![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পৃথিবীর নিয়ত পরিবর্তনশীল এবং একই সাথে গতানুগতিক ধারার চিন্তাভাবনাকারী মানুষদের মাঝে একজন
সব জ্ঞানে জ্ঞানী সে, তার আছে সকল গুন
সকল বিদ্যা কাল হয় তার কপালে আগুন।
সব যায়গায় থাকে তার অমূল্য চরণ,
মূলে নেই কিছুই তার শুধু শূন্যেই বিচরণ।
অগাধ জ্ঞানীর ভাব ধরে সে হঠাৎ আনমনে,
দেখে মনে হয় যেন সে সব কিছুই জানে।
অবুঝ লোক বুঝেনা কিছুই জানে না তার খেলা,
কি ছলে সে ফাঁদে আটকায় পাতায় রঙ্গমেলা।
সরল লোক দেখলে সে হয় জ্ঞান যাহিরে রত,
একই প্রশ্নের উত্তর সে দেয় যে শত শত।
কোনো কিছুই নেই যেন তার মহাজ্ঞানের বাইরে,
লোকে তারে বাহ বা দেয়, আহা রে! আহা রে!
অল্প জ্ঞানে অধিক জ্ঞানী, সে যে অতি মহান,
লোকমুখে শোনা যায় তার অজ্ঞতার গুণগান।
বুক ফুলিয়ে ছড়ায় সে তার অধরা জ্ঞানের পারদ,
সব কিছুর আড়ালে সে এক মূর্খ বিশারদ।
২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫
অচিরে অশেষ কবি বলেছেন: নিলাম। ধন্যবাদ আপনাকেও.. :-)
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের সমাজে এমন কিছু লোক সত্যিই আছে......শুভেচ্ছা জানবেন।