![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
সময়ের পথে চলতে চলতে,
অজস্র বাঁধনের ভেতর দিয়ে চলছে জীবন—
যাচ্ছে আর যাচ্ছে, থামছে না কোথাও।
ছোটবেলায় মনের সুখে ঘুরে ফিরতাম,
তখন ভাবতাম—জীবনে নেই কোনো বাধা।
শৈশব, কৈশোর যখন হারিয়ে গেলো,
তখনই বুঝলাম—বাস্তবতা নামের ঘড়ি
শুধু চাহিদার কাঁটা ঘুরায়,
স্বপ্নের জন্য সময় রাখে না।
আজ একটা ভেবে শেষ করি,
তারপর আসে আরেকটা ভাবনা—
এভাবেই দিন যায়, জীবন যায়,
থামে না কোথাও।
ভালোবেসে যাই, আকড়ে ধরি,
শেষে দেখি শুধু হতাশা আর অভিযোগের ছায়া।
তবুও এই পথেই বেঁচে থাকা,
কারণ এই চলাই তো জীবনের নাম।
©somewhere in net ltd.