নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মাননীয় মডারেটের কাছে জানতে চাই (সাময়িক)

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬



ব্লগের নিয়ম নীতির মেনে চলার প্রতি আমি সদা আন্তরিক । ব্লগের নিয়মের ভেতরে একটা নিয়ম হচ্ছে কাউকে ব্যক্তি আক্রমন করা যাবে না । সেই সাথে ব্লগে সব সময় সত্য ধরতে বলা হয়েছে । আমি সব সময় সত্যের পক্ষে ।
এখন ধরুন একজন চোর । আমি যদি তাকে সরাসরি চোর বলি তাহলে এটা তার উপর ব্যক্তি আক্রমন হচ্ছে । ব্লগের নিয়ম ভাঙ্গছে । অন্য দিকে সে কিন্তু আসলেই চোর । অর্থ্যাৎ তাকে চোর বলাটা মিথ্যাও না । এর অর্থ দাড়ালো আমি মিথ্যা বলছি না ।
এই অবস্থায় কী করনীয় ?

যে প্রসঙ্গে এই পোস্ট দেওয়া । ব্লগে একজন একটি নির্দিষ্ট দলের পক্ষে নির্লজ্জ দালালী করেই যাচ্ছে, করেই যাচ্ছে । এখন আমি তার পোস্টে গিয়ে কমেন্ট করতে চাই ''আপনি একটা নির্লজ্জ দালাল'' । এখন এই কমেন্ট করলে আমি ব্লগের নিয়ম ভাঙ্গবো কি অথবা আমার বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা জানতে চাই ।

বিঃদ্রঃ ঐ লোক যে নির্লজ্জ দালাল সেটা মডারেটর সাহেব নিজেও খুব ভাল করে জানেন ।


Photo by olia danilevich from Pexels

মন্তব্য ৮৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি এডমিনের কাছে ই-মেইল করতে পারতেন। কোনো কারণে রেগে আছেন মনে হচ্ছে। রাগ কমানোর ১০০১টি উপায় আমার জানা। আপাতত আপনাকে একটি উপায় দিচ্ছি কাজ না হলে মানিব্যাক গ্যারান্টি। বাসার কাছাকাছি পিজ্জাহাটে চলে যান। ১২” হাওয়ায়েন পিজ্জা’র অর্ডার দিন। আজ দুপুরে একা একা পিজ্জাাটি সাবার করে দিন। আস্ত একটি পিজ্জা খাবার পর সত্যি সত্যি আপনার মনে হবে রাগ খাওয়া হয়ে গেছে।

সম্ভব হলে এডমিনকে দাওয়াত করে সাথে করে নিয় যান। আমার জানামতে কাল্পনিক ভালোবাসা ভাই খেতে এবং খাওয়াতে পছন্দ করেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: কদিন থেকে পেটে গন্ডোগোল হয়ে আছে, কিছু ভালমন্দ যাচ্ছে না পেটে । সম্ভবত এই কারণে মাথায় রক্ত উঠে আছে ! তাই যা দেখছি তাতেই মেজাজ গরম হচ্ছে ! :D

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

রোকনুজ্জামান খান বলেছেন: সত্য তুলে ধরুন। মনে করুন, যেটা আপনি কমেন্ট এ লিখবেন সেটা হচ্ছে ভাবসম্পসারণ। নিচে ২ লাইন ব্যাখ্যাঃ দিলে মনে হয় না ব্যাক্তি আক্রমণ এর মধ্যে পড়বে বিষয়টি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: তবুও নিশ্চিত না । এই জন্য আগে থেকে মডারেটর সাহেবকে জিজ্ঞেস করলম । সেই সাথে গন্যমান্য ব্লগারদের মন্তব্যও দেখতে ইচ্ছুক যে তারা কি মনে করেন।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

মলাসইলমুইনা বলেছেন: অপু তানভীর,
সব কুল বজায় রেখে সত্যি বলে ঝাল ঝাড়তে আপনার রহস্য গল্পের মতো রহস্য করে "ইফপি ঐখঠা পিবা বির্বঝঝ ধাবাব" বলতে পারেন কিন্তু !

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: নাহ, এই পদ্ধতিতে কাজ হইবে না ! :D

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



যাকে আপনি দালাল বলতে চান, সেইজন আদৌ 'দলাল' কিনা, সেটা সঠিকভাবে নির্ণয় করার মতো দক্ষতা আপানর আছে কিনা? এবং সে দালাল হলে, আপনার অসুবিধা কোথায়, সে আপনার ব্লগিং'এ বাধা দিচ্ছে কিনা? বাধা দিলে, আপনি এডমিনের কাছে গিয়ে বাচ্চা ছেলের মতো কান্নাকাটি শুরু করেন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: ধুর মিয়া মডারেত সাহেব ছুটি তে আছেন ।উনি কাল আসবেন তারপর রায় হবে । ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

অপু তানভীর বলেছেন: রায়ের জন্য অপেক্ষা করি ! :D

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



গল্প লেখেন, কিন্তু নিজকে সাহিত্যিক হিসেবে অনুভব করছে না এখনো, সময় হয়ে গেছে!

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:



সাহিত্যিক হতে হলে, বটগাছের মতো দৃঢ় ব্যক্তিত্ব থাকতে হয়, সুপারী গাছের মতো সরু হলে কেহ গণনায় নেবেন না।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ব্লগে যারা দুষ্টলোক আছেন, তারা দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। কাজেই এত উত্তজিত হওয়া রকিছু নাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২

অপু তানভীর বলেছেন: আপনার ধারনা সঠিক নয় । তার ব্লগিংয়ের বয়স আপনার থেকেও বেশি !

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৫

জাহিদ হাসান বলেছেন: এত ক্যাচাল না করে যা ভালো লাগে না তা এড়িয়ে যান। নয়তো আমার মত ব্লগ ছেড়ে দিয়ে অন্য কাজ করুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩

অপু তানভীর বলেছেন: আরে ক্যাচাল কই চাইলাম ! আমি ক্যাচাল মুক্ত মানুষ । এই জন্যই তো কেবল দালাল বলা যাবে কিনা সেইটা জানতে চাইতেছি !

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

নেওয়াজ আলি বলেছেন: যুগ যুগ ধরে দালাল ছিলো এবং থাকবে। এড়িয়ে চলুন সময় হলে দালাল নিজেই চুপ হয়ে যাবে। লেখক মুসতাক দালাল ছিলো না বলে জীবন গেল

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৪

অপু তানভীর বলেছেন: এই জন্যই তো বলতে চাই । ছিল আর থাকবে যেহেতু বলা তো যায়ই নাকি ! সেইটাই জানতে চাইছি !

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: সরাসরি বলবানা......
একটু ঘুরাই পেচাই আসল কথা বলে দিবা......

দেখো কবিই বলেছেন- স হ জ কথা যায় না বলা স হ জে.........

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৫

অপু তানভীর বলেছেন: এইটাই তো সমস্যা । সোজা কথা যায় না বলা স হ জে । আসলে অনেকেই তাকে ঘুরিয়ে পেঁচিয়ে এই কথা বলেছে । খুব বেশি ভাল হয় নি । তাই ভাবলাম একবার সরাসরি বলে যদি কিছু লাভ হয় ! এই জন্যই জানতে চাওয়া !

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১২

সাহাদাত উদরাজী বলেছেন: দেখেও না দেখার ভান করে চলেন! অন্যদিকে আপনিও আপনার মত প্রকাশ করে চলুন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬

অপু তানভীর বলেছেন: আমি আমার মত প্রকাশ করতে গেলেই তো এই কথা বলা হয়ে যাবে । এই জন্যই আগে থেকে জানতে চাইছি । আমার মত করে বলা যাবে কি না !

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: অকাট্য উদাহরণ-প্রমাণ দিয়ে দালাল বলতে সমস্যা হবে কেন? বরং এরূপ দালাল চিহ্নিত হওয়াই দস্তুর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৮

অপু তানভীর বলেছেন: সামুতে তার পোস্ট গুলোই অকাট্য প্রমান । আলাদা করে বলার কিছু নেই ।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: এটা পুরাতন শব্দ আপু- দালালি ছাড়া জীবনে কোনকিছুই হয় না
যা ‍কিছু হচ্ছে এখন- সবই দালালি প্রতিক্রিয়াই হচ্ছে আপু

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯

অপু তানভীর বলেছেন: :D

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২

নীল আকাশ বলেছেন: যার নামে বলতে চাচ্ছেন, সেই দেশি গন্ডারের গায়ের চামড়া অত্যান্ত মোটা।
এইসব দুই একটা লাইন তার কিছু যাবে আসবে না নিশ্চিত।
বহু বছর ধরে প্রশয় পেয়ে পেয়েই আজ এত দূরে এসেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২১

অপু তানভীর বলেছেন: এটা অবশ্য সত্য বলেছেন । চামড়া ভেদ করা খুবই কঠিন । তবে দুয়েক লাইন দিয়ে আপাতত শুরু করা যায় । পরে দেখা যাক আরও কি করা যায় !

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫

মা.হাসান বলেছেন: দালালি কি খারাপ?
দালাল না থাকলে গরুর হাঁটে গরু বিক্রি হতো কি? জমিজমা বেঁচা কেনা হতো কি?
লাইফ ইন্সুরেন্স কম্পানি গুলো কি করতো?
এখন তো ব্যাংক গুলো ক্রেডিটকার্ড বেচার জন্য দালাল রাখে। লোন দেয়ার জন্যেও রাখে।
দেশের পক্ষে দালালী করার জন্য বাংলাদেশ (আরো অনেক দেশ) আম্রিকান কংগ্রেসম্যানদের দালাল ধরে। এদের অবশ্য আদর করে লবিইস্ট বলে। আসলে তো দালালই, অন্য ভাষায় বলা।

কাজেই দালাল বলায় সমস্যা দেখি না।

তা ছাড়া দেশে এখন দালাল ছাড়া আর কেউ নাই। কেউ বিম্পির দালাল। কেউ ঝামাতের দালাল। কেউ চেতনার দালাল। কেউ ভাদা, কেউ পাদা। কেউ রাশার দালাল (এদের এখন আর আগের দিন নাই), কেউ চায়নার দালাল। যারা দালালি করতে পারেনা এদের বেশির ভাগ মিডিল ইস্টে বা অন্য দেশে চলে গেছে। সুযোগ পেলে বাকিরাও মনে হয় চলে যাবে।

দালাল খারাপ কিছু না। কাউকে দালাল বলায় বিশেষ সমস্যা নাই। তবে একটা সমস্যা আছে। ইনকাম ট্যাক্সের সমস্যা। আপনি যাকে দালাল বললেন, তাকে যদি ইনকামট্যাক্স/আইআরএস ধইরা বলে - ব্যাটা (না কি বেটি? :P , বেটি হলে প্রেমের প্রস্তাব দিয়ে দেন) তোর ট্যাক্স ফাইলে দালালির কমিশন নাই ক্যান?
সেই ক্ষেত্রে নিরীহ লোকটার ক্ষতি করে আপনার কি লাভ হবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩০

অপু তানভীর বলেছেন: আমিও তো সেটাই বলি ! এটা তো কোন খারাপ শব্দ না । আমাদের জীবনের সাথে খুব ভাল ভাবেই জড়িয়ে রয়েছে এটা । কীন্তু জানেনই তো যুগ কেমন খারাপ ! সামান্য কি না কি লিখলে কোন দিক দিয়ে কে মাইন্ড খাতা যায় তাই আগে থেকে একদম নিশ্চিত হয়েই কিছু বলতে চাই । আমি অতি নীরিহ মানুষ । তাই ঝামেলা আর বিপদ এড়িয়ে চলতে চাই ।

যদিও ব্লগ নিয়মাবলিতে সব কিছু লেখাই রয়েছে তারপরেও ডাবল চেক বলে একটা কথা রয়েছে । সেটা করার চেষ্টায় আছি !

আর সে মোটেও বেটি না । আপনার কি মনে হয় বেটি হইলে এই সব আমি কিছু করতাম । দেখা যেত বেটি হইলে তার সাথে আমার একটা প্রেম কাহিনী হয়ে যেত পারতো ! :D

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

নূর আলম হিরণ বলেছেন: তার সাথে যুক্তি তর্ক করুন তাহলেই দেখা যাবে সে যুক্তি দিয়ে কথা বলছে কিনা অথবা আপনি অযথাই তাকে দালাল বলছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩১

অপু তানভীর বলেছেন: আসলে যুক্তি তর্কের ফলাফল শূন্য । এই জন্য এই পথে ...

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

ভুয়া মফিজ বলেছেন: এইটা কোন টেনশানের বিষয় হইলো? ব্লগে বাক-স্বাধীনতা আছে। কইতে চাইলে তথ্য প্রমানসহ কইবেন। কোন সমস্যা তো দেখি না। তবে ব্লগের নিয়মিত ব্লগারগণ কে কেমন, তাতো আমরা সবাই জানি। বিতং কইরা কওনের দরকার কি? এড়ায়া যান।

আমাদের ব্লগের একমাত্র জ্ঞানী ব্লগার মাহা'র মন্তব্য সবিশেষ প্রণিধানযোগ্য। এই ব্যাপারে চিন্তা-ভাবনা কইরা দেখতে পারেন। আপনের ছবিটা খুবই চমৎকার হইছে। সাময়িক পোষ্টে লাইক দিয়া লাইকের অপচয় আর করলাম না। জানেন তো, অপচয়কারীরা শয়তানের ভাই। শয়তানের অন্য ভাইদের সাথে শামিল হইতে মন চাইলো না। =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

অপু তানভীর বলেছেন: জ্ঞানী ব্লগার মাহার মন্তব্য খুব গম্ভীর ভাবে নিয়েছি । আর ভাবছি সামনে যাবো কি যাবো না ! দাড়ান মাননীয় মডারেটর সাহেব আসা পর্যন্ত আরও কিছু সময় চিন্তা করা যাক ।

না না ঠিকই আছে । অপচয় আমিও পছন্দ করি না ! শামিল হওয়ার দরকার নাই ।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা গল্পে কোনদিন এত ব্লগার কমেন্ট করেন? গল্প থেকে ক্যাচালে আপনার হাত ভালো।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

ঢাবিয়ান বলেছেন: বিশেষ দলের দালালি যারা করে, তারা কি জন্য করে সেটাতো সবারই জানা। আপনার দালাল বলায় তাদের কিছুই যায় আসবে না। বরং তাদের ধান্দায় নাক গলানোর জন্য ডিজিটাল আইন দিয়ে আপনারে চোদ্দ শিকের ভেতর ঢুকিয়ে ফেল্পতে পারে, এমনকি চাইলে মেরেও ফেলতে পারে। মাফিয়া স্টেট বইলা কথা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

অপু তানভীর বলেছেন: আমার বলাতে যে তাদের কিছু যাবে আসবে না সেটা আমিও জানি । তবে বলা গেলে ভাল লাগবে ।
কেবল এই একটা শব্দ বলার জন্য জেল জরিমানা ! আল্লাহ কই যাবো !
না না এতো কিছু হবে না । আগে দেখা যাক মাননীয় মডারেটর সাহেব কি বলেন !

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৯

ডাব্বা বলেছেন: ঘেউ ঘেউ না করে হালুম হালুম করতে শিখতে হবে। তাই ইচ্ছেটা উপেক্ষা করুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬

অপু তানভীর বলেছেন: এতোদিন উপেক্ষা করেই এসেছি.... আজকে হঠাৎ ইচ্ছে হল !

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

করুণাধারা বলেছেন: দালালি একটা পেশা, নির্লজ্জ হওয়াও তেমন দোষের কিছু না। নির্লজ্জ দালাল বললে তার গায়ে লাগবে না, বরং বসকে বলে আপনাকে জেলে ঢোকাতে পারে।

তাই মডারেটর অনুমতি দিলেও এমন কথা কাউকে না বলাই ভালো!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৭

অপু তানভীর বলেছেন: এখন তো তাই মনে হচ্ছে । মনে হচ্ছে বলাটা সম্ভবত ঠিক হবে না ।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২২

রেজওয়ান ইসলাম বলেছেন: আপনি দালাল বলে গালি দিলে বিচার-আচার শুরু হয়ে যেতে পারে।আপনার বিচারের ভার অন্যের উপর ছেড়ে দিবেন কেন?নিজেকে এভাবে মূল্যহীন করবেন না।আপনি একজন হেভী ওয়েট ব্লগার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২

অপু তানভীর বলেছেন: আপনি যাই করেন না কেন মানুষ আপনাকে ঠিকই বিচার করবে !

আর কে হেভিওয়েট কে হালকা ওয়েট এসব নিয়ে কিছু ভাবার নেই । এখানে সবাই হেভিওয়েট আবার সবাই হালকা ওয়েট !

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার ধারনা সঠিক নয় । তার ব্লগিংয়ের বয়স আপনার থেকেও বেশি !

খাইছে আমারে। আমি অফ গেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২

অপু তানভীর বলেছেন: আপাতত তাই যান !

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০

যায়েদ আল হাসান বলেছেন: দালাল না বলে এজেন্ট বলাই ভালো | এরা দেশ, জাতি ও সমাজের জন্য নিজেদের অমূল্য সময় বিনিয়োগ করে | আর তাদেরই ওপর কিনা এতো অপবাদ???? দেশটা উচ্ছন্নে গেল বলে !

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

অপু তানভীর বলেছেন: এটাও একটা ভাল বুদ্ধি ! এজেন্ট বলা হলে তো আর কোন সমস্যাই থাকলো না ! কেউ কিছু মনে করবে না আশা করি !

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১

শায়মা বলেছেন: নাম্বার ওয়ান আমাকে নাাম বলো আমি স হজ কথা সহজে বলতে পারি।

ঘুরাই পেচায়ও পারি। আর আমি অসীম সাহসী এই ব্যাপারে। ঝগড়া করে লাভ নেই। আমি সারাদিন রাত তাহলে সেই কাজেই নিয়োজিত হয়ে যাবো।

আমাকে নাম বলো আমি বলে আসি।


আর মাহা ভাইয়া বলেছে দালালী না থাকলে জীবন চলতো না। কাজেই দালাল একজন বৈধ উপকারী দরকারী জিনিস।

এখন ইনকাম ট্যাক্সের দালাল হলে অবশ্য জীবন নাশক হতে পারে আমারও মনে হয়।

মাহা ভাইয়ার কমেন্ট পড়ে আজ আমি নিশ্চিত হলাম ভাইয়া আসলেও গিয়ানী।
আর ভূয়াভাইয়ার কমেন্ট পড়ে বুঝিলাম ভাইয়া শয়তানের ভাই না । শয়তান একজন দিলখোলা খরচকারী মানুষ আমার মত আর ভাইয়া কিপ্পু শয়তানের সৎ ভাইও না।

ভাইয়া ফেরেসতার ভাই। আমার ফেরেসতা রাজপুত্র ভাইয়া। :)

এখন আমি নিজেকে নিজে জ্ঞানী ভাবিয়া মনে হই্তেছে তুমি কি আমাদের মুনভাইয়ার উপর খেপলে!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

অপু তানভীর বলেছেন: আরে তুমিও চেনো তো তাকে । একটু চোখ কান খুলে দেখার চেষ্টা কর দেখবা তুমিও খুজে পেয়ে গেছো !

২৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৩

শায়মা বলেছেন: ২৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০০

যায়েদ আল হাসান বলেছেন: দালাল না বলে এজেন্ট বলাই ভালো | এরা দেশ, জাতি ও সমাজের জন্য নিজেদের অমূল্য সময় বিনিয়োগ করে | আর তাদেরই ওপর কিনা এতো অপবাদ???? দেশটা উচ্ছন্নে গেল বলে !


যায়েদ মনে হয় ভাইয়ামনিটা আমাদের একজন নান্নে মুন্নে নিউ ভাইয়ু। এই ভাইয়াটাকে আমার ইনকাম ট্যাক্সের ......... মনে হচ্ছে........
:-/


কেনো মনে হচ্ছে জানিনা ............


















যায়েদ ভাইয়া দুত্তামী কললে কিন্তু লাগ কত্তে হয় না ওকে!!! :P

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

অপু তানভীর বলেছেন: :D =p~

২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

অজ্ঞ বালক বলেছেন: যে দালাল, হেরে আপনে দালাল কইলেও দালাল, না কইলেও দালাল। না কইলেও সে জানে সে দালাল, কইলে আমরা যারা জানি-চিনি আর যারা জানে না-চিনে না তারাও জানবো সে দালাল। এই তো। সহজ হিসাব। একদম কুয়ান্টাম ফিজিকছের মতন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৯

অপু তানভীর বলেছেন: না না এই ব্যাপারটা নিয়ে আমি বেশ ভেবেছি । কিছু কিছু মানুষের মাঝে এই বোধ আসলেই নাই । তারা যে আসে সব কিছু ভুলে গিয়ে, তাদের বিবেক বিশর্জন দিয়ে নির্দিষ্ট কিছুকে সমর্থন দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা তারা বুঝতেই পারে না । ভাবে যে তারা যা করছে সেটাই আসলে সঠিক !
এই ক্ষেত্রে মানুষ যদি তাদেরকে এই ব্যাপারটা অবগত করে, তাহলে হয়তো বুঝতে পারবে !

২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

কাছের-মানুষ বলেছেন: আমাদের সবসময় সত্য এবং স্পষ্ট কথা কথা বলতে হবে, তবে ষ্টেইট ফরয়ার্ড কথা যাকে বলা হবে সেই ব্যাক্তির আত্তসম্মানে লাগে তাই এই কথাটা মাঠায় রাখতে হবে! অনেকটা ট্রেইড অব, যেমন আমরা ছোট বেলায় অনেকে হয়ত পড়েছি, কানাকে কানা বলিও না ওহারা মনে কষ্ট পায়! রাস্তার ফকির তাকে যদি ঐ ফকির বলি, তাহলে এটা মিথ্যে হবে না , তবে সেই ব্যাক্তির আত্তসম্মানে লাগবে, একজন ল্যাংড়াকে আমারা বলি না এই ল্যাংড়া। এগুলো সত্য তাও বলি না, কারন এখানে আমাদের সত্যের পাশাপাশি যাকে বলছি তাঁর আত্যসম্মানকেও বিবেচনায় আনছি আমাদের মনের অজান্তে!! তাই আপনি সত্য এবং স্পষ্ট কথা কিভাবে বলবেন এবং কতটুকু বলবেন, সেটা নিজের ব্রেন দিয়ে চিন্তা করতে হবে!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬

অপু তানভীর বলেছেন: ফরিক আর ল্যাংড়ার সাথে চোর বাটপারের উদাহরনটা মোটেই যায় !
একজন ল্যাংড়াকে তার সামনে ল্যাংড়া বলাটা সত্য হলেও খুবই বাজে একটা কাজ কিন্তু একজন চোরকে চোর বলাটা মোটেই খারাপ কাজ হিসাবে গন্য হতে পারে না । দুইটার ক্ষেত্র একেবারেই আলাদা !

৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৯

মলাসইলমুইনা বলেছেন: অপু তানভীর,
সাংবিধানিক সংশোধন "ইফপি ঐখঠা পির্বঝঝ ধাবাব" বলতে হবে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

অপু তানভীর বলেছেন: এই সব বইলা মন ভরে না ! কিতা করা যাইবে ! :D

৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৪

শায়মা বলেছেন: কাছের মানুষ ভাইয়া। ১০০তে ২০০।
একদম ঠিক। রেগে গেলেও যদি অপর ব্যাক্তির সন্মান রেখে একটু ঘুরিয়ে পেচিয়ে আসল কথাটা বলা যায় তবে মনে হয় সেই ব্যাক্তির উপলদ্ধি হতে পারে। কিন্তু রেগে মেগে স্ট্রেইট ফরওয়ার্ড ঢিল ছুড়লে পাটকেল আসতে পারে ফিরে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: আরে পাটকেল আইলেই কি ! ঢালের ব্যবস্থা আছে ঠিকই !

৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিভিন্ন কিসিমের দলকানা আছে ব্লগে, তাই একজনেরই দলকানগিরিতেই যদি আপনার ব্লাড প্রেশার বেড়ে যায় তবে তো সমস্যা।
তাকে তার মতামত প্রকাশ করতে দিন, সহ্যশক্তি বাড়ান।

আপনার জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ: কারো অতিরিক্ত দালালি পর্যবেক্ষণ করে নিজের বিপি বাড়াবেন না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: বাংলাদেশে থাকি এটাই কি প্রমাণ করে না যে সহ্য শক্তি কত খানি ! এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে ! :D

তবে নিরাপত্তার খাতিতে আপনার সংবিধিবদ্ধ সতর্কীকরণ মাথায় রাখলাম !

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৩

সোহানী বলেছেন: উপরে সবাই যা বলেছে আমি একই কথা বলি। দালাল ছিল, আছে ও থাকবে। এদেরকে নিয়া যত মাথা ব্যাথা করবা তত মাথা খারাপ হবে...... তাই ইগনোর দেম। "কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়?"

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

অপু তানভীর বলেছেন: কামড় না দিতে পারি লাঠি দিয়ে পিটানো তো যায় ! এই জণ্যই তো জানতে চাওয়া । লাঠি ব্যবহার করা যাবে কি না !

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৪

সোহানী বলেছেন: ওওও উপরে ঠাকুর সাহেব ১০০১ টা পন্থার কথা বলেছেন। আমি ১০০২ নাম্বারটা বলি , সেটা হলো কমেন্ট ব্লক করে দিবা... B-))

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: না না না ! কমেন্ট ব্লক দেওয়া আমি মোটেই পছন্দ করি না । কেবল মাত্র মাল্টি নিকে কেউ আইলে তারে ব্লক করি । এছাড়া আর কাউকে না ।

৩৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯

সত্যপীরবাবা বলেছেন: দুই দালালে তো হাজিরা দিয়া গেল, আর দুইটা কখন আইব?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: #:-S

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: অপু ভাই , আমি কিতা কইতাম।শুধু ইডাই কমু,

" সবার উপর দালাল সত্য ,তাহার উপর নাই" । বর্তমানে দালাল (যার ইংরেজী প্রতিশব্দ Broker,agent, tout, middleman) সবচেয়ে ভাল এবং লাভজনক পেশা।বর্তমানে "দালাল/টাউট "দের ছাড়া একদিনও সমাজ-আপনি-আমি চলতে পারবেন না আর "দালাল/টাউট "রা পরিবেশ বান্ধব ও সবার জন্য উপকারী।কারন তাদের অদৃশ্য ইশারায় কেউ বিপদে পড়ে আবার তাদের দয়ায় বিপদ থেকে পরিত্রাণ পায়।এ যেন অনেকটা "সর্প হইয়া দংশন করে-উঝা হইয়া ঝাড়ে"।আর তাদের সাথে সমাজের অনেকের সম্পর্ক থাকে যারা আপনাকে-আমাকে নয়-ছয় (হাপিশ) করে দিতে পারে।

কাজেই "ভাবিয়া করিয়েন কাজ ,করিয়া ভাইবেন না (বিপদে পড়িয়েন না)।কি দরকার কিছু বলা-অফ জান ভাই।বিপদ এড়িয়ে চলুন ,দালাল/টাউট কে বন্ধু ভাবুন ।তাহলে জীবন হবে ঝামেলাহীন,মধুময়।আর না হলে জীবন হবে বিষময় এবং পৈত্রিক জানটাও খোয়াতে পারেন।

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: আরে বিপদে পড়ার ভয় তো আছেই সেই সাথে রয়েছে ব্যান খাওয়ার ভয় ! এই জন্যই তো মডারেটরের কাছে আগে জানতে চাইলাম । আগে দেখা যাক তিনি কী বলেন ! তার পরে অন্য কিছু ভাবা যাবে !

৩৭| ০১ লা মার্চ, ২০২১ রাত ১০:১৪

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে ব্যাতিক্রম ছাড়া সবাই দালাল।
হাজার বছরের গোলামের জাতির নৈতিকতা, রাজোচিত আচরণ,মেরুদন্ড, স্পষ্টবাদীতা কোনোটাই থাকেনা। তারা শুধু জানে কিভাবে মোসাহেবী করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে হয়। নিরপেক্ষতা এদের কাছে হাস্যকর একটা শব্দ। এরশাদ দুর্নীতি দমন করার কথা বলে ক্ষতায় এসেছিলো। দালাররা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য পা চেটে তাকে ছাত্র জনতা হত্যাকারী বিশ্ববেহায়া চোর লম্পট বিদেশে টাকা পাচারকারী বানিয়ে দিয়েছে। জিনাতের মতো নিজের বউদের তার কাছে দিয়েছে সচিব মোশাররফ সহ আরো অনেকে।
উন্নত দেশে নিরপেক্ষ মেরুদন্ডসম্পন্ন লোক আছে। কিন্ত বাংলাদেশের লোকজন এদের প্রচন্ড ঘৃণা করে।
তাই কিছুদিন পর দেশে শুধু দালালরাই থাকবে।

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৪

অপু তানভীর বলেছেন: সবার পছন্দ অপছন্দ থাকবে নির্দিষ্ট দল গোষ্ঠীর উপর দূর্বলতা থাকবে, এটা স্বাভাবিক । কিন্তু যাকে পছন্দ তার কোন দোষ নাই এমন মনভাব হওয়াটা কোন ভাবেই গ্রহনযোগ্য নয় !
তবে এটা কথা আসলেই সত্য এই দেশে এই দালালের পরিমান আসলেই অনেক অনেক বেশি ! দিন দিন যা আরও বাড়ছে !

৩৮| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪০

বংগল কক বলেছেন: দালালদের চোখ বন্ধ করে ইগ্নোর করুন।

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: সব সময় এড়িয়ে যাওয়া যায় না । তাই তো জানতে চাওয়া !

৩৯| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১০:১৪

মলাসইলমুইনা বলেছেন: অপু তানভীর,
ঘটনা কি ঘটলো শেষ পর্যন্ত? মডারেটরের কোনো উত্তর পেলেন কি ?"ইফপি ঐখঠা পির্বঝঝ ধাবাব" বলা যাবে ?

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৩

অপু তানভীর বলেছেন: মাননীয় মডারেট সাহেব আমার প্রশ্নের কোন জবাব দেন নি। তাই আমিও লাইনটা আসলে বলতে পারি নি । এই নিয়ে একটু চিন্তাতে আছি !

৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৭

সোনালি কাবিন বলেছেন: মারাত্মক দলান্ধ অইটা

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৫

অপু তানভীর বলেছেন: যদিও পোস্টটা আমি করেছিলাম একটা দলের পক্ষে দালালী করা নিয়ে কিন্তু এখন পরিস্থিতি বদলেছে । এখন কেবল দল না, একজনের পক্ষে দালালী করা দেখেও এই মন্তব্য করতে ইচ্ছে করে । কিন্তু মাননীয় মডারেটর সাহেব প্রশ্নের জবাব না দেওয়াতে মন্তব্য করতে পারি না !
বলেন কি করনীয় !

৪১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: অপু ভাই, এই সময় দালালদের ই জয়জয়কার। এখন অবশ্য কেউ দালাল বলেনা। বলে ব্রোকার। আর দালালদের খুটির জোর অনেক শক্ত ও গভীরে থাকে। মনে হয়না এভাবে কিছু হবে। এই সবের একটাই ঔষধ। এড়িয়ে যাওয়া।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৯

অপু তানভীর বলেছেন: দালালদের এড়িয়েই যাই সব সময় । এদের মত নিকৃষ্ট জীবদের পছন্দ করার কোন মানেই । কিন্তু সমস্যা হচ্ছে আমি এড়িয়ে গেলেও এরা বারবার কেবল চোখের সামনে চলে আছে ! কতবার আর চোখ বন্ধ করে থাকা যায় !
অন্য দিকে এই এড়িয়ে যাওয়াকে আবার এরা আমাদের দুর্বলতা ভেবে বসে !

৪২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা কঠিন প্রমাণ সহ আপনি কাউকে দালাল বলতে পারেন। কিন্তু ঝুঁকি হোল যদি আপনার প্রমাণ ব্লগ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য না হয় সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। যেহেতু আপনি কোন জবাব পাননি তাই আপনাকে সাহায্য করার চেষ্টা করলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৯

অপু তানভীর বলেছেন: কঠিন প্রমান মানে হচ্ছে আপনি যে কেউ সেটা স্পষ্ট পাচ্ছে । দেখা যাচ্ছে মানুষটা দালালীই করছে । এমন কি কর্তৃপক্ষও সেটা জানে পরিস্কার ভাবেই কিন্তু মুখ দিয়ে স্বীকার করবে না । সেই ক্ষেত্রে কি হবে? বলা যাবে কি যাবে না ?

অবশ্য গতকালকে এক্সামপল দেখতে পেয়েছি । একজন দালালকে দালাল বলা হয়েছে এবং এখনও সেটা অপরাধ বলে গন্য হয় নি !

৪৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: দালাল শব্দটা শুনতে একটু খারাপ লাগে। যদিও দালাল শব্দের ভালো অর্থও আছে। আপনি দালাল না বলে বলতে পারেন 'অন্যায়ভাবে পক্ষ সমর্থনকারী' ( সেই ক্ষেত্রে আপনাকে অন্যায় প্রমাণ করতে হবে)। অভিধানে এইভাবেই দালালের অর্থ দেয়া আছে। এতে সাপও মরবে আবার লাঠিও ভাঙ্গবে না। অথবা ইংরেজিতে বলতে পারেন Collaborator। তবে আমি পরামর্শ দিয়েছি এটা বলা যাবে না। সব দায়িত্ব আপনার। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৭

অপু তানভীর বলেছেন: আরে না না । এইভাবে গাছে তুলে দিয়ে বলবেন যে পরামর্শ আপনি দেন নাই তাহলে হবে না । আমি ডুবলে বলবো যে আমি এই কাজ করি নাই একা, আপনার পরামর্শ মতাবেক করেছি । ;)

দালাল শব্দ ব্যবহার না করলে আসলে বলে সুখ পাওয়া যাবে না ! ''অন্যায়ভাবে পক্ষ সমর্থনকারী'' অতি ভদ্র ভাষা !

৪৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৮

রাােসল বলেছেন: He is identified broker/ agent . It is possible to be alert against him. How can we be alert against un identified broker / agent.

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৯

অপু তানভীর বলেছেন: এটা বোঝার কোন উপায় নেই । কোন উপায় নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.