নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ আটা ময়দা সুজি

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫



সুমন অনেকটা সময় বসুন্ধরা সিটিতে বসে আছে । অন্য সময় হলে হয়তো সে বিরক্ত হয়ে যেত কিন্তু আজকে তার মোটেই বিরক্ত লাগছে না । বরং অপেক্ষা করতে ভাল লাগছে । জীবনে প্রথম কোন মেয়ের জন্য সে অপেক্ষা করছে এখানে। আইরিনের সাথে বিয়ে ঠিক হওয়ার পর এই প্রথম তারা এক সাথে কোথাও দেখা করতে যাচ্ছে । বাসার কেউ জানে না । অনেকটা লুকিয়ে প্রেম করে দেখা করার মত অনুভুতি হচ্ছে ।

বাসা থেকেই আইরিনকে পছন্দ করা হয়েছে । প্রথমে একটু ছবি দেখানো হয়েছে । তারপর যেদিন দেখতে যাবে সেদিনই ওদের একটু কথা হয় । তাও আবার সবার সামনে । সুমনের আইরিনকে দেখে বেশ ভালই লাগে । মেয়েটা দেখতে বেশ সুন্দর তবে সুমনের কেন জানি মনে হল কিছু একটা ঠিক নেই । কিছু একটা সমস্যা আছে ! তবে চারিদিকের পরিবেশ এমনই ছিল যে সব কিছু ভুলে গেল মুহুর্তেই । সুমনের ইচ্ছে ছিল আইরিনের সাথে আরও কিছু সময় কথা বলে কিন্তু সে সুযোগ তাকে আর দেওয়া হল না । তাই আজকে অফিস থেকে বের হয়ে আইরিনের নাম্বারে ফোন দিল ও । বলল যে দেখা করতে চায় । তবে বাসায় কাউকে যেন এই দেখা করার কথা না বলে ও । তাহলেই হবে । আইরিনই রাজি হয়ে গেল । বলল যে ও একটু পরেই বাসা থেকে বের হচ্ছে !

তারপর থেকেই সুমন অপেক্ষা করেই আছে । বসুন্ধরাতে এই সময় প্রচুর ভীড় । মানুষ যেন আসছে আর আসছে । সুমন আবারও একটু এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু আইরিনের কোন দেখা নেই । মেয়েটা এতো সময় নিচ্ছে কেন ? এতো তো সময় লাগার কথা না !
ফোন দিতে যাবে ঠিক সেই সময়েই আইরিনের ফোন এসে হাজির । ফোনটা টা রিসিভ করলো । হ্যালো বলেই বলল, কোথায় আপনি ?
আইরিন বলল, "আপনি কোথায় ? আমি তো চলে এসেছি । আট তলাতে ।"
"আমিও তো আট তলাতে ।"
"কোথায় আছেন আপনি ?"
"আপনি যেখানে আছেন আমাকে বলেন আমি আসছি ।"
আইরিন বলল, "দেখেন সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে । নীল রংয়ের ড্রেস পরে আছি ।"

সুমনের মনটা আনন্দে ভরে উঠলো । ঐ তো দেখা যাচ্ছে মেয়েটাকে । নীল রংয়ের সেলোয়ার কামিজ পরা ! আরেকটু এগিয়ে গেল । কিন্তু যখনই মেয়েটা একটু ঘুরলো তখনই সুমনের চোখ চরখগাছ ! এই মেয়ে কে ? আইরিন নাকি ?
কি সর্বনাশ ! এই মেয়েকে তো তারা সেদিন দেখে নি ।

কোথাও কি ভুল হচ্ছে ! হতে পারে । সুমন তখনই একটু আড়ালে চলে গেল পাশের বড় দোকানটার ! তারপর নিশ্চিত হওয়ার জন্য আবারও ফোন দিল । দেখলো হ্যা মেয়েটাই ফোন রিসিভ করলো ! মানে এই মেয়েটাই আইরিন !
সুমনের কানে তখনও ফোনটা রয়েছে । ফোনের ওপাশ থেকে তখনও আওয়াজ আসছে, হ্যালো কই আপনি !

সুমন কিছু শুনতে পেল না যেন । তখনই বুঝে গেল সেদিন আসলে কি ঠিক মনে হচ্ছিলো না । সেদিন যখন মেয়ে দেখতে গেছিলো তখন আইরিন ভারী মেকাপ দিয়ে এসেছিলো ওর সামনে । মনে হচ্ছিলো যেন পুতুলের সামনে বসে আসলে । সব আসলে কৃত্রিম । কিছুই সতয় নয় ! এতো বড় বাটপারি ! সুমন শুনেছিলো মেকাপ দিয়ে নাকি দিনকে রাত আর রাত কে দিন বানানো যায় কিন্তু ব্যাপারটা যে এমন হবে সেটা বুঝতেই পারে নি । কি মেয়ে দেখে এসেছিলো আর এই মেয়ে কে ? আইফোনের প্যাকেটে ওয়াল্টনের ফিচার ফোন পাওয়ার মত ।

সুমন তখনই ফোন বন্ধ করে দিল । আর এখানে থাকা যাবে না । এখানে পালাতে হবে । কেবল এখান থেকেই না এই মেয়ের কাছ থেকে পালাতে হবে ! কিন্তু যখন দোকানের আড়াল থেকে বের হয়ে এল তখন আইরিন ওকে দেখে ফেলল । ওর নাম ধরে ডাক দিতেই সুমন যেন চমকে উঠলো । তারপর আর কোন দিকে না তাকিয়ে সোজা দোড় দিল সিড়ির দিকে । কিভাবে যে গেট দিয়ে বের হয়ে এল সেটা কেবল ও ই জানে । সিএনজি কিংবা রিক্সার জন্য অপেক্ষা না করে দৌড়েই রাস্তা পার হয়ে পান্তপথ সিগনালের কাছে চলে এল । চলন্ত এক বাসে উঠে পড়লো ।

তারপর থেকেই মনে মনে সিন্ধান্ত নিলো ছবি দেখে আর মেয়ে পছন্দ নয় । আগে সরাসরি মেয়েকে দেখতে হবে তারপর কথা বার্তা এগোবে ! তা না হলে খোলসের ভেতরে কি থাকবে কে জানে ! বিয়ের পর দিন সকালে সে কোন ভাবেই হার্ট এটাকের শিকার হতে চায় না !

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: গল্পটা একটু বেশি সস্তা আর প্রেডিক্টেবল ছিলো।

আপনার লেখার স্ট্যান্ডার্ড এর চাইতে বহুগুনে বেটার।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

অপু তানভীর বলেছেন: :)

২| ১২ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৪

রাকিব_মাহমুদ বলেছেন: "এতো বড় বাটপারি।" ঠিক বলেছেন, এটা একটা বড় বাটপারি। আসলে "আটা ময়দা সুজি" দিয়ে আর কয়দিন। তীরটাই আসল। তীর ছাড়া চলে না।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

অপু তানভীর বলেছেন: :D B-))

৩| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭

উদাস মাঝি বলেছেন: হা হা হা, ধরা খাইসে ;)

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

অপু তানভীর বলেছেন: :D B-))

৪| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

আমি ইহতিব বলেছেন: হা হা হা, দোয়া করি এমন ঘটনা যেন সত্যি না ঘটে কারো সাথে ;)

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: আসলেই যেন কারো সাথে না ঘটে !

৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

রানার ব্লগ বলেছেন: বুঝলাম না, আপনার কি মনে হচ্ছে না গল্পের চরিত্র যথেষ্ট অপমান করলো মেয়েটি কে। দুঃখিত একটু সস্তা দরের হয়ে গেল। আমার মনে হয় আপনি ইচ্ছে করলেই আরো ভালো ভাবে শেষ করতে পারতেন, এই ভাবে চরিত্রটিকে দৌড় না লাগিয়ে।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: নিজে যা না অথবা যা নিজের নেই কেউ যদি সেটা অন্যকে দেখায় নিজের বলে তাহলে সেটা স্রেফ বাটপারি ছাড়া আর কিছু না ! অন্তত আমার কাছে ! বাটপারদের অপমান বোধ আছে আবার ?

৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটা আটা ময়দা সুজি এমন নামকরণে আপনি একটু অবহেলা করেছেন বস। আমি নিয়মিত পাঠক আবারো কোন আপনার লিখার অপেক্ষায়।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: আমার কাছে তা মনে হয় নি

৭| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৮

রানার ব্লগ বলেছেন: একটা মেয়ে সুন্দর করে সেজে আছে এটাকে আপনার বাটপারি মনে হোল ??

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

অপু তানভীর বলেছেন: এখানে কি সুন্দরকে করে সাজার কথা বোঝানো হয়েছে ?
নাকি পার্লারে গিয়ে বস্তা বস্তা মেকাপ ঢেলে চেহারা বদলে ফেলার কথা বলা হয়েছে ?
যে মেকাপ দিয়ে চেহারা সম্পর্ন বদলে ফেলা হয়, দিনকে রাত বানানো হয় সেটাকে সাজা বলা বলে না ! বাটপারিই বলে !
বিয়ের সময় আসল চেহারাটা বর পক্ষে না দেখি নকল ভাবে সুন্দরী হওয়াকে বাটপারিই বলে !

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৩:২৩

বট বৃক্ষ বলেছেন: মেয়েদের সুন্দর মুখ, সবই আটা ময়দার সৌজন্যে

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৬

অপু তানভীর বলেছেন: সবার বেলাতে সত্য নয় !

৯| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২

খাঁজা বাবা বলেছেন: মজা পাইছি :P

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

অপু তানভীর বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.