নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত রায়হান

অসমাপ্ত রায়হান

I Love Technology

অসমাপ্ত রায়হান › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় Freelancer রাসেল আহমেদ কেন আজ হামলার শিকার ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

এই দেশে ভালো কিছু করার সুযোগ নাই। করতে গেলেও প্রতিনিয়ত বাধা আসে। জনপ্রিয় Freelancer রাসেল আহমেদ গত কাল বিকেলে তাঁর নিজ এলাকায় হামলার শিকার হন।

হামলাকারী কুলাঙ্গারের দল, তোরা নিজেরা তো কিছু করতে পারবিনা তাই বলে অন্য কাওকেও করতে দিবিনা ?



Facebook থেকে রাসেল আহমেদ ::



Rasel Ahmed

গত কাল বিকেল আনুমানিক ৬ টার দিকে, মাগরিবের নামাজের আজানের সময় এলাকার কিছু বখাটে যু্বক আমার বাড়ির সামনে রাস্তার মাঝখানে আমার পথ রোধ করে। আমি কারন জানতে চাইলে তারা আমার উপর অতর্কিত হামলা করে। আমার মাধায় আঘাত করে ইট দিয়ে, আমার পিঠে, মুখে লাঠিসোটা দিয়ে আক্রমণ করে।



আমি কোনমতে আহত হয়ে আমাদের আবসিক বিল্ডিং এর সামনে এসে চিৎকার করি। তারা আমার ডাক শুনে আমাকে ওদের হাত থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা অমাার মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং সেটিকে নষ্ট করে দেয়।



আমার মাথা ও কান দিয়ে অনবরত রক্ত বের হওয়ার কারনে আমি হসপিটালে যেকে চাইছিলাম, কিন্তু নিরাপত্তার অভাবে যেতে দেরি হয়ে গেছিল। তারপর লোকজন সাথে করে নিয়ে হসপিটালে গেলাম। সেখানে আমার মাথায় ও কানে ১৪ টা সেলাই দেওয়া হল, ৭-৮ টি ইনজেকশন ও অন্যান্য থেরাপি দিল।



এই অতর্কিত হামলায় আমি হতভম্ব ও আতঙ্কিত। আমি এরকম কখনও স্বপ্নেও ভাবিনি। তাদের সাথে আমার কোন প্রকারের ব্যক্তিগত শত্রুতা নেই। আমি এলাকার ছেলেদের সাথে কখনোই ঝামেলাই জড়াইনি।



এই হামলার ব্যাপারে আমি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোন গুরুত্ব পাচ্ছি না। আমাকে যারা হামলা করেছে, তারা দিব্বি ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন নাকি নির্বাচন নিয়ে ব্যস্ত আছে।



এই ব্যাপারে আইনানুগ ভাবে তাদের শাস্তি না হলে আমার উপর আরও হামলা হবে, আমার পরিবারের নিরাপত্তা নিয়েও আমি চিন্তিত। আমাকে কেউ একটু পরামর্শ দেবেন, আমার কোন বন্ধু প্রশাসনের মধ্যে থাকলে আমাকে হেল্প করবেন?



পরিশেষে, ও আমার দেশ মাতা, মাগো, তোমাকে আমি খুব ভালোবাসি তোমার জন্যই আমি সবসময় কাজ করি।তোমাকে আমার নিজের মায়ের চাইতেও বেশী ভালোবাসি। তোমারই কিছু সন্তানদের হাতে মার খেলাম। আমি তোমার সাথেই থাকব কারণ, কিছু যুবকের স্বপ্ন আমাকেই বাস্তবায়ন করতে হবে। তাদের যে আমি ছাড়া কেউ নেই। আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আবার আবার কার্যক্রম শুরু করতে পারি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

পথহারা নাবিক বলেছেন: নির্ঘাত কোনো মাইয়ারে ডিস্ট্রাব করছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.