![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনা আর বাস্তব যে এক না ঠিক এখনো বুঝে উঠিনি।
বেশ কয়েক দিন যাবৎ প্রথম আলোর পুরানো সংখা দেখা যাচ্ছে না।পুরানো সংখার যায়গায় এই নোটিশটি দেখাচ্ছে "বিশেষ কারণে আর্কাইভ সুবিধা আপাতত বন্ধ রয়েছে,যত দ্রুত সম্ভব আবার চালু করা হবে।"
কিন্তু আপনি খুব সহজেই যেকোনো পুরানো সংখা দেখতে পারেন।এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো http://www.Prothom-alo.com এ গিয়ে web page এর উপরের দিকে "আজকের পত্রিকা" লেখায় ক্লিক করুন।তাহলে এড্রেস বারে এই রকম একটি লিংক আসবে "http://www.prothom-alo.com/section/date/2011-04-22/category/2 "।কাজ প্রায় শেষ।এখন শুধু "date/2011-04-22" এই যায়গায় তারিখ পরিবর্তন করলেই আপনার কাংখিত তারিখ এর সংস্করনটি পেয়ে যাবেন।
পোষ্ট টি কয় জনের কাজে লাগবে জানি না তবে প্রথম পোষ্ট হিসেবে সহযোগিতা আশা করি।
ধন্যবাদ
২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৭
অভয়ারোন্য বলেছেন: আপনাকেউ শুভেচ্ছা।
২| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৫
শুভ্রমেঘ বলেছেন: আমারও কাজে আসপে..... ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৫
অভয়ারোন্য বলেছেন: শুভেচ্ছা।
৩| ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬
কষ্ট - ১ বলেছেন: আমার ভীষণ কাজে আসবে,,,,, আমি গত ২০০৯ এর মার্চ হতে অক্টোবর সংখ্যা খোঁজ করছিলাম।
আপনাকে আন্তরিক ধন্যবাদ
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩০
অভয়ারোন্য বলেছেন: জেনে খুশি হলাম।
৪| ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩১
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
আমারো কাজে আসবে। ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩২
অভয়ারোন্য বলেছেন: শুভেচ্ছা আপনাকেউ।
৫| ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৩
বহুলুল পাগল বলেছেন: ভাই অনেক উপকার কর্লেন । ধইন্যা আপ্নারে
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪২
অভয়ারোন্য বলেছেন: জাইন্যা দিলে ছান্তি পাইলাম।
৬| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২০
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: এই টিপসটার জন্য ধন্যবাদ।
প্রতিষ্ঠা বার্ষিকীর ( ৪ই নভেম্বর) সময় যে ক্রোড়পত্র তারা বের করে, সেগুলোতে অনেক খ্যাতনাম ব্যাক্তিদের তথ্যবহুল অনেক লেখা থাকে। সেই লেখাগুলো এবার নামানো যাবে।
আবারো ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১১:০৬
অভয়ারোন্য বলেছেন: শুভেচ্ছা।
৭| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৩
ডিজিটাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
২৪ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৩৪
অভয়ারোন্য বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা।
৮| ২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩২
ব্যর্থ সৈনিক বলেছেন: ++
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৭
শারমিন আক্তার বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার কাজে আসবে ।