নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিশ

অর্ফিয়াসের বাঁশি

লিবারেল, মডার্ন, অসাম্প্রদায়িক, খানিকটা সোশালিস্ট; রিফর্মেশনে বিশ্বাসী। সবকিছুকে নিউট্রাল পয়েন্ট অব ভিউ থেকে ভাবতে চাই। চিকিৎসাশাস্ত্রের সাথে জড়িত; যেকোন বিষয় নিয়ে পড়াশুনা করি- নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করি। সংস্কৃতিমনা; কবিতা পড়তে ভালোবাসি; আবৃত্তি করি।

অর্ফিয়াসের বাঁশি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতাঃ শেষ সময়ে এসে অংশ নিলাম প্রতিযোগিতায়

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১২

প্রতিযোগিতায় ব্লগ প্রকাশ করার শেষ সময় আজকে- ২৭ জুন ২০২১। দেরি হয়ে গেছে। আরো আগে দিতে চেয়েছিলাম।
যাইহোক, ছবিগুলোর প্রায় সবই প্রকৃতির


ছবি-১ঃ
'যতো কাছে আসি, বুঝি কতো দূরে তুমি' (জালালুদ্দিন রুমি)
স্থান: বেউথা ঘাট, কালিগঙ্গা নদী, মানিকগঞ্জ



ছবি-২ঃ
'আমি যেখানে গিয়েছিলাম, সেখানে জল মাটির চেয়ে বেশি
মানুষ কেন, পাখিও নেই- তুমিই ছিলে একলা এলোকেশী'
(নির্মলেন্দু গুণ)


স্থান: যমুনা নদী




ছবি-৩ঃ
'মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।'
(রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ)


স্থান: সেন্ট মার্টিন দ্বীপ




ছবি-৪ঃ নওরোজ



ছবি-৫ঃ
'There is a crack in everything.
That's how the light gets in.'
(Leonard Cohen)




ছবি-৬ঃ
'আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল'
(বোদলেয়ার)




ছবি-৭ঃ Journey to the centre of the earth

এই ছবিটির ক্ষেত্রে তোলার সময় শার্পনেস বাড়িয়ে নিয়েছি।
স্থান: ইটনা, কিশোরগঞ্জ




ছবি-৮ঃ Tornado of the soul

এই ছবিটির ক্ষেত্রে তোলার সময় শার্পনেস বাড়িয়ে নিয়েছি।
স্থান: ইটনা, কিশোরগঞ্জ




ছবি-৯ঃ
'যদি আকাশের গায়ে কান না পাতি,
তোমার কথা শুনতে পাবো না..'


এটি আসলে আমার তোলা আকাশের ছবির একটি কোলাজ। জানি না কোলাজ দেয়ায় প্রতিযোগিতা নষ্ট হলো কিনা। তবে এই কোলাজটি দেয়ার কারণ এর বিশেষত্ব। এখানে দেয়া সবগুলো ছবিই একই জায়গা থেকে তোলা ভিন্ন ভিন্ন সময়ের আকাশের ছবি। কোনটা বৃষ্টি আসার আগের, কোনটা ভোরবেলার মেঘের, কোনটায় সূর্যদয় দেখা যাচ্ছে।

মন্তব্য ২৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

ঢাবিয়ান বলেছেন: খুব সুন্দর ছবিগুলো

২৭ শে জুন, ২০২১ রাত ১০:৩৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: অর্ফিয়াসের বাঁশি ,




সময় ফুরিয়ে যাওয়ার আগেই এসেছেন সুন্দর ছবির ডালি সাজিয়ে। স্বাগতম।
১, ৪ ও ৮ নম্বরের ছবিগুলো দৃষ্টি নন্দন।

২৭ শে জুন, ২০২১ রাত ১০:৩৫

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: আহমেদ জী এস, অসংখ্য ধন্যবাদ ভাই

৩| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:৪৬

মনিরা সুলতানা বলেছেন: প্রকৃতি সব সময় ই পছন্দের !
ছবি তে ভালোলাগা বাঁশি।

২৭ শে জুন, ২০২১ রাত ১০:৩৬

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: মনিরা সুলতানা, ধন্যবাদ নেবেন। এই ছবিগুলো আমার তোলা অল্প কয়েকটা ছবির মধ্যে প্রিয়

৪| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিগুলো, ক্যাপশন এবং বর্ণনা সবই খুব সুন্দর !

২৭ শে জুন, ২০২১ রাত ১০:৩৮

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: স্বামীজী, ধন্যবাদ নেবেন

৫| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:১৮

ইসিয়াক বলেছেন: সুন্দর

২৭ শে জুন, ২০২১ রাত ১০:৩৮

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:৪৭

শেরজা তপন বলেছেন: ক্যাপশানগুলো নিঃসন্দেহে চমৎকার!
বোদলেয়ারের ওই কবিতাটা তো আমায় খুব টানে
আকাশের কিছু ছবি অন্যরুপে ধরা দিয়েছে।
সাফল্য কামনা করছি।

২৭ শে জুন, ২০২১ রাত ১১:১০

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ। আকাশের ছবি তুলতেই বেশি পছন্দ করি। তবে পছন্দসই পরিবেশ পাই কম, সেজন্য তোলাও হয় কম

৭| ২৮ শে জুন, ২০২১ রাত ১২:১১

অপু তানভীর বলেছেন: প্রথম ছবিটা সব থেকে সুন্দর হয়েছে । আর ছবি নম্বর ৫।

চমৎকার !

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: অনেক ধন্যবাদ অপু তানভীর ভাই।

৮| ২৮ শে জুন, ২০২১ রাত ১২:২৫

শায়মা বলেছেন: খুব সুন্দর ভাইয়া???

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ আপু

৯| ২৮ শে জুন, ২০২১ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবগুলো ছবিই সুন্দর।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ২৮ শে জুন, ২০২১ সকাল ১১:২০

নীল আকাশ বলেছেন: ৮ নাম্বার সুন্দর। ১২টা পর্যন্ত দিতে পারতেন।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৩

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ। অনেকগুলো সিলেক্ট করেছিলাম। কিন্তু সাইজ বড়ো হয়ে যাচ্ছিল পোস্টের। তাছাড়া একটা কোলাজ যোগ করে দিয়েছি।

১১| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৪:০৬

সামিয়া বলেছেন: অসাধারণ

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ

১২| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৯

আমি সাজিদ বলেছেন: নওরোজ আর বোদলেয়ার ছবি দুটো বেশী মনে ধরেছে। প্রতিটি ছবিই চমৎকার এসেছে।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই

১৩| ২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১৪| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৬

কালো যাদুকর বলেছেন: আগেই দেখেছি। আবার আসলাম । ভাল লেগেছে।

২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৫৪

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: কালো যাদুকর সাহেব, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.