নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।
ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হল সেন্টিনেল দ্বীপ । এই দ্বীপে বাস সেন্টিনেল জনগোষ্ঠীর । মূলত গ্রেট আন্দামানের উত্তরে এই দ্বীপটি অবস্থিত । এরা বাইরের জনগোষ্ঠীর উপর আক্রমনাত্মক নীতি নিয়েই চলে । প্রাচীন বর্বরদের মত আজও এরা শিকার নির্ভর জাতি ।
দ্বীপের পশু শিকার, মাছধরা বন্যলতাপাতা সংগ্রহই এদের জীবিকা । ভাবতে আশ্চর্য লাগে যে এদের সমাজে এখনো কৃষিকাজ ও আগুনের ব্যবহার ঢোকেনি । কাজেই একথা বলা যায় যে আধুনিকতার ছোঁয়া এখানে সামান্যতমও প্রবেশ করেনি ।
এদের এই রহস্যময় জীবনের খোঁজে গিয়ে অনেকেই ইতিমধ্যে নিহত হয়েছেন । ১৯৭৫ সালে ন্যাশনাল জিওগ্রাফির এক পরিচালক একটি তথ্যচিত্র করার উদ্দেশ্যে এই দ্বীপে গেলে দলের অপর একজন মারাত্মকভাবে বিষের কবলে পড়লে পিছিয়ে আসেন । দ্বীপবাসির কোনো ভালো ছবি আজ পর্যন্ত তোলা সম্ভব হয়নি । যা উঠেছে সবটা আবছা বা দূর থেকে ঝুঁকি নিয়ে তোলা । মাঝে মাঝে হেলিকপ্টার করে কিছু খাদ্য পানীয় বা প্রয়োজনীয় সরজ্ঞাম ফেলা বা ছড়ানো সম্ভব হলেও তেমন কোনো সাফল্য পাওয়া যায়নি । কাজেই আজ একবিংশ শতকেও এরা বাকি বিশ্বের কাছে রহস্যময় রয়ে গেল ।
সেন্টিনেলদের হত্যা আর বর্বরতা কিছুটা জানলেও বন্য প্রবৃত্তির জুড়ি মেলা ভার । পরিসংখ্যান অনুযায়ী এই দ্বীপে সর্বনিম্ন ৩৯ - ২৫০ জন আর সর্বোচ্চ ৫০০ জনের বাস বলে অনুমান করা হয় । ১৮০০ একর আয়তনের জমিতে ৭৩ বর্গকিমিতে কোনো নির্দিষ্ট জরিপ নেই । ২০০৪ সালের ভয়ঙ্কর সুনামিও এদের টলাতে পারেনি ।
অত্যন্ত স্বাধীনচেতা এই জাতির বাস সেন্টিনেল দ্বীপটি ভারতের কেন্দ্র শাসিত আন্দামানের একটি অংশ পূর্বেই বলেছি । সরকার বেশ কয়েকবার চেষ্টা করেও এদের কাছে পৌছাতে পারেনি । ১৯৬৭ সাল থেকে পোর্টব্লেয়ারে অবস্থিত ভারতীয় কতৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তারা সেন্টিনেলদের সঙ্গে যোগাযোগ করবে । তাই খাবার, বস্ত্র,ঔষধ নিয়ে মৈত্রী স্থাপনের চেষ্টা করেও ব্যর্থ হয় । এমনকি খাবার সর্বরাহকারী কয়েকজনকে বিষে হত্যা করলে , পরে হেলিকপ্টার করে মৃতদেহ আনতে গেলেও তারা তীর ছোঁড়াই ফিরে আসতে বাধ্য হয় ।
১৯৯০ দশকে সরকার সাধারনের মত অভিযান চালাতে গেলে অপর একটি জনগোষ্ঠী জাঁরোয়াদের অনেকে নিহত হয়েছিল । সে ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান ভারত সরকার আর নুতন করে অভিযান চালাতে রাজি নয় । ফলে আগামী কত বছরে আন্দামানের সেন্টিনেল বা জাঁরোয়া উপজাতি আলোর সন্ধান পাবে সেটি এখন বিলিয়ন ডলারের প্রশ্ন ।
তথ্য ও ছবির ক্রডিট - ২৪ ঘন্টা ওয়েভ নিউজ।
১০ ই মে, ২০১৮ বিকাল ৪:০১
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ কবি ভাই। বর্বরতা পরিত্যাজ্য কিন্তু এখনো পর্যন্ত কোন উপায় নেই।
আপনাকে অনেক শুভেচ্ছা।
২| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪
আবু তালেব শেখ বলেছেন: ইন্ডিয়া সরকার এদের নিজের মত থাকতে দিয়েছে। যাতে একটা আদিম জনগোষ্ঠী যেন বিলুপ্ত না হয়ে যায়
১০ ই মে, ২০১৮ বিকাল ৪:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ তালেব ভাই, সরকার এখনো পর্যন্ত কোনো বলপ্রয়োগ করেনি, যেকারনে একথা বলা যায়।
অনেক শুভ কামনা প্রিয় তালেব ভাইকে।
৩| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: তারা কি তিনবেলা খেয়ে সুন্দর ভাবে বেঁচে আছে।
১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ছোট ভাই, পাঠ ও মন্তব্যের জন্য।
হ্যাঁ, ওরা তিনবেলা না চার বেলা খায়, সে সম্পর্কে বিশেষ কিছু আজ পর্যন্ত পাওয়া যায় নি।। তবে প্রত্যেকের চেহারা কিন্তু বলিষ্ঠ।
অনেক শুভ কামনা রইল।
৪| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
বিলিয়ন ডলারের প্রশ্নের অবসান ঘটানো দরকার; কমান্ডো পাঠিয়ে, ৩/৪ জনকে ধরে এনে, ওদের ভাষা শিখে, ওদেরকে আদর যত্ন করে বুঝায়ে স্বাভাবিক জীবন দেখায়ে, ওদের সাহায্য নিয়ে বাকীদের বুঝানো সম্ভব।
১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: জাঁরোয়াদের ক্ষেত্রে নব্বুই দশকে একবার অপারেশন হয়েছিল। ওরা ওদের পুরানো বিষের তীর নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নেমেছিল। সেবার কমকরে ৫০/৬০জন জাঁরোয়া নিহত হয়। বাধ্য হয়ে সরকারি বাহিনী বিলুপ্ত প্রায় উপজাতির কথা ভেবে পিঁছিয়ে আসে। সেই অভিজ্ঞতায় আর নুতন করে সেন্টিনেলদের ক্ষেত্রে প্রয়োগ করতে চায় না । যেকারনে আজ ওরা একপ্রকার স্বাধীন।
অনেক শ্রদ্ধা আপনাকে। ভাল থাকুন। সুস্থ থাকুন।
৫| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭
কাওসার চৌধুরী বলেছেন: আন্দামান দ্বীপপুঞ্জের জাঁরোয়া উপজাতি সম্বন্ধে জানতাম। এরা এখন পর্যন্ত আন টাচড। ভারত সরকার অনেকবার চেষ্টা করেও তাদের কাছে ভিড়তে পারেনি। এরা খুব আক্রমণাত্মক। পৃথিবীর সবচেয়ে বেঁটে ও খর্বকার উপজাতি হিসাবে মনে করা হয় এদের। এই দ্বীপে ভারতীয়দের পাশাপাশি বিদেশী পর্যটকদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি আন্দামান দ্বীপে বসবাসরত ভারতীয় অফিসিয়ালরাও। আন্দামানে বসবাসরতদের বেশির ভাগ মানুষ পশ্চিমবঙ্গের। এজন্য বাংলা ওখানকার মানুষের প্রধান ভাষা।
খুব সুন্দর একটি পোস্ট করেছেন প্রিয় পদাতিক চৌধুরী ভাই। অনেক শুভকামনা ও ভাললাগা আপনার জন্য।
১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি ভাল আছেন প্রিয় কাওসার ভাই। বৃহত্তর আন্দামানের জাঁরোয়া যারা সংখ্যায় অধিক এবং সেন্টিনেলরা আজও সভ্য সমাজের সম্পূর্ণ বাইরে। জাঁরোয়াদের ক্ষেত্রে একবার সরকার শিক্ষা নিয়েছে। প্রাচীন বিলুপ্তপ্রায় জাতি হওয়ায় সরকার বল প্রয়োগ করতে চাই না। যদিও জাঁরোয়াদের অনেক রক্ত ঝরেছে। এমতাবস্থায় ওদেরকে ওদের মত করে থাকতে দেওয়াই নীতি।
অনেক শুভ কামনা আপনাকে।
৬| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৩
দিলের্ আড্ডা বলেছেন: পাঁচশো মানুষকে ১৫০ কোটি মানুষের দেশ ভারত নিরন্ত্রনে আনতে পারতে পারতেছে না....।
তাদেরকে একটা একটা করে ধরে খাচায় বন্দি করে সভ্য করা হোক। লেংটা পেংটা আর ভাল লাগে না।
১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: জাঁরোয়া এবং সেন্টিনেল হল বিলুপ্তপ্রায় দুটি উপজাতি। সরকারের বলপ্রয়োগে অনেক সমস্যা আছে। যে কারনে আজ অনেকটা হাতপা গুটিয়ে বসে আছে।
শুভেচ্ছা নিয়েন।
৭| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন কিছু জানা হল।
১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। আপনার আগমনে আমি খুশি।
অনেক শুভেচ্ছা প্রিয় মাইদুল ভাইকে।
৮| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০০
কাওসার চৌধুরী বলেছেন: ওদেরকে ওদের মতো থাকতে দেওয়া উচিৎ। ভারত সরকারের এ উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য।
১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ভাই সরকার আর ওদের ঘাটাতে চাইছে না। যে কারনে বর্তমানে এই সিদ্ধান্ত।
শুভ কামনা প্রিয় কাওসার ভাইকে।
৯| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ছোট ভাই, পাঠ ও মন্তব্যের জন্য।
হ্যাঁ, ওরা তিনবেলা না চার বেলা খায়, সে সম্পর্কে বিশেষ কিছু আজ পর্যন্ত পাওয়া যায় নি।। তবে প্রত্যেকের চেহারা কিন্তু বলিষ্ঠ।
অনেক শুভ কামনা রইল।
আরেকটা ব্যাপার জানতে চাই- তারা সংখ্যায় কত জন?
১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: আবারও ধন্যবাদ জানাই প্রিয় ভাইকে। এখনো পর্যন্ত পাওয়া হিসাবে/অনুমানে সংখ্যাটা সর্বাধিক ৫০০ জন হতে পারে।
অনেক অনেক শুভ কামনা রইল প্রিয় ভাইকে।
১০| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: জানতাম তবে আরেকটু জানলাম, ধন্যবাদ দাদা।
১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক ধন্যবাদ প্রান্তর তোমাকে। আর তোমাকে জানাতে পেরে আমিও খুশি। তোমার কলেজে অ্যাডমিশনের খবর কী?
অনেক অনেক শুভ কামনা আমার ছোট্ট ভাইটিকে।
১১| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৬
সনেট কবি বলেছেন: পোষ্টে ভাললাগা রইলো।
১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই কবি,আপনার আগমনে। আপনি তো বহু সনেট লেখেন, অনুরোধ করবো এদের নিয়ে এমন একটি সনেট রচনার।
অনেক অনেক শ্রদ্ধা আমার প্রিয় কবি ভাইকে।
১০ ই মে, ২০১৮ রাত ৮:০০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাইকে কৃতজ্ঞতা জানাই পোষ্টটিতে লাইক দেওয়ার জন্য।
অনেক অনেক ভাল লাগা আপনাকে।
১২| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সভ্যতা ছুটেছে মঙ্গলে
আর পৃথিবীরই কিছূ মানুষ আজো ন্যাংটো! বিস্ময়কর নয়?
পিকে ছবির মতো নাঙ্গা পোঙ্গা হয়ে যদি কেউ অভিযানের দু:সাহস করে হয়তো তাদের কাছে পৌছানো যেতে পারে
থাকুক তারা আদিম পৃথিবীর নিদর্শন হয়ে।
১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: কবি ভাই আপনার সঙ্গে সহমত। তবে আমাদের শতাব্দীর লজ্জা আরকি । আপনার তাৎপর্য়পূর্ণ কমেন্ট অন্তরে ছুরিকাঘাত করে গেল।
অনন্ত শ্রদ্ধা প্রিয় বিদ্রোহী কবি ভাইকে।
১০ ই মে, ২০১৮ রাত ৮:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বিদ্রোহী কবি ভাই কৃতজ্ঞতা জানাই পোষ্টটিতে লাইক দেওয়ার জন্য।
অনেক অনেক ভাল লাগা আপনাকে।
১৩| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২
ভুয়া মফিজ বলেছেন: ওদেরকে ওদের মতো করেই থাকতে দেয়া উচিত, জোর করে সভ্য বানানোর দরকার কি?
১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই মফিজ ভাই আপনার আগমনে। সরকার সে জন্যই বিলুপ্তপ্রায় জাতিগুলিকে আর অনিষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছে।
অনেক শুভেচ্ছা আপনাকে। ভাল থাকা নিরন্তর ।
১৪| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
খালেদা শাম্মী বলেছেন: অদ্ভুত নতুন কিছু জানলাম। এজন্য আপনাকে ধন্যবাদ।
১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে নুতন কিছু জানাতে পেরে আপু আমি আনন্দিত, আর আপনার আগমনে ধন্য।
অনেক অনেক শুভ কামনা আপনাকে।
১৫| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ক'দিন পর থেকে ভর্তি শুরু হবে।
১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ, কলেজে গিয়ে শুরু থেকেই পড়াশোনায় মন দেবে -এমন আশাকরি। বরং এই কদিন একটু ব্লগে লেখা বা কমেন্ট দিয়ে ইচ্ছা পূরণ কর।পরে ব্লগে দেখলে বকা দেবো, মনে রেখো।
১৬| ১০ ই মে, ২০১৮ রাত ৮:১৬
টারজান০০০০৭ বলেছেন: আহ ! ভারত সরকার যদি কাশ্মীরিদের কাশ্মীরিদের মতোই থাকতে দিতো !!!!!!! মাত্র ৬০ জন জারোয়া মারা যাওয়াতেই ভারত সরকার ক্ষান্ত দিয়াছে , আর কাশ্মীরে ৬০ হাজরেরও অধিকেও ক্ষান্ত হবার খবর নাই !!!!! হা মুসলমান !!!!!
১০ ই মে, ২০১৮ রাত ৮:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় টারজান ভাই পোষ্ট পাঠ ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা আপনাকে।
১৭| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৩৭
সনেট কবি বলেছেন:
বলেছেন যখন তখন একটা সনেট লিখেই ফেল্লাম। তবে পোষ্টে পরে দিব ভাবছি-
ভারতের আন্দামান সেন্টিনেল দ্বীপ
আদিম জনগোষ্ঠির স্বাধীন জীবন
ওরা ধরে না কারোর দাম্ভিক চরন
ওদের জীবন চলে নিজেদের মত।
সভ্যতার মাঝে জ্বলা শান্তির প্রদীপ
ওদের শান্তির জন্য থাকা প্রয়োজন
ওদের ক্ষতির থাক বন্ধ আয়োজন
সেথায় বিরাজে যেন শান্তি চিরায়ত।
ভারতের এককোনে থাকনা আদিম
নির্ভয়ে জীবনটারে নিরাপদে গড়ে
সভ্য ও আদিম হোক বন্ধুত্ব প্রতীম
আদিম না উড়ে যাক সভ্যতার ঝড়ে।
দূর হতে তারা তাক বিবেক ছায়ায়
জীবন তাদের মত প্রকৃতি মায়ায়।
১০ ই মে, ২০১৮ রাত ৮:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ! অসাধারণ! প্রিয় কবি ভাই আপনার কৃত্তি হৃদয়ে দোলা দিয়ে গেল। ভীষণ খুশি ভাই। আপনি এখনই একটি পোষ্ট দিলেন, একটু পরে এটাও দিয়ে দিননা, প্লিজ।
অনেক অনেক ভাল লাগা প্রিয় কবি ভাইকে।
১৮| ১০ ই মে, ২০১৮ রাত ৯:২৪
সনেট কবি বলেছেন: অবশেষে কবিতাটি পোষ্ট দিয়ে দিলাম।
১০ ই মে, ২০১৮ রাত ৯:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে কৃতজ্ঞতাও জানাই। ওখানে কমেন্ট দিয়েছি।
আপনাকে অনেক অনেক ভাল লাগা।
১৯| ১০ ই মে, ২০১৮ রাত ১০:০৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার তথ্য সমৃদ্ধ পোষ্ট!!!
ধন্যবাদ।
১০ ই মে, ২০১৮ রাত ১০:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ আপু আপনার আগমনে মুগ্ধ হলাম। এটা নিয়ে আবার প্রিয় সনেট কবি ভাই একটি সনেটও লিখে ফেলেছেন।
অনেক শ্রদ্ধা আপনাকে। ভাল থাকা নিরন্তর ।
২০| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: আন্দামান দীপপুঞ্জ নিয়ে সুন্দর তথ্যবহুল পোষ্ট দিয়েছেন। পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
১০ ই মে, ২০১৮ রাত ১১:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রামাণিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ পোষ্টটি পাঠ ও কমেন্ট করার জন্য।
অনেক অনেক ভাল লাগা আপনাকে।
২১| ১১ ই মে, ২০১৮ রাত ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার এই পোষ্ট আমি আগেই দেখেছিলাম কিন্তু পড়া হয়নি ,মোবাইল থেকে পড়ে আরাম পাই না বলে।এরপর অনলাইনে এসে দেখলাম সনেট কবি'র পোষ্ট তো আর কি !!! সেটাই আগে পড়ে মন্তব্য করে আপনার লেখায় এলাম।উনি বরাবরই ভালো লিখেন !!! চমৎকার আপনাদের মিথস্ক্রিয়া !!!
১১ ই মে, ২০১৮ সকাল ৭:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপু শুভ সকাল আপনাক। দুটি পোষ্টই ভালো লাগায় পুলকিত হলাম। আর আমাদের মিথস্ক্রিয়ার যে প্রসঙ্গ আনলেন তা অন্তর ছুঁয়ে গেল। ঠিকই দেশ কাল সমাজের উর্ধে আমরা একে অপরে হৃদয়ের বড় কাছের। আর এই বন্ধনই হোক আমাদের একমাত্র পরিচয়।
অনেক ভাল লাগা প্রিয় আপু আপনাকে।
২২| ১১ ই মে, ২০১৮ রাত ১:৫২
সোহানী বলেছেন: টারজান০০০০৭ বলেছেন: আহ ! ভারত সরকার যদি কাশ্মীরিদের কাশ্মীরিদের মতোই থাকতে দিতো !!!!!!! মাত্র ৬০ জন জারোয়া মারা যাওয়াতেই ভারত সরকার ক্ষান্ত দিয়াছে , আর কাশ্মীরে ৬০ হাজরেরও অধিকেও ক্ষান্ত হবার খবর নাই !!!!! হা মুসলমান !!!!!
হাঁ কিছুটা জানতাম তবে আপনার লিখা পড়ে আরো জানলাম। পোস্টে ভালোলাগা।
১১ ই মে, ২০১৮ সকাল ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল আপু। পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই । আর টারজান ভায়ের মন্তব্যটি হৃদয়ে ছুৃঁরিকাঘাত করার সামিল। বহু পোষ্টে ওনার তীক্ষ্ণ মন্তব্য পাঠক হিসাবে আমাকেও মুগ্ধ করে। তবে আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে ।
অনেক অনেক শুভ কামনা আপু আপনাকে।
১১ ই মে, ২০১৮ সকাল ৮:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: পোষ্টটিকে লাইক দেওয়াই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনেক ভাল লাগা প্রিয় আপুকে।
২৩| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:৪৭
অর্ধ চন্দ্র বলেছেন: ওদের সভ্যতার ছোঁয়া জরুরী
১১ ই মে, ২০১৮ দুপুর ১২:১০
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক ধন্যবাদ চন্দ্র ভাই আপনাকে। আমি সম্পূর্ণ সহমত আপনার সঙ্গে। কিন্তু কী আর করা যাবে , ওরা যে কোনো ভাবে আবেদনে সারা দিচ্ছে না। বাধ্য হয়ে অনেকটা নিশ্চুপ থাকা।
অনেক অনেক ভাল লাগা চন্দ্র ভাইকে।
২৪| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:২৩
শাহারিয়ার ইমন বলেছেন: কে জানে কবে হবে?
১১ ই মে, ২০১৮ বিকাল ৪:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ইমন ভাই পাঠ ও মন্তব্যের জন্য। তবে এটাই হাজার বিলিয়নের প্রশ্ন । জানিনা সভ্যতার আলো প্রবেশ করতে ওখানে কত বছর লাগবে।
অনেক অনেক ভাল লাগা আপনাকে।
২৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭
স্রাঞ্জি সে বলেছেন:
আমি যতটুকু মনে করি ওরা ওখানে স্বাধীন। ওদের ঘাটাঘাটি না করাই ভাল......
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০
পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে। সরকারও সেই পদক্ষেপ নিয়েছে।
শুভকামনা জানবেন ।
২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
খায়রুল আহসান বলেছেন: একটু আগেই একটা অজানা বিষয়ে আপনার পোস্ট পড়ে অনেক কিছু জেনে আসলাম। সেটা হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচয়িতা আমাদের কবিগুরু রবি ঠাকুর, তবে সেটা আনন্দ নামে এক শ্রীলঙ্কান অনুবাদ করে নিজের নামে চালিয়ে দিতে গিয়ে ধরা পড়ে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন।
আর এখন জানলাম ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের দুর্ধর্ষ জাঁরোয়া উপজাতি সম্বন্ধে। এটা অবিশ্বাস্য এক ভয়ঙ্কর ব্যাপার। পোস্ট পড়ে শিহরিত হ'লাম।
পোস্টে প্লাস + +
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২
পদাতিক চৌধুরি বলেছেন: Respected sir,
হ্যাঁ , ইতিমধ্যে আপনার ওই পোষ্টের কমেন্টের প্রতিমন্তব্য দিয়ে এসেছি । আপনার আবার আগমনে আনন্দ পেলাম। আনন্দ যে কৌশলটা নিয়েছিলেন সেটি ওনার মতো গুণী একজন ব্যক্তির কাছ থেকে এরকম আশা করাটা যায় না। অথচ শান্তিনিকেতনে উনি ছিলেন কবিগুরুর স্নেহধন্য। তবে ওনার চলে যাওয়াটাও বড় বেদনার ; দুর্ভাগ্যজনক বটে।
আর আন্দামানের জারোয়া বা সেন্টিনেল সম্পর্কে আমি ইতিপূর্বে আপনাকে প্রতিমন্তব্য করেছি। আপনার লাইক ও প্লাসে অনুপ্রেরনা পেলাম। কৃতজ্ঞতা জানাই sir আপনাকে।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: ৪ নং মন্তব্যে ব্লগার চাঁদগাজী কমান্ডো বাহিনী পাঠিয়ে ওদের ৩/৪ জনকে ধরে এনে সভ্য বানানোর প্রচেষ্টার যে প্রস্তাব রেখেছেন, এটাকে আপাতঃ কঠোর মনে হলেও এ মন্তব্যে ওদের প্রতি ওনার মমত্ববোধই প্রকাশ পেয়েছে বলে মনে করি।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার ,
বরাবরই আপনার আগমন মানে আমার কাছে সেটা বিরাট প্রাপ্তি। আপনার সুন্দর উপস্থাপন, বিচক্ষণতা আমাদের মতো অপেক্ষাকৃত নবীনদের কাছে অনুকরণীয় এবং শিক্ষণীয় বটে। যেহেতু আগের কমেন্টেটি পূর্ববর্তী পোষ্টের সে কারনে এই কমেন্টের প্রতিমন্তব্য দিয়েই শুরু করলাম। আন্দামানের জারোয়া বা সেন্টিনেলরা এখনো পর্যন্ত আদিম জনজাতি হিসাবে নিজেদেরকে ধরে রেখেছে । স্বাধীনতার পর সরকার বিভিন্ন সময়ে তাদেরকে আধুনিক সভ্যতার সংস্পর্শে বারংবার চেষ্টা করেছে। তবে প্রত্যেক ক্ষেত্রে সেই প্রচেষ্টা বিফলে গেছে ।
অন্ধপ্রদেশ কর্নাটকের জঙ্গলে কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পন মইলিকে সরকার সেনাবাহিনী প্রয়োগ করে যেভাবে চারদিক থেকে সাঁড়াশি আক্রমণ করে গুলি করে হত্যা করেছিল তা নিয়ে মানবতাবাদীরা কম চিৎকার করেনি। এমনকি মাওবাদী নেতা কিষেণজিকে হত্যা করার পরও ভুয়ো এনকাউন্টারের নাম দেখিয়ে সেনাবাহিনী যে যুক্তি খাড়া করেছিল সে সময়ে মানবতাবাদীরা পথে নেমেছিল। কাজেই প্রাচীন জনজাতি হিসেবে সেন্টিনেল বা জারোয়াদেরও সরকার যদি এভাবে বল প্রয়োগ করে আধুনিকতায় শামিল করাতে চেষ্টা করে, ওরা পাল্টা বিষাক্ত তীর নিক্ষেপ করলে আত্মরক্ষার প্রয়োজনে সেনাবাহিনীকে পাল্টা গুলিবর্ষণ করতে হলে সরকারকে তার জবাবদিহি করতে হবে দেশসহ গোটা বিশ্বের কাছে। কোন সরকারই বোধহয় এতটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নয়। অথচ আলোচনার কোন রাস্তা নেই। বেশ কয়েকবার নারকেল আদান প্রদান কালে বিষাক্ত তীর নিক্ষিপ্ত হয়ে কয়েকজন সঙ্গে সঙ্গে নৌকাযোগে আন্দামানের মূল ভূখণ্ডের ফিরে এসেছেন । কিছুদিন আগে এক মার্কিন ধর্মযাজককেও ওরা এভাবে বিষাক্ত তীর নিক্ষেপ করে হত্যা করেছে। যে কারণে ওরা আজও সভ্য সমাজের কাছে রহস্যময় হয়ে আদিম থেকে গেছে। এখন অবশ্য ভারতে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে সেন্টিনেল বা জারুয়া দ্বীপ এর যাওয়াটাও নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। যে কারণে সর্বশেষ যে মার্কিন ধর্মযাজক সেন্টিনেলদের হাতে নিহত হলেন , সহযোগিতা করার জন্য 7 জন মৎস্যজীবীকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।
২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার প্রতিমন্তব্যের (২৭ নং) মাধ্যমে বিষয়টি আরো কিছুটা ব্যাখ্যা করে যাবার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় স্যার ,
প্রতিমন্তব্য আপনার ভাল লেগেছে এবং মন্তব্যের মাধ্যমে সে কথা জানিয়ে যাওয়াতে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে ।
২৯| ০৭ ই মে, ২০১৯ রাত ১২:৫৬
ল বলেছেন: জাড়োয়া একটা গালি জানতাম। এদের ভয়ংকর জীবন সম্পর্কে জেনে আঁতকে উঠলাম।
পুরানো লেখা পড়ে স্বাদ পেলাম।
ভালো থাকু৷।
০৭ ই মে, ২০১৯ দুপুর ২:২১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফ ভাই,
এতগুলো পোস্ট ডিঙিয়ে আপনি যে পুরানো পোস্টে কমেন্ট করেছেন এজন্য আপ্লুত হলাম। ধন্যবাদ আপনাকে। মূলত আদিবাসী সম্পূর্ণ নগ্ন প্রজাতিকে লক্ষ্য করে এরকম গালি সৃষ্টি হয়ে থাকতে পারে। আঁতকে উঠলেও এসব অস্বীকার করি কি করে? আজ একবিংশ শতকে এখনো আদিম মানুষ আমাদের থেকে খুব বেশি দূরে নয়, আন্দামানের সেন্টিনেল দ্বীপে আজও ওরা বিদ্যমান হা হা হা।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: বর্বরতা পরিত্যাজ্য ।