| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরিজিনাল জামির
পরে বলি?
এই ধরনের ফাউল হরতাল দিয়ে বিএনপি কি আরাম পাচ্ছে তা বোধগম্য নয়। তারা হরতাল দিয়ে বাসায় বসে, টিভিতে হিন্দি সিরিয়াল দেখেন। দু তিনটে ভাড়াটে ক্যাডার এখানে ওখানে অত্যন্ত নিন্ম মানের কক্টেল মারেন। ভুস করে একটা আওয়াজ হয়। মামার দোকানে বসে চা খাওয়া বেক্তিটিকেও সচকিত করতে পারেনা। এইসব কক্টেল মাঝে মাঝে আবার পকেটে থাকতেই ফুটে যায়!
বাস সিএজিতে আগুন দিয়ে মানুষ হত্যা করছেন। পত্রিকায় বেশ কিছু প্রতিবেদন এসেছে, যা পড়লে চোখের জল ধরে রাখা দায়। মানুষগুলো সরকারী দল বুঝেন না। বিরোধী বুঝেন না। দুবেলা ভাত বুঝেন। ভাত! তাই রাস্তায় নামেন। তাদের শরীরে আগুন দিয়ে বিএনপি কেমন গনতান্ত্রিক দাবি আদায় করার চেষ্টা করছেন, তাও বোধগম্য নয়।
তাদের এই মাজাভাঙ্গা অথচ হিংস্র আন্দোলনকে সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে, সেই প্রথম দিন থেকেই। উনাদের এখনো উপলব্ধি হয়নি, এই আন্দোলনে কিছুই হবেনা। উল্টা সংলাপের সম্ভাবনা কিংবা জনসমর্থন দুটুই হারিয়ে এখন লেজে গোবরে অবস্থা।
প্রিয় বিএনপির মাথামোটা ভাই ব্রেরাদারগণ, আওয়ামীলীগ সরকার কোন নির্বাচন না দিয়ে আগামি কয়েক বছর কাটিয়ে দিতে চাইলে জনগন আপনাদের কাতারে এসে রাজপথে আন্দলন করে সরকার নামাবে, এই অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদেরকে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জনগণ বেশ ভালোভাবেই বুঝে গেছে, আপনরা এই সরকারের চাইতে কোন অংশে উত্তম নন। তাই ক্ষমতায় আপনাদের কোন প্রয়োজন জনগনের কাছে যেমনি নেই, তেমনি অন্যকে নামানোর জন্যও কেউ উদগ্রীব নয়। তাই, হিংস্র আন্দোলন ছেড়ে শান্তিপূর্ণ সমাধানের পথে আগানোর চেষ্টা করাই আপনাদের "টিকে থাকা"র একমাত্র উপায়। অহ, হ্যাঁ! আগে জনগনের কাছে পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিতে পারেন। আখেরে কয়েকটি ভোট বাড়বে।
বি দ্রঃ কোথাও মন্তব্য করতে পারছিনা। অথচ এইটা আমার নাগরিক অধিকার। মডু স্যারদের নজরে আসলে, বিনীত অনুরোধ, প্রথম পাতা দ্বিতীয় পাতা বুঝিনা, অন্তত মন্তব্য করার সুযোগটি দিন। পিলিজ লাগে।র
©somewhere in net ltd.