নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনু-গল্পঃ স্বপ্ন

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

ঝুমুর মেইলটার দিকে অনেকটা সময় তালিয়ে রইলো। কিছুটা সময় পর কেবল অনুভব করলো যে ওর চোখের এক কোনে পানি জমতে শুরু করেছে।
অপুটা এমন কেন? বারবার এমন কেন করে!

কদিন থেকেই ওর অফিস যাওয়ার উপর অপু নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ঝুমুর কারো কথা শোনার মানুষ ছিল না আগে কিন্তু অপুর সাথে বিয়ের পর সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। নিজের আগের ঝুমুরকে সে যেন কোথায় হারিয়ে ফেলেছে। কিছুতেই আগের মত আর সবার উপর খবরদারি করতে পারে না। ঠিক সবার উপরে না, কথাটা হবে অপুর উপরে কিছুতেই সেটা কাজ করে না। যদি অপু নিজে কখনওই ওর ইচ্ছের বাইরে যায় না তেমনি আস্তে আস্তে ঝুমুর নিজেও অপুর পছন্দের ব্যাপার গুলোর সাথেই নিজেকে মানিয়ে নিচ্ছে, মানিয়ে নিতে ওর ভালও লাগছে।
আর তারপর ওর ভেতরে এই নতুন প্রাণের সৃষ্টি হওয়ার পর থেকেই যেন সব কিছু বদলে যেতে শুরু করলো।

যেদিন প্রথম ও অপুকে প্রথম কথাটা বলল অপু কিছুটা সময় কথাই বলতে পারে নি। কেবল নির্বাক হয়ে তাকিয়ে ছিল। তারপর ওকে জড়িয়ে ধরে বসে থাকলো অনেকটা সময়। একটা সময় ঝুমুর অনুভব করলো যে অপু কাঁদছে। বাঁচ্চা ছেলের মত কান্না।

তারপর পর থেকে অপু আসলেই বদলে যেতে শুরু করলো। অপুর ভেতরে কোন দিনই ভালবাসার কমতি ছিল না সেই সাথে কেয়ার নেওয়ার ব্যাপারটাও কিন্তু সেটা যেন আরও অনেক গুনে বেড়ে গেল। আগে পুরো সংসার ছিল ঝুমুরের নিয়ন্ত্রনে, সেদিনের পর থেকে পুরো সংসার তো বটেই ওর পুরো জীবনের নিয়ন্ত্রন নিয়ে নিল সে। কোথায় কি লাগবে কি খেতে হবে, কোথায় যেতে হবে সব কিছুই উপর অপুর দৃষ্টি।

আগে ঝুমুরের কিছু ইচ্ছে না করলেই বলত, করবো না, খাবো না। তার উপর আর কথা চলতো না।। কিন্তু এখন সে সব কিছু চলে না। সব কিছু করা চাই একদম নিয়ম মাফিক। একটু হেরফের করার উপায় নেই। আর খাবো না, এই কথা তো বলাই যাবে না। সময় মত নিয়ম করে তাকে খাওয়া দাওয়া করতেই হবে।

কিন্তু আজকে ঘটনা ঝুমুরকে সত্যিই নিশ্চুপ করিয়ে দিয়েছে। অপুর জীবনে ঝুমুর ছিল পুরোটা স্থান ঝুড়ে তবে সেটার পড়েই ছিল তার গল্প লেখা। ওয়াটপ্যাড কমিউনিটি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর কোরিয়াতে তাদের একটা সেমিনার হয় এই গল্প লেখার উপর নির্ভর করে। পুরো বছর জুড়ে সেরা গল্প লিখিয়েদের আমন্ত্রন জানানো হয়। অপুর অনেক দিনের ইচ্ছে সেখানে যাওয়ার। এই জন্য অনেক পরিশ্রমও করেছে।

এইবার অপুও সেখানে যাওয়ার আমন্ত্রন পেয়েছে। অনেক আগে থেকেই সেটা ঠিক হয়ে ছিল। কিন্তু ঝুমুর জানতে পারলো অপু সেখানে যাচ্ছে না। ঝুমুরের ল্যাপটপ টা ঠিক মত কাজ করছে না সকাল থেকে। তাই অপুরটা চেয়ে রেখেছিল। সেখানেই কাজ করার সময়ই একটা মেইল আসার নোটিফিকেশন আসলো। সেখানে লেখা যে অপু যে আসতে পারছে এটা জেনে তারা দুঃখিত বোধ করছে তবে সেই সাথে এটাও আশা করছে যে সামনের বছর অপু ঠিকই যোগ দিবে।

সেন্ট মেইল চেক করে দেখলো অপু আসলে নিজের যাওয়াটা ক্যান্সেল করে মেইল পাঠিয়েছিল।

অপুর আসতে আসতে বিকেল হয়ে গেল। বাসায় এসেই অপুর প্রথম কাজই হচ্ছে ঝুমুরের কাছে এসে কিছু সময় ওকে জড়িয়ে ধরে বসে থাকা। আজকেও তাই করলো প্রথমে।

তারপর ঝুমুরের দিকে তাকিয়ে দেখলো ওর মুখ ভার। অবাক হয়ে বলল, কি ব্যাপার মুখ ভার কেন?
ঝুমুর সেটার উত্তর না দিয়ে বলল, তুমি যাবা না কেন?
অপু ঝুমুরের দিকে তাকিয়ে বলল, যাবো না? কোথায়.....
বলতে বলতেই চুপ হয়ে গেল।
ঝুমুর বলল, একটা সপ্তাহ তো! এতো দিন ধরে স্বপ্ন দেখছো তুমি আর এখন সুযোগ এসছে!
অপু কিছুটা সময় চুপ করে থেকে বলল, এই যে সকাল থেকে অফিস করি, তোমার আর আমাদের এই বাবুর কাছ থেকে দূরে থাকি এটাই আমার সহ্য হয় না। আর একটা সপ্তাহ আমি কিভাবে থাকবো বল? আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন হচ্ছে তোমার সাথে বেঁচে থাকা, আমাদের মেয়েকে এক সাথে সকালে ঘুম থেকে ওঠা। এর থেকে বড় আর কিছু নেই আমার জীবনে। বুঝছো!

ঝুমুরের এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আসলেই ওর ভাগ্যে এমন কেউ ছিল। নিজেকে ওর খুব বেশি ভাগ্যবতী মনে হয়!






থিম একটি এড থেকে অনুপ্রাণিত

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৯

সৈয়দ তাজুল বলেছেন:
একটানে পড়ে নিলাম। আপনার সকল গল্পগুলোই ভালো লাগার মত।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

সৈয়দ তাজুল বলেছেন:
আপনার হাসিটাও সুন্দর! ;)

৩০ শে মার্চ, ২০১৮ রাত ২:৪৫

অপু তানভীর বলেছেন: আমার হাসি কই দেখলেন ? :-*

৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:১৪

নূর-ই-হাফসা বলেছেন: ভাগ‍্যবান বটে ।
গল্পটা সুন্দর । ভালোবাসায় মাখামাখি ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ২:৪৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

৪| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৮

সৈয়দ তাজুল বলেছেন:
কী কন! আপনি দেখতে পাচ্ছেন না?

আমি তো ১নং প্রতিমন্তব্যে দেখে ফেললাম! :-B

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

অপু তানভীর বলেছেন: ভালু !

৫| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নির্বাক সাঈম বলেছেন: বরাবরের মতোই ভালো,তবে আরো ভালো হতে পারতো|
একটু তাড়াহুরোয় শেষ করেছেন মনে হলো!

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

অপু তানভীর বলেছেন: নাহ ! এই গল্প এই টুকুই । বেশি বড় লিখলে আবার পাবলিক বিরক্ত হয়ে যাবে পড়তে পড়তে !

৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বপ্নটা সুন্দর!

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

অপু তানভীর বলেছেন: স্বপ্ন সুন্দরই হয় !

৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

আমি সাজিদ বলেছেন: অপু তানভীর ভাই, জনগনের দাবী আপনার জন্য একটা ঝুমুর ভাবী চাই জলদি।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

অপু তানভীর বলেছেন: খুজে নেন

৮| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পড়েছি। ভাল লাগার কথা জানান দিলাম।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৯| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

খাঁজা বাবা বলেছেন: ভাললাগা জানালাম

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৮

অপু তানভীর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.