নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**আমি একজন দেশ প্রেমিক**আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে।

কৃষ্ণচূড়া লাল রঙ

**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।

কৃষ্ণচূড়া লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

নারী ভালোবাসা অদ্ভুত সুন্দর

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৪২

"নারীর ভালোবাসা অসম্ভব সুন্দর যদি না আপনি তার অভিমান ভরা মনের ভাষা বুঝতে পারেন, তার ভিতরের আমি টা ভালোভাবে চিনতে পারবেন তখনই সত্যি বলতে পারবেন আসলেই নারীর ভালোবাসা অসম্ভব সুন্দর। নারী চায় আপনি বুঝতে পারেন তাকে আপনার বিশাল মন নিয়ে তার মত করে, নারী সত্যি ভালোবাসা কাঙ্গাল সে যত্ন পেলে আপনাকে তার বিশাল মনের আকাশে নিয়ে ঘুরে বেড়াবে। এই অভিমান, এই ভুল বুঝা বুঝি, এই ভালোবাসা জন্য আজ অনেক সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:২২

নাহল তরকারি বলেছেন: রোমান্টিক ব্লগ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কথা....

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই জিনিসটাই অনেক পুরুষ বুঝে না । বিয়ে করলেই ভাবে, বউ তো বউ ই ঘরে থাকবে রাঁধবে বাড়বে চাকুরী করবে সংসর করবে বাচ্চা পালবে। তার আবার মন আছে নাকি

০৬ ই মে, ২০২৪ ভোর ৫:১২

কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: প্রথমে দুঃখিত আপনার লেখাটি মন্তব্য করতে পারেনি সময়ের জন্য ,
আমাদের সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে চলে গেছে পুরুষ নারীকে পণ্যের মত ব্যাবহার করতে জানে, এইসব জন্য আজ পরোকিয়া বেড়ে গেছে, তাই ঘরে স্ত্রীকে অবশ্যই মূল্যায়ন করা উচিত না হয় বিন্যাস হয়ে যাবে।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: স্ত্রীকে বোঝার চেষ্টা করেও বহুবার ব্যর্থ হই। মাঝে মাঝে মন খারাপ বা বিষণ্ণ থাকলে জানতে চাই, কী হয়েছে? তখন কোনো উত্তর পাই না। বলে, কিছু না

আবার যখন খেয়াল করি না, তার মনে কিছু চলছে, তখন আবার শুনতে হয়, একবার বুঝালাও না আমার মন খারাপ? কি নিয়ে মন খারাপ জিজ্ঞেসও করলা না?

হাহা, মুসিবতের বিষয়।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: নারীরা হচ্ছেন ধরনী তাদের মধ্যেই আমাদের বসবাস।

০৬ ই মে, ২০২৪ ভোর ৫:০৪

কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ দাদা ,আপনার সুন্দর মন্তব্য জন্য ব্যস্ততা জন্য রিপ্লাই দিতে পারি নাই , দুঃখিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.