নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

২০১৮ সালে পড়ে শেষ করা বইয়ের তালিকা

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১




একটা সময় ছিল আমি প্রচুর বই পড়তাম । স্থানীয় জেলা পাঠাগারের সদস্য ছিলাম । সেখানে দিনে একটা করে বই বাসায় এনে পড়া যেট । আমার তখন মনে আছে আমি প্রায় প্রতিদিন নতুন একটা করে বই নিয়ে আসতাম । স্কুলের ফাঁকে কিংবা রাতের বেলা সেই বই পড়ে শেষ করে ফেলতাম । ক্লাস সেভেনে ভর্তি হয়েছিলাম পাব্লিক লাইব্রেরী । মাসিক দশ টাকা চাঁদা দিতে হত । মোটামুটি এসএসসি পর্যন্ত প্রায় প্রতিদিন এমন হারেই বই পড়তাম । তবে ইন্টারের ওঠার পরপরই বই পড়ার ধরন বদলে গেল । তখন বেশ মোটা সোটা বই নিয়ে যেতাম লাইব্রেরী থেকে । সেগুলো পড়তে একটু সময় লাগতো । বই পড়া কমেনি কিন্তু বইয়ের সংখ্যা হিসাবে সেটা কমেছিলো বেশ ভালই । মাসে তখন ছয় সাতটার বেশি পড়া হত না ।

তারপর ঢাকার আসার পরে বই পড়ার পরিমানটা একটু কমেই গেল । বলতে গেলে বইয়ের অভাবেই । এখানে এলাকার মত পাব্লিক লাইব্রেরীর খোজ আমি জানতাম না । তারপর একটা সময় যখন লক্ষ্য করলাম যে মাসিক খচর বাদ দিয়েও একটা টাকা আমার হাতে রয়েই যাচ্ছে তখন আর লাইব্রেরীর আশার বসে না থেকে বই কিনেই পড়া শুরু হল । তার সাথে যুক্ত হল আমার স্টুডেন্ট আর বান্ধুবীর সাথে বই বদলে পড়া । আবার অফুরন্ত বইয়ের যোগান এসে হাজির । তবুও আগের মত আর দিনে দিনে শেষ করা হয়ে উঠে না । বই পড়া ছাড়াও আরও নানান কাজ করতে হয় । আগের বছর অল্প পড়া হয়েছে । চেষ্টা ছিল এবার একটু বেশি পড়বো ।

এই বছরের শুরুতেই ঠিক করেছিলাম এই বছরে মোট ৫০ টা বই পড়ে শেষ করবোই । আজকে একটু আগে ৫১ নম্বর বইটা পড়ে শেষ করে ফেললাম । আরও দুইটা বই প্রায় শেষ করে এনেছি । সেগুলোও শেষ হয়ে যাবে আশা করি । যেহেতু আরও মাস খানেকের বেশি সময় হাতে আছে আরও কয়েকটা বই হয়তো এই লিস্টে যু্ক্ত হবে ।

এই বছরের পড়া বই গুলোর তালিকা নিচে দেওয়া হল ।



১. নির্বাচিত ছোট গল্প -জেফরি আর্চার
২. দ্য আই অব গড -জেমস রোলিংস
৩. এক্সক্যাভেশন -জেমস রোলিংস
৪. অপার্থিব -আরিয়ান রিয়াদ
৫. দ্য সিক্সথ এক্সটিঙ্কশন -জেমস রোলিংস
৬. অমীমাংশিত খুন -আহমেদ ফারুক
৭. হাউজ অব ডেড -আহমেদ ফারুক
৮. মমি -আফজাল হোসেন
৯. আই এম পিলগ্রিম -টেরি হেইস
১০. থ্রিলার গল্প সংকলন ৪ - বাতিঘর থেকে প্রকাশিত
১১. সিন্স ৫২ - নাজমূল আকাশ
১২. ক্লাসে কালো জাদুকর -আহমেদ ফারুক
১৩.কিছু কিছু জন্ম নিছক কোইন্সিডেন্স -মদিনা জাহান রিমি
১৪. ভালবাসার ডাক পিয়ন -গল্প সংকলন
১৫. বেজ ক্যাম্প হোটেলের মধ্যরাত -মাহতাম হোসেন
১৬. উসকানিমূলক গল্প -আখতারুজ্জামান আযাদ
১৭. খুন -আহমেদ ফারুক
১৮. লীলা - ফারজানা মিতু
১৯. কেউ জানেনি -আসিফ উর রহমান
২০. আমাদের পরিচয় ছিল না - কাসাফাদ্দৌজা নোমান
২১. মানব জনম -সাদাত হোসেন
২২. নিঃসঙ্গ নক্ষত্র -সাদাত হোসেন
২৩. ভয়ংকর বাবলু -সাহজাহান সাজু
২৪. ঈশ্বরী বাইপাস -মাহতাব হোসেন
২৫. ল্যান্ড ফোন -ইশতিয়াক আহমেদ
২৬. তেপান্তর -ফরহাদ চৌধুরী শিহাব
২৭. অসমাপ্ত ঠিকানা -ফরহাদ চৌধুরী শিহাব
২৮. দ্যা ভেভিল কলনী জেমস রোলিংস
২৯. নাম তার জুলকানাইন -মোহাম্মাদ নাজিম উদ্দিন
৩০. দুশমন -শিবব্রত বর্মন
৩১. শুধুই গল্প (প্রথম সংস্করন)
৩২. শুধুই গল্প (চতুর্থ সংস্করন)
৩৩. আধোচক্র -রাজিব চৌধুরী
৩৪. মানুষ খেকো -রাজিব চৌধুরী
৩৫. দ্য ডুমস ডে কি -জেমস রোলিংস
৩৬. ব্লাড লাইন -জেমস রোলিংস
৩৭. আলাতচক্র -তারাদাশ বঙ্গোপাধ্যায়
৩৮. শী এন্ড এলান -হেনরি রাইডার
৩৯. বামন - পলাশ পুরকায়স্ত
৪০. আমাদের শহরে বাঘ এসেছিলো -বাজিব হাসান
৪১. উভচর মানুষ -আলেক্সান্ডার বেলায়েভ
৪২. আবার যখের ধন -হেমেন্দ্র কুমার মুখোপাধ্যায়
৪৩. দ্যা বোন ল্যাবিরিস্থ -জেমস রোলিন্স
৪৪. দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স - কিয়েগো হিগাশিনো
৪৫. তানিয়া - পি লিডভ
৪৬. দ্য গার্ল ইন রুম ১০৫ -চেতন ভাগত
৪৭.The Diary of a Wimpy kid -Jeff Kinney
৪৮. The Diary of a Wimpy kid (Rodrick Rules) -Jeff Kinney
৪৯. The Diary of a Wimpy kid (The last Straw) -Jeff Kinney
৫০. The Diary of a Wimpy kid (Dog Days) -Jeff Kinney
৫১. The Diary of a Wimpy kid (The Ugly Truth) -Jeff Kinney
৫২. দ্য সেভেন্থ প্লেগ -জেমস রোলিন্স (সিগমা ফোর্স ১২)
৫৩. দ্য ডেমোন ক্রাউন -জেমস রোলিন্স (সিগমা ফোর্স ১৩)
৫৪. The Subtle Art of not giving a f*ck - Mark Manson


এই বছরে আপনি কত গুলো বই পড়বেন বলে ঠিক করেছিলেন ? আর কত গুলো বই পড়ে শেষ করেছেন ?

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


আমি ১৯৭১ সাল থেকে টেক্সট বই ছাড়া অন্য কোন বই পড়িনি, আমার চোখে সমস্যা দেখা দিয়েছিল যুদ্ধের ভেতর; তবে, অনেক ভালো লেখকদের ২/১ টা বইয়ের শুরুর দিকে ২/১ পৃষ্ঠা, মাঝখানে ২/১ পৃষ্টা ও শেষ পাতা পড়েছি।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: ক্লাসের বাইরেও বই পড়ুন

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিও একসময় পড়তাম অনেক। কিন্তু প্রবাসে বই যোগার করার তাগিদ তেমন নেই। অলাইনে যা পাই অবসরে পড়ে যাই।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

অপু তানভীর বলেছেন: যেখানে পাবেন সেখানেই পড়বেন ! বই পড়ার থেকে আনন্দময় আর কিছু নেই ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: বই আমার প্রাণ।

সোজা প্রিয়তে।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

অপু তানভীর বলেছেন: বই সব সময় প্রিয় ! :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ব্লগার_সামুরা বলেছেন:

পড়লেন ভাল। রিভিউ দিয়েন।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

অপু তানভীর বলেছেন: একটা বই পড়ার পরপরই সেই বইয়ের উপর থেকে আগ্রহ হারিয়ে যায় । আর কিছু লেখা হয় না সেটা নিয়ে !

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অপু ভাই,
এগুলোর মধ্যে কোন বইটি আপনার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে?

আর ছোটগল্পের জন্য কোনটা বেশি পছন্দ হয়েছে!

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০

অপু তানভীর বলেছেন: সবই ভাল লেগেছে । সিগমা ফোর্সের বই গুলো বেশি ভাল লেগেছে !

৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: গ্রেট ।
স্যলুট বস।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

পদ্মপুকুর বলেছেন: বাপ্রে! প্রচুর পড়েন এখনও দেখছি। অথচ আমি এখন আর কেনো যেনো নতুন বই পড়তে পারি না, পুরোনোগুলোই ঘুরে ফিরে আবার পড়ি।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২

অপু তানভীর বলেছেন: আমার পুরানো বই পড়া হয় না একদমই । একবার যে বই পড়ি সে বই আর পড়ি না !

৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: শেষের বাক্যটি বুঝতে পারিনি সম্ভবত করেছিলাম করেছিলেন হবে।

অফিস করলে অফিস, স্টুডেন্ট হলে পড়া ফাঁকি দেন ;) না হয় কেমনে কি ভাই?

আর যদি কিছুই না করেন তাহলে বুঝবো আপনার সময়গুলো ভালো কাটছে।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: আমার এখন অফিস নাই, ক্লাসও নেই । আমি আছি মাঝামাঝি অবস্থায় !

আরও বই পড়তে পারলে ভাল হত !

ধন্যবাদ

৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: শেষের বাক্যটি বুঝতে পারিনি সম্ভবত করেছিলাম করেছিলেন হবে।

অফিস করলে অফিস, স্টুডেন্ট হলে পড়া ফাঁকি দেন ;) না হয় কেমনে কি ভাই?

আর যদি কিছুই না করেন তাহলে বুঝবো আপনার সময়গুলো ভালো কাটছে।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: ভুল ছিল । ঠিক করে দিয়েছি !

১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পড়ুয়া ছাত্র.

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

অপু তানভীর বলেছেন: ইয়েস আই এম !

১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




সময় করে লিস্ট দিয়ে দেব

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

অপু তানভীর বলেছেন: দিয়ে দিয়েন !

১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

কাউছার হোসেন বলেছেন:
এই বছরের মাঝামাঝি ঠিক করেছিলাম ৩০ টা বই পড়ে শেষ করবো।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

অপু তানভীর বলেছেন: গ্রেট !

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

বিবেকবান জড় বলেছেন: কতদিন বই পড়া হয়না

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

অপু তানভীর বলেছেন: বই পড়ুন ! পড়লে ভাল লাগবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.