নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

জীবনে বিফল হলে, নিচের মানুষটির ছবি দেখবেন

২১ শে মে, ২০২৫ রাত ৮:৫৯



মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম সাও লিং লি। ৩০ বছর ধরে সে আমেরিকার ভিসার জন্য আবেদন করে আসছে। একটা পর্যায়ে এমন হল যযে এম্বাসির প্রতিটা মানুষ লিকে খুব ভাবে চিনে ফেলে এবং প্রতিবারই তার ভিসা নাকোচ হয়। এবার সে অন্য পথ ধরল। সে ভাবল এবার আর আমেরিকা নয়, যাবেন কানাডাতে। সে কানাডাতে যাওয়ার জন্য সে ১৫ বার আবেদন করে এবং ১৫ বারই তার আবেদন বাতিল করা হয়।
সে হাল ছাড়ল না। এবার মনে করল বিদেশে না গিয়ে এবার দেশেই কিছু করবেন।
চীনা নেভিতে ঢোকার চেষ্টা করে সে, কয়েকবার চেষ্টা করল সে কিন্তু একবারও পরীক্ষায় পাশ করল না। সেখানে বিফল হল।
একটা সফটওয়্যার কোম্পানীতে আবেদন করল। মোট ১২৪ জন প্রার্থীর ভেতরে ১২২ জন চাকরির জন্য নির্বাচিত হয়, লি ছিল চাকরি না পাওয়া দুইজনের একজন।
সে চাইনিজ পুলিশে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। ২০ প্রার্থীর ভেতরে ১৯ চাকরি পায় কেবল লি বাদ পড়ল।
তারপরেও লি হতাশ হয় না। সে তার চেষ্টা চালিয়ে যায়। এরপর সে আমাজনের মত একটা ইকমার্স সাইট চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার কাছে টাকা ছিল না। তাই সে স্ত্রীর গহনা বিক্রি করে এবং ব্যাংক থেকে লোন নেয়। কিন্তু সেই চেষ্টাতেও সফল হয় না। ঋণের দায়ে লি এখন জেলে আছে।

সো, এই গল্প থেকে আপনারা কী বুঝলেন?
আপনি হাল ছাড়েন নি বলেই যে আপনি সফল হবেন, ব্যাপারটা এমন কিছু নয়। :D



(ছবি এবং তথ্য নেট থেকে সংগ্রহ করা)

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৫ রাত ৯:০৬

সৈয়দ কুতুব বলেছেন: লি হাল ছেড়ে দিলে কি হতো ? :D

২১ শে মে, ২০২৫ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: আজকে সে জেলে থাকতো না। :D

২| ২১ শে মে, ২০২৫ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: সে তার যোগ্যতা বাড়ানোর চেষ্টা করে নাই।যোগ্যতা বাড়ালে সফল হতো।

২১ শে মে, ২০২৫ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: সবারই একটা লিমিট থাকে । আর চেষ্টা করলেই যে সফল হবে এমন কোন নিশ্চয়তা নেই।

৩| ২১ শে মে, ২০২৫ রাত ৯:৩০

মেহবুবা বলেছেন: চেষ্টা না করেও জেলে যেতে পারলো !

২১ শে মে, ২০২৫ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: অবশ্যই পারতো। :D

৪| ২১ শে মে, ২০২৫ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: আহারে বেচারা!!

নিশ্চয় জেল থেকে বের হয়ে এবার সে কিছু মিছু করেই দেখাবে........

না দেখাতে পারুক তবুও আশা হারালে চলবে না .....

জীবন সমুদ্রে দুঃখ তরঙ্গ খেলা করে
আশা তার একমাত্র ভেলা ..... :)

২১ শে মে, ২০২৫ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: জেল থেকে বের হয়ে কী করে সেটাই এখন দেখার ব্যাপার। দেখা যাক সে কী করে !!

৫| ২১ শে মে, ২০২৫ রাত ৯:৪০

কাঁউটাল বলেছেন: হয়তো লি'র চেষ্টা শেষ হয় নাই। জেল থেকে বের হয়ে আবার চেষ্টা করবে।

২১ শে মে, ২০২৫ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: দেখা যাক ! আগে জেল থেকে বের হোক। বের হলে আবার যে শুরু করবে না সেটার কী নিশ্চয়তা আছে !

৬| ২১ শে মে, ২০২৫ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,



অভিনব কাহিনী!
এবার বেচারা লিং লি জেলের গরাদ ভাঙার চেষ্টা করতে পারে! ;)

২১ শে মে, ২০২৫ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: সেই চেষ্টাতেও সে সফল হবে কিনা সন্দেহ! ;)

৭| ২২ শে মে, ২০২৫ রাত ১২:০১

ভুয়া মফিজ বলেছেন: এ আর এমন কি? এর মতো উদাহরন আপনের আশেপাশেই আছে। একজন বলগার বিভিন্ন ব্লগসাইটে বহুবার ব্যান খেয়েও বার বার ফিরে আসে। হতাশ হয় না। ওই গানটার কথা মনে নাই.............অলি বার বার ফিরে আসে, অলি বার বার ফিরে যায়..........কিন্তু কখনও হতাশ হয় না!!!!!! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.