নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুতে একাধিক মাল্টি নিক মেইনটেইন করার নিনজা টেকনিক :D

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫



সামুতে মাল্টিনিক একটা কমন বিষয় । বলতে গেলে অনেক ব্লগারেরই একাধিক নিক রয়েছে । অনেকের কেন বলছি আমার নিজেরই তো রয়েছে । তবে কোন কোন নিক গুলো আমার সেটা আমি বলবো না ।

যাই হোক আজকের পোস্ট কার কোন নিক সেটা নিয়ে নয় । আজকের পোস্ট হচ্ছে যারা মাল্টিনিক ব্যবহার করেন তারা যেন ধরা না খেয়েই নির্বিঘ্নে মাল্টি নিক দিয়ে নিজেদের কাজ কারবার চালিয়ে যেতে পারে সেই জন্য । এই পোস্ট দেওয়ার কারণ বুঝি আপনারা সবাই ইতিমধ্যে টের পেয়ে গেছেন । নির্দিষ্ট কিছু সাবধানতা অবলম্বন করলেই ব্লগের সাধারণ ব্লগাররা কোন দিন এক নিকের সাথে অন্য নিকের কোন সম্পৃক্ততা খুজে পাবে না । আসুন সেই টেকনিক গুলো জেনে নিই ।

১. মাল্টিনিক ধরা খাওয়ার সব চেয়ে বড় ফাঁক টা হচ্ছে বানান ভুল । একটু আগেই একটা পো্স্টে মন্তব্য করেছি এটা নিয়ে । বাংলা লিখতে গেলে অনেকের বানান ভুল হয় । আমার নিজের গল্পে প্রচুর বানান ভুল যায় । দেখবেন এই পোস্টেও বানান ভুল থাকবে । যাই হোক যা বলছিলাম । এই রকম সবারই কিছু কিছু শব্দে দূর্বলতা থাকে । সব সময় লক্ষ্য রাখতে হবে যে দুই নিক থেকে পোস্ট করা পোস্টে কিংবা অন্য পোস্টে করা মন্তব্যে যেন কোন ভাবেই একই বানান ভুল না যায় । দুজন মানুষ একই একই বানান একই ভাবে ভুল করতে পারে না বললেই চলে । সুতরাং এটা খুবই খেয়াল করে । এমন হতে পারে একটা নির্দিষ্ট নিকে আপনি সব সময় সঠিক বানান লেখার চেষ্টা করবেন । খেয়াল করবেন যাতে সেখানে কোন ভাবেই কোন বানান ভুল না যায় !

২. লেখার ধরন অনেক বড় একটা ব্যাপার । সবার লেখার নির্দিষ্ট ধরন রয়েছে । যেমন আমার গল্প লেখার একটা নির্দিষ্ট ধরন রয়েছে । আমার লেখা যারা নিয়মিত পড়ে তারা আমার লাইণ গুলো পড়লেই ধরে ফেলবে যে এই লেখার পেছনে আমি রয়েছি । শব্দের ব্যাবহার প্রকাশ ভঙ্গি যাতে ভিন্ন হয় দুই নিকে সেটা খেয়াল করতে হবে ভাল ভাবে ।

৩. যথা সম্ভব একটা নিকের সাথে অন্য নিকের ইন্টারেকশন যাতে কম হয় সেটা খেয়াল রাখবেন । অনেকে নিজের মাল্টি নিক দিয়ে নিজের পোস্টে কমেন্ট লাইক করে ভাসিয়ে দেয় । এটা থেক যথা সম্ভব দুরে থাকতে হবে ।

৪. মাল্টি নিক দিয়ে কখনই একই পোস্টে একই ধরনের আক্রমন করা যাবে না । ধরুন আপনার কারো সাথে ক্যাচাল লেগেছে তখন কোন ভাবেই পরপর একই দুই নিক দিয়ে সেই পোস্ট তর্ক করা যাবে না। যে কোন একটা নিক দিয়েই তর্ক যুক্তি উপস্থান করবেন ।

৫. চেষ্টা করবেন যাতে দুই নিক দিয়ে পরপর একই পোস্টে মন্তব্য করবেন না । দুই নিক যাতে একই পোস্টে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে । যদি একান্তই না পারেন তাহলে খেয়াল রাখতে হবে যে দুই নিকের মন্তব্যের মাঝে যেন অন্য মানুষের মন্তব্য থাকে ।

৬. দুই নিক দিয়েই পোস্ট করার চেষ্টা করবেন । বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় মাল্টি নিক মানুষ রাখে কেবল মাত্র মন্তব্য করার জন্য । এটাতে মানুষের সন্দেহ বাড়ে খুব । দুই নিকে পোস্ট করতে হবে এবং যথা সম্ভব চেষ্টা করতে হবে যাতে ভিন্ন ভিন্ন বিষয়ে পোস্ট হয় ।

৭. মন্তব্য জবাব দেওয়ার ব্যাপারেও সাবধান । অনেক ব্লগার যখন মন্তব্যের জবাব দেন তখন তাদের কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে । এটা থেকে অবশ্যই সাবধান হতে হবে । ধরন যাতে কোন ভাবেই এক রকম না হয় !

৮. অন্তত একটি নিক কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করা থেকে বিরত থাকতে হবে । আপনার কোন একটা নিক থেকে যেন পক্ষে পোস্ট মন্তব্য করতেই পারেন কিন্ত অন্য নিক থেকে সেই একই দলের পক্ষ নেওয়া থেকে বিরত থাকতে পারে ।


আজকের শিক্ষাদান কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হল । যারা মাল্টিনিক ব্যবহার করেন তারা আজ থেকেই আরও সাবধান হয়ে যান । উপরের পয়েন্ট গুলোর ব্যাপারে একটু সাবধান হলেই আপনার মাল্টিনিক কেউ খুজে পাবে না আশা করা যায় । তবে একেবারে ১০০% নিশ্চয়তা দেওয়া সম্ভব না অবশ্য । কেউ অবশ্য শতভাগ নিশ্চয়তা দেয় না । দেখেন না লাইফবয় সাবানও জীবানুর মারার ৯৯.৯৯% নিশ্চয়তা দেয় । পুরো টুকু দেয় না । আমিও তাই করলাম !

হ্যাাপি ব্লগিং !


Photo by Photos_frompasttofuture on Unsplas

মন্তব্য ৬১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:




ব্লগিং'এ নিকের সংখ্যা বাড়ায়ে লাভ নেই, উহা সাহায্য না করে, বরং দৈন্যতা বাড়িয়ে দেয়।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: যার যা চিন্তাা :D

২| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাল্টি নিকগুলোর মধ্যে নিজের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা থেকেও বিরত থাকতে হবে। কারণ, আজকে একজনকে নিজের ভাবী বললেন, আরেকদিন আন্টি বলে ফেলতে পারেন।

আবার ধরুন, যাতে ঘূণাক্ষরেও কেউ সন্দেহ করতে না পারে, সেজন্য, এক নিক দিয়ে পোস্টদাতাকে গালি দিতে হবে, অন্য নিক দিয়ে এসে তার সাপোর্ট করতে হবে।

শিক্ষাদান কর্মসূচী খুব ভালো হয়েছে। মানব জাতি বিশেষ উপকৃত হবে।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: মানব জাতির উপকার করতে পারাটাই জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিৎ ! আমি সেই কাজ করে চলেছি । সবারই তাই করা দরকার ! :D

৩| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১১

করুণাধারা বলেছেন: একটা পাসওয়ার্ড মনে রাখতে পারিনা, আর একাধিক!! পাসওয়ার্ড মনে রাখার সহজ কৌশল আছে?

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: পাসওয়ার্ড মনের রাখার জন্য একজন এসিস্ট্যান্ট নিয়োগ দিতে পারেন ! ;)

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৫

শায়মা বলেছেন: সামুতে একাধিক মাল্টি নিক মেইনটেইন করার আরও কিছু টেকনিক

১. মাল্টিনিক ধরা খাওয়ার সব চেয়ে বড় ফাঁক টা হচ্ছে বানান ভুল ।

হ্যাঁ ঠিক বলছো। তাই উপদেশ নিজের ভুল বানান তো আমরা বুঝিনা তাই সঠিক বানানও এক এক নিকে একেক রকম লিখিতে হইবেক। যেন কেউ ভুলগুলো ধরায় দিলে বলতে পারো কই ভুল গুলা দেখলেন এই সঠিক গুলা যে আমি নানা নিকে ভুল লিখছি তাহা দেখলেন না!

তবে মামুনুক হকের মত ফোন রেকর্ডের জালে ফেসে গেলে আমি জানিনা.....


২. লেখার ধরন অনেক বড় একটা ব্যাপার ।

এটাও বড় কঠিন কর্ম। মরে গেলেও তুমি বেশিদিন এই ধরণ পালটায় রাখতে পারবে না। মনে রাইখো স্বভাব যায় না মরলে ....
কাজেই মালটি বানাও তবে অন্যের পিছে লাগিও না। ধরা তুমি পড়বাই একদিন নয়তো নিজেই ধরা দিবে কাজেই শুরু থেকেই সাবধান যাই কোরো অন্যের পিছে লাগিও না......



৩. যথা সম্ভব একটা নিকের সাথে অন্য নিকের ইন্টারেকশন যাতে কম হয় সেটা খেয়াল রাখবেন । অনেকে নিজের মাল্টি নিক দিয়ে নিজের পোস্টে কমেন্ট লাইক করে ভাসিয়ে দেয় । এটা থেক যথা সম্ভব দুরে থাকতে হবে ।

না না এই কথা ঠিক না । ইন্টারেকশন না রাখলে আরও সন্দেহে পড়বা তাড়াতাড়ি। মানুষ বলবে ঐ যে দেখছো নিজেকে নিজে লাইক দেয় না এইটাই ঐটার নিক।:)


৪. মাল্টি নিক দিয়ে কখনই একই পোস্টে একই ধরনের আক্রমন করা যাবে না । ধরুন আপনার কারো সাথে ক্যাচাল লেগেছে তখন কোন ভাবেই পরপর একই দুই নিক দিয়ে সেই পোস্ট তর্ক করা যাবে না। যে কোন একটা নিক দিয়েই তর্ক যুক্তি উপস্থান করবেন ।

আমার উপদেশ নো আক্রমন উইথ মালটি

৫. চেষ্টা করবেন যাতে দুই নিক দিয়ে পরপর একই পোস্টে মন্তব্য করবেন না । দুই নিক যাতে একই পোস্টে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে । যদি একান্তই না পারেন তাহলে খেয়াল রাখতে হবে যে দুই নিকের মন্তব্যের মাঝে যেন অন্য মানুষের মন্তব্য থাকে ।



৬. দুই নিক দিয়েই পোস্ট করার চেষ্টা করবেন । বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় মাল্টি নিক মানুষ রাখে কেবল মাত্র মন্তব্য করার জন্য । এটাতে মানুষের সন্দেহ বাড়ে খুব । দুই নিকে পোস্ট করতে হবে এবং যথা সম্ভব চেষ্টা করতে হবে যাতে ভিন্ন ভিন্ন বিষয়ে পোস্ট হয় ।

হা হা হা করা যাবে তবে ইচ্ছাকৃত। আমি বলবোনা তুমি বুঝে নাও আমি কে? :P


৭. মন্তব্য জবাব দেওয়ার ব্যাপারেও সাবধান । অনেক ব্লগার যখন মন্তব্যের জবাব দেন তখন তাদের কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে । এটা থেকে অবশ্যই সাবধান হতে হবে । ধরন যাতে কোন ভাবেই এক রকম না হয় !

কঠিন কঠিন বড়ই কঠিন কার্য্য। স্বভাব যাবে না মরলেও। কাজেই অতি সাধুতা চোরের লক্ষন বের হবেই হবে। তাই আগে থেকেই সাবধান থাকো পরিনামের জন্য.....

৮. অন্তত একটি নিক কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করা থেকে বিরত থাকতে হবে । আপনার কোন একটা নিক থেকে যেন পক্ষে পোস্ট মন্তব্য করতেই পারেন কিন্ত অন্য নিক থেকে সেই একই দলের পক্ষ নেওয়া থেকে বিরত থাকতে পারে ।

হ্যাঁ একদলে আওয়ামী আরেক দলে বিএনপি কিন্তু ছাগু দল হলে আর রক্ষা রবে না ..... এমন ক্ষতি সামুর স বে না ......


একজন অভিজ্ঞ ...... অভিজ্ঞতার আলোকে ..... :P

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: সামুতে যে কদিন দেখছি সেই অনুপাতে লেখা । কয়েকজন তো এখানেই এই কারণ গুলোর জন্যই ধরা খেতে দেখলাম ! তুমিও কম দেখলে না ! :D

৫| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৭

শায়মা বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাল্টি নিকগুলোর মধ্যে নিজের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা থেকেও বিরত থাকতে হবে। কারণ, আজকে একজনকে নিজের ভাবী বললেন, আরেকদিন আন্টি বলে ফেলতে পারেন।

আবার ধরুন, যাতে ঘূণাক্ষরেও কেউ সন্দেহ করতে না পারে, সেজন্য, এক নিক দিয়ে পোস্টদাতাকে গালি দিতে হবে, অন্য নিক দিয়ে এসে তার সাপোর্ট করতে হবে


এই যে ভাইয়া ভুল করলো।

গালি ভুলেও দেওয়া যাইবেক না...... কারণ ধরা তুমি পড়বাই। আজ হোক আর কাল হোক।:)

মালটিগুলি হইবেক অতি বিনয়ী..... নো গালি নো গালা নো ফান নো ঢং আমার জন্য..... বড়ই অমিশুকে নিজের মত নিজে থাকে.......। উনার কাজ শুধু লিখিয়া যাওয়া। :)

৬| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২০

শায়মা বলেছেন: ৩. ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১১০

করুণাধারা বলেছেন: একটা পাসওয়ার্ড মনে রাখতে পারিনা, আর একাধিক!! পাসওয়ার্ড মনে রাখার সহজ কৌশল আছে?


আছে। বলবো??? :)

৭| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শায়মা মিস বলেছেন : এই যে ভাইয়া ভুল করলো।

গালি ভুলেও দেওয়া যাইবেক না...... কারণ ধরা তুমি পড়বাই। আজ হোক আর কাল হোক।


মিস্টার সোনাবীজ বলছেন : তাইলে মাল্টিনিক করুম কোন কামে?

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: মহৎ কাজে মাল্টিনিক ব্যবহার করুন । আমার মত ! :D

৮| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: সোনাবীজভাইয়া এক নিকে কবিতা আরেক নিকে গল্প আরেক নিকে গান। বাট ভুলেও নো গালাগালি ......

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: গানের কুন্টা? :||

৯| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট আমার মোটেও ভালো লাগে নি। একেবারে ফালতু মনে হয়েছে। তাঁর চেয়ে ভালো আপনি গল্প লিখুন।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: আপনাকে ভাল লাগানোর জন্য তো আমি পোস্ট করি না । আপনার ভাল লাগলো কী লাগলো তাতে কি যায় আসে !
আর আমি কী করবো কী লিখবো এই বিষয় নিয়ে অন্য কারো কাছ থেকে মন্তব্য শুনতে চাই না ।

১০| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০১

ভুয়া মফিজ বলেছেন: মাল্টি নিকের অদ্যোপান্ত!!!! কামে লাগামু নাকি? =p~

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: অবশ্যই কামে লাগাবেন । নয়তো কেউ যদি আজকের মত হাটে হাড়ি ভেঙ্গে দেয় তাহলে উপায় আছে ! :D

১১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭

ভুয়া মফিজ বলেছেন: ভাবতেছি, সামু'র স্ক্রীণশটের একটা আলাদা ফোল্ডার বানামু। কতো শট নেই, দরকারের সময় আর সেগুলি খুইজা পাই না। পাই পরে, যখন আর দরকার নাই। এইবারের ক্যাচালের সময়ও খুজছি, পাই নাই। পরে পায়া লাভ কি? X(

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: আমার এই রকম কত যে স্ক্রিনশট নেওয়া যে আছে সেটার কোন ঠিক নেই । সেদিন একটা ফোল্ডে দেখলাম কত যে পোস্টের লিংক আর স্ক্রিনশট নেওয়া । পরে সব মুছে দিয়েছি । যাদের গুলো নেওয়া ছিল তারা এখন কেউই ব্লগে নেই । আর নতুনদের গুলোর নেওয়া হয় নাই । তবে আজকে অনেক দিন আগের সামুসাু ফিল পাইলাম । :D

১২| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭

ওমেরা বলেছেন: নিজেকে অত চালাক ভাবিয়েন না । আমি না জানলেও আমাদের ব্লগের শার্লক হোমসরা ঠিকই জানে !! :D
আমি সত্যি অবাক হয়েছি আজকে।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: আরে না না টের পাবে না কেউ :D

আজকে একটা কাজের মত কাজই হয়েছে ! =p~

১৩| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

আখেনাটেন বলেছেন: ওরে বাটপাড়! ওরে ওরে বাটপাড়!! (আমি বলি নাই, কে বলেছেন তা আপনার জন্য ধাঁধা ;) )--- এখানে বুঝি পপকর্ণ খাওয়া হচ্ছে বড়!!! দাওয়াত টাওয়াত তো দেওয়া হয় নাই কাউরে!! X((

আশা করি সিঙ্গাপুরিয়ান আপা, আমার খাস্তা যুক্তি খন্ডায়ে আমাকে ব্লগ থেকে পাতাতাড়ি গুটাতে সাহায্য করিবেন। :D


তবে, আপনার দাওয়ায় নিয়ে থাকলে কাজটা আরো জটিল থেকে জটিলতর হত বলতেই হয়.......। B-)

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

অপু তানভীর বলেছেন: আমি বড় অসামাজিক প্রাণী কাউরে দাওয়াত দেই না । আর এই কারোনা কালে তো কাউকে দাওয়াত আরও দিবো না । কিন্তু মানুষ চলে আসলে আর কি করা । পরের বার আর দাওয়াতের অপেক্ষা না করেই চলে আসতে হবে ! ;)

সিঙ্গাপুরিয়ান আফা নিশ্চিত এইবার তাইওয়ান চলে যাবেন নয়তো নিষিদ্ধ নগরী লাসাতে অবস্থান নিবেন । আবার এদিকে আসবেন বলে তো মনে হয় না ! :D

হ্যা অবশ্য সত্য বলেছেন । একটু সাবধান হলে ধরা বেশ কষ্টকর হয়ে উঠতো !

১৪| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৯

শায়মা বলেছেন: আখেনাটেন ভাইয়া এই যে এ বলেছে

ওরে বাটপাড়

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

অপু তানভীর বলেছেন: =p~ =p~

১৫| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:২০

আখেনাটেন বলেছেন: শায়মা বলেছেন: আখেনাটেন ভাইয়া এই যে এ বলেছে

ওরে বাটপাড়
--- আপনার লিংকে গিয়ে তো আমার হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার দশা। =p~ =p~

১৬| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:০৭

ঢুকিচেপা বলেছেন: শিক্ষাদান কর্মসূচি দেখলাম।
শায়মা আপু দেখি মাল্টি বিশেষজ্ঞ।
আগামী দিন থেকে দু’জন মিলে অনলাইন ক্লাস শুরু করতে পারেন।

@শায়মা আপু, লিঙ্কের সাথে কিছু খানা পিনা দিলেও পারতেন, হাসতে হাসতে ক্ষুধা লেগে গেল।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০০

অপু তানভীর বলেছেন: শায়মা আপু ব্লগের সবার উপর খোজ খবর রাখে খুব ভাল করেই । তার চোখ এড়িয়ে যাওয়া এতো সহজ না ।

আমি অনেক দিন থেকেই অনলাইনে শিক্ষাদান কর্মসূচি গ্রহন করেছি । এই ব্লগেই আছে অনেক কিছু ! :D

১৭| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সেজে বহুরূপী B-)

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১

অপু তানভীর বলেছেন: অনলাইনে চেহারা পাল্টে বহুরূপী সাজা অনেক পুরানও খেলা !

১৮| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০০

শায়মা বলেছেন: ১৬. ১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:০৭০

ঢুকিচেপা বলেছেন: শিক্ষাদান কর্মসূচি দেখলাম।
শায়মা আপু দেখি মাল্টি বিশেষজ্ঞ।
আগামী দিন থেকে দু’জন মিলে অনলাইন ক্লাস শুরু করতে পারেন।

@শায়মা আপু, লিঙ্কের সাথে কিছু খানা পিনা দিলেও পারতেন, হাসতে হাসতে ক্ষুধা লেগে গেল।



কথা সত্যি।

মালটি ধরা ও মালটি হওয়া দুই এর অভিজ্ঞতা প্রাপ্ত।

তবে হ্যাঁ!!! সেই অভিজ্ঞালোকে বলিলাম

জীবনেও মালটি দিয়ে বালতি বালতি লেখা লেখো তবুও যেন ভুলেও কারো পিছে লাগতে যেওনা.

ধরা পড়বাই.......

মালটি শুধু লিখিবার জন্য..... নিরপেক্ষ সাধু সাজিবার জন্য।

নো ফান নো মান অভিমান নো ঝগড়া নো বাগড়া জায়েজ ফর মালটি.......

তবে হ্যাঁ ধরা পড়ে বা ধরা দিয়ে ফান গান মান অভিমান সবই চলিতে পারে। তবে তাহাও না চালানোই উত্তম। হাজার হোক মালটিদের এক একজনের সন্মান একেক রকম দিতে হয়।:)

১৯| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১০

শায়মা বলেছেন: ভাইয়া আরেকটা পেয়েছি


@ আখেনাটেনভাইয়া

২০| ১০ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:০২

মা.হাসান বলেছেন: আরেকটা বিষয়ে সতর্ক থাকতি হবে নানে।
দুইটা আলাদা ব্রাউজারে একই সাথে দুই নিক থেকে লগইন করা যাবে না। একটার কাজ সেরে, ক্লোজ করে তার পর আরেকটা নিক থেকে লগইন কর্তে হবে। আমিতো একবার ভুল করে ফায়ারফক্স আর ক্রোম দু জায়গা থেকে দুই নিকে লগইন করার পরে ভুলে এক নিকে জন্য অ্যাডাপ্টেড ল্যাঙ্গুয়েজে আরেক নিক থেইকা কমেন্ট কইরা ফালাইসিলাম। কি এক্টা অবস্থা। কেউ অবশ্য ধর্তে পারেনি, কিন্তু কেউ সন্দেহ করে খুঁজলে ত ধরা পইড়া যাইতাম।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৪

অপু তানভীর বলেছেন: আরে এই ঘটনা আমার একবার হইছিলো । দুই নিক দিয়ে লগিন করে রাখছি । এক নিকে পোস্ট করছি । সেই নিকে কমেন্ট এসেছে, এখন কমেন্ট রিপ্লাই দিয়েছি । কিন্তু এবং পরেই দেখি রিপ্লাই দিয়ে অন্য নিক দিয়ে । সে কি কেলেঙ্কারির ব্যাপার । শেষে একেবারে পোস্টই ড্রাফট করে নিয়েছি । তবুও যত সময় সর্ব শেষ মন্তব্যে কমেন্টটা দেখা যাচ্ছিলো শান্তি পাচ্ছিলাম না কিছুতেই । এরপর থেকে একেবারে সাবধান হয়ে গেছি ।

২১| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:১৩

জগতারন বলেছেন:
আমার নিক জগতারন কিন্তু একটাই।
কেউ আমার একাধিক আছে প্রমান করতে পারলে তাকে $১,০০১ (যুক্তরাষ্ট্র-এর) পুরুষ্কার দেবো।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৫

অপু তানভীর বলেছেন: ঘোষানা স্টিকি করা হোক । চেষ্টা চলুক !

২২| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২৫

রানার ব্লগ বলেছেন: পুরুষ মাল্টি কে মেয়ে মাল্টির সাথে বিয়ে দিয়ে দিন, অনেক দিন হলো বিয়ের দাওয়াত কেউ দেয়ও না তাই খেতেও পাই না।

জ্বরে কো কো করছি। করনা বাবাজি বেশ ভালোই আদর আপ্যায়ন করছে। আপনাদের এই মাল্টি মাল্টি খেলা।আমার করনা কালিন সময়ের বেশ ভালো বিনেদন।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৬

অপু তানভীর বলেছেন: ব্লগে এই ব্যাপার গুলো সব সময়ই বিনোদন যোগায় । আমি তো খুব উপভোগ করি !

যাই হোক দ্রুত করোনা থেকে সুস্থ হয়ে উঠুন । এই কারনা করি !

২৩| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার নিকগুলি এখনও ধরা পড়ে নাই। ধরা পড়ার আগে আপনার নিঞ্জা টেকনিকগুলি প্রয়োগ করতে হবে। আরও বাড়তি কিছু উপদেশ শায়মা আপু এবং আরও অনেকে দিয়েছেন। এগুলিও মূল্যবান উপদেশ।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৮

অপু তানভীর বলেছেন: শায়মা আপু বস ব্লগার । তার উপদেশ শুনলে কাজ হবে । সাথে সাথে এগুলো মেনে চললে ধরা পড়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে । তবে বলা যায় না, উপরওয়ালা কপালে লেখে রাখলে কিছুতেই এড়ানো যাবে না !

২৪| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪১

জুন বলেছেন: @ শায়মা আরেকটা পয়েন্ট, দুই নিকে কখনোই কাউকে ভাইয়ামনি, আপুনিমনি বলা যাইবেক না :P
বলা মাত্রই লোকে তক্ষুনি বুঝতে পারিবেক ইহা কাহার মাল্টি =p~

অপু তানভীর এর শিক্ষামূলক পোস্টে গোল্ডেন এ প্লাস B-)

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১১

অপু তানভীর বলেছেন: এইটা তো সম্ভবত আর বলার অপেক্ষা রাখে না । এইটা তো তার ট্রেড মার্ক ।

আচ্ছা এই বানান ভুল নিয়েই ব্লগার মাইনাস ধরা খেয়েছিলো সম্ভবত খাইরুন সুন্দরী/খাইরুন বউ নিকের জন্য । পোস্ট টা কি আপনার ছিল নাকি রেজওয়ানা আপুর । অনেক আগের কথা । ঠিক স্পষ্ট মনে পড়ছে না ।

২৫| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: জুন আপু সে কথা কি বলতে!!!!!!!!!!!!!!!!!


আপুনি ভাইয়ামনি এর সৃষ্টিকারী এক ও অদ্বিতীয় চরিত্রে সাথে সাথে ঢিল.........

তবে হ্যাঁ লুকিয়ে আছি কিন্তু আমাকে ধরে ফেলো ফেলো এই লুকোচুরী খেলায় এই টেকনিক কাজে লাগে....... :P


......লরুজন গরুভাইয়াও সেই ফান্দে পা দিয়ে ভ্যা ভ্যা করে পুরা বাড়ি মাথায় করে নির্বাসনে গেলো........

গরুভাইয়া নিজেকে বেশি চালাক ভেবেছিলো ..
চালাক হওয়া ভালো কিন্তু সাথে হিংসুটে আর গ্রাম্য কুচুটেপনা থাকলে এই হয় শেষে কপালে ..... হা হা হা


নিজের ফান্দে নিজে পড়িয়া বগা কান্দিয়া গেলো.......









১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪

অপু তানভীর বলেছেন: এমন একটা কাজও করা যায় । ভাবছি এই আপু মনি ভাইয়া মনির কমেন্ট আমি নিজে করা শুরু করবো । তাহলে সবাই আমার সেই নিককে তোমার নিক ভাববে !

মুহাহহাহাহাহ !

২৬| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ভাল লাগানোর জন্য তো আমি পোস্ট করি না । আপনার ভাল লাগলো কী লাগলো তাতে কি যায় আসে !
আর আমি কী করবো কী লিখবো এই বিষয় নিয়ে অন্য কারো কাছ থেকে মন্তব্য শুনতে চাই না ।

ওকে। পন্ডিত মশাই।

২৭| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪২

সোহানী বলেছেন: হাহাহাহাহা............ তুমি যে তলে তলে এতো দুষ্ট তা কোনভাবেই বোঝা যায় না :P :P :P :P

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২

অপু তানভীর বলেছেন: আমি ববাবরই খুব ভাল ছেলে । মানুষের উপকার করতেই এসেছি । তাই এই শিক্ষাদান কর্মসূচি ! :D

২৮| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


মাল্টি-নিক রাখার অনেক সুবিধা। ;)

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬

অপু তানভীর বলেছেন: তা কি আর বলার অপেক্ষা রাখে :D

২৯| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: আমার পোস্টে মনে হয় না অপু তানভীর ।
আমি এমন কেউকেটা ব্লগার না যে খায়রুন সুন্দরী আমার পোস্টে কমেন্ট করবে :``>>
আর উনি যে কে তাও আমি জানি না :(

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২০

অপু তানভীর বলেছেন: সেই পোস্টের কথা ভাসা ভাসা মনে আছে । একজন নারী ব্লগারের পোস্টই ছিল সম্ভবত সেটা । অনেক দিন আগের কথা তাই স্পষ্ট মনে করতে পারছি না । গতকাল আবারও সেই পুরানো কথা মনে পড়লো !

৩০| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২২

ঢাবিয়ান বলেছেন: =p~ =p~ =p~ আসল টেকনিক্টাই বাদ গেসে। এতগুলা নিক মেইনটেইন করিতে হইলে ফুল্টাইম বেকার হইতে হবে। অবস্য যদি কেউ আওয়ামী ভাবাপন্ন সরকারী চাকুরিজীবি হন, বা ছাত্রলীগের কেউ হন তাইলে আলাদা কথা। তাদেরো হাতে অঢেল সময় =p~

১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: আরে না না । এতোটাও বেকার হওয়ার দরকার নেই । কাজ কর্ম করেই মাল্টি চালানো সম্ভব । আমার দিকেই তাকান না কেন !

৩১| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: ভাইয়া আমিকে ফাসাতে অনেক ভাইয়ামনি আপুনিমনিরাই এসেছিলো।

সব বানের জলে ভাসিয়ে দিয়েছি। ট্রেড মার্ক রক্ষার্থে আমার মত শক্তিশালী আর নাই !!! :)

এমনকি শায়মার মা বাপ চাচা শ্বশুর সব এসেছিলো। হা হা হা হা কোথায় যে চলে গেলো সব তারা আমাকে এতিম করে দিয়ে এইখানে ...... আহালে আহালে কাঁদছি আবালও!!! :(

১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক সব চলে গেছে এতিম করে দিয়ে । তবে চিন্তা নাই, আমি নির্দ্বিধায় কাজ চালিয়ে নিতে পারবো ।

৩২| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:




@ঢাবিয়ান


অফিস সময়ে স্ত্রী......আর, বাকি সময়ে নিজে! মাল্টি নিক চালানোর 'সামুরাই পদ্ধতি'।

ব্লগার গাজী'র পদ্ধতি।

৩৩| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: হা হা চালাও চালাও তোমার জন্য সব রাইট।

আমিও বলবো এটাই আমি! :)

১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: এটা তো আমি জানিই । এক কাজ করা যায় দুজন মিলে একটা মাল্টি আইডি চালানো যায় ! :D

৩৪| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৮

শায়মা বলেছেন: ভেরী গুড আইডিয়া ভাইয়া।

চলো চলো ফেসবুকে প্ল্যান করি।

ভাইবোন নিক হবে যেমন ধরো - অপু-দূর্গা :)

আবার মিররকে সাথে নিলে হবে তিন কন্যা নিক ( অবশ্য তখন তোমাকে একটু কন্যা হিসাবে নিজেকে স্মীকার করে নিতে হবে) :)

কি আর করবা আপুগনের স্বার্থে একটু কষ্ট সহ্য করে নিও।


আবার শুভ ভাইয়াকে নিলে হবে অরুন বরুন কিরন মালা ও বালা :) কেমন বুদ্ধি দেখছো????

১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪০

অপু তানভীর বলেছেন: না না আর কাউকে নেওয়া যাবে না । দুইজনই ঠিক আছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.