নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিশ

অর্ফিয়াসের বাঁশি

লিবারেল, মডার্ন, অসাম্প্রদায়িক, খানিকটা সোশালিস্ট; রিফর্মেশনে বিশ্বাসী। সবকিছুকে নিউট্রাল পয়েন্ট অব ভিউ থেকে ভাবতে চাই। চিকিৎসাশাস্ত্রের সাথে জড়িত; যেকোন বিষয় নিয়ে পড়াশুনা করি- নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করি। সংস্কৃতিমনা; কবিতা পড়তে ভালোবাসি; আবৃত্তি করি।

অর্ফিয়াসের বাঁশি › বিস্তারিত পোস্টঃ

ক্রাচের কর্ণেল- শাহাদুজ্জামান [ঠিক বই রিভিউ না, এর মতই কিছু একটা]

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:০২

মৃত্যুর আগে চে গেভারা হত্যাকারীর উদ্দেশ্যে বলেছিলেন 'আমি জানি, তুমি আমাকে মারতে এসেছ। গুলি কর, কাপুরুষ! তুমি তো শুধু একজন মানুষকেই মারবে।'
আর কর্ণেল আবু তাহের বীরউত্তম বলেছিলেন 'আমাকে কেউ হত্যা করতে পারে না। আমি আমার সমগ্র জাতির মধ্যে প্রকাশিত। আমাকে হত্যা করতে হলে পুরো জাতিকে হত্যা করতে হবে। কোন শক্তি কি তা করতে পারে?'

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বছরের রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক অবস্থা একজন মুক্তিযোদ্ধা ও সাম্যবাদী মনভাবের মানুষের প্রেক্ষাপটে বর্ণনা রয়েছে বইটায়। লেখক সাবলীলভাবে লিখে গেছেন সবকিছু। কর্ণেল তাহের বীরউত্তমের পরিবারপরিজন, তাঁর রাজনীতির পেছনে বাবা-মা এবং ভাইবোনদের ভূমিকা, মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশের প্রথম সরকারব্যবস্থা, সরকারের দায়িত্বশীলতার অভাব, দুর্নীতি, পরের সরকারব্যবস্থার বৈধতার প্রশ্নকে সবার কাছে স্পষ্ট করেছেন তিনি। ফুটে উঠেছে দুর্নীতিগ্রস্থ একটা দেশে সাম্য প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অভ্যুত্থান, একটি প্রহসনের বিচার এবং তার ফলাফল। বইটা প্রকৃতপক্ষে শুধু একজন বিপ্লবী মানুষের সারাটা জীবনের বিপ্লবকে প্রকাশ করে নি, এর মাধ্যমে ফুটে উঠেছে সমগ্র জাতির স্বপ্ন, একটা দেশের জন্মলগ্ন থেকে শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে মানুষের আকাঙখা :) যদিও আমার কাছে মনে হয়েছে লেখক এদেশের প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক রাজনীতি কেন প্রয়োজন সেটাই তুলে ধরেছেন, তবুও নিরপেক্ষ লেখা মনে হয়েছে আমার কাছে। যাদের রাজনীতি, এদেশের ইতিহাস নিয়ে আগ্রহ আছে, তাদের জন্য অসাধারণ একটি বই। সেইসাথে একজন বৈচিত্র্যময় জীবনের অধিকারি মানুষের পরিপূর্ণ একটি বায়োগ্রাফি।
পরিশেষে এটাই বলব, বাংলাদেশ তার জন্মের পর থেকে অসংখ্য গুণী মানুষকে অপমান করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এখনো চলছে এমন।
হয়ত একদিন এর ফলাফল পাব আমরা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কালীদাস বলেছেন: পড়িনি বইটা। ইতিহাস যতটুকু জানি: আপনার ফিনিশিং লাইনটার সাথে একমত। কর্নেল তাহের আমাদের দুমুখী স্বভাবের শিকার একজন।

ঝরঝরে লেখা এরকম ভারি টপিকেও! চালিয়ে যান :)

২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৯

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: কালীদাস ভাই, ধন্যবাদ আপনাকে। চেষ্টা করব আরো রিভিউ দিতে

৩| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আপনার আইডি :)

কালীদাস দার মন্তব্যের পর আর কিছু বলার পেলাম না :)
ক্যারি অন ব্রো :)

+++

৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৭

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে লেখার অভ্যাস নাই তেমন। অথচ বলতে চাই অনেক কিছু। তাই সামান্য চেষ্টা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.