নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন ইউটিউব খুললেই কত দুনিয়ার গান এসে হাজির হয় । কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের হাতের কাছে এত গান ছিল না । আমরা ঘুরে ফিরে সেই একই ইংরেজি গান গুলো শুনতাম । কিন্তু কি চমৎকার সেই গান গুলো ছিল । একটা ব্যাপার লক্ষ্য করে দেখতাম যে সেই ইংরেজি গান গুলো আমরা শুনতাম আমাদের আসে পাশের মানুষ জন, বন্ধুদের বাসাতেও সেই একই গান গুলো বাজতো । এখন এই ইউটিউবের সময়ে সেই বারবার শোনা গান গুলো আর শোনা হয় না । মাউসের এক ক্লিকের দুনিয়ার কত রকমের গান এসে হাজির অথচ একটা সময় যে গান গুলো আমাদের অবসরের সঙ্গী ছিল তাদের কথা আজ যেন ভুলে গেছি । দেখা আমার পছন্দের সাথে আপনাদের ছোট্টবেলার পছন্দের গান গুলো মেলে কি না !
এ আমার জীবন
ব্রাদার লুই
সেরি সেরি লেডি
You're My Heart,
রিকি মার্টিন
লিভিন ভিডা লোকা
মারিয়া
ওয়ান লাভ
Backstreet Boys - Quit Playing Games (With My Heart)
বার্বি গার্ল
মাই ও মাই
বুমবুম
টু ব্রাজিল
লা বোমবা
বানি এম ডেডি কুল
সানি
বিট ইট
ডে ডোন্ট কেয়ার
বিলি জিন
উই উইল রক ইউ
স্যাকরিফাইস
আপাতত এই গান গুলোর কথাই মনে পড়ছে । যদি আপনাদের লিস্টে সেই ছোট্ট বেলা বারবার শোনার গানের কথা মনে পড়ে থাকে লিস্ট দিয়ে যান ।
আজকের মত এখানেই ।
০২ রা মে, ২০১৮ দুপুর ২:৩৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা মে, ২০১৮ দুপুর ২:৫৮
০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৩৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:২৭
নোয়াখাইল্ল্যা বলেছেন: আপনার লিস্টে "summer of 69" থাকলে ভাল হত।
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:০৫
অপু তানভীর বলেছেন:
৪| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন।
০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬
অপু তানভীর বলেছেন: আপনিও
৫| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১২
মিরোরডডল বলেছেন: তানভীর এই পোষ্টের মাক্সিমাম গানই ছোটবেলায় শুনেছি এখনও কিছু শুনি । আমাদের সিনিয়র ভাইবোনরা কাজিনরা শুনতো , সেইভাবে আমরাও শুনেছি । অনেকগুলো পুরোনো গান এতদিন পর একসাথে দেখে ভালো লাগলো । সেই সময়ের আরও কিছু প্রিয় গান শেয়ার করবো ?
Modern Talking is my very favourite . টমাস গট আ ডিফারেন্ট স্টাইল । তাঁদের প্রথম তিনটা এলবামের প্রায় সব গানই অসাধারণ । Tonight I'm falling in love
হাউ আবাউট ব্রায়ান এডামস ?
“I remember the smell of your skin
I remember everything
I remember all your moves
I remember you yeah
I remember the nights, you know I still do”
Please forgive me, I can't stop loving you
হোয়াট আ লিরিক !
Another one is Michael Bolton.
Said I loved you but I was wrong
Cause love could never ever feel so strong
Said I loved you but I lied
অরিজিনাল মিউজিক ভিডিওটা এখানে দিলাম না কারণ আছে একটু উল্টাপাল্টা কিন্তু ইউ মাস্ট ওয়াচ ইট । খুবই সুন্দর ।
কত যে ভালোলাগার গান আছে !
১৯ শে মে, ২০২০ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: তখন আর এতো এতো শিল্পী ছিল না । আর এখনকার মত এতো এতো বিদেশী শিল্পীর কথাও আমরা জানতাম না । আমাদের মত গ্রামে যারা বড় হয়েছি সেখানে সব শিল্পীর গান আসতো না । মর্ডান টকিং ব্যান্ডটা এমন একটা ব্যান্ড ছিল তখন ছোট বুড়ো সবা যার গানের কথা জানতো । এমন কি আমি যখন ছোট ছিলাম আমার বাবাকেও এই গান শুনতে দেখেছি । তিনি প্রথম আমাদের বাসায় ফিতার ক্যাসেটে প্রথম মর্ডান টকিংয়ের গান নিয়ে আসেন ।
সেই দিন গুলো আর নেই । কত স্বপ্ন টেকনলজি ছিল কিন্তু কি চমৎকার সেই অনুভূতি ছিল । এখন এতো এতো টেকনলজির মাঝেও এতো এতো গানের মাঝেও সেই গানের আনন্দ কেন যেন আর নেই ।
আপনার দেওয়া বোলটনের সেইড আই লাভদ ইউ গানটা দেখা শুরু করলাম । চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৮ দুপুর ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার সব ভালো লাগা গানের
সমারোহ এক ছাতার নিচে!!
প্রিয়তে নিয়ে রাখলাম,
সময় ও সুযোগ করে
শুনবো যখন মন চায়।
আপনাকে ধন্যবাদ
গানগুলো পুনারায়
শোনার সুযোগ
করে দেবার
জন্য।