নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্পঃ আংটি বিক্রেতা

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯




আমি আংটি বিক্রি করি । পিতলের আংটি । গত ২০ বছর আমি আমি এভাবে খেয়ে পরে বেঁচে আছি । আমি কিছু ঘরহারা মানুষের সাথে রাস্তাতেই থাকি । কিন্তু আমার ঘর আছে, আছে বাবা মা । তাকে হারানোর পর আমি আমার ঘর ছেড়েছি । আমাদের বিয়ের ঠিক আগে সে একটা দুর্ঘটনায় মারা যায় । সে যদি বেঁচে থাকতো তাহলে আমার জীবন অন্য রকম হতে পারতো ! এই বিশ বছর অন্য রকম হত ! আমিও একটা সাধারন, স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম ! তাকে কবরে শোয়ানোর পরে আমি বাসায় ফিরে আসি, আমি তখনও একটুও কাঁদি নি । আমি আমার মাকে বলেছিলাম যে আমার ঘরের ভেতরে থাকতে মন চাইছে না । আমার মা অনেক কেঁদেছিল, আমাকে থামাতেও চেয়েছিলো অনেক ! কিন্তু শেষে এটা মেনেও নিয়েছিলো । আমাকে সে বলেছিলো যে তাদের ঘরের দরজা সব সময় আমার জন্য খোলা থাকবে । সে আমার জন্য সব সময় অপেক্ষা করবে ।

আমি মাঝে মাঝে আমার মায়ের কাছে ফিরে যাই । সেই সময় আমি সব কিছু ভুলে যাই । আমার মা আনন্দে চিৎকার করে কাঁদে যখন আমি ঘরের ভেতরে ঢুকি । সে সবাইকে ডেকে বলে, দেখো বাবু ফিরে এসেছে । সে আমার জন্য ভাল ভাল রান্না করে । বিশ্রাম নেওয়ার জন্য আমার বিছানা ঠিক করে দেয় । কিন্তু আমি সেখানে বেশি সময় থাকতে পারি না । আমি আবারও এই রাস্তার অপরিচিত মানুষের মাঝে ফিরে আসি ।

একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে বেশির ভাগ মানুষই বড় একা ! প্রায়ই দেখা যাক যখন তারা আমার কাছ থেকে আংটি কিনে তখন তারা আমাকে নানান কথা বলে, তাদের জীবনের সমস্যার কথা গুলোর আমাকে বলে । তাদের জীবনের সমস্যা, জটিলতা, দুঃচিন্তা আর ভুল বুঝাবুঝির কথার আমাকে বলে ! আমি সেই কথা গুলো মন দিয়ে শুনি । তারপর তারা আমার কাছে পরামর্শ চায় ! আমি তাদের সেই পরামর্শই দেই যেটা তারা আগে থেকেই জানে । আমি তাদের বলি বাসায় ফিরে যেতে বলি, তাদের ভালবাসার মানুষ গুলোর সাথে ঝামেলা ভুলবুঝাবুঝি শেষ করতে বলি ! যে ভালবাসা তারা পেয়েছে সেটা আবারও অর্জন করতে বলি ।

অনেকে আমার দিকে তাকায় আর বলে যে তারা আমার সুখকে হিংসা করে ! আমি কখনও তাদেরকে আমার গল্প বলি না । আমি তাদের ভুল ধরিয়ে দেই না বরং খুব হাসি ! তাদের বাসায় ফিরে যেতে বলি, তাদের ক্ষমা করতে বলি! ভুলে যাওয়ার থেকে ক্ষমা করা সহজ । একদিন আমিও আমার বাসায় ফিরে যাব । যেদিন আমি সব কিছু ভুলে যেতে পারবো সেদিন আমিও বাসায় ফিরে যাবো ! কিন্তু বলে সেটা আমি জানি না !

-আনোয়ার হোসেন



গল্প এবং ছবি সংগ্রহ GMB Akash ।
অনুবাদ কৃত

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৭

সোহানী বলেছেন: গল্পের বাইরের গল্প অপু....

তোমার নিজের স্টাইলে লিখো আরো ভালো হবে.......

১২ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

অপু তানভীর বলেছেন: হুম লেখার ইচ্ছে আছে ।

২| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

অ্যালেন সাইফুল বলেছেন: লেখাটা আরেকটু সুন্দর হতে পারতো।

১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.