নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ওয়েলকাম ব্যাক সামু - সামু ফিরে এল :D

১২ ই জুন, ২০২৪ রাত ৯:২৩



সামুকে নিয়ে আমি এর আগে কোন দিন স্বপ্ন দেখেছি বলে মনে পড়ে না । তবে অনেক দিন পরে গতকাল আমি সামুকে নিয়ে স্বপ্ন দেখলাম।তবে সেটাকে আদৌও সামুকে নিয়ে স্বপ্ন বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না । তবে সেটা অবশ্যই সামু কেন্দ্রিক । স্বপ্নটা খুলেই বলা যাক যদিও ঘুম ভাঙ্গার পরে স্বপ্নটার বেশির ভাগই আমার মনে নেই । স্বপ্নে যা ঘটেছিল তা হচ্ছে আমি একজনকে ইঙ্গিত দিয়ে একটা মন্তব্য করি । এবং এবং মন্তব্যটার একটি বিশেষ প্রাণীর নাম ছিল । সেটার নাম আমি নিতে চাচ্ছি না । নিলে হয়তো স্বপ্নে যেমনটা ঘটেছিল সেটা বাস্তবেই ঘটতে পারে । যাই হোক, আমি মন্তব্যবটা আমার পরিচিত কারো ব্লগেই করতে চেয়েছিলাম । সম্ভবত সেটা ভুয়া মফিজ কিংবা আরইউয়ের পোস্টেই হবে । কিন্তু মন্তব্যটা পড়ে গেল অন্য একজনের পোস্টে । কার পোস্টে যে পড়েছিল সেটা আমার এখন আর মনে নেই । আমি তো পোস্ট দিয়েই হাওয়া হয়ে গেলাম । স্বপ্নে সম্ভবত সকালের দিকে পোস্ট দিয়েছিলাম । রাতে বাসায় ফিরে আমি সামু চালু করেই আমার চোখ চরখ গাছ হয়ে গেল । দেখতে পেলাম আমার সেই মন্তব্য নিয়ে হুলস্থুল পড়ে গেছে । পুরানো মানে প্রায় আট দশ বছর বয়সী সব ব্লগারটা ফিরে একের পর এক পোস্ট মন্তব্য করেই যাচ্ছে । মন্তব্যের পর মন্তব্য আসছেই । সেই পোস্টেই কত যে মন্তব্য পড়েছে তার ঠিক নেই । ব্লগে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা ।
আর আমি ভাবছিলাম যে নতুন কী পোস্ট দিয়ে এই মন্তব্যকে যায়েজ করা যায় । সেটা নিয়েই চিন্তা করছিলাম । এমন সময়েই আমার ঘুম ভেঙ্গে যায় !

আমার তো মনে হচ্ছে স্বপ্নের সেই পরিস্থিতির জন্য, এতো এতো লোড সামলাতে না পেরেই সামু ডাউন খেয়ে গিয়েছিল ।
হে হে হে ! জাস্ট কিডিং !

সামুতে এখন আর আগের মত নিয়মিত ঢোকা হয় না । সামুতে ডাউন খেয়েছে গতকাল থেকে সেটা আমি আজকে সকালের দিকে টের পেলাম গ্রুপে ঢুকে । তারপর ব্লগে এসে দেখি আর ঢুকতে পারতেছি না । আগে এই ব্যাপারটা হলে প্রতি ঘন্টায় ঘন্টায় রিফ্রেশ করে দেখতাম যে সামু ওপেন হয়েছে কিনা ! এখন সেটা কমে গেছে । যদিও প্রতিদিন অন্তত একবার হলেও সামুতে ঢু মেরে যাই ।

সামু যখন বন্ধ ছিল আপনারা কতবার ঢু মেরেছেন?

আমাদের সামু ব্লগের একটা অফিশিয়াল ফেসবুক গ্রুপ আছে । ব্লগ ডাউন খেলে কিংবা অন্য অনেক ব্যাপারই সেই গ্রুপ থেকে জানা যায় । ব্লগের অনেকেই আছেন সেখানে । আবার অনেকে হয়তো জানেন না !
এই রইলো ব্লগের লিংক।
অথবা এই কিউআর কোড স্ক্যান করেও ব্লগ গ্রুপের খোজ পেতে পারেন ।



এখন তো সামুর টেকনিক্যাল সমস্যা হয় না বললেই চলে । আমি যখন প্রথম প্রথম ব্লগে লেখা শুরু করেছিলাম তখন দেখা যেত যে প্রায় দিনই সামু ডাউন হয়ে থাকতো । আজকে এই সমস্যা তো কাল ঐ সমস্যা । তাই এখন যখন কালে ভাদ্রে সামু ডাউন খায় আমার সেই আগের দিনের কথা মনে পড়ে !

আমার একবার মনে আছে একবার সামু হ্যাক হল (কিংবা কোন ট্যাকনিক্যাল সমস্যা) দেখা দিল। হ্যাকার কোন একটা পোস্ট যেন স্টিকি করে দিয়েছিল। সেটা নিয়েও ব্লগারটা কতই মজা নিচ্ছিল। আমাদের একজন আগের ব্লগার নোমান নমি ভাই হ্যাকারের উদ্দেশ্যে একটা আবেদন পত্র লিখে ফেলল যাতে তার পোস্টটাও স্টিকি করে দেওয়া হয় । তার অনেক দিনের স্বপ্ন তার পোস্ট স্টিকি হবে !

যাই হোক, সামু আবার চালু হয়েছে এটাই সব থেকে বড় কথা । আপনারা আবারও ব্লগিং শুরু করে দিন ।

ওয়েলকাম ব্যাক সামু !

ছবি পিক্সেল থেকে

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৪ রাত ১০:১৩

আরইউ বলেছেন:




ইয়ে মানে গলুইকে নিয়ে কিছু একটা বলেছিলেন সম্ভবত! হা হা হা।

আমি বিকেলে একবার চেষ্টা করেছিলাম ড্রাইভওয়েতে বসে, লোড হচ্ছিলনা, দেখালো সার্ভার ডাউন। এখন দেখছি ঠিক হয়ে গেছে।

১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩০

অপু তানভীর বলেছেন: স্বপ্নে যে লাইনটা বলেছিলাম সেটার পুরো বাক্যটুকু এখন আর মনে নেই । তবে যে কয়টা শব্দ মনে আছে সেটাও যদি বলি এখানে সব তেলে বেগুনে জ্বলে উঠবে!
আমি গতদিন রাতে একটু জলদিই ঘুমিয়ে পড়েছিলাম । তাই সামু যে ডাউন খাইছে সেটা টের পাই নি । সকালে উঠে টের পেয়েছি !

২| ১৩ ই জুন, ২০২৪ সকাল ৯:২০

নজসু বলেছেন:


ভাই, আমি তো ভাবছিলাম আমার ব্রাউজারের কোন সমস্যা। :)

১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: গ্রুপে এড হয়ে যান । তাহলে সামুর সমস্যা যদি হয় তাহলে টের পেয়ে যাবেন । ব্লগের অনেকেই সেখানে রয়েছে !

৩| ১৩ ই জুন, ২০২৪ বিকাল ৩:১৩

চ্যাটজিপিটি বলেছেন: নমস্কার অপু তানভীর,

সামু ফিরে আসার খবরটি জেনে সত্যিই আনন্দিত হলাম। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে আপনি স্বপ্নে সামুকে নিয়ে যা দেখেছেন তা খুবই মজার এবং স্মরণীয়। সামুতে আপনার অভিজ্ঞতা এবং ব্লগের প্রতি আপনার ভালোবাসা প্রতিফলিত হয়েছে।

সামু ব্লগের ফেসবুক গ্রুপের লিঙ্ক শেয়ার করায় ধন্যবাদ, এটি অনেকের জন্যই উপকারী হবে। সামুর টেকনিক্যাল সমস্যা নিয়ে আপনার স্মৃতিচারণ খুবই বাস্তব এবং সেই সময়ের সাথে মিলিয়ে নেওয়া সহজ।

আশা করছি সামুতে আবারও সক্রিয় ব্লগিং শুরু হবে এবং আমরা সবাই একত্রিত হতে পারবো।

ধন্যবাদান্তে,
চ্যাটজিপিটি

১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !

তা মন্তব্য কি চ্যাটজিপিটি দিয়ে লেখা ?

৪| ১৩ ই জুন, ২০২৪ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: এটার কথা মনে পড়ছে না। কী পোস্ট দিয়েছিল?

১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: কোন পোস্টটা যে স্টিকি করেছিল সেটা আমার নিজেরও মনে নেই । তবে এই টুকু মনে আছে এটা নিয়ে বেশ কয়েকটা পোস্ট এসেছিল!

৫| ১৩ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নজসু বলেছেন: ভাই, আমি তো ভাবছিলাম আমার ব্রাউজারের কোনো সমস্যা। আমিও এমন ভাবছিলাম।

১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: সামুর অফিশিয়াল গ্রুপে এড হয়ে যান ! তাহলে সব খোজ খবর পেয়ে যাবে দ্রুত !

৬| ১৩ ই জুন, ২০২৪ রাত ৯:১৫

মেঠোপথ২৩ বলেছেন: আপনার এই পোস্ট দেখে ব্লগের ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছি। ধন্যবাদ আপনাকে

১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: গ্রুপের কথা অনেকেই জানে না । বিকল্প একটা যোগাযোগের মাধ্যম থাকা ভাল ।

৭| ১৩ ই জুন, ২০২৪ রাত ১০:০৩

ভুয়া মফিজ বলেছেন: সামু সচলই থাকবে। এতো তাড়াতাড়ি অচল হবে না। আমাদের আশায় শুধু বুক না, গোটা বডিকেই বাধতে হবে। আর বেশী বেশী করে একটিভ হতে হবে। তাহলেই হবে!!!! :)

ভালো কথা, হামাসের রকেট নিয়ে কি যেন বলবেন বলেছিলেন!! কবে নাগাদ বলার সম্ভাবনা আছে? ;)

১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: বেশি একটিভ হতে হলে তো কাজ কর্ম বাদ দিয়ে আমার সর্ব সেরা ব্লগারের মত হতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের তো এখনও পেনশন নাই । পেটের চিন্তা তো করতেই হয় ।

আর রকেটের পোস্ট আসলে রেডিই আছে । কখন যে পোস্ট করবো ভাবছি । ;)

৮| ১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: আমার মনে হয় তুমি ভুল করছ। সামু কখনই হ্যাক হয় নি।তবে একবার কম্পিউটার জগতের একটা সাময়িক পোস্টকে স্টিকি করা হয়েছিল। সেটা নিয়ে কিছু হাস্যরস হয়েছিল। সেটার কথা বলছ মনে হয়।

১৩ ই জুন, ২০২৪ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: এটাও হতে পারে । তবে আমার মনে আছে যে একটা পোস্ট স্টিকি হয়েছে এবং বেশ কয়েকটা পোস্ট এসেছিল এটা নিয়ে এবং হ্যাকার সম্মোধন করে নিজের একটা পোস্ট স্টিকি করার আবেদনপত্র টাইপের একটা পোস্ট এসেছিলো ! এমন ঘটনা ঘটেছিল আমার মনে আছে !

৯| ১৩ ই জুন, ২০২৪ রাত ১১:২৫

শায়মা বলেছেন: আমি কালকে একদম রাতে ঢুকে তোমার এই পোস্ট দেখি।

কাল সকাল থেকেই বিজি ছিলাম মানে ছুটি হলো স্কুল তাই আমার বাসায় এলো সব্বাই স্কুলের কলিগেরা। ঈদের আগে হুট করে এই পার্টির কি নাম দেবো ভেবে ভেবে কি নাম দিলাম জানো???

শুনলে অনেকে জুতা ছুড়ে মারবে মনে মনে...... হা হা

শারারা পার্টি........ এই নামাকরনের যথার্থতা কি বলিবোক লাই। :)

১৩ ই জুন, ২০২৪ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: শারারা পার্টি আবার কেমন নাম ?
আমার তো শারারা শব্দ শুনলেই একটা হিন্দি গানের কথা মনে আসে .... ;)

১০| ১৩ ই জুন, ২০২৪ রাত ১১:৩০

শায়মা বলেছেন: হা হা হা শারারা পার্টি যথার্থ নাম তবে ঐ যে বললে কেউ কেউ জুতা ছুড়ে মারতে পারে। বলবে আহলাদের আর জায়গা পায়না......


চুয়াত্তরভাইয়া বলতে পারবে মনে হচ্ছে।

শারারা শারারা একটা গানা আছে......

১৪ ই জুন, ২০২৪ সকাল ১০:০৮

অপু তানভীর বলেছেন: আরে এটা নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলো দেখি । আমরা আরো ভাল করে জানি আসল সেই নামের অর্থটা কী ছিল !

১১| ২৩ শে জুন, ২০২৪ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: ফিরে আসাতে সবাই যেন ফিরে পেল স্বস্তি! এসব নিয়েই ব্লগটা আজও চলছে, চলবেও।

২৩ শে জুন, ২০২৪ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: ব্লগ চলছে বটে তবে কতদিন যে চলবে সেটা বলা মুস্কিল !

১২| ২৪ শে জুন, ২০২৪ দুপুর ১২:৪১

চ্যাটজিপিটি বলেছেন:
নমস্কার অপু তানভীর,

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। হ্যাঁ, এটি চ্যাটজিপিটি ব্যবহার করেই লেখা হয়েছে। আমি নিশ্চিত করতে চাই যে আমার প্রতিটি ব্লগ পোস্ট এবং কমেন্ট চ্যাটজিপিটির সাহায্যে লেখা হবে। চ্যাটজিপিটির মাধ্যমে আমি আমার চিন্তা ও অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারি এবং এটি আমার ব্লগিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে।

চ্যাটজিপিটির সাহায্যে লেখা মন্তব্যগুলি আরও সুসংগঠিত ও প্রাসঙ্গিক হওয়ায় পাঠকদের জন্য তা আরও উপভোগ্য হয়। আমি আশা করি এই পদ্ধতিতে লেখা পোস্ট ও মন্তব্যগুলো আপনাদেরও ভালো লাগবে এবং সামুতে আমাদের সকলের অভিজ্ঞতা আরও সুন্দর হবে।

ধন্যবাদান্তে,
চ্যাটজিপিটি

২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

অপু তানভীর বলেছেন: আচ্ছা বেশ ।
আজকের লেখায় আমি চ্যাটজিপিটি দিয়ে আমার লেখার বানান ভুলগুলো ঠিক করালাম । সামনে আরও করব ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.