নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে নানান সময়ে নানান ট্রেন্ড চলে । কদিন আগের একটা ট্রেন্ড চালু হল যে রাধুনি হিসাবে আপনি কেমন । সেখানে আপনি কোন কোন বিভিন্ন খাবারের নাম দেওয়া হল এবং আপনি সেগুলো রান্না করতে পারেন কি না সেটার হিসাবে পয়েন্ট যুক্ত করে দেওয়া হল । এরপর নাম্বর যুক্ত করে দেখা হল আপনি কত নম্বর পেয়েছেন ! একই ভাবে বই পড়ুয়া গ্রুপে চালু হল আপনি কেমন বই পড়ুয়া সেইটা । সেই হিসাবে করে ব্লগার হিসাবে আপনি কেমন সেটা দেখতে আজকে হাজির হলাম । নিচে বেশ কিছু প্রশ্ন করা আছে । এবং সেগুলোর পেছনে নম্বর যুক্ত করা আছে । নম্বর গুলো যোগ করে আপনি হিসাব করে নিন ব্লগার হিসাবে আপনি কত নম্বর পেয়েছেন !
১. ব্লগে পোস্ট করেছেন -২
২. মাসে গড়ে অন্তত একটা পোস্ট করেছেন -৪
৩. ক্যাচাল পোস্ট দিয়েছেন কিংবা আপনার পোস্টে ক্যাচাল বেঁধে গিয়েছে -৫
৪. ক্যাচাল পোস্টে কমেন্ট করেছেন -৪
৫. দিনে অন্তত গড়ে ৫টির বেশি পোস্ট পড়েছেন -৪
৬. দিনে অন্তত গড়ে ৫টি ভিন্ন ভিন্ন পোস্টে মন্তব্য করেছেন -৫
৭. একই পোস্টে ৫টির বেশি কমেন্ট করেছেন -৪
৮. পোস্ট না পড়েই কমেন্ট করেছেন -৩
৯. কারো পোস্টে কমেন্ট করেছেন এবং সেই কমেন্ট পোস্টদাতা মুছে দিয়েছেন -৩
১০. মডারেটর আপনার পোস্ট মুছে দিয়েছে -৩
১১. মডারেটর আপনার মন্তব্য মুছে দিয়েছে -২
১২. মডারেটর কর্তৃত কমেন্ট ব্যান খেয়েছেন -৫
১৩. জেনারেল হয়েছেন -৪
১৪. মডারেটর আপনার স্টাটাস ব্লক/ওয়াচ করেছে -৫
১৫. প্রথম পাতায় পোস্ট ব্যান খজেয়েছেন -৩
১৬. কেউ আপনাকে তার পোস্ট থেকে ব্লক করেছে -২
১৭. পোস্ট করার পূর্বে মন্তব্য রিভিউ অন করেছেন -২
১৮. মন্তব্য বন্ধ করে পোস্ট করেছেন -২
১৯. আপনার পোস্ট জীবনে একবার হলেও স্টিকি হয়েছে -৫
২০. আপনি নিজে কারো মন্তব্য মুছে দিয়েছেন -৩
২১. আপনি কাউকে আপনার পোস্ট থেকে ব্যান করেছেন -৩
২২. কোন পোস্টে রিপোর্ট করেছেন -২
২৩. কোন মন্তব্যের বিপরীতে রিপোর্ট করেছেন -২
২৪. আপনার এক বা একাধিক নিক আছে -৩
২৫. অন্তত একটা গোপন নিক আছে, যার পরিচয় কেউ জানে না -৪
২৬. আসল নিকের সাথে সাথে মাল্টি নিক দিয়েও পোস্টে কমেন্ট করেন -৪
২৭. নিজের মাল্টি নিক দিয়ে জীবনে একবার হলেই নিজের পোস্টে কমেন্ট করেছেন -৩
২৮. আপনার একটি নিক অন্তত আজীবন ব্যান হয়েছে -৩
২৯. নিক লগিন এ অন্তত একবার সমস্যায় পড়ে মডারেটরদের সাহায্য নিয়েছেন -২
৩০. জীবনে অন্তত একবার আঠারো প্লাস ট্যাগ সম্বলিত পোস্ট করেছেন -২
৩১. যে পোস্ট পড়ে ভাল লেগেছে তাতে একটা প্লাস দিতে কখনও ভুল করেন নি -২
এরপর হিসাব করে দেখুন ব্লগার হিসাবে আপনি কেমন ! দেখা যাক ১০০এর ভেতরে আপনি কত নম্বর পান !
হ্যাপি ব্লগিং
ব্লগারদের নিয়ে একটি জরিপ করছি কদিন থেকে । আপনি এখনও অংশ গ্রহন না করলে আপনার মূল্যবান সময় ব্যয় করে জরিপে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করছি । পোস্ট লিংক
Photo by Andrea Piacquadio from Pexels
২৩ শে জুন, ২০২০ রাত ৯:০৫
অপু তানভীর বলেছেন: আরে একটা হিসাব করেই ফেলুন ! দেখেন কি হয় !
২| ২৩ শে জুন, ২০২০ রাত ৮:৩৫
শায়মা বলেছেন: ২. মাসে গড়ে অন্তত একটা পোস্ট করেছেন -৪
৩. আপনার পোস্টে ক্যাচাল বেঁধে গিয়েছে -৫
৪. ক্যাচাল পোস্টে কমেন্ট করেছেন -৪
৫. দিনে অন্তত গড়ে ৫টির বেশি পোস্ট পড়েছেন -৪
৬. দিনে অন্তত গড়ে ৫টি ভিন্ন ভিন্ন পোস্টে মন্তব্য করেছেন -৫
৭. একই পোস্টে ৫টির বেশি কমেন্ট করেছেন -৪
১৬. কেউ আপনাকে তার পোস্ট থেকে ব্লক করেছে -২
১৭. পোস্ট করার পূর্বে মন্তব্য রিভিউ অন করেছেন -২
১৯. আপনার পোস্ট জীবনে একবার হলেও স্টিকি হয়েছে -৫
২০. আপনি নিজে কারো মন্তব্য মুছে দিয়েছেন -৩
২১. আপনি কাউকে আপনার পোস্ট থেকে ব্যান করেছেন -৩
২২. কোন পোস্টে রিপোর্ট করেছেন -২
২৩. কোন মন্তব্যের বিপরীতে রিপোর্ট করেছেন -২
২৪. আপনার এক বা একাধিক নিক আছে -৩
২৫. অন্তত একটা গোপন নিক আছে, যার পরিচয় কেউ জানে না -৪
২৬. আসল নিকের সাথে সাথে মাল্টি নিক দিয়েও পোস্টে কমেন্ট করেন -৪
২৭. নিজের মাল্টি নিক দিয়ে জীবনে একবার হলেই নিজের পোস্টে কমেন্ট করেছেন -৩
২৯. নিক লগিন এ অন্তত একবার সমস্যায় পড়ে মডারেটরদের সাহায্য নিয়েছেন -২
৩১. যে পোস্ট পড়ে ভাল লেগেছে তাতে একটা প্লাস দিতে কখনও ভুল করেন নি -২
২৩ শে জুন, ২০২০ রাত ৯:০৬
অপু তানভীর বলেছেন: এক নম্বর কেনু বাদ গেল শুনি ? পোস্ট করো নাই জীবনে ?
৩| ২৩ শে জুন, ২০২০ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: ৬৩ পেয়েছি......
আমি কেমন!!!
২৩ শে জুন, ২০২০ রাত ৯:০৭
অপু তানভীর বলেছেন: নম্বর আরও একটু বৃদ্ধি পাওয়ার কথা !
৪| ২৩ শে জুন, ২০২০ রাত ৮:৪১
কল্পদ্রুম বলেছেন: টেনেটুনে ১৪। ৮ এর পর থেকে দিশেহারা অবস্থা।৩১ নম্বর কখনো ভুল হয়নি।
২৩ শে জুন, ২০২০ রাত ৯:০৭
অপু তানভীর বলেছেন: না না আরেকবার হিসাব করেন ! এতো কম তো হওয়ার কথা না !
৫| ২৩ শে জুন, ২০২০ রাত ৮:৫০
শায়মা বলেছেন: কল্পদ্রুমভাইয়া ফেইল.....
২৩ শে জুন, ২০২০ রাত ৯:০৮
অপু তানভীর বলেছেন: হিসাবে ভুল করেছে । অবশ্য কেউ ফেইল করবে না!
৬| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:১১
শায়মা বলেছেন: ২৩ শে জুন, ২০২০ রাত ৯:০৬০
লেখক বলেছেন: এক নম্বর কেনু বাদ গেল শুনি ? পোস্ট করো নাই জীবনে ?
ওহ প্রশ্ন বুঝতে ভুল করেছিলাম। তাইলে ৬৫
২৪ শে জুন, ২০২০ রাত ১:০৪
অপু তানভীর বলেছেন: ৬৫ কিন্তু অনেক নাম্বার ! তুমিই ফার্স্ট ! আর কেউ বেশি পাইবে না !
৭| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:২০
খায়রুল আহসান বলেছেন: ফেইল করে গেলাম! মাত্র ২৪ পেয়েছি।
৮ থেকে ১৯, টানা ০, আবার ২১ থেকে ৩০ টানা ০!
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩১
অপু তানভীর বলেছেন: ২৪ অনেক নাম্বার! আরে জীবনে যদি মডারেটর মন্তব্য মুছেই না দিল তাহলে আর হলটা কি ! একবার হলেও এটা হওয়া চাই !!
৮| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আমি এই পরীক্ষা করবো না। আমার মন খারাপ হবে।
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩১
অপু তানভীর বলেছেন: আরে দিয়ে ফেলেন ! আমার বিশ্বাস আপনি সব থেকে বেশি নাম্বার পাবেন !
৯| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: টিটিপি
মানে টেনেটুনে পাশ - ৩৭
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩২
অপু তানভীর বলেছেন: আরে এই পরীক্ষায় কোন ফেইল টেইল নাই । সবাই পাশ !
১০| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:৪০
জুন বলেছেন: হেই অপু কি ব্যাপার খালি খালি জরিপ? ঘটনা কিতা
প্রাপ্ত নম্বর ২৮, ফেল্টুশ ছাত্রী
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩৩
অপু তানভীর বলেছেন: আরে ইহা কুনো জরিপ নয় । একা কেবলই মজা পোস্ট !
ফেল্টুস বলে কোন কথা নাই । এই পরীক্ষায় সবাই পাশ
১১| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:৪২
জুন বলেছেন: ওহ হ্যা ২৯ নম্বর ইয়েস মানে আরও ২ পয়েন্ট। টোটাল ৩০
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন: ৩০ অনেক নম্বর ! নো ফেইল !
১২| ২৩ শে জুন, ২০২০ রাত ১০:১৩
নেওয়াজ আলি বলেছেন: ফেইল
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন: ফেইল টেইল পরে আগে কন কত পাইছেন !
১৩| ২৩ শে জুন, ২০২০ রাত ১০:৫৬
কল্পদ্রুম বলেছেন: শায়মা বলেছেন: কল্পদ্রুমভাইয়া ফেইল.....
ছোটদের এই ভাবে বলা কি ঠিক হচ্ছে আপু! আমি হলে বলতাম "ভাইয়া,তুমি আর একটা পিলার গেঁথেছো।"
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩৬
অপু তানভীর বলেছেন:
১৪| ২৪ শে জুন, ২০২০ রাত ১:০১
শের শায়রী বলেছেন: রেজাল্ট কমুনা, তয় গ্রেস কত? দেহি আশা আছে নাকি?
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩৭
অপু তানভীর বলেছেন: কুনো গ্রেস নাই । এই পরীক্ষাতে সবাই পাশ । জলদি নাম্বার কন দেখি । আমার মনে হয় আপনার নাম্বার অনেক হবে !
১৫| ২৪ শে জুন, ২০২০ রাত ১:২৫
শায়মা বলেছেন: আমি ফার্স্ট!!!!!!!!!!!
কল্পদ্রুমভাইয়া পিলারের পরে পিলার গাঁথতে গাঁথতেই তুমি সাকসেসফুল হয়ে যাবে।
২৪ শে জুন, ২০২০ রাত ১:৩৭
অপু তানভীর বলেছেন: তুমি এখনও ফার্স্ট আছো ! কেউ তোমাকে টপাকাতে পারবে না !
১৬| ২৪ শে জুন, ২০২০ রাত ১:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরে দিয়ে ফেলেন ! আমার বিশ্বাস আপনি সব থেকে বেশি নাম্বার পাবেন !
দেখি আগামীকাল চেষ্টা করবো।
২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৩
অপু তানভীর বলেছেন: হ্যা হ্যা দেখবেন অবশ্যই
১৭| ২৪ শে জুন, ২০২০ রাত ৩:২৭
সোহানী বলেছেন: হাহাহা........... ফেল ই শুধু না জামিন সহ ফেল!!
২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৩
অপু তানভীর বলেছেন: আরে কত নম্বর বইলা ফালান ! এই পরীক্ষায় কুনো ফেল নাই ।
১৮| ২৪ শে জুন, ২০২০ রাত ৩:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টে উল্লেখিত বিষয়গুলোর সাথে যার ১ টিও মিল নেই তার স্কোর কতো ?
২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৪
অপু তানভীর বলেছেন: অন্তত কয়েকটির মিল থাকতেই হবে !
১৯| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক পাশ করেছি দেখা যাচ্ছে।
২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৫
অপু তানভীর বলেছেন: আরে আরে কত নম্বর বলে ফেলুন দেখি !
২০| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:১০
ভুয়া মফিজ বলেছেন: আমি ৩৮ পাইছি! ঘটনা যাই হোক, পাশ করছি......এইটাই বড় কথা।
২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭
অপু তানভীর বলেছেন: আরে ৩৮ অনেক নম্বর ! কারন পোস্ট স্টিকি আর মডারেট কর্তৃক মডারেশন মূলক পয়েন্ট বেশির ভাগ ব্লগারই পাবেন না ! সেখানে ৪০ মানেই অনেক নম্বর !
২১| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: ও হো আমার পোস্টে দুইবার ক্যাচাল বেধেছিল সো ৫+৫ = ১০ নম্বর যোগ হলো ।
টোটাল নম্বর = ৩৫
২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭
অপু তানভীর বলেছেন: আরও কিছু মনে করেন । দেখবেন নম্বর আরও বাড়বে !!
২২| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৩
পুলক ঢালী বলেছেন: বাহ্ মজার পোষ্ট দিয়েছেন জনাব অপু তানভীর।
আমি কোন ব্লগারই নই। মাঝে মাঝে মন্তব্য করি। লেখালেখির মধ্যে তেমন একটা থাকিনা পারিনা তাই।
সাকুল্যে নন্বর পেলুম ১৫।
বুঝলুম আমার কুনু ভবিষ্যৎ নাইক্যা।
ভাল থাকুন।
২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৮
অপু তানভীর বলেছেন: এখন নাই তো কি হয়েছে সামনে আছে । নু টেনশন !
তবে এই পরীক্ষায় কেউ ফেল করবে না ! সুতরাং ফেলটেলের কোন কুনো চিন্তা নাই !
২৩| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:০০
পুলক ঢালী বলেছেন: ওহো আমার পোষ্টের একটা বিষয় নিয়ে একটু ক্যাচাল বেধেছিল তাহলে মোট হলো ১৫+৫=২০
হুম! তারপরও জামানত বাজেয়াপ্ত হইয়ে গিয়েচে হা হা হা।
২৪ শে জুন, ২০২০ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন: দেখলেন তো !! আরও বৃদ্ধি পাবে আস্তে ধীরে !
২৪| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:২১
ডার্ক ম্যান বলেছেন: ২৬ পেলাম । গ্রেস দিয়ে পাশ করায়ে দেন নিজের গরজে
২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩০
অপু তানভীর বলেছেন: আরে ২৬ অনেক বেশি নম্বর ! পাশ করাতে হবে না ! আপনে এমনিতেই পাশ !
২৫| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:২৫
মিরোরডডল বলেছেন: তানভী ৩০
২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৪
অপু তানভীর বলেছেন: প্রচুর নম্বর !!
২৬| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৪
মৌরি হক দোলা বলেছেন: বলার মতো না
ক্যাচাল পোস্ট দেখলে এড়িয়ে যাই, এখন মনে হইতেছে ভীষণ ভুল হইতেছে ব্যাপারটা
২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৫
অপু তানভীর বলেছেন: দেখেন এখনও এদিক ওদিক একটা ক্যাচাল পোস্ট ঘুরে বেড়াচ্ছে । সেখানে একটা মন্তব্য করে আসুন । ৫ নম্বর বাড়িয়ে নিন !
২৭| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭
জুন বলেছেন: ৩০+১০ = ৪০ এই হিসাব করতেও ভুল করলাম অপু
২৪ শে জুন, ২০২০ দুপুর ২:০৪
অপু তানভীর বলেছেন: দেখেন দেখেন আরও কত নম্বর বাড়বে !
২৮| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৮
মৌরি হক দোলা বলেছেন:
২৪ শে জুন, ২০২০ দুপুর ২:০৫
অপু তানভীর বলেছেন:
২৯| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৫১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ১৯ কিতা ফাস করতামনানি একদিন করাম!
২৪ শে জুন, ২০২০ দুপুর ২:০৬
অপু তানভীর বলেছেন: কুনো ফেল নাই এই পরীক্ষাত
৩০| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৩
আখেনাটেন বলেছেন: টেনেটুনে ২৮।
ব্লগের কয়েকজন স্বীকৃত মাল্টিবাজদের স্কোর এখানে দেখলে খুশি হতুম।
ব্লগার শায়মা মনে হয় স্কোরে এভারেস্ট, অন্নপূর্ণা কিংবা নাঙ্গা পর্বতের চূড়া।
আর আমরা সিলেটের ছাতন মিয়ার আগর গাছের টিলাসদৃশ।
ভালো উদ্যোগ।
২৫ শে জুন, ২০২০ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: আরে ২৮ কিন্তু অনেক মার্ক । নু টেনশন !!
৩১| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৯
জেন রসি বলেছেন: যে পরীক্ষায় পাস ফেল নাই সে পরীক্ষা আমি দিমুনা।
২৫ শে জুন, ২০২০ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন: আমি বরং উল্টা ! যে পরীক্ষায় ফেলের সম্ভবনা কম সেখানে তো পরীক্ষা দিবোই দিবো !
৩২| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮
আরোগ্য বলেছেন: ধুর মাত্র ২২ পেয়েছি।
২৫ শে জুন, ২০২০ রাত ১০:৫৯
অপু তানভীর বলেছেন: আরে আরে ২২ অনেক মার্ক ! মন খারাপের কোন কারণই নেই ।
৩৩| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮
মুশফিকুল হক বলেছেন: অকৃতকার্য হওয়ার সম্ভাবনা
২৫ শে জুন, ২০২০ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: আরে একবার পরীক্ষা দিয়েই ফেলুন না । দেখুেন কি হয় !
৩৪| ২৫ শে জুন, ২০২০ রাত ১২:২২
হাসান রাজু বলেছেন: ৮
অংশগ্রহন কইরা পুরা পোস্টটারে ধন্য কইরা দিলাম।
২৫ শে জুন, ২০২০ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন:
৩৫| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:০৫
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: আমি বরং উল্টা ! যে পরীক্ষায় ফেলের সম্ভবনা কম সেখানে তো পরীক্ষা দিবোই দিবো !
আমি সাধারনত অধিকাংশ পরীক্ষাতেই ফেইল করি। আমি পরীক্ষা দেই মূলত বাধ্য হয়ে। যে পরীক্ষায় পাস করার ব্যাপার নাই তা কষ্ট করে কে দেয়!
২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:১১
অপু তানভীর বলেছেন: তাহলে তো যে পরীক্ষায় ফেলের চান্স নাই সেই পরীক্ষাই দেওয়া উচিৎ ! নো চিন্তা ডু ফুর্তি হয়ে পরীক্ষা দেওয়া যাবে !
৩৬| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:২৯
মিরোরডডল বলেছেন: তানভী, খেলা কি শেষ ?
০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬
অপু তানভীর বলেছেন: আপনার স্কোর কত হিসাব করে খেলায় অংশ গ্রহন করে ফেলুন !
৩৭| ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
মিরোরডডল বলেছেন:
সেতো অনেক আগেই করেছিলাম ।
কিন্তু তারপর কি হল তা জানিনা ।
ভেবেছিলাম ইটস আ ফান গেইম কিছু একটা হবে ।
এখন দেখি স্তিমিত
০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
অপু তানভীর বলেছেন: ও সেই হিসাবে ফান এখানেই শেষ ।
৩৮| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৪২
আকিব ইজাজ বলেছেন: টেনেটুনেও পাশ নম্বর হলো না
সব জায়গাতে ফেল্টুসই থেকে গেলাম
০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭
অপু তানভীর বলেছেন: আরও কিছুদিন থাকুন ব্লগে । আশা করি পাশ করে যাবেন !
৩৯| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ২:০৭
নতুন বলেছেন: মাত্র ৪১ পাইলাম,
১. ব্লগে পোস্ট করেছেন -২
২. মাসে গড়ে অন্তত একটা পোস্ট করেছেন -৪
৩. ক্যাচাল পোস্ট দিয়েছেন কিংবা আপনার পোস্টে ক্যাচাল বেঁধে গিয়েছে -৫
৪. ক্যাচাল পোস্টে কমেন্ট করেছেন -৪
৫. দিনে অন্তত গড়ে ৫টির বেশি পোস্ট পড়েছেন -৪
৭. একই পোস্টে ৫টির বেশি কমেন্ট করেছেন -৪
৮. পোস্ট না পড়েই কমেন্ট করেছেন -৩
৯. কারো পোস্টে কমেন্ট করেছেন এবং সেই কমেন্ট পোস্টদাতা মুছে দিয়েছেন -৩
১৬. কেউ আপনাকে তার পোস্ট থেকে ব্লক করেছে -২
১৭. পোস্ট করার পূর্বে মন্তব্য রিভিউ অন করেছেন -২
২১. আপনি কাউকে আপনার পোস্ট থেকে ব্যান করেছেন -৩
২২. কোন পোস্টে রিপোর্ট করেছেন -২
২৩. কোন মন্তব্যের বিপরীতে রিপোর্ট করেছেন -২
৩১. যে পোস্ট পড়ে ভাল লেগেছে তাতে একটা প্লাস দিতে কখনও ভুল করেন নি -২
০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ২:১৯
অপু তানভীর বলেছেন: ৪১ কিন্তু অনেক নম্বর ! যদিও আপনার আরও বেশি নম্বর হওয়া উচিৎ !
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২০ রাত ৮:২৬
লাবনী আক্তার বলেছেন: আমার মতন আম জনতার জন্য জটিল ! আমি বোধহয় সবচেয়ে কম নম্বর পাব হিসেব করলে!