নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ ডাক্তারি প্রেমপত্র

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

তৃষা আমার দিকে কঠিন চোখে তাকিয়ে বলল
-কি বললে আবার বল?

কোন মেয়ে যখন তার প্রেমিককে এই প্রশ্ন করে এর অর্থ এই না যে বলা কৃত কথাটা সে শুনতে পায় নি, বরং এর অর্থ হচ্ছে যা বলা হয়েছে সেটা সে খুব ভাল করেই শুনতে পেয়েছে কিন্তু আমাকে আরেকবার সুযোগ দিচ্ছে সেটা ঠিক করে বলার জন্য।
ঘটনা তেমন কিছু না। আমি বেশ কয়েকদিন থেকে আমি তৃষাকে বলছিলাম যে আমাকে একটা চিঠি লিখতে। ওর আবার এই সব পছন্দ না। এই সব নাকি তার কাছে ন্যাকামো মনে হয়। যেই কথা আবার বলার কথা সেই কথা ও বলছে। আমি সেই আশা ছেড়ে দিয়েছিলাম।

গতকাল ও আমাকে ওর চেম্বারে আসতে বলছিলো। আমার কদিন থেকেই একটু ঠান্ডা লেগেছিল। ভেবেছিলাম হয়তো সেই জন্যই ডেকেছে। চেম্বারে ঢুকতেই আমাকে বলল ও নাকি কোথায় যাবে আমাকে। কিন্তু সেই সাথে আমাকে একটা কাগজ ধরিয়ে দিল। খুলে দেখি ওর ডাক্তারি প্যাডে কিছু লেখা। ডাক্তারদের যা হাতের লেখা। আমি অবশ্য পড়ার চেষ্টা করলাম না আর। ভাবলাম হয়তো ঠান্ডার জন্য ঔষধ লিখে দিয়েছে। এদিক দিয়ে ও আবার খুব কেয়ারফুল। আমাকে ঝাড়িটারি যাই মারুক আর দৌড়ের উপর রাখুক না কেন আমার দিকে ওর খেয়াল খুব কড়া।

ওমা আজকে এসে বলল যে চিঠির জবাব কই? আমি যেন আকাশ থেকে পড়লাম। বললাম
-চিঠি মানে কিসের চিঠি? তুমি আবার চিঠি দিলে কবে?
তৃষা বিশ্ময় চোখ নিয়ে বলল
-কালকে কি দিলাম?
আমি ওর থেকেও বেশি বিশ্মিত হয়ে বললাম
-ওটা চিঠি ছিল? আমি তো ভাবলাম প্রেস্ক্রিপশন!
তখনই তৃষা বলল
-কি বললে আবার বল?

আমি কিছু বলার সাহস পেলাম না। যদিও তৃষার বুঝতে সময় লাগলো না। সে ঠান্ডা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল
-তুমি ভেবেছো আমি তোমাকে প্রেস্ক্রিপশন লিখে দিয়েছি?

সত্য স্বীকার করা ঠিক হবে কি না বুঝতেছি না। যদি বলি না তখন ও জানতে চাইবে চিঠিতে কি লিখেছি সেটা বলতে যা আমি বলতে পারবো না। ধরা পড়ে যাবো। এর থেকে সত্য স্বীকার করাই ভাল। বলল
-আমার কি দোষ! ডাক্তারি প্যাডে কেউ প্রেম পত্র লেখে?
তৃষা বলল
-কেন লিখলে সমস্যা কি শুনি!! এই জন্য আমি কিছু লিখতে চাই নি। তোমার জন্য....
আমি ওকে আর কিছু বলতে না দিয়ে ওর কাছে গিয়ে বসলাম। হাত ধরে বললাম
-আচ্ছা বাবা ঠিক আছে। আমার ভুল হয়েছে। চিঠিটা তো আছে আমার কাছে। কাল রিপ্লাই দিবো তো!
-মনে থাকে যেন। আর হাসবা না কিন্তু!

যাক সামলানো গেছে। এই ব্যাপারটা আমি আগেও প্রয়োগ করে। রাগ করলেও ওর হাত ধরে কিছু বললে ও আর কিছু বলে না।

কিন্তু আমি ভাবছি অন্য কথা। কাল ঐ কাগজ নিয়ে আমি গিয়েছিলাম বাসার সামনের ফার্মেসিতে। বেটা তো কেবল সেটা পড়েই নি আমাকে কয়েক পাতা ঔষধও দিয়ে দিয়েছে। বেটা তাহলে কি ঔষধ দিল!!!

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: বেটা তো কেবল সেটা পড়েই নি আমাকে কয়েক পাতা ঔষধও দিয়ে দিয়েছে। বেটা তাহলে কি ঔষধ দিল!!! =p~ =p~

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: =p~ ঔষধ ফেরত দিয়ে আসেন আর ব্যাটাকে আচ্ছামত ধমক লাগায়ে আসে।
আমি হলে তাই করতাম।

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

অপু তানভীর বলেছেন: সেটা করতে গেলেও আবার বিপদ আছে । আমি যদি ডাক্তারনীর হাতের লেখা বুঝতে না পারি তখন সাহায্যের জন্য তো তার কাছেই যাওয়া লাগবে । নাকি ? B-))

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষের প্যারাতো পুরাই কমেডি...

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

অপু তানভীর বলেছেন: :D :D

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৫

এম এ কাশেম বলেছেন: গাধা থেকে ঘোড়া হবার ট্যাবলেট দেয়নি তো?

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

অপু তানভীর বলেছেন: :|

৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪

ফয়সাল রকি বলেছেন: হা হা হা... প্রেমের ওষুধ দিয়েছে B-)

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: :D :D

৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেটা তো কেবল সেটা পড়েই নি আমাকে কয়েক পাতা ঔষধও দিয়ে দিয়েছে। বেটা তাহলে কি ঔষধ দিল!!!

একেই বলে ডাক্তারি প্রেসক্রিপশন, ঘুমের বড়িতে দিয়ে দিবে সায়ানাইড, তাই ডাক্তার প্রেমিকা থেকে সাবধান !!

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: অবশ্যই সাবধান ;);)

৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

তারেক ফাহিম বলেছেন: শেষের অংশতো পুরোই জমেছে দেখছি 8-|

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~

৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুরাই মজা পাইলাম।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

৯| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৭

স্নিগ্ধ আকাশ বলেছেন: নিয়ম করে আবার সেই ট্যাবলেট খাওয়া শুরু করেছেন কিনা সে ব্যাপারে চিন্তায় আছি =p~
আপনার লেখার সাথে পরিচয় সেই ২০১০ সালে তখন কেবল কলেজে ভর্তি হই। ২০১২ এর পর আর আসা হয় নি ব্লগ এ। এতোদিন পরে এসে আবার ও আপনার লেখা খুঁজে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬

অপু তানভীর বলেছেন: আমি নিয়মিতই লিখি তবে আগের থেকে কম । তবে ছেড়ে যাই নি ব্লগকে :):)

১০| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৩

স্নিগ্ধ আকাশ বলেছেন: পুনরায় মন্তব্যঃ সালের ব্যাপারে ভুল হয়ে গেলো। আপনার পোষ্ট তালিকায় গিয়ে দেখি ২০১১ তে প্রথম পোষ্ট। আসলে অনেক দিন হয়ে গিয়েছে ব্লগ এ আসা হয় নি। তাই এ স্মৃতি বিভ্রম।

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

অপু তানভীর বলেছেন: কোন সমস্যা নেই :):)

১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

Joy Bhuiyan বলেছেন: ভাই বিয়ের পর বাজারের লিস্ট নিয়া ত আপনি বেপক ঝামেলা লাগাইবেন।

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

অপু তানভীর বলেছেন: তা আর বলতে !

১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৯

সাকিন সিকদার (জেন) বলেছেন: ঘুরে ফিরে সেই একি টাইপের গল্প!! :D :D

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

অপু তানভীর বলেছেন: :D

১৩| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

খাঁজা বাবা বলেছেন: হাহ হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.