নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

কুকুরের লেজ কি সোজা হয়?

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫২

ছবি


একবার একজন ব্যক্তি মনে মনে ঠিক করে নিলেন যে বাসায় যে কুকুরটা প্রতিদিন এসে ঘেউ ঘেউ করে তার লেজটা তিনি সোজা করবেন । ছোট বেলা থেকেই তিনি শুনে এসেছেন যে কুকুরের লেজ কখনই সোজা হয় না । সবাইকে ভুল প্রমান করে দেওয়াই হচ্ছে তার লক্ষ্য । যেই ভাবনা সেই কাজ । পরের দিন যখনই কুকুরটা তার বাসায় এসে হাজির হল তখনই তিনি কুকুরটাকে আদর করে খেতে দিলেন । বাসার মানুষ সহ আশে পাশের অনেক মানুষই তার মনের এই অভিসন্ধির কথা জানতে পেরে তাকে বারবার বলতে লাগলো যে সে কেবলই বৃথা পন্ড শ্রম করছে । এই লেজ কখনই সোজা হবে না । কিন্তু সে মানতে নারাজ । তার কাছে মানুষ চেষ্টা করলে কিনা পারে !

প্রথমেই ঠিক হল লেজটা একটা সোজা লাঠির সাথে বেঁধে রাখ হবে বেশ কিছু দিন । আশা যায় যার সেটা সোজা হবে । তাই করা হল । লেজটার সাথে একটা লাঠি বেঁধে দেওয়া হল । বেশ কিছুদিন এভাবে রইলো লেজটা । কিন্তু যখনই লাঠিটা খুলে দেওয়া হল দেখা গেল যেই লাউ সেই কদু । লেজ হয়ে গেছে বাঁকা । এবার লেজটাকে বেশ কিছু সময় তেল মালিশ করা হল । তেল মালিশের পর লেজটাকে এবার ভরা হল সোজা একটা পাইপের ভেতরে । তারপর সেখানে রেখে দেওয়া হল বেশ কিছু দিন । আশা করা হল যে এবার হয়তো লেজটা সোজা হবে । কিন্তু দেখা গেল পাইপটা খুলার সাথে সাথেই লেজটা আবারও আগের স্থানে চলে গেল । কোন লাভই হল না । এরপর সে অন্য পদ্ধতি অবলম্বন করলো । কথিত আছে যে লেজের উপর মণকে মণ ঘি ঢালকে নাকি লেজ সোজা হয় । সেই ব্যক্তি আসলে তাই করলেন । বাজার থেকে মণকে মণ ঘি কিনে আনা হল । আশে পাশের মানুষ তারই পাগলামী দেখে হাসলো কেউ বা বিরক্ত হল । কিন্তু সে নাছড়বান্দা । লেজ সে সোজা করে ছাড়বেই । কিন্তু কয়েক মণ ঘি ঢালার পরেও দেখা গেল লেজের কোন উন্নতি হয় নি । লেজ সেই বাঁকাই রয়ে গেছে।

কোন কাজ হল না । এবার সেই ব্যক্তি অন্য পথ ধরলেন । বাইরে থেকে যেহেতু কাজ হল না তাই এবার ঠিক যে ভেতর থেকে পরিবর্তন করতে হবে । কুকুরের লেজটা আসলে কক্কিজিয়াল বা পুচ্ছ দেশীয় কশেরুকা দিয়ে তৈরি । ২১/২৩টা পুচ্ছ দেশীয় কশেরুকা দিয়ে কুকুরের লেজ তৈরি হয়ে থাকে । এবং প্রতিটি কশেরুকা অতিনমনীয় অস্থি সন্ধির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে । এই কারণেই কুকুর অতি সহজেই এই লেজ নাড়াতে পারে আকৃতি পরিবর্তন করতে পারে । ঠিক হল যে এই লেজের ভেততে অতি শক্ত দণ্ড প্রবেশ করানো হবে যাতে করে সেটা সোজা থাকতে পারে । পশু ডাক্তার ডাকা হল । অপারেশ সম্পন্ন করা হল কিন্তু যখন কুকুরকে আবার স্বাভবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হল দেখা গেল প্রবল বেজে কুকুর নিজের লেজ ঠিক আগের অবস্থানে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যেতে লাগলো । অল্প কয়েকদিন সোজা রইলো বটে কিন্তু প্রবল বাকা করার চেষ্টা ফলে এক সময় সেই সুক্ষ দণ্ডের কার্যকরীতা নষ্ট হয়ে গিয়ে লেজ আগের মতই বাঁকা হয়ে গেল !

অবশেষে সেই ব্যক্তিটি শেষ আরেকবার চেষ্টা করলেন । কুকুরের সেই লেজটা সে এক কোপে কেটে নিলেন । কুকুরটি অবশ্য খুব চিৎকার চেঁচামিচি করলো । পরে এক সময় শান্ত হয়ে গেল । এরপর সেই ব্যক্তিটি কুকুরের সেই লেজটা একটা নির্দিষ্ট সেই আকারের ভেতরে রেখে দিলো লম্বা সময় । তারপর যখন যখন লেজটা বের করে আনলো তখন দেখা গেল .....

কী দেখা গেল বলে মনে হয়?
লেজটা কি সোজা হয়েছিলো নাকি চিরায়িত স্বভাবের কারণে সেই আগের মত বাঁকাই হয়ে গেল ?


সংযুক্তিঃ কয়েকজন ব্লগারের মন্তব্য থেকে সংযুক্তিটা যুক্ত করে দিলাম । দয়া করে অন্য কোন কিছু সাথে এই পোস্টের কোন সংযোগ স্থাপন করার চেষ্টা করিবেন না কেউ । ইহা কেবলই লেজ বাঁকা দিয়ে করা পোস্ট । সংযোগ করলে তার জন্য লেখক কোন ভাবেই দায়ী থাকবে না ।

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমস্ত চেষ্টাই বৃথা গেছে বলেই দেখা গেছে প্রথম আবিভাবে। কোনো লাভ হয়নি। সম্ভবতো লেজ কাটা চিকিৎসার আওতায় পরে যাবেন গুরুজী।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: কোন গুরুজীর কথা বলছেন !! ইহা নিতান্তই গাল গল্প বটে । অন্য কোন মিনিং নাই ইহার ! :D

২| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৯

আরইউ বলেছেন:




হা হা হা! নাহ, এখনও কুকুরটার লেজ বাঁকা আছে, আমি নিশ্চিৎ!!

অফটপিকঃ দু‘ একজন ক্যারিয়ার নকলবাঁজ আবার চোরাই লেখার কারবার শুরু করতে চাইছে, দেখেছেন? গতকাল সাসুম এমন এক লেখায় ছোটঘাট এক মেডিসিন ট্রিটমেন্ট দিয়েছেন। পরে নকলবাঁজ নিজেই লেখা সরিয়ে নিয়েছে।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৭

অপু তানভীর বলেছেন: ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম কদিন আগে । সেখানে এই লেজ বাঁকা হওয়ার কথা বলা হয়েছিলো । শেষ সে বলেছিলাম কদিন আগে নাকি তার চোখে একটা লেজ সোজা কুকুর পড়েছিলো । পরে জানা গিয়েছিলো যে সেই লেজের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার ফলে সেটা সোজা হয়ে গেছে । এমন ভাবেই আসলে লেজ সোজা করার একটা উপায় তাহলে পাওয়া গেল মনে হচ্ছে !

মাসুমের ইনবক্সে সেই পোস্টের স্ক্রিনশট পাঠিয়েছি , মন্তব্য সহ ই ! ;)

৩| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৯

জুল ভার্ন বলেছেন: =p~ হাঃ হাঃ পঃ গেঃ =p~

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৮

অপু তানভীর বলেছেন: আপনার কী মনে হচ্ছে লেজটা কি শেষ পর্যন্ত সোজা হল? ;)

৪| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৮

আরইউ বলেছেন:


নোটঃ আমি কিন্তু গল্পের কুকুরের লেজের কথা বুঝিয়েছি। কেউ অন্য কিছু বুঝে াছা ব্যথা হলে আমার দায় নেই!

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

অপু তানভীর বলেছেন: আমারও মনে হয় যে গল্পের এই লেজ তখনও বাঁকাই আছে । এটা আমার বিশ্বাস !

৫| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

সোনালি কাবিন বলেছেন: বুড়ো গাধাটি কি তাহলে কুকুরের রোল প্লে শুরু করল B-)) :P

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৪

অপু তানভীর বলেছেন: এই পোস্টের অন্য কুনো মিনিং নাই । কেবল আজকে লেজ সম্পর্কৃত পোস্ট মনে হল যে এমন কিছু লেখা যাক । আপনারা দয়া করিয়া অন্য কোন দিকে কিংবা অন্য কোন ব্যক্তির সাথে এই পোস্ট মোটেও জড়াবেন না ! ইহাই আমার অনুরোধ রইলো কেবল ! :D

৬| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৫

আরইউ বলেছেন:



অফটপিকেই থাকছিঃ চোরার ঐ লেখা পড়ে আমার সন্দেহ হলো যে কোথাও থেকে মারিং-কাটিং করেছে। গুগল সার্চে কিছু পেলামনা। মনে তারপরও সন্দেহ রয়ে গেল। পরে দেখি সাসুমের মন্তব্যে কোথা থেকে মেরে দিয়েছে তার সূত্র। তখন কাজ ছিল আর ফলোআপ করা হয়নি পোস্ট। পরে এসে দেখি চোরা পোস্ট সরিয়ে নিয়েছে। যাক, কিছুটা উন্নতি হয়েছে মানতেই হবে। কারণ আগে সরিয়ে নিতনা, বরং চুরি নিয়ে গর্ব করতো। এবার চক্ষু লজ্জায় হোক বা মডারেটর খোয়ারে ভরবে সেই ভয়ে হোক সরিয়েতো নিয়েছে!

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: এই লেখা আমি ফেসবুকেই পড়েছিলাম একদিন আগেই । সামুম অনেক লেখা পড়ে, বিশেষ করে অথেনটিক আর কোয়ালিটি লেখা মাসুমের চোখ এড়ায় না খুব একটা তাই ও ঠিক সহজেই বলে দিতে পারে কোন লেখা কোন জায়গা থেকে মেরে দেওয়া !

তবে এটা একটা ভাল দিক যে সরিয়ে নেওয়া হয়েছে ।

৭| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৩

অপ্‌সরা বলেছেন: ভাইয়া লেজ সোজা না হলে এই ছবি তুললো কেমনে!!! :|

এটা কি এডিটিং?


যাইহোক আমি লেজ কাটা শেয়ালের গল্প পড়েছিলাম। লেজ কাটা কুকুরের গল্প প্রথম পড়লাম।


তবে প্রবাদ বাক্যটি জানি.... প্রমানসমেত।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪০

অপু তানভীর বলেছেন: ছবিটা অবশ্য এডিটিং হতে পারে । এটার ব্যাপারে আমি ঠিক নিশ্চিত না । তবে পৃথিবীতে কিন্তু লেজ সোজা কুকুরও আছে । গুগলে একটু সার্চ দিলেই খুজে পাবে ।

এই প্রবাদ তো আছেই কত শত আমাদের চারিপাশে । একটু চোখ কান খুললেই দেখা যায় ;)

৮| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ; কুকুরের লেজ সোজা করা।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪১

অপু তানভীর বলেছেন: আমার তো মনে হয় যে এটা প্রায় অসম্ভব একটা কাজ !

৯| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৬

লেখার খাতা বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমস্ত চেষ্টাই বৃথা গেছে বলেই দেখা গেছে প্রথম আবিভাবে। কোনো লাভ হয়নি। সম্ভবতো লেজ কাটা চিকিৎসার আওতায় পরে যাবেন গুরুজী।

আরইউ বলেছেন:




হা হা হা! নাহ, এখনও কুকুরটার লেজ বাঁকা আছে, আমি নিশ্চিৎ!!

অফটপিকঃ দু‘ একজন ক্যারিয়ার নকলবাঁজ আবার চোরাই লেখার কারবার শুরু করতে চাইছে, দেখেছেন? গতকাল সাসুম এমন এক লেখায় ছোটঘাট এক মেডিসিন ট্রিটমেন্ট দিয়েছেন। পরে নকলবাঁজ নিজেই লেখা সরিয়ে নিয়েছে।

সোনালি কাবিন বলেছেন: বুড়ো গাধাটি কি তাহলে কুকুরের রোল প্লে শুরু করল B-)) :P

জুল ভার্ন বলেছেন: =p~ হাঃ হাঃ পঃ গেঃ =p~

ভুয়া মফিজ , সাসুম এবং পাটক ০০৭ এর মন্তব্য দিখা বাকি ।


মন্তব্য গুলো পড়ে মনে হল ব্লগ আপনাগো। যা খুশী লিখতে পারেন :)

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: আপনার যা কিছু মনে হতেই পারে ! এটা আপনের স্বাধীনতা !

১০| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৪

আরইউ বলেছেন:




লেখার খাতা ওনার সুশীল ক্লাসি বিশাল ক্ষমতাবান নিক থেকে লগআউট করে এই নিকে আসলেন।

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০০

অপু তানভীর বলেছেন: :D :D
এই যে পোস্টে মাল্টি নিকে মন্তব্য করতে আসে এই ব্যাপারটা আমার কাছে বেশ মজার মনে হয় !

তবে সত্যি বলতে কি এই পোস্ট নিয়ে পাব্লিক যা মন্তব্য করবে তার প্রায় শতভাগই না বুঝে ! অনেকেই মনে করবে তাদের নিয়ে পোস্ট লেখা হয়েছে অথচ হয় নি !

১১| ২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৮

লেখার খাতা বলেছেন: আরইউ বলেছেন:




লেখার খাতা ওনার সুশীল ক্লাসি বিশাল ক্ষমতাবান নিক থেকে লগআউট করে এই নিকে আসলেন।


আপনি অন্য নিক থেকে আর ইউ নিকে আসতে পারলে আমি আসলে সমস্যা কোথায় ? :)

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০০

অপু তানভীর বলেছেন: কোন সমস্যা নেই । আসতে থাকেন !

১২| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০১

আরইউ বলেছেন:




@ লেখার খাতাঃ
কোন সমস্যা নাই! আমার মন্তব্যে কোথায় দেখলেন বলেছি সমস্যা? লেখা পড়তে বুঝতে সমস্যা হয়? এটা এক ধরণের ডিজেবিলিটি। আপনার সুস্থ্যতা কামনা করছি।

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৭

অপু তানভীর বলেছেন: অবশ্য কিছু পাব্লিক এখনও আপনাকে আমার মাল্টি হিসাবেই জানে । বিশেষ কয়েকজন ! :D

১৩| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১০

আরইউ বলেছেন:



আর আমার হাসি পায় যখন আমাকে কেউ “অন্য কারো“ মাল্টিনিক মনে করে মনে মনে মনকলা খায়! এদের কোন ধরণাই নেই আমি কে? কতৃপক্ষ ছাড়া কেউ জানেনা আরইউ নিকে কে “লেখে”।

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৩

অপু তানভীর বলেছেন: সত্যি কথা বলতে যাদের মাথার ভেতরে সামান্য জ্ঞান আছে তাদের কাছেই এই ব্যাপারটা অতি পরিস্কার হয়ে যাবে । বিশেষ করে সাইন্টিফিক পোস্ট গুলোতে আপনার মন্তব্য গুলো দেখলেই বুঝতে পারার কথা সেটা !
যাক পাগলের সুখ মনে মনে !

১৪| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৩

আরইউ বলেছেন:



হা হা হা! জ্বী, আমার এই পোস্টে আমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো।

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৬

অপু তানভীর বলেছেন: ভাবছি একদিন আপনার কথা কথোপথোকনের একটা পোস্ট হবে । একদিন সময় করে এই কাজটা করতে হবে ! নিজের সাথে নিজের কথোপথন । তবে আমাদের কাছে ব্যাপারটা হাসির হলেও অন্য অনেকেই কিন্তু এই কাজটা করে । বিশেষ করে যাদের আলোচিত পাতাতে যাওয়ার খুব বেশি শখ, পোস্টের পরে আশানুরূপ মন্তব্য না পড়লে তারা হয় পোস্ট সরিয়ে ফেলেন নয়তো নিজের মাল্টি দিয়ে পরপর কয়েকটা মন্তব্য করে ফেলেন । ব্যাস পোস্ট চলে যায় আলোচিত পাতায় ! :D

১৫| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৫

অপ্‌সরা বলেছেন: আর ইউ ভাইয়া লোকে বলে আমি বুদ্ধিমতী!
দূর্জনেরা বলে শয়তানের লাঠি......

ভাইয়া বললো: সত্যি কথা বলতে যাদের মাথার ভেতরে সামান্য জ্ঞান আছে তাদের কাছেই এই ব্যাপারটা অতি পরিস্কার হয়ে যাবে । বিশেষ করে সাইন্টিফিক পোস্ট গুলোতে আপনার মন্তব্য গুলো দেখলেই বুঝতে পারার কথা সেটা !
যাক পাগলের সুখ মনে মনে !


হায় হায় আমার মাথায় তাহলে কিচ্ছু নাই নাকি!!!!!

আজও জানলাম না আর ইউ ভাইয়া কে??? কে ?? কে???

এই দুস্ক নিয়ে মরে যেতে পারবো না বললাম.... বেঁচেই থাকবো বেঁচেই থাকবো যক্ষী বুড়ি হয়েও বেঁচেই থাকবো। :(

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২০

অপু তানভীর বলেছেন: আমি এখনও জানলাম না যে আর ইউ কে ! এমন কি সে ছেলে নাকি মেয়ে এটাও জানি না !

১৬| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪২

আরইউ বলেছেন:



@শায়মা, এভাবেই চলুক। লোকে যেন বুঝতে না পারে আমরা একে অন্যের মাল্টি...

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২১

অপু তানভীর বলেছেন: এমনও কি হতে পারে ! :D

১৭| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৭

অপ্‌সরা বলেছেন: আর ইউ ভাইয়া আমিই পারলাম না কেউ কখনও তোমাকে চিনে ফেলবে বলে আমি বিশ্বাস করতেই পারি না।

নিজের বুদ্ধির উপরে আমার এতই আস্থা দেখো .....

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৩

অপু তানভীর বলেছেন: দেখা যাক কে আগে আর ইউ কে চিনতে পারে ! তুমি নাকি আমি !

১৮| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৬

নেওয়াজ আলি বলেছেন: শুনেছি কুকুরের লেজ কখনোই সোজা হয় না। কিন্তু সোজা লেজ নিয়ে দাঁড়ানো কুকুর কই পেলেন আপনি।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৪

অপু তানভীর বলেছেন: এটা আসলে কায়দা করে তোলা হয়েছে । লেজটা একজন টেনে ধরেছে তারপর ছবিটা এডিট করা হয়েছে।

১৯| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২২

মনিরা সুলতানা বলেছেন: এই লেখায় একবার একজন লোক বলতে যে আপনি বিভিন্ন গ্রুপের মডারেটরদের বুঝিয়েছেন সেটা কী আর আমরা জানি না ?
ওয়েট করেন আপনার হবে।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৫

অপু তানভীর বলেছেন: আর দেখেন সামুর কয়েকজনের মাথার ঘুম হারাম হয়ে গেছে এই ভেবে যে এই পোস্ট তাদের নিয়ে লেখা । চোরের মন পুলিশ পুলিশ !!


আমি অতি ভাল ছেলে ! আমার কিছু হবে না !

২০| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

শেরজা তপন বলেছেন:

@নেওয়াজ আলী ভাই, লেজের কাছে একটা হাত দেখেন- ঠিক হাতটা সরিয়ে নেবার সময়ে বেশ ট্রিক করে ছবিটা তোলা হয়েছে। পরে একটু এডিটিং হতে পারে ( হাতের ঠিক পেছনে একটা লোক বসে আছে দেখে ধোঁকা লাগছে)

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৬

অপু তানভীর বলেছেন: হালকা এডিট করা । নয়তো লেজ কখনই কি এমন সোজা হয় !

২১| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে গল্প হিসেবে পড়ে বেশ মজা পেলাম। তবে নেওয়াজ ভাই জিজ্ঞাসা করলেন এতোক্ষণ লেজ সোজা কুকুর কৈ পেলেন?
ওকে কি জিম করিয়ে এমন দশা করেছেন? নাকি লেজ কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে বেচারার লেজ আপনাআপনি সোজা হয়ে গেছে। যাইহোক জাতির বড় জিজ্ঞেসা :)


পাশাপাশি আরেকটি কথা, অবোলা প্রাণি কুকুরকে নিয়ে এমন টানাটানি করেন কেন?লৈজ নিয়ে এতো পরীক্ষা নিরীক্ষার দরুণ বেচারা কেউ মেউ করলে বিপদ আছে।লাভার্সরা বন্য প্রাণী হেনস্থার অভিযোগে আপনাকে জেলে ঢোকাতে পারে :)

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৯

অপু তানভীর বলেছেন: আমারও অবশ্য অবলা প্রাণীকে নিয়ে টানা হেচড়া মোটেও ভাল লাগে না তবে জনস্বার্থে মানুষকে অনেক কাজ কর্ম করতে হয় !

ইহা আসলে গল্পই তবে কয়েকজন দেখি এই গল্পে অনেক কষ্ট পেয়ে গেছেন । নিজেদের চরিত্রের সাথে মনে হয় খানিকটা মিল পেয়ে গেছেন । :D

২২| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১১

রেজাউল৮৮ বলেছেন: আমার নিজের তো মগজ নাই, এই জন্য এআই দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করছিলাম। কমান্ড দিছিলাম "লেজসোজা কুত্তা। "
এই জিনিস পাওয়া গেল ।

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩০

অপু তানভীর বলেছেন: লেজ সোজা করতে গেলে আসলে লেজ কাটাছাড়া আর দ্বিতীয় কোন উপায় নেই সম্ভবত । এইটা এআইও বুঝে গেছে !

আমি ভাবছিলাম যে আপনার কমেন্ট আসবেই !

২৩| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন:

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩০

অপু তানভীর বলেছেন: .

২৪| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২০

কাছের-মানুষ বলেছেন:
হা হা মজার লেখার।আমার মনে হয় লোকটি এত কষ্ট না করে সোজা ফটোশপ করলেই পারত!

ফটোশপে কত মোটা চিকুন, চিকুনকে মোটা হতে দেখলাম!

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩১

অপু তানভীর বলেছেন: তাই করলেই বরং ভাল হত । পরিশ্রম কম হত ফলও পাওয়া যেত !

২৫| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১৭

কবিতা ক্থ্য বলেছেন: আমার ১ টা প্রশ্ন আছে-

যে মানুষ কুকুরের লেজ সোজা করার চেষ্টায় নিজের মুল্যবান সময় নষ্টকরে, তাকে আপনি কিভাবে মুল্যায়ন করবেন?
বাকা লেজ ওয়লা কুকুরের সাথে নাকি সোজা লেজ ওয়ালা কুকুরের সাথে?

আপনার উত্তরের অপেক্ষায়।
(বি:দ্র: কাউকে উদ্দেশ্য করে বা হেয় করবার জন্য এই মন্তব্য নয়; চাইলে আপনি মুছেো দিতে পারেন)

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৭

অপু তানভীর বলেছেন: অবশ্যই এমন অনেক মানুষ আছে নিজের খেয়ে বনের মহিষ তাড়ার !

মূল্যায়ন করার ব্যাপারে একটা কথা বলতে হয় যে মানুষ নিজেকে দিয়ে বেশির ভাগ সময় বাইরের সব মানুষকে বিচার করতে পছন্দ করে । আমি যেহেতু ভাল হয়েছি তাই সবাই ভাল হবে, এমন একটা সরল বিশ্বাস অনেকেরই থাকে । এই জন্য নিজের খেয়ে অন্যকে বদলানোর চেষ্টা করে থাকে । লেজ সোজা করার চেষ্টা চলে !
পরের প্রশ্নটা ঠিক বুঝলাম না ।

২৬| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৩

রানার ব্লগ বলেছেন: কুকুরের লেজ সোজা করার আদৌ কোন দরকার আছে ?

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর ইচ্ছে আসলে থাকে কারো কারো !

২৭| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২১

জিকোব্লগ বলেছেন:



কাজের চাপে ব্লগে নিয়মত আসা হয় না। তাই এই রকম একটি মজার পোস্ট
আমার চোখ এড়িয়ে গিয়েছিল।

পোষ্টে উল্লেখিত একজন ব্যক্তি পোস্ট লাইক দিয়েছেন। আর যার ল্যাজ সোজা
হয় না , উহা পোস্ট প্রিয়তে নিয়েছে। ভ্যালু ভ্যালু। সোনায় সোহাগা। পোস্ট স্বার্থক।

যতদিন 'একজন ব্যক্তি' থাকবেন ততদিন সামু ব্লগে ল্যাজ সোজা হওয়ার খেলা দেখেই
যেতে হবে। এতে একজন ব্যক্তি ও কুত্তা দুই জন-ই আনন্দিত হয়।

আচ্ছা যখন জানাই কুত্তার ল্যাজ সোজা হয় না, তখন কেনই বা ঐ একজন ব্যক্তির ল্যাজ
সোজা হওয়ার খেলায় নামতে হবে ? মজা পাওয়ার জন্য নাকি মজা দেওয়ার জন্য ?

০২ রা নভেম্বর, ২০২২ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: আরে এই মন্তব্যটা চোখে পড়ে নি এতো দিন । তাই জবাব দিতে দেরি হল !

যাই হোক একটা মজার ব্যাপার বলি । এই পোস্ট কিন্তু আলেই সেই মহান বাকা লেজ কে নিয়ে দেওয়া হয় নি । সত্যিই বলছি । কিন্তু দেখেন মজার ব্যাপারটা । লেজ বিষয়ক পোস্ট পরে একেবারে তারা ধরেই নিয়েছে যে পোস্টটা তাকে নিয়েই দেওয়া । জায়গায় জাগয়ায় গিয়ে কান্নাকাটিও শুরু করে দিয়েছে । বোঝা যাচ্ছে যে অন্য কাউকে নিয়ে দেওয়া হল একেবারে জায়গা মত গিয়ে লেগেছে । আসলে যার নিজের সম্পর্কে এমন ধারণা আমি আর আলাদা ভাবে কী বলবো বলেন ! তার প্রতিক্রিয়া দেখে আমি হাসতে হাসতে শেষ !
তার থেকেও বড় প্রতিক্রিয়া দেখেন উপরে এক ক্লাসি ব্লগার তার মাল্টি নিক দিয়ে মন্তব্য করেছে । মানে এটুতু সহ্য হয় গুরুর অপমান যা আমি সত্যিই তার গুরুকে নিয়ে লিখি নি । মানে সেও নিশ্চিত ভাবেই তার গুরুকে চিনতে পেরেছে !
এর থেকে বড় বিনোদন আর কী হতে পারে বলেন !
:D =p~

২৮| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৭

রেজাউল৮৮ বলেছেন:
আমি ভাবছিলাম যে আপনার কমেন্ট আসবেই !



আমি যাহাদের পোষ্ট পড়ার জন্য ব্লগে আসি অন্যায় ভাবে তাদের ব্লক করায় ব্লগে আসা সাময়িক ভাবে বন্ধ করে ছিলাম।
ব্লগ কর্তৃপক্ষ পুনরায় আমার ন্যায় মগজহীন লোকদের জ্ঞান আরোহণের দ্বার খুলে দিয়েছেন বলে ব্লগে আসা পুনরায় চালু করলাম।

০২ রা নভেম্বর, ২০২২ রাত ১২:৩৯

অপু তানভীর বলেছেন: আপনি মোটেও আপনার ফেভারিট ব্লগারের পোস্টে যাওয়া এবং মন্তব্য করা বন্ধ করবেন না । সে আপনাকে অনেক পছন্দ করে ।মুখে প্রকাশ না করলেও করে বুঝেছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.