নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগারদের নিয়ে ব্লগীয় মিম

৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৫৮

মিম কালচারের সাথে আমরা সবাই পরিচিত । বর্তমানে সোস্যাল মিডিয়ার একটা বড় অংশ জুড়ে আছে এই মিম তৈরি, পড়া, এবং শেয়ার । ফেসবুকে কেবল মিমের জন্য অনেক কয়েকটা পেইজ ফলো করি । আজকে এমনই একটা মিম দেখার পরে মনে হল এমন কিছু মি আমাদের সামু ব্লগারদের জন্য বানালে কেমন হয় ! বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে সেখানে ফ্রি টেম্পেট তৈরি করা থাকে । সেখানে কেবল নিজেদের মনমত বক্তব্য দিয়ে দিলেই হয় । এমন একটা ওয়েবসাইটে একাউন্ট খুলে কয়েকটা মিম বানিয়ে ফেললাম । অবশ্য সব গুলো এই সামুতে পোস্ট করা যাবে না তবে যেগুলো যায় সেগুলো এখন নিচে পোস্ট করে দিলাম । নিতান্তই মজা করার উদ্দেশ্যে এই মিম তৈরি করা ।

এক


দুই


তিন


চার


পাঁচ


ছয়


সাত


আট


নয়


দশ


এগারো


বারো


তেরো


আপাতত এইকয়টা মিম শেয়ার করলাম । আরও কয়েকটা বানানো হয়েছে । সেগুলো সামনের কোন দিন শেয়ার করা যাবে ।
সকল মিম imgflip.com ওয়েবসাইটের সাহায্য নিয়ে বানানো হয়েছে।

হ্যাপি ব্লগিং

মন্তব্য ৬৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রত্যেকটা সেই মাপের হইছে! আগুন!

৩১ শে মে, ২০২২ দুপুর ১:১৪

অপু তানভীর বলেছেন: আগুন ঢালা নয়, মজা নিন কেবল !

২| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:১১

খাঁজা বাবা বলেছেন: বোমা

৩১ শে মে, ২০২২ দুপুর ১:১৪

অপু তানভীর বলেছেন: এখন বোমা না ফুটলেই হয় ;)

৩| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:১১

মোস্তফা সোহেল বলেছেন: সব গুলোই অনেক ভাল।দশ নাম্বারটা দেখে অনেক হাসি পাইছে।

৩১ শে মে, ২০২২ দুপুর ১:১৪

অপু তানভীর বলেছেন: হাসি পাইলেই পোস্ট সার্থক

৪| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা।

কার্টুনগুলো কার বানানো, আপনার?

ভালো হইছে, মজারু :)

৩১ শে মে, ২০২২ দুপুর ১:১৬

অপু তানভীর বলেছেন: মিম গুলো imgflip.com এর সাহায্য বানানো ! এই সাইটে এই রকম ফ্রি টেম্প্লেট তৈরিই করা থাকে । কেবল আপনি গিয়ে নিজের পছন্দমত কথা যুক্ত করবেন । তাহলেই হয়ে যাবে !


হাসি পাইলেই পোস্ট সার্থক !

৫| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৩২

ভুয়া মফিজ বলেছেন: সবগুলোই সেইরকমের হয়েছে। কোনটা রেখে কোনটা সম্পর্কে যে বলি, সমস্যায় পড়লাম। আপনার তো দেখি গুনের কোন সীমা-পরিসীমা নাই!!! :-B

তবে, ৩, ৬, ৯ আর ১০এর কথা বিশেষভাবে উল্লেখ না করলেই না!!! =p~

৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩২

অপু তানভীর বলেছেন: আরও কতগুলো ছিল । সব গুলো তো আর আপলোড ছিলাম না । সেগুলো দেখলে তাইলে কিতা কইতেন ;)

৬| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৩৫

আশিকি ৪ বলেছেন: বাহ। একতরফা চমৎকার মিম পোস্ট। আপনাদের প্রিয় মানুষ গুলোকে এই পোস্টে খুঁজে পাওয়া যাবে।
কৃষ্ণ করলে সবই লীলা.....

৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩৩

অপু তানভীর বলেছেন: চলে এসেছেন মাল্টি দিয়া মন্তব্য করতে?

৭| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ++

দারুণ উপভোগ্য হয়েছে।

৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: উপভোগ্য হলেই পোস্ট দেওয়া সার্থক !

৮| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: B-) ভালো !!!

৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: :D জানি তো !

৯| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:৫৩

জুল ভার্ন বলেছেন: বিষয়টা হাসির হলেও এটাই বাস্তবতা।

৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: মানুষের জীবনের হাসি আর দুঃখের উৎস তো বাস্তব জীবন থেকেই । তাই বাস্তবতার ছোঁয়া তো থাকবেই !

১০| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:৪৭

ইসিয়াক বলেছেন: মজার!
ভাবছি এর মধ্যে কোনটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ;)

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:১১

অপু তানভীর বলেছেন: একটাও কি প্রযোজ্য হয়েছে নাকি? খেয়াল করে দেখেন হয়েছে কিনা ;)

১১| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা এসব কেমনে
এত বুদ্ধি মাথা আসে কইত্থন

একেকটা এটম বোম

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:১২

অপু তানভীর বলেছেন: আরে এতো খুবই সামান্য জিনিস । ব্লগে থাকলেই তো এসব জানার কথা ! আপনে তো জানেনই প্রত্যেকটা ! জানেন না ?

১২| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:৫৩

আশিকি ৪ বলেছেন: হ্যাঁ আসছি তো! আল্লাহ মাল্টি দিয়ে মন্তব্য বুঝি শুধু আমি করি!
আবারও বলতে হল। কৃষ্ণ করলে সব লিলা!

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:১৩

অপু তানভীর বলেছেন: তা তো আসবেই । এই তো নির্লজ্জতার স্বভাব এটা আপনে পাইছেন আপনের গুরুর কাছ থেকে ! তার স্বভাব তো আর যাবে এতো সহজে !

১৩| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভালো মিম :)

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:১৪

অপু তানভীর বলেছেন: ইহা কেবলই ব্লগীয় মিম ! :D

১৪| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো একেবারে খাপে খাপে মিলে গেছে কয়েকটা। :-B
তবে কেউ কেউ যদি এই পোস্টকে ব্যক্তি আক্রমণ (গোষ্ঠি আক্রমণ) মনে করে তখন তো ক্যাচাল লাগবে!! =p~

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:১৫

অপু তানভীর বলেছেন: ব্লগ থেকেই নেওয়া সব গুলো, খাপে খাপে তো মিলবেই । ইহাই তো স্বাভাবিক !

কেউ কেউ তো ফান হিসাবে না নিয়ে সিরিয়াসলি নিয়ে নিবে ! নিতেই পারে কোন সমস্যা নেই অবশ্য । কিছু যায় আসে না ।

১৫| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:২৭

অর্ক বলেছেন: এক্কেবারে! এই সাইটের বর্তমান বাস্তবতা আপনার মিমগুলো। এগুলোই চলছে। চলে আসছে। এছাড়াও নিয়মিত দেশ ও দেশের মানুষকে নোংরা ভাষায় তুচ্ছতাচ্ছিল্য, গালিগালাজ করা হয়! পৃথিবীজুড়ে সমস্যা আছে। সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, যুক্ত তর্ক দিয়ে এসবের বিভিন্ন দিক নিয়ে মতামত দিতে পারি। কিন্তু এই সাইটের কিছু ইয়ে সর্বস্ব ব্লগার যেভাবে এলোপাথাড়ি দেশ দেশের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য গালিগালাজ করে মন্তব্য, পোস্ট করে তা অতিমাত্রায় নিন্দনীয়। এমন জঘন্যরকমভাবে দেশ ও নাগরিকদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়, যেন আমরা এখনও বাংলাদেশে পাতা পরে গুহায় বাস করছি। আমার প্রায় বিশ বছরের সাহিত্য সাধনা, লেখালেখি জীবনে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে, এখানে সেখানে প্রচুর আলোচনা সমালোচনা বিচার বিশ্লেষণ করেছি। কিন্তু কখনও সীমালঙ্ঘন করিনি। সবসময় দেশ ও দেশের মানুষের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে যা বলার বলেছি। কেউ কোথাও দেখাতে পারবে না কোনওদিন বলেছি যে, বাঙালি এই, বাঙালি ওই, দেশের মানুষ এটা, দেশের মানুষ সেটা ইত্যাদি মার্কা অপমানসূচক কথা।

ধন্যবাদ। শুভেচ্ছা থাকলো। মিমগুলো ছাড়াও এখানকার আরেকেটা বাস্তবতা হলো, দুয়েকজন প্রবাসী ব্লগার বাংলদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়মিত গালিগালাজ তুচ্ছতাচ্ছিল্য অসম্মান করার মাধ্যম হিসেবে ব্যবহার করছে এই সাইটকে। সাথে কিছু দেশী জুটেছে।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৫

অপু তানভীর বলেছেন: প্রবাসী সকলেই যে নিজ দেশ সম্পর্কে এমন ধারণা পেষন করেন তা কিন্তু নয় ! বরং আমি দেখেছি জীবন জীবিকার জন্য যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে যায় তখনই তাদের দেশের প্রতি, দেশের মানুষের ভালোবাসা আরও বেশি প্রকাশ পায় । তখন সেই প্রবাসে সুযোগ পেলেই তারা দেশের জন্য কত কিছুই না করে । কিন্তু অল্প কিছু মানুষ থাকে যারে দেশ ছাড়ার সাথে সাথে দেশের নামে বদনাম করা শুরু করে । কাকের ময়ুরের পাখনা লাগিয়ে ময়ুর হওয়ার গল্পটার কথা তো শুনেছেন । এরা হচ্ছে সেই গোত্রের ! এরা সারা জীবন আসলে সেই ''ধোপার কুকুর'' প্রবাদের মত অবস্থা হয় ! না ঘরের, না ঘাটের ! এই জন্য এদের আমার বিন্দু মাত্র মূল্য দিতে ইচ্ছে করে না । আপনিও দিবেন না । এরা আসলে সারা জীবন কেবল লাথি জুতাই খেয়ে এসেছে এই কারণে সেগুলোই উগরে দিচ্ছে ! কি আর করবেন বলেন ! এদের করুণা ছাড়া আর কিছু করার নেই । আর তাদের সাথের দেশীর গুলোর অবস্থা তো আরও করুণ !

১৬| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


মিম আজকাল ভাষার একটা মাধ্যম হয়ে উঠেছে।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: সত্য ।

১৭| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৪০

আশিকি ৪ বলেছেন: আপনি চামচামি করলে ভাল আমি করলে ক্রাফ। আপনি কার সাথে আমারে মিলালেন জানিনা। তবে ছাগু পেলে আমি পিঠের চামড়া তুলে ফেলি। ব্লগে মাল্টি নিক ১ লাখ। মাল্টি নিকে ব্লগিং করতে এখানে কোন বাঁধা নেই। আপনার চামচাদের গায়েও লাগলো বলে কথাডা। আর কথ এক চোখা নীতি অবলম্বন করবেন? একবার টিনের চশমা টা খুলুন। কপি পেস্টের পাশাপাশি ব্যক্তি আক্রমন ব্লগে কোরানকে বিজ্ঞান প্রমাণ করার যে নোংরামো পরিলক্ষিত হচ্ছে তা নিয়ে মিম পোস্ট দিন অন্তত ১ টা। ১ পক্ষীয় হলে গদাম চলিবে।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১০

অপু তানভীর বলেছেন: চট্রগ্রামে গাজার দাম কি কমে গেছে ? বলদের মত যা ইচ্ছে বকে যাচ্ছেন ?
নিজে চামচামি করে দিন পার করতেছেন আর আমাকে জ্ঞান দিচ্ছেন নিরোপেক্ষ হতে?
আর আসছে আমার ছাগু ফাইটার ! বলদ দিয়ে হাল চাষ হয় না তেমন নংপুশক দিয়েও ছাগু ফাইট হয় না । সমান্যতম বুদ্ধি নাই ঘাটে সে আসছে ছাগু পুন্দাইতে !

১৮| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফ্যাটফেটি জানি :)

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১১

অপু তানভীর বলেছেন: জানতেই হবে ! ;)

১৯| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৩৪

ঢাবিয়ান বলেছেন: আশিকি ৪ বলেছেন: আপনার ব্লগ যা ইচ্ছা হাউকাউ করুন।কমেন্ট নিতে না পারলে পোস্ট দিয়েন না।স্ক্রিনশট গুলো গ্যালারি তে সেভ রইল :) লিখেন লিখেন।
একজনকে সম্মান করলে খারাপ আর বাংলাদেশ বিরোধিদের সাথে উঠা বসা বেশ বেশ। কোন উস্তাদের কথা বললেন! আমার এক মুক্তিযুদ্ধা উস্তাদ আছে। বিএনপি জামাতের যম। উনি কিনা? =p~ =p~ =p~ মাল্টি নিকে এসে এভাবে কেউ ধরা দেয়?? =p~

ব্লগার রাজীব নুর উস্তাদের পরামর্শে চলতে গিয়ে এই ব্লগের সেরা গোপাল ভাড়ে পরিনত হয়েছে । =p~ =p~

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১২

অপু তানভীর বলেছেন: না না আপনে চিনতে একটু ভুল করছেন ! তার ওয়াস্তাদের পোস্টে গিয়ে খেয়াল করে দেখেন কদিন যাবত কোন জন খুব বেশি চামচামি করে বেড়াচ্ছে ! গেলেই টের পেয়ে যাবেন এই মালটি কার ?

২০| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৩৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সামুর ব্লগারদের নিয়ে ব্লগীয় মিম

শিরোনাম আপত্তিকর মনে হল। ব্লগারদের নিয়ে মিম বানাতে নেই। এখানে দেশের সেরা মেধাবীরা লিখতে ও পড়তে আসেন, এটা ফেসবুক নয়। লিখতে পারেন সামুর কয়েকজন ব্লগারকে নিয়ে মিম। তাও আপত্তিকর। ব্লগ মিম লিখতে পারেন। দুঃখিত অপু। যারা পোস্ট পড়েনা শুধু শিরোনাম দেখে তারা ভুল বুঝবেন। আরেকজনে দেখলাম ব্লগারদের নিয়ে কৌতুক করছে। উনি প্রবীণ লোক উনার তা করা অনুচিত হয়েছে।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১৪

অপু তানভীর বলেছেন: আরে চিল ! এতো সিরিয়াস হওয়ার কিছু নেই । ইহা কেবলই ফান পোস্ট ! শিরোনাম দেখে পোস্টের ভেতরে ঢুকবেই । সুতরাং ভুলের অবসান ঘটবে আশা করি !

উক্ত ব্লগারের কথা বলে কমেন্ট নষ্ট করবেন না ।

২১| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৩৮

ঢাবিয়ান বলেছেন: আপনি খুব সম্ভবত উস্তাদকে কমেন্টে ব্যান রেখেছেন। এই পোস্টে সাময়িক আনব্যান করেন। বিনোদন থেকে আমব্লগারদের বঞ্চিত করা ঠিক হবে না =p~

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১৭

অপু তানভীর বলেছেন: উনি পোস্টে এসে কেবল এই মন্তব্য করবেন, আপনি লিখতে জানেন না !

জীবনে পোস্ট রিলেটেড মন্তব্য করতে দেখছেন তাকে ? তাকে পোস্টে ঢুকতে দেওয়া মানে হচ্ছে পোস্টকে দুর্গন্ধময় করে তোলা !দীর্ঘ ৭/৮ বছর সে আমার পোস্টে এসে এই একই কাজ করে গেছে । সারা জীবনে একটা অন দি পয়েন্ট মন্তব্য করে নি কিংবা পোস্টে সমালোচনা করে মন্তব্য করেন নি আরও ভাল করে বললে পারেন নি । শেষে বাধ্য হয়ে তাদের দুর করেছি !

২২| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৫৯

রেজাউল৯৬ বলেছেন: ২২ নম্বর কমেন্টের অভিযোগ কি সত্য? যদি এরকম হয়ে থাকে তাইলে অনুরোধ কর্বো সর্ব্বকালের সর্ব্বশ্রেষ্ঠ বেহায়া ব্লগারের কমেন্ট আনব্যান করে আমাদের বিনোদন পাবার সুযোগ করে দিন।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১৮

অপু তানভীর বলেছেন: জীবনে সে অনেক বিনোদন দিয়েছে । আপাতত শেষ বয়সে আর না দিক ! তাকে মন্তব্য করতে দিলে পোস্ট দুর্গন্ধময় করে তুলবে ! আমার আবার দুর্গন্ধ সহ্য হয় না !

২৩| ৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০২

সোনালি কাবিন বলেছেন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বেহায়া ব্লগার ও তার উলংগ চামুচ - এদের কাউকে বা দুজনকেই যদি কমেন্ট ব্যান করে রাখেন, তাহলে অনুরোধ, প্লিজ সাময়িক আনব্যান করে ব্লগবাসীকে আমোদিত করার সুযোগ করে দিন।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১৯

অপু তানভীর বলেছেন: না কেবল একজনকে রাখা । তবে খুব জলদি চামুচকেও দুরে রাখতে হবে । নয়তো ল্যাদানো শুরু করবে সেও ! অলরেডি দেখছেন না মাল্টি থেকে ল্যাদাইতেছে !

২৪| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:৪২

সোহানী বলেছেন: ওকে বুঝলাম ;)

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:২০

অপু তানভীর বলেছেন: বুঝতে পেরেছেন যে আমিও বুঝেছি ;)

২৫| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,




সেইরাম হৈছে! :)
আমিও ব্লগের সা্মগ্রিক অবস্থা বোঝাতে বছর সাড়ে চার আগে মিম পোস্ট দিয়েছিলুম । এর বাস্তবতা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখনও। এখনও নিজের লেখাও কপি করা যায় না সহজেই। প্রাসঙ্গিক ভাবে একলাইন, দু"লাইন তুলে ধরে যে কোনও মন্তব্য বা প্রতি মন্তব্য করবেন সে উপায়ও নেই .....





০১ লা জুন, ২০২২ দুপুর ১২:২৩

অপু তানভীর বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হইলাম !

এখন তো তাও রাইটিং বক্সে লিখে কপি করে বসানো যায় ! যখন প্রথম চালু হয়েছিলো তখন রাইটিং বক্সেও রাইট ক্লিক কাজ করতো না । আমি তো ভেবেছিলাম যে সামুতে লেখা বুঝি বন্ধ হয়ে গেল । পরে অবশ্য সেটা চালু হয়েছে !

২৬| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:৫৪

রশিদ ফারহান বলেছেন: দারুন ছিলো!!

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:২৩

অপু তানভীর বলেছেন: দারুন হলেই তো ভাল ;)

২৭| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:০০

ফয়সাল রকি বলেছেন: ভালোই।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:২৪

অপু তানভীর বলেছেন: ভালা হইলেও ভালা ! :D

২৮| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৩৩

সোনালি কাবিন বলেছেন: আমিও তাকে রানু ভেবেছিলাম । কিন্তু চিটাগাং এর সেই লোকটা - এটা আন্দাজ করতে পারি নাই ।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: মন্তব্যের ধরন আর ভাষা খেয়াল করুন ! আর এই মাল্টি সে খুলছে যখন আরইউ মে মাসে কপিপেস্ট নিয়ে পোস্ট দিছে সেই দিন !

২৯| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:০২

ভুয়া মফিজ বলেছেন: @ঢাবিয়ান, সোনালি কাবিনঃ মাল্টি চিনতে আপনাদের আরো চোখ-কান খোলা রাখতে হবে। ;)

০১ লা জুন, ২০২২ দুপুর ১:০৭

অপু তানভীর বলেছেন: মাল্টি চেনার একটা কোর্স চালু করা যেতে পারে । এই ব্যাপারে ''জিকোব্লগ'' বেশ পারদর্শী ! ;)

৩০| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:২২

ভুয়া মফিজ বলেছেন: হ্যা......জিকোব্লগ ভালো। সম্রাট আখেনাটেনেরও বেশ এলেম আছে। আপনিও ভালো। ;)

আমিও ধরতে পারি, তবে যেই সময় দিতে হয়, সেটা আমার জন্য বেশ কঠিন। এই মাল যেদিন আমার পোষ্টে আইসা ল্যাদাইলো, সেদিনই এর কিচ্ছা-কাহিনী নিয়া গবেষণা করে বের করে ফেলেছিলাম। শিশুশ্রেণীর মাল্টি! নো ওয়ারিজ!!! =p~

০১ লা জুন, ২০২২ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: আরে সম্রাট আখেনাটেনের কথা তো আমি ভুলেই গেছিলাম । হেতি সেরা কোন সন্দেহ নাই ।

ধরা না পইরা মাল্টি চালাইতে গেলে বুদ্ধি থাকা লাগে । বলদের তা থাকে না ! এরা এটা বুঝে না !

৩১| ০২ রা জুন, ২০২২ রাত ৩:০৬

গরল বলেছেন: হাহাহাহাহাহা, ব্যাপক মজা পাইলাম, মিমগুলো দারুন হইছে। আহমেদ জী এস ভাই এর মিম গুলোও দারুন ছিল।

০৩ রা জুন, ২০২২ রাত ১:৪৫

অপু তানভীর বলেছেন: মজা পেয়েছেন জেনেই আনন্দিত

৩২| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৩১

আরইউ বলেছেন:



আশিকি ৪ উহার মূল নিকের ন্যায় এখানেও উহার পশ্চাৎদেশ উন্মুক্ত করে দিয়েছে!!

০৩ রা জুন, ২০২২ রাত ১:৪৭

অপু তানভীর বলেছেন: খুব ভাল ভাবে । তবে ওস্তাদের মত যদি হয় তাহলে আবারও আসবে....

৩৩| ০৫ ই জুন, ২০২২ রাত ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: মজার খুব!

০৫ ই জুন, ২০২২ রাত ১২:৪২

অপু তানভীর বলেছেন: মজা পাওয়া নিয়েই আসল কথা ! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.