজ তৈরি করে ফেলুন এখান থেকে । এই দেখুন আমিও তৈরি করে ফেলেছি নিজের টা । ক্লিক করুন এখানে
২১. বিভিন্ন ওয়েব সাইটের (যেমন YouTube, Vimeo, etc) অডিও ভিডিও নামাতে পারেন এই সাইটের সাহায্য নিয়ে ।
২২. ইউটিউবের মতই আরেকটি ভিডিও দেখা ও শেয়ার করার মত ওয়েবসাইট । ক্লিক
২৩. অনলাইনে ভাষা শিখতে চান । তাহলে চলে আসুন এই ওয়েবসাইটে ।
২৪. Python, HTML, Java Script সহ বিভিন্ন কোট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা উপকার ওয়েব সাইট হচ্ছে কোড একাডেমি ।
২৫. একটা ভাল, বুদ্ধিদীপ্ত এবং ক্রিয়েটিভ সিভি একটা চাকরি পাওয়ার ব্যাপারে অনেক সাহায্য করে থাকে । এই ওয়েব সাইটে গিয়ে কিাভবে চমৎকার সিভি লিখতে হয় সেটা শিখতে পারেন
২৬. এটা সম্ভবত সামু ব্লগারদের জন্য সব থেকে বেশি দরকার । কোন ওয়েব সাইট কি ডাউন কি ডাউন না সেটা জানতে এখানে ক্লিক করুন
২৭. জগতের যত ধরনের হিসাব পত্তর আছে এবং সেগুলো করতে যত প্রকার ক্যালকুলেটর আছে সেসব পাবেন এই সাইটে
২৮. এই ওয়েব পোর্টাটা আমার বেশ পছন্দ । আইডিয়া, অনুপ্রেরণা জীবনের গল্প কি নেই এখানে । কার্যকর ভাবে সময় কাটানোর জন্য এই ওয়েব সাইটের তুলনা হয় না । এটার এন্ড্রোয়েট এপ্লিকেশনও আছে । সেটাও নামিয়ে নিতে পারেন !
২৯. ইতিহাস বিষয়ক বিভিন্ন ছবি এবং ভিডিওর জন্য এই সাইটের কোন তুলোনা হয় না !
৩০. বিখ্যাত লেখকদের বই পড়ার জন্য এখানে ক্লিক করতে পারেন ।
এই তো গেল গুগল থেকে খুজে বের করা কিছু প্রয়োজনী ওয়েব সাইটের ঠিকানা । এবার দেওয়া যাক আমার ব্যক্তিগত ভাবে ব্যবহৃত কিছু ওয়েব সাইটের লিংক !
৩১. পুরাতন এবং দুষ্প্রাপ্ত কিছু বাংলা বই ডাউন লোক করতে পারবেন এখান থেকে । এখানে বইয়ের সংখ্যা প্রচুর !
৩২. অনলাইনে ইসলাম সম্পর্কে প্রচুর জাল হাসিদ রয়েছে । অনেক বিষয় রয়েছে ভুল ভাবে উপস্থাপিত ! এই ওয়েব সাইটে কিছু ইসলামিক তথ্য পাবেন যা অনেকটাই নির্ভরযোগ্য !
৩৩. যদিও নিজের সাইটগুলোর ঠিকানা দেওয়া ঠিক হচ্ছে কি না জানি না । নিচের সাইটে পাবেন অনেক অনেক নতুন পুরতন বাংলা বইয়ের পিডিএফ ভার্শন ! * গল্প ঘর * বাংলা পিডিএফ * বাংলা বুক * আমার বই * বাংলা বই
৩৪. নতুন পুরাতন দেশী বিদেশী সব বই পত্রের খোজ খবর নিতে চলে যান গুড রিডস ডট কমে
৩৫. মুভি এবং টিভি সিরিজের জন্য সাব টাইটেলে খোজার সব থেকে নির্ভরযোগ্য সাইট হচ্ছে সাবসিন ডট কম
৩৬. অনলাইনে চাকরির পড়ার জন্য একটা চমৎকার ওয়েব সাইট
৩৭. গল্প লেখা এবং গল্প পড়ার জন্য এর থেকে চমৎকার ওয়েব সাইট আর আছে কি না সন্দেহ ! ওয়াট প্যাড ডট কম ।
৩৮. ফেইক টুইট সাইটটা বেশ মজার । এখানে যে কোন বিখ্যাত লোকের নাম সার্চ দাও তারপর টুইট জেনারেট কর । দেখাবে যে সেটা সেই লিখেছে ।
৩৯. চাকরির খোজ খবর এবং অনলাইন আবেদনের জন্য দরকারি সাইট এক দুই
৪০. অনেক তো বয়স হল । চাকরি খোজার সাইটের খোজও দিলাম এবার বিয়েটাও হয়ে যাক !
বিয়ের জন্য পাত্র পাত্রীর খোজ করুন বিয়েটাতে
আজকে তাহলে এই পর্যন্তই । আবার সামনে দেখা হবে নতুন করে ! হ্যাপি ব্রাউজিং !
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৫
অপু তানভীর বলেছেন:
![]()
২|
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাহ,চমৎকার পোষ্ট।সরাসরি প্রিয়তে ![]()
অফটপিক:কষ্ট করে এই পোষ্ট টি দেখলে কৃতজ্ঞ থাকবো।শত হলেও আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো। ![]()
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ![]()
![]()
৩|
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬
অর্ক বলেছেন: চমৎকার পোস্ট, ভীষণ দরকারি! প্রিয়তে রাখলাম। অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
১৬ ই জুন, ২০১৭ রাত ৯:০০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ![]()
![]()
৪|
১৬ ই জুন, ২০১৭ রাত ৯:১০
কাজী নায়ীম বলেছেন: সব প্রয়োজনীয় লিঙ্ক এক সংঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । সবার কাজে লাগবে।
১৬ ই জুন, ২০১৭ রাত ৯:১৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । অবশ্য আরও অনেক দরকারি সাইট আছে । সামনে আবারও দেওয়া যাবে !
৫|
১৬ ই জুন, ২০১৭ রাত ৯:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ পোস্ট। আমাদের মতো আনাড়িদের কাজে লাগবে।
ধন্যবাদ ভাই অপু তানভীর।
১৬ ই জুন, ২০১৭ রাত ৯:১৮
অপু তানভীর বলেছেন: লাগবে কিছু কাজে আশা করি । সামনে আরও দেখা যাক কিভাবে এরম পোস্ট দেওয়া যায় !
ধন্যবাদ ![]()
![]()
৬|
১৬ ই জুন, ২০১৭ রাত ৯:৩১
হ্যািপ ভুঁইয়া বলেছেন: দারুণ, ধন্যবাদ।
১৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ![]()
৭|
১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৪৮
Taufik Alahi বলেছেন: ধন্যবাদ
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
৮|
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৬
সুমন কর বলেছেন: মনে হচ্ছে, কাজের পোস্ট। প্রিয়তে থাক, সময় করে দেখতে হবে।
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬
অপু তানভীর বলেছেন: রেখে দিন কাজে আসবে আশা করি !
৯|
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৮
মফস্বলের মেয়েটি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ![]()
১০|
১৭ ই জুন, ২০১৭ রাত ১:১৭
জাহিদ অনিক বলেছেন: ওহ । সেরা । প্রিয়তে অপু ভাই
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ![]()
১১|
১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৩
শাহ্জাদা আল- হাবীব বলেছেন: ধন্যবাদ।
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
১২|
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৬
কিশোর মাইনু বলেছেন: সেরা সেরা।।।
এই পোস্টের জন্য ধন্যবাদ।
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬
অপু তানভীর বলেছেন:
![]()
১৩|
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
আবু মুছা আল আজাদ বলেছেন: অসাধারণ নিত্য প্রয়োজনীয় একটি পোস্ট। পড়ার আগে প্রিয়তে নিয়ে রাখলাম।
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
১৪|
২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩
অনিক৭২ বলেছেন: এপার বাংলা এবং ওপার বাংলার বিখ্যাত লেখকদের ৩০০০ এর উপর বাংলা বই , উপন্যাস বাংলা অনুবাদ , প্রাপ্ত বয়স্কদের বই, গল্পের বইয়ের বিপুল সমাহার।
Allbanglaboi - Free Bangla Pdf Book Download
২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
অপু তানভীর বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভালো হয়েছে।