নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু ব্লগার আছেন হিমুর মতন ....

০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৩৩



আজ রবিবার নাটকের ছোট চাচা চরিত্রের একটা বিখ্যাত ডায়ালগ ছিল হিমুকে নিয়ে । উপরের ছবিতে দেখতে পাচ্ছেন সেটা । সে হিমুদের মত ঘুরে বেড়ায় । আমাদের এই সামু ব্লগেও কিছু ব্লগার রয়েছেন যারা অনেকটাই হিমুর মতন । তারা আসলে কিছুই করেন না । তারা কেবল দেখেন ।
ব্লগে যুদ্ধ বেঁধে যাক, ক্যাচাল বাঁধুক, ধর্ম নিয়ে পোস্ট আসুক ধর্মের বিপক্ষে পোস্ট আসুক আস্তিক নাস্তিক ক্যাচাল বাধুন, সরকার পক্ষ কিংবা বিপক্ষে নিয়ে মারামারি বেঁধে যাক, আনন্দ হোক আড্ডা হোক তারা কেবল দেখে যায় । হিমুর মত তারা ব্লগে ঘুরে বেড়ান । মানুষজনকে দেখেন তার দুঃখ কষ্ট আনন্দ সব কিছুর উপর দিয়ে পরিভ্রমন করেন । কিন্তু কিছু বলেন না ।

মাঝে মাঝে আমার মনে হয় তারা হয়তো হিমুর মত হলুদ পাঞ্জাবী পড়ে ব্লগে আসেন । চুপচাপ হাটেন খালি পায়ে । এর ওর পোস্টেে যান, মন্তব্য পড়েন তারপর আবারও চলে আসেন । এভাবে দিনের পর পর দি ব্লগে ঘুরে বেড়ান । তারা কেবল দেখে যান । কেবল শুনে যান আর ব্লগের লেখা পড়ে যান ।
ব্লগের কোন ভালবাসা তাদের স্পর্শ করে না । তারা সব সময় থাকতে চান বন্ধন মুক্ত । কারণ হিমুরা কোন বন্ধনে আবদ্ধ হতে পারে না । তাদের থাকতে হয় বন্ধন মুক্ত । মুক্ত পাখির মত তাদের চলাচল । কোন বাঁধা থাকবে না, কোন বন্ধন থাকবে না । তারা কেবল হাটবে আর ঘুরবে । আর তারা কেবল দেখবে ।

আমার মাঝে মাঝে এই হিমুর মত হতে ইচ্ছে করে । কেবল যে ব্লগে তাই নয়, বাস্তব জীবনেও হিমুর মত হতে বড় ইচ্ছে করে । কো বন্ধনে আবদ্ধ হব না । কারো কোন ভালোবাসায় আর নিজেকে বন্দী অবস্থায় দেখবো না। কেবল বয়ে চলা নদীর মত এগিয়ে যাবো । মানুষকে দেখবো । কিন্তু তাদের কোন দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করবে না । তাদের কষ্ট দেখে আমি কষ্ট পাবো না । আমি কেবল দেখে যাবো হিমুর মত । এমন যদি হওয়া যেত !

যাই হোক, আমাদের ব্লগেও এমন অনেকেই আছেন হিমুর মত । পুরোপরি হিমুর মত না হলেও খানিকটা হিমুর মত আচরণ তো বটেই । তারা কেবল দেখে যায় আর দেখে যায় । তবে একজন ব্লগারকে আমি দেখছি অনেক দিন ধরে । তিনি ১৩ বছর ১০ মাস ব্লগিং করছেন । কিন্তু কোন দিন কোন পোস্ট করেন নি, কো মন্তব্য করেন নি । তার ব্লগটা এই পর্যন্ত ৬বার দেখা হয়েছে । তিনি প্রতিদিন লগিং করেন । প্রতিদিন একটা লম্বা সময় ব্লগে থাকেন । কিন্তু কিছুই করেন না । হিমুর মত কেবল দেখেই যান ! বলেন তো তিনি কে? আমি যখন পোস্ট লিখছি তখনও তিনি লগিং অবস্থায় আছেন !

এমন হতে পারে এই নিকটা হয়তো কোন সামুর কোন বাগ। অথবা সামুর ব্লগটিমের কেউ । অথবা অন্য কিছু ।

আমার নজরে অবশ্য আরও কিছু হিমু ব্লগার আছেন । তারা কারো সাথে নাই পাছে না । ব্লগে আসেন । পোস্ট করেন চলে যান । পোস্ট পড়ে চুপ চাপ । কালে ভাদ্রে মন্তব্য করেন । আবার চলে যান । ব্লগ দেখেন চলে যান !

আজকের পোস্ট টি সমস্ত হিমু ব্লগারদের উৎসর্গ করা হল ! হিমু হওয়াটা আসলে মন্দ নয় । আমিও এমন হতে পারলে কাজ হত !









pic source

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

জ্যাকেল বলেছেন: আমার ধইজ্জে কুলোয় না নাইলে আমিও ব্লগ হিমু হইতুম।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: আরে খুজতে পারবেন । দেখুন লিখছি তিনি ব্লগ লিখছেন ১৩ বছর । মানে তার নাম লিস্টে থাকবে উপরের দিকে । একটু খেয়াল করলেই খুজে পাবেন !

২| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৪৭

সাসুম বলেছেন: হিমু একটা নাস্তেক নাসারা চরিত্র।

আজতক কোনুদিন তাকে কোন গল্পে হুমায়ুন নামক লেখক মসজিদে নিতে পারেনাই, কোরআন খতম করাতে পারেনাই, হজ্ব করাতে পারেনাই, রোজা রাখাতে পারে নাই। ভাল নাম হিমালয়- এই ধরনের নাম একমাত্র হিন্দু বিধর্মী রাই রাখতে পারে। আর সেই সাথে সে প্রায় রুপা নামের মেয়েটার সাথে প্রেম্ প্রেম হারাম কাজ করে বেড়ায়।

এর চেয়ে বড় কথা তার হলুদ পাঞ্জাবি।

রসুলুল্লাহ( সাঃ) আলি (রাঃ) কে দুইটি হলুদ রঙয়ের কাপড় পরা অবস্থায় দেখলেন। তিনি তখন বলেন, এই রঙ কাফেরদের জন্য, এই রঙের কাপড় পরিধান করো না।
(মুসলিমঃ ২০৭৭)

সো মোদ্দা কথায় বলা যায়- হিমু একটি পরিপূর্ন কাফের চরিত্র। তুই সামু ব্লগে এই ধরনের হারাম জিনিষ সামনে এনে আমাদের মোমিন ব্লগার দের ঈমান হালকা করতে চাচ্ছিস।

আমরা কেউ হিমু হতে চাইনা, আমি সাজিদ হতে চাই


হে মহান আল্লাহ , তুমি অফু টানভির এর দিলে রহমত পয়দা করে দাও এবং তারে অতি সত্ত্বর ৪ খানা বিবাহ করিবার তৌফিক দান করুন, আমিন।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: মাসুম তুই দিন দিন কেমন হয়ে যাচ্ছিস একবার ভেবে দেখেছিস ?

তোর যা ভাব দেখছি কদিন পরে তোর তো এই দেশে থাকা দুস্কর হয়ে যাবে !!

তবে আমি সাজিদ হতে চাই এটা নিয়ে একটা আলাদা গন আন্দোলন হওয়ার বাকি আছে ! বুঝলি ?

আর আমার বিয়েনিয়ে চিন্তা করা ছেড়ে দে !

আর মাত্র চার দিন বাকি ! মাত্র চার দিন !

৪| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৫৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



@সাসুম,

ইমাম মুসলিমের হাদিস দিয়াছেন ভালো কথা। রেওয়ায়েত কারা দিয়াছেন একটু শুনি?



০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:২৮

অপু তানভীর বলেছেন: 8-|

৫| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:০২

শাহ আজিজ বলেছেন: :P =p~ :-B



আমি না কিন্তু । বুড়োরা হিমু হয় না , হিমুর বাপ হয় । B-)

০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:২৯

অপু তানভীর বলেছেন: না না আপনি না । তবে আছেন আছেন !

৬| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:৪৬

কামাল৮০ বলেছেন: আমার কোন হলুদ পাঞ্জাবি নাই।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: কিনে ফেলুন ।

৭| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: আরও এক ধরণের মানুষ আছেন যারা নীরবে পোস্ট পড়ে লাইক মেরে কেটে পড়েন। এদের মতো ভালো মানুষ আর হয় না।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: হ্যা তা তো আছেই । পোস্ট পড়ে ভাল লাগলে লাইক দিয়ে চলে যায় !

৮| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১:০৭

জটিল ভাই বলেছেন:
সব হিমুদের প্রোফাইল পিক হলুদ হলে কেমন হয়?

০২ রা আগস্ট, ২০২২ রাত ১:১৬

অপু তানভীর বলেছেন: এটা বেশ হয় ! কিন্তু হিমুরা তো কিছুই করবে না । কারণ হিমুরা কিছু করে না । তারা কেবল দেখে !

৯| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৩:১৬

স্প্যানকড বলেছেন: পইড়া মজা লাগলো । এত কিছু দেহেন ! ভালো থাকবেন খুব।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: ব্লগে তো কত কিছু দেখা যায় ! আপনিও চাইলে দেখতে পারেন ।

ভাল থাকুন সব সময় !

১০| ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৫:৩১

িসজার বলেছেন: হিমু আর মিসির আলি, হুমায়ূন এর অনবদ্য সৃষ্টি! রহস্যে ঘেরা দুই পুরুষ। মাঝে মাঝে মনে হয় এই দুই চরিত্র আমার জীবনের অনেক কিছুতে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে!! পর্যবেক্ষণধর্মী পোস্টের জন্য ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৪৪

অপু তানভীর বলেছেন: তা তো আর বলার অপেক্ষা রাখে না ।

আপনিও খুজে বের করুন হিমু ব্লগারদের !

১১| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯

মুজাহিদুর রহমান বলেছেন: হি হি হি । B-)

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৪৫

অপু তানভীর বলেছেন: হে হে হে

১২| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৪৯

ভুয়া মফিজ বলেছেন: আমিও ভাবছি ব্লগে হিমু হয়ে যাবো। ''চোখ থাকিতে অন্ধ'' টাইপ আর কি!! তবে পায়ে যেহেতু ঠান্ডা লাগে, স্যান্ডেল বা জুতা না পড়লেও মোজা পড়া থাকবে। তাতে কি হিমু হওয়া আটকাবে? ;)

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: কোন ভাবেই আটকাবে না । হিমু হইতে গেলে অনেক নিয়ম লাগে তবে সব নিয়ম যে মানতেই হবে সেইটাও কোন কথা না । আর বিদেশী হিমুর জন্য একটু জুতা মোজা পরাই যাইতে পারে । কোন সমস্যা হইবেক না আশা করি !

১৩| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ভাবছি ব্লগে হিমু হয়ে যাবো চোখ থাকিতে অন্ধ টাইপ-২

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:০২

অপু তানভীর বলেছেন: না না আপনে ব্লগে আন্ধা হইলে ছবি ব্লগ দিবে কে? :D

১৪| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার এই পার্টলি হিমুর মধ্যে বোধহয় আমিও একজন।বেশ চলতে থাকুক..হিমুগিরি :)

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: পার্টটাইম হিমু আছেন কয়েকজন । আপনিও তাদের একজন ।
ব্যাপারটা মন্দ নয় কিন্তু .....

১৫| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:১০

ঢাবিয়ান বলেছেন: ১৩ বছর ব্লগে আছেন , লগিন করছেন কিন্ত কোন পোস্ট নাই, কমেন্ট নাই !!! কে তিনি ? :-/

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: আছেন তিনি । নিয়মিত ভাবে তিনি প্রতিদিন লগিন করেন, আমি অনেক দিন ধরে নিকটা খেয়াল করছি । আমিও দেখুন। যেহেতু ১৩ বছরের উপরে ব্লগের বয়স তার নাম ''অনলাইনে আছেন'' ব্লগারদের লিস্টে প্রথম দিকে থাকবে । কয়েকদিন খেয়াল করেন আপনিও পাবেন খুজে !

১৬| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:৪১

রানার ব্লগ বলেছেন: জগত সংসারে হিমু হওয়াই উত্তম।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: অতি সত্য কথা ।

১৭| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:৪২

মেহেদি_হাসান. বলেছেন: হিমু হওয়া কঠিন কাজ

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: এটাও সত্যি কথা খুব ! বড় কঠিন কাজ!

১৮| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:২৭

মনিরা সুলতানা বলেছেন: আহা এমন হতে পারলে ভালো হইত।

০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: সত্যিই ভালা হইতো বেশ !

১৯| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি এমন না B-)

০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: না না আপনে মোটেই এমন না !

২০| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১২:২২

ঘুটুরি বলেছেন: আমি হিমু হতে চাইনি কভু, কিন্তু কেন জানি হয়ে যাচ্ছি।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ১২:৩১

অপু তানভীর বলেছেন: হলে সমস্যা নেই । হয়ে যান !

২১| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

মিরোরডডল বলেছেন:




তিনি ১৩ বছর ১০ মাস ব্লগিং করছেন । কিন্তু কোন দিন কোন পোস্ট করেন নি, কো মন্তব্য করেন নি । তার ব্লগটা এই পর্যন্ত ৬বার দেখা হয়েছে


এটা কি করে সম্ভব !
পোষ্ট দেয়না, কমেন্ট করেনা সেগুলো ঠিক আছে কিন্তু
১৩ বছরে তার পেইজ মাত্র ৬ বার ভিজিট ???

এরকম কাউকে দেখা যাচ্ছে না ।
মনে হয় এই পোষ্ট পড়ে লজ্জা পেয়ে আর আসছে না ।

ঘুটুরির লেখা গল্পে হোসেনকে কিন্তু হিমু মনে হয় ।
ঘুটু এতদিন পর কোথ্থেকে এলো, আবার কোথায় চলে গেলো !!


০৩ রা আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: সব সময় সে না আসলেও প্রায় নিয়মিত সে লগিং করে । আপনিও একটু মনযোগ দিয়ে খোজ করুন । ঠিক ঠিক খুজে পাবেন । কেবল একটা কথা বলি যে তার নিকের নাম টা অনেক লম্বা !
খুজতে থাকুন !

২২| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০২

মিরোরডডল বলেছেন:




হ্যাঁ দেখলাম ।
ব্লগটি ৬ বার দেখা হয়েছে এটা ঠিক না, কারন আমি নিজেই এর বেশি সেই ব্লগে গেছি ।
কোন কারনে আপডেট হয়নি ।
আমার মনে হয়েছে এই নিকটা সমসাময়িক একজন একটিভ ব্লগারের মাল্টি ।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪০

অপু তানভীর বলেছেন: যাক দেখেছেন তাহলে ! আমি অনেকবারই গিয়েছি কিন্তু হিট বাড়ে নি । আমার কেন জানি মনে হয় এটা হয় সামুর কোন বাগ নয়তো সামুর ব্লগ টিমের কারো নিক !

২৩| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:০৮

ঘুটুরি বলেছেন: ২১.জীবন যাত্রায় খানিক লোড শেডিং চলছে। শহরের বড্ড আলো তে লোডশেডিং এলেই বড্ড ঘুটঘুটে লাগে, মনে হয় কাছের জিনিস ও দেখতে পাচ্ছি না। এই অন্ধকার সয় না। তাই গ্রামের অন্ধকার খোজে বেড়িয়েছি। যে অন্ধকার স্নিগ্ধ, যে অন্ধকারে অন্তত অবয়ব বোঝা যায়, যে অন্ধকার এই চোখ সয়।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪১

অপু তানভীর বলেছেন: সম্ভবত এক স্থানের কমেন্ট অন্য স্থানে করেছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.