নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল আমি প্রচুর বই পড়তাম । স্থানীয় জেলা পাঠাগারের সদস্য ছিলাম । সেখানে দিনে একটা করে বই বাসায় এনে পড়া যেট । আমার তখন মনে আছে আমি প্রায় প্রতিদিন নতুন একটা করে বই নিয়ে আসতাম । স্কুলের ফাঁকে কিংবা রাতের বেলা সেই বই পড়ে শেষ করে ফেলতাম । ক্লাস সেভেনে ভর্তি হয়েছিলাম পাব্লিক লাইব্রেরী । মাসিক দশ টাকা চাঁদা দিতে হত । মোটামুটি এসএসসি পর্যন্ত প্রায় প্রতিদিন এমন হারেই বই পড়তাম । তবে ইন্টারের ওঠার পরপরই বই পড়ার ধরন বদলে গেল । তখন বেশ মোটা সোটা বই নিয়ে যেতাম লাইব্রেরী থেকে । সেগুলো পড়তে একটু সময় লাগতো । বই পড়া কমেনি কিন্তু বইয়ের সংখ্যা হিসাবে সেটা কমেছিলো বেশ ভালই । মাসে তখন ছয় সাতটার বেশি পড়া হত না ।
তারপর ঢাকার আসার পরে বই পড়ার পরিমানটা একটু কমেই গেল । বলতে গেলে বইয়ের অভাবেই । এখানে এলাকার মত পাব্লিক লাইব্রেরীর খোজ আমি জানতাম না । তারপর একটা সময় যখন লক্ষ্য করলাম যে মাসিক খচর বাদ দিয়েও একটা টাকা আমার হাতে রয়েই যাচ্ছে তখন আর লাইব্রেরীর আশার বসে না থেকে বই কিনেই পড়া শুরু হল । তার সাথে যুক্ত হল আমার স্টুডেন্ট আর বান্ধুবীর সাথে বই বদলে পড়া । আবার অফুরন্ত বইয়ের যোগান এসে হাজির । তবুও আগের মত আর দিনে দিনে শেষ করা হয়ে উঠে না । বই পড়া ছাড়াও আরও নানান কাজ করতে হয় । আগের বছর অল্প পড়া হয়েছে । চেষ্টা ছিল এবার একটু বেশি পড়বো ।
এই বছরের শুরুতেই ঠিক করেছিলাম এই বছরে মোট ৫০ টা বই পড়ে শেষ করবোই । আজকে একটু আগে ৫১ নম্বর বইটা পড়ে শেষ করে ফেললাম । আরও দুইটা বই প্রায় শেষ করে এনেছি । সেগুলোও শেষ হয়ে যাবে আশা করি । যেহেতু আরও মাস খানেকের বেশি সময় হাতে আছে আরও কয়েকটা বই হয়তো এই লিস্টে যু্ক্ত হবে ।
এই বছরের পড়া বই গুলোর তালিকা নিচে দেওয়া হল ।
১. নির্বাচিত ছোট গল্প -জেফরি আর্চার
২. দ্য আই অব গড -জেমস রোলিংস
৩. এক্সক্যাভেশন -জেমস রোলিংস
৪. অপার্থিব -আরিয়ান রিয়াদ
৫. দ্য সিক্সথ এক্সটিঙ্কশন -জেমস রোলিংস
৬. অমীমাংশিত খুন -আহমেদ ফারুক
৭. হাউজ অব ডেড -আহমেদ ফারুক
৮. মমি -আফজাল হোসেন
৯. আই এম পিলগ্রিম -টেরি হেইস
১০. থ্রিলার গল্প সংকলন ৪ - বাতিঘর থেকে প্রকাশিত
১১. সিন্স ৫২ - নাজমূল আকাশ
১২. ক্লাসে কালো জাদুকর -আহমেদ ফারুক
১৩.কিছু কিছু জন্ম নিছক কোইন্সিডেন্স -মদিনা জাহান রিমি
১৪. ভালবাসার ডাক পিয়ন -গল্প সংকলন
১৫. বেজ ক্যাম্প হোটেলের মধ্যরাত -মাহতাম হোসেন
১৬. উসকানিমূলক গল্প -আখতারুজ্জামান আযাদ
১৭. খুন -আহমেদ ফারুক
১৮. লীলা - ফারজানা মিতু
১৯. কেউ জানেনি -আসিফ উর রহমান
২০. আমাদের পরিচয় ছিল না - কাসাফাদ্দৌজা নোমান
২১. মানব জনম -সাদাত হোসেন
২২. নিঃসঙ্গ নক্ষত্র -সাদাত হোসেন
২৩. ভয়ংকর বাবলু -সাহজাহান সাজু
২৪. ঈশ্বরী বাইপাস -মাহতাব হোসেন
২৫. ল্যান্ড ফোন -ইশতিয়াক আহমেদ
২৬. তেপান্তর -ফরহাদ চৌধুরী শিহাব
২৭. অসমাপ্ত ঠিকানা -ফরহাদ চৌধুরী শিহাব
২৮. দ্যা ভেভিল কলনী জেমস রোলিংস
২৯. নাম তার জুলকানাইন -মোহাম্মাদ নাজিম উদ্দিন
৩০. দুশমন -শিবব্রত বর্মন
৩১. শুধুই গল্প (প্রথম সংস্করন)
৩২. শুধুই গল্প (চতুর্থ সংস্করন)
৩৩. আধোচক্র -রাজিব চৌধুরী
৩৪. মানুষ খেকো -রাজিব চৌধুরী
৩৫. দ্য ডুমস ডে কি -জেমস রোলিংস
৩৬. ব্লাড লাইন -জেমস রোলিংস
৩৭. আলাতচক্র -তারাদাশ বঙ্গোপাধ্যায়
৩৮. শী এন্ড এলান -হেনরি রাইডার
৩৯. বামন - পলাশ পুরকায়স্ত
৪০. আমাদের শহরে বাঘ এসেছিলো -বাজিব হাসান
৪১. উভচর মানুষ -আলেক্সান্ডার বেলায়েভ
৪২. আবার যখের ধন -হেমেন্দ্র কুমার মুখোপাধ্যায়
৪৩. দ্যা বোন ল্যাবিরিস্থ -জেমস রোলিন্স
৪৪. দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স - কিয়েগো হিগাশিনো
৪৫. তানিয়া - পি লিডভ
৪৬. দ্য গার্ল ইন রুম ১০৫ -চেতন ভাগত
৪৭.The Diary of a Wimpy kid -Jeff Kinney
৪৮. The Diary of a Wimpy kid (Rodrick Rules) -Jeff Kinney
৪৯. The Diary of a Wimpy kid (The last Straw) -Jeff Kinney
৫০. The Diary of a Wimpy kid (Dog Days) -Jeff Kinney
৫১. The Diary of a Wimpy kid (The Ugly Truth) -Jeff Kinney
৫২. দ্য সেভেন্থ প্লেগ -জেমস রোলিন্স (সিগমা ফোর্স ১২)
৫৩. দ্য ডেমোন ক্রাউন -জেমস রোলিন্স (সিগমা ফোর্স ১৩)
৫৪. The Subtle Art of not giving a f*ck - Mark Manson
এই বছরে আপনি কত গুলো বই পড়বেন বলে ঠিক করেছিলেন ? আর কত গুলো বই পড়ে শেষ করেছেন ?
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
অপু তানভীর বলেছেন: ক্লাসের বাইরেও বই পড়ুন
২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিও একসময় পড়তাম অনেক। কিন্তু প্রবাসে বই যোগার করার তাগিদ তেমন নেই। অলাইনে যা পাই অবসরে পড়ে যাই।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
অপু তানভীর বলেছেন: যেখানে পাবেন সেখানেই পড়বেন ! বই পড়ার থেকে আনন্দময় আর কিছু নেই ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: বই আমার প্রাণ।
সোজা প্রিয়তে।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
অপু তানভীর বলেছেন: বই সব সময় প্রিয় !
৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
ব্লগার_সামুরা বলেছেন:
পড়লেন ভাল। রিভিউ দিয়েন।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
অপু তানভীর বলেছেন: একটা বই পড়ার পরপরই সেই বইয়ের উপর থেকে আগ্রহ হারিয়ে যায় । আর কিছু লেখা হয় না সেটা নিয়ে !
৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অপু ভাই,
এগুলোর মধ্যে কোন বইটি আপনার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে?
আর ছোটগল্পের জন্য কোনটা বেশি পছন্দ হয়েছে!
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
অপু তানভীর বলেছেন: সবই ভাল লেগেছে । সিগমা ফোর্সের বই গুলো বেশি ভাল লেগেছে !
৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: গ্রেট ।
স্যলুট বস।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১
পদ্মপুকুর বলেছেন: বাপ্রে! প্রচুর পড়েন এখনও দেখছি। অথচ আমি এখন আর কেনো যেনো নতুন বই পড়তে পারি না, পুরোনোগুলোই ঘুরে ফিরে আবার পড়ি।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২
অপু তানভীর বলেছেন: আমার পুরানো বই পড়া হয় না একদমই । একবার যে বই পড়ি সে বই আর পড়ি না !
৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
তারেক ফাহিম বলেছেন: শেষের বাক্যটি বুঝতে পারিনি সম্ভবত করেছিলাম করেছিলেন হবে।
অফিস করলে অফিস, স্টুডেন্ট হলে পড়া ফাঁকি দেন না হয় কেমনে কি ভাই?
আর যদি কিছুই না করেন তাহলে বুঝবো আপনার সময়গুলো ভালো কাটছে।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন: আমার এখন অফিস নাই, ক্লাসও নেই । আমি আছি মাঝামাঝি অবস্থায় !
আরও বই পড়তে পারলে ভাল হত !
ধন্যবাদ
৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
তারেক ফাহিম বলেছেন: শেষের বাক্যটি বুঝতে পারিনি সম্ভবত করেছিলাম করেছিলেন হবে।
অফিস করলে অফিস, স্টুডেন্ট হলে পড়া ফাঁকি দেন না হয় কেমনে কি ভাই?
আর যদি কিছুই না করেন তাহলে বুঝবো আপনার সময়গুলো ভালো কাটছে।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন: ভুল ছিল । ঠিক করে দিয়েছি !
১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পড়ুয়া ছাত্র.
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
অপু তানভীর বলেছেন: ইয়েস আই এম !
১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১০
অপু দ্যা গ্রেট বলেছেন:
সময় করে লিস্ট দিয়ে দেব
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
অপু তানভীর বলেছেন: দিয়ে দিয়েন !
১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১
কাউছার হোসেন বলেছেন:
এই বছরের মাঝামাঝি ঠিক করেছিলাম ৩০ টা বই পড়ে শেষ করবো।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
অপু তানভীর বলেছেন: গ্রেট !
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
বিবেকবান জড় বলেছেন: কতদিন বই পড়া হয়না
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
অপু তানভীর বলেছেন: বই পড়ুন ! পড়লে ভাল লাগবে !
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
আমি ১৯৭১ সাল থেকে টেক্সট বই ছাড়া অন্য কোন বই পড়িনি, আমার চোখে সমস্যা দেখা দিয়েছিল যুদ্ধের ভেতর; তবে, অনেক ভালো লেখকদের ২/১ টা বইয়ের শুরুর দিকে ২/১ পৃষ্ঠা, মাঝখানে ২/১ পৃষ্টা ও শেষ পাতা পড়েছি।