| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আউটসাইডার
আমি একজন খুব সাধারণ মানুষ।কেরাণীগিরী করি। ভালবাসি সরল সোজা সবকিছু।ইসলাম ধমে'র মূল্যবোধ আর ৭১ এর মুক্তিযুদ্ধর চেতনা আমার বেড়ে ওঠায় বিশাল ভূমিকা রেখেছে। বিশ্বাস করি যে বিনয় থাকা খুব জরুরী সব মানুষের। আর কমী' মানুষ এর হাত কে সম্মান করি।
একটা সময় ছিল যখন ঢাকার যেখানে কনসাট' হত সেখানেই পৌঁছে যেতাম বন্ধু দের নিয়ে। ব্যান্ড এর গানের ভক্ত আমি অনেকদিন থেকে;বলতে গেলে সেই ছোট বেলা থেকেই। সোলস এর গান যখন আব্বু কিনেছিলেন তখন আমি আসলেই অনেক অনেক ছোট কিন্তু মন শুধু মন ছুঁয়েছে গানটি অনেক শুনেছি আমি তখনও এখনও শুনি আরো শুনবো।এরপর নিজের টাকা দিয়ে মনে হয় প্রথম কিনেছিলাম ফিডব্যাক এর গান, এরপর এল অবসকিওর, ডিফরেন্ট টাচ আরো অনেক ব্যান্ড। মাইলস যদিও অনেক আগে থেকে গান গাইত কিন্তু মাইলসের গান শুনি সম্ভবত ৯১ এ প্রথম, এরপর তো মাইলস এর এমনই ভক্ত হই যে কোন গান তাঁদের আমি মিস করিনি। এল আর বি, জেমস এর ফিলিংস এবং আরো অনেক ব্যান্ড এর গান শুনতে শুনতে আর গাইতে গাইতে বেড়ে ওঠা।
এখন আর তেমন কনসাট' দেখিনা। নতুন ব্যান্ড এর গান ও যে খুব শুনি তা না। এর মধ্যেও ব্লাক, আট'সেল, ওয়াটসন ব্রা দাস', মেটাল মেজ, ক্রিপটিক ফেইট এরকম আরো বেশ কিছু ব্যান্ড এর গান শুনি মাঝে মাঝে ভালোও লাগে। তবে কিছুদিন থেকে ভাবছিলাম যে ব্যান্ড সংগীত এ আমাদের দেশের আগের মত ভাল অবস্হা আর নেই।
কিন্তু গতকালকে রাতে ডিজুস রকস্টার সাচ' এর ফাইনাল রাউন্ডের একটি অনুষ্ঠান দেখলাম।তিনটি ব্যান্ড গাইলো ছয়টি গান, ব্যান্ড গুলির নাম সম্ভবত দৌড়, পাওয়ার সাজ' এবং রেডিও একটিভ। এদের গান শুনে আমি তো অবাক। পাওয়ার সাজ' আর রেডিও একটিভ তো অসাধারণ। দৌড় ও ভাল। এরা সবাই দেখলাম খুবই ছোট বয়সে অথচ বাজায় খুব ভালো। বলতে দি্বধা নেই অনেক বড় বড় তারকা ও এত অল্প বয়সে এত ভালো বাজাতেন কিনা আমার সন্দেহ আছে।
রেডিও একটিভ এর একটি গান আমার খুবই ভাল লেগেছে। গানটির টাইটেল সম্ভবত "যদি কখনো"।এত সুন্দর কম্পোজিশান সতি্য আমি অনেক দিন শুনিনি।ছেলেটা গাইল এত সুন্দ্র এই রক ব্যালাড টাইপের গানটি। অনুষ্টানের জাজ মাইলসের হামিন বললেন ও যে যদি কাউকে আমার প্রেমের গান শোনাতে হয় তাহলে এই গানটা শোনাবো। ভোকাল ছেলেটা গানটা শেষ করল বাঁশি বাঁজিয়ে। দারুণ লাগল।
প্রোগরাম টা দেখে মনে হল আমাদের দেশের ব্যান্ড সংগীত এগোছ্ছে। আর এই নতুনরা আরো অনেকদূর যাবে। এই উপমহাদেশ এ আমাদের ব্যান্ড সংগীত সবসময়ই সেরা, তবে আমি জানি এরা বিশ্বমানের গান বানাবে শীঘ্রই। শুভকামনা রইলো সকল নতুন ব্যান্ডের জন্য।
২|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১০
আমি হনুমান বলেছেন: অসহ্য ডিজুস এর নাম শুনলে মুতা আসে...
৩|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১৫
অচেনা বাঙালি বলেছেন: বুড়া হনুমান
৪|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১৮
আজাইরা বলেছেন: এগিয়ে যাক ওরা ..........দুর...বহুদুর
৫|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২২
উদাসী স্বপ্ন বলেছেন: পাওয়ার সার্জ শুইনা তো মনে slipknot, mimic of sound অথবা cannible corps শুনতাছি। আর জেমসে সুলাতানা বিবিয়ানা তো পুরা Korn স্টাইল। প্রথম যখন আর্টসেল এ্যলবামটা শুনি আমার মনে পড়ে Linkin park, Jars of clay, kutless, skillet অনেক দিন শুনিনি। ব্লাক মোটা মুটি রেভ্যুলিউশন ঘটিয়ে দেয়। আসলেই এগুচ্ছে এরা কিন্তু মজার ব্যাপার বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি এদের ইউটিলাইজ করার যোগ্যতা রাখে কি না!
৬|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২৭
কৌশিক আহমেদ বলেছেন: আমি টিউনিং করতে গিয়ে মাঝেমাঝে শুনি, তবে গান মনযোগের বিষয় ছিল না বলে, শোনা হয়নি তেমন। তবে বেশীরভাগ ব্যান্ডকে ট্যালেন্টেড মনে হয়েছে। যেমন গান লিখছে, সুর করছে, বাজাচ্ছে, গাইছে এবং সবচেয়ে বড় কথা প্রতিযোগীতা করছে। আমার মনে হয় এই আয়োজনটা ইন্ডিয়ার যে কয়টা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ আর বাংলাদেশের অন্যগুলোর কথা বাদই দিলাম। ডি রকস্টার রিয়েলি রকস!
৭|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৩১
মন ভাল না বলেছেন: কালকে রেডিও একটিভের গানটা সত্যিই অসাধারণ লেগেছে..পাওয়ার সার্জের গিটারিস্টটা ডেনজারাস...
এত ভাল গিটার আর কমপোজিশন !!!এটা আসলেই বিশ্বমানের হয়েছে...গুডলাক...রকস্টারস...
৮|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৪
আমি হনুমান বলেছেন: যা কইছি ...
মুততে গেলাম...
৯|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৭
অচেনা বাঙালি বলেছেন: আমিও....
১০|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৪২
দুরন্ত পিথক বলেছেন: আমার প্রিয় ব্যান্ড মানে রকস্টারে যেটাকে পছন্দ করতাম সেটা বিদায় নিয়েছে। linkin park
এর i tried so hard.....গানটারrapঅসাধারন করেছিল। তবে এখন যারা আছে তারাও ভালো।
১১|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৪৬
অচেনা বাঙালি বলেছেন: আচ্ছা, বাংলাদেশের ব্যান্ড দলের বাংলা নাম দেয়া কি হারাম?
১২|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৫০
কৌশিক আহমেদ বলেছেন: মুতার সময় তোমরা আবার রেডিও একটিভ কইরো না!
১৩|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৫৭
আউটসাইডার বলেছেন: রেডিও একটিভ এর গানটা ডাউনলোড করলাম এইমাএ।শুনতেছি। আপনারাও করতে পারেন যে কোন গান ডাউনলোড ফ্রী ডিজুস ডট কম ডট বিডি/রকসটার থেকে।
১৪|
২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:০১
আউটসাইডার বলেছেন: আসলেই এরকম কোয়ালিফাইড ব্যান্ডস দের কিভাবে ইউটিলাইজ করবে আমাদের ইন্ডাস্ট্রি।
১৫|
২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৭
নাসির সরকার বলেছেন: radioactive এ আমার একটা friend Guiter বাজায়। পারলে SMS কৈরেন।
১৬|
২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: @আউটি, ধইনাপাতা, হালার আমাগো জিনিস আমিই জানি না, ধিক কারে?
১৭|
২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩৩
কৌশিক আহমেদ বলেছেন: নাসির সরকার, আপনার ফ্রেন্ডটাকে ব্লগে একদিন মুখ দেখাতে বইলেন, তার ভোট প্রাপ্তি কয়েকগুণ বেড়ে যাবে গ্যারান্টি দিলাম।
১৮|
২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩৬
আউটসাইডার বলেছেন: @ অচেনা বাংগালী: বাংলা নামের অনেক ব্যান্ড আছে।
১৯|
২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:১৭
অলস বলেছেন: পুরনো আণ্ডারগ্রাউণ্ড ব্যাণ্ডগুলোর কাছেও অশেয কৃতজ্ঞতা জানাই। ৫ দিলাম বস্
২০|
২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:২০
আউটসাইডার বলেছেন: ধন্যবাদ অলস
২১|
২৯ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৩৩
বিজলীর খড়ি বলেছেন: শুনুন ভাইজানেরা, সবার ওপরে আর্টসেল বস তাহার উপরে নাই।
পাওয়ার সার্জ, রেডিও একটিভ যাই করুক আর্টসেল , আর্টসেলই। 'এই বিদায়ে', অনিকেত প্রান্তর গানগুলো অনবদ্য্।
২২|
৩০ শে আগস্ট, ২০০৭ রাত ১২:১১
উদাসী স্বপ্ন বলেছেন: @বি.খ. সারা জীবনে একটা ডায়লগ ছাড়লা বান্ধায়া রাখার মতো! আসলেই আর্টসেল আর্টসেলই, তয় নতুনের কেতন যখন ওড়ে তখন চারিদিকে তারই গুনগান হয়।
২৩|
৩০ শে আগস্ট, ২০০৭ রাত ১২:২০
সোনার বাংলা বলেছেন: ভালো ,খারাপ না!
২৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০২
কাঙাল মামা বলেছেন: এরা আসলেই ভালো গায়, কিনতু কয়জন এদের ইউটিলাইজ করে? সামান্য বাহবা দিয়ে কিছু কি হবে? স্পন্সরের অভাবে এরা হারিয়ে যায়।
আপনার মতামতের সাথে পুরাপুরি একমোত।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১০
নাট_বল্টু বলেছেন: জি ভাই আমিও আপনার সাথে একমত