![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের কন্যা আয়েশাকে চুপে চাপে বিয়ে করলেন জয়। গুলশানের এক বাড়িতে জানুয়ারীর ৪ তারিখে এ কীর্তি হয়। আয়েশা আজিজ খান সামিট পাওয়ার লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর হিসাবে বাবার সাথে ব্যবসায় আছেন।
১৯৮১ সালে জন্ম হওয়া আয়েশা লন্ডন থেকে বিবিএ এবং নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ পাশ করে বাবার ব্যবসায় (সামিট পাওয়ারে) যোগ দেন। জয়ের সাথে তার বয়সের ব্যবধান ১০ বছর। এটা জয়ের তৃতীয় বিয়ে হলেও আয়েশার কয় নম্বর তা জানা যায় নি।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
জেনারেশন সুপারস্টার বলেছেন: লিংক দেন
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
আঁতেল বলেছেন: ব্যাটা পুরুষ বটে।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
বাংলার হাসান বলেছেন: বিয়েটা এখনো হয়নি তবে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের কন্যা আয়েশার সাথে তার বিয়ে পাকা-পাকি হয়ে আছে। আমেরিকার বউয়ের সাথে ছাড়া-ছাড়ির কাগজ কোর্ট থেকে বের হবার পরে বিয়ে হবে।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
বিডি আমিনুর বলেছেন: আয়েশার কয় নম্বর তা জানা যায় নিB:-) B:-)B:-) B:-)
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
akash3269 বলেছেন: নবদম্পতির জন্য রইল শুভ কামনা। ভুয়া পোস্ট হইলে
।আর শরিয়তে তো চারটা পর্যন্ত বৈধ।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
একজন ঘূণপোকা বলেছেন: লিংক দেন
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
তিক্তভাষী বলেছেন: চুপে চাপে আর থাকলো কই? পোস্ট-পাঠক সবাইতো জেনে গেলো!
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
মুহাই বলেছেন: বিয়ে করা ভালো ।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: তার মানে আয়শা জাতীর বৌ হইয়া গেল
চলেন ভাই একসাথে যাই জাতীর বৌর কাছে
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
এমদাদুল কদির বলেছেন: মুহাই বলেছেন: বিয়ে করা ভালো ।
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ইলুসন বলেছেন: এটা জয়ের তৃতীয় বিয়ে হলেও আয়েশার
কয় নম্বর তা জানা যায় নি।
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
নীড় ~ বলেছেন: শরিয়তে তো চারটা পর্যন্ত বৈধ।
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ডা আলী বলেছেন: আয়েশা অনেক বিয়ে না করলে ও অনেক হাত ঘুরে এসেছে । আমার ক্লাসমেট + Neighbour
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ডা আলী বলেছেন: আয়েশা অনেক বিয়ে না করলে ও অনেক হাত ঘুরে এসেছে । আমার ক্লাসমেট + Neighbour
ডা আলী আপনার দুঃখ বুঝবার পারচ্ছি লো রে লো
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ডা আলী বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক - নারে ভাই ছোট মেয় আজীজা আরো ভালো
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
wrongbaaz বলেছেন: সোনালীগের জন্য খুবই সুসংবাদ, হাড্ডি আর হাড্ডি, ওয়েট কর সোনারা, তোমরা যে ক্ষুধার্ত তা জেনে জাতির নাতি তোমাদের খাবারের ব্যবস্থা করেছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
চাণক্য হিম বলেছেন: কই পাইলেন?