নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিশ

অর্ফিয়াসের বাঁশি

লিবারেল, মডার্ন, অসাম্প্রদায়িক, খানিকটা সোশালিস্ট; রিফর্মেশনে বিশ্বাসী। সবকিছুকে নিউট্রাল পয়েন্ট অব ভিউ থেকে ভাবতে চাই। চিকিৎসাশাস্ত্রের সাথে জড়িত; যেকোন বিষয় নিয়ে পড়াশুনা করি- নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করি। সংস্কৃতিমনা; কবিতা পড়তে ভালোবাসি; আবৃত্তি করি।

অর্ফিয়াসের বাঁশি › বিস্তারিত পোস্টঃ

হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও..

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪১











একই জায়গা থেকে বিভিন্ন সময় তোলা আকাশের ছবি। আকাশের ছবি তুলতে আমার ভালো লাগে। একই আকাশ অথচ কি অদ্ভুতভাবে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে, এই ভিন্নতা দেখতেই আমার ভালো লাগে।
চেষ্টা করি মাঝেমাঝে সেগুলোকে ফ্রেম বন্দি করতে।
কোনটা ভোরবেলা সূর্য ওঠার ঠিক আগে আগে তোলা। আবার সূর্য ওঠার সময় তুলেছি। কোনটায় মেঘের জন্য ভোরের সূর্য দেখা যাচ্ছে না। আর সন্ধ্যার সময় তোলা ছবি আছে। সবগুলো একই জায়গা থেকে তোলা।
মোবাইল ফোটোগ্রাফি।
.
প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।
[নির্মলেন্দু গুণ]

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

শাহিন-৯৯ বলেছেন:

তুমি চাও- ইশ্বর তোমাকে আকাশ করে দিক
আমি বলি- ইশ্বর; আকাশের চেয়ে অনেক বেশি বিশলতা দিয়েছে তোমার ভিতর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ ভাই। আকাশের বিশালতা সবার মধ্যেই ধারণ করার চেষ্টা থাকলে পৃথিবীটা আরো অন্যরকম হত

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন:

আমার তোলা একটি আকাশের ছবি দিলাম ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: কাঁটাতার মানুষের সীমাবদ্ধতাটুকুই তুলে ধরে, এখনো যে মানুষ আকাশের মত বিশাল হতে পারি নি, তারই প্রতিচ্ছবি যেন।
ধন্যবাদ ভাই। অনেক সুন্দর।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

তারেক_মাহমুদ বলেছেন: নদী ও আকাশ একসাথে, সত্যি আকাশের ছবিগুলো দেখতে ভাললাগে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: তারেক_মাহমুদ ভাই, সুন্দর। মেঘনা নদীতে এমন কিছু ছবি আমিও তুলেছিলাম। নদী-সমুদ্র, আকাশ আর পাহাড় ভালো লাগে

৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:১১

সামু পাগলা০০৭ বলেছেন: দারূণ সব ছবি। পোস্টে +!

আপনার নিক নেমটা সুন্দর।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৯

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.