নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

সোহাগ তানভীর সাকিব ও যুক্তি না নিলে যুক্তি দাও এর সেফ স্ট্যাটাসের অনুরোধ

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

ব্লগার সোহাগ তানভীর সাকিব

পোষ্ট করেছেন - ৩২ টি

মন্তব্য করেছেন - ৭৩৬ টি

মন্তব্য পেয়েছেন - ১০৯ টি

ব্লগ লিখছে - ১০ মাস ২ সপ্তাহ

অনুসরণ করছে - ২ জন

ওনাকে অনুসরণ করছে - ১০ জন

আমি জানিনা এতদিন কাউকে সেফ না করলে তাঁর আর ব্লগিং করার ইচ্ছা থাকবে কিনা । আমার আড়াই মাসের জেনারেল জীবনে পরের দিকে আর ইচ্ছা হতনা ব্লগিং করতে । এ বিষয়ে সহব্লগারদের সুচিন্তিত মতামত প্রার্থনা করছি । প্রার্থনা করছি মাননীয় মডারেটদের দৃষ্টি আকর্ষণেরও।

সোহাগ তানভীর সাকিব সোহাগ তানভীর সাকিব



ব্লগার যুক্তি না নিলে যুক্তি দাও


পোষ্ট করেছেন - ২০ টি

মন্তব্য করেছেন - ৫৫৯ টি

মন্তব্য পেয়েছেন - ১৬৪ টি

ব্লগ লিখছেন - ৭ মাস ২ সপ্তাহ

অনুসরণ করছেন - ১৯ জনকে

ওনাকে অনুসরণ করছে - ৪ জন

রিএডিট করে যুক্তি না নিলে যুক্তি দাওভাইকে ১০ নং কমেন্টে লিংক দেওয়ার জন্য মন্ডলভাইকে জানাই অন্তরের কৃতজ্ঞতা ।

মন্তব্য ৬৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: সেফ করা হোক অনতিবিলম্বে।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আজ একটু অন্যপোষ্ট । তবু প্রথম মন্তব্যদাতা হিসাবে আপনাকে জানাই কৃতজ্ঞতা । ওনাকে সেফ করলে খুশি।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: জোর দাবী জানাচ্ছি।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে বলিষ্ঠভাবে পাশে পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ দাদা, আপনাকে।

শুভেচ্ছা নিয়েন ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

অচেনা হৃদি বলেছেন: আমিও আপনার সাথে মিলিত প্রার্থনা করছি, সোহাগ সাকিব ভাইয়াকে সেফ করা হোক।

ব্লগারদের প্রতি পদাতিক চৌধুরী ভাইয়ার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হই। তবে ভাইয়া, আপনাকে একটু সতর্ক করে দিচ্ছি। ব্লগ মাস্টার এধরনের পোস্ট দিতেন, পোস্টে তিনিও জেনারেলদের সেফ করার আবেদন জানাতেন। ফলাফল- তিনি নিজেই এখন জেনারেল!
:)
তাই আমার মনে হয় কাউকে সেফ হিসেবে দেখতে চাইলে উনাকে যথাযথ ওয়ে গ্রহণ করার পরামর্শ দিলেই ভালো হয়।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: পাশে পেয়ে আমার ছোটোবোনকে ধন্যবাদ। এমন পোষ্ট দেওয়াই সতর্কতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, তবে আমার যদি জেনারেল করে দেন তাহলে সে ভয়ের আশঙ্কা এখন থোকে আমার তৈরী হল। সহব্লগার হিসাবে একজনকে তুলে ধরাটা যদি অপরাধ হয় তাহলে তো ব্লগে আমাদের সিঁটিয়ে থাকতে হবে । আর সেটি যদি হয়েই থাকে মডুদের বিবেচনাকে মান্যতা দিতে আমরা বাধ্য ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার দেওয়া লিঙ্ক থেকে উনার ব্লগে যাওয়ার চেষ্টা করলাম; কিন্তু ব্লগটি খুঁজে পেলাম না। বিষয়টি বুঝতেছি না। আশা করবো কতৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।

ধন্যবাদ, প্রিয় ভাই

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় গুরুদেব ,

আমার দেওয়া লিংকটি কাজ হলনা দেখলাম, তবে শ্রদ্ধেয় সনেটকবিভাই ৬ নং কমেন্টে সঠিক লিংক দিয়েছেন । আশাকরি সময় পেলে ওনার ব্লগে যেতে পারবেন। আর ওনার সেফ হওয়াটা কতৃপক্ষের বিবেচনাধীন ।

অনেক অনেক শুভকামনা প্রিয়কাওসারভাইকে।

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: উনাকে সেফ করা দরকার?
উনি তো ভালো ব্লগার।
ভালো ভদ্র মন্তব্য করেন।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ প্রিয় ছোটোভাই,

ওনার ভদ্র ও মার্জিত ব্যাবহার আমাকেও আকৃষ্ট করেছে। উনি সেফ হলে খুশি হব।

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

সনেট কবি বলেছেন: ব্লগার সোহাগ তানভীর সাকিব

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

লিংকটি দেওয়ার জন্য রইল অন্তরের কৃতজ্ঞতা ।

শুভেচ্ছা অফুরান।

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

সনেট কবি বলেছেন: তাাঁকে সেফ করার অনুরোধ করছি

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

সাকিবভায়ের সঙ্গে ব্লগার যুক্তি দাওকেও পরে এডিট করেছি। ওনাদের সেফ স্ট্যাটাস দিলে আমরাও খুশি হব। আপনাকে পাশে পেয়ে জানাই কৃতজ্ঞতা ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সেফ করা হোক।

তিনি মাঝে মাঝে আমার পোস্টে মন্তব্য করেন।

আমিও তার লেখায় মতামত দিয়েছি।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বহুদিন পরে প্রিয় মাইদুলভাইকে দেখা পেলাম। আশাকরি ভালো আছেন। তবে আজ দুজন ব্লগারের ব্লগিংএর বয়স দেখে খুব কষ্ট লাগলো। ঠিক আড়াই মাস আগে আমিও সেফ না হওয়াই ছিলাম বিষন্ন। একদিন বিকালে হঠাৎ একটি পোষ্টে আপনাদের নকিবভাই, নূরভাই প্রমুখের এরকম একটি পোষ্টে নিজের নাম দেখে মনের মধ্যে একটা আশা চিকচিক করে উঠেছিল। উল্লেখ্য তার পরের দিন আমি সেফ স্ট্যাটাস পেয়েছিলাম। সেই যন্ত্রনা থেকে আজকের পোষ্টটি দেওয়া প্রিয় দুই ব্লগারের জন্য। বাকিটা মডুদের উপর নির্ভরশীল।

নিরন্তর শুভকামনা প্রিয় মাইদুলভাইকে।

৯| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রায় ১ বছর ধরে ব্লগিং করছেন। মডুদের প্রতি সেফ করার অনুরোধ থাকলো।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ জুনায়েদভাই। আমাদের সম্মিলিত আবেদন আশাকরি ওনারা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

শুভকামনা জানবেন।

১০| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাকিবকে সেফ করা হোক।

মডুরা যে কি করে, বুঝিনা। এ ব্লগের কে কেমন, সেটা আমি দুদিনেই বলে দিতে পারবো। কত গগিরগিটি ব্লগে লিখছে, অথচ সাকিব নিজের নাম ও ছবি নিয়ে ব্লগিং কর্রছে। ওকে সেফ না করার কোন যুক্তি দেখি না।।X(


পুনশ্চঃ
যুক্তি না নিলে যুক্তি দাও, উনাকেও সেফ করা হোক।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়মন্ডলভাই ,

আপনার লিংক সূত্রে সাকিবভায়ের সঙ্গে যুক্তি না নিলে যুক্তি দাও কে সেফ করার অাবেদন জানাচ্ছি । দীর্ঘ দিন সেফ না হলে স্পিরিটটাই চলে যেতে বাধ্য। ওনাদের সেফ স্ট্যাটাস আমাদের প্রার্থনা ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

রাকু হাসান বলেছেন:



লিংকে গিয়ে নিক টা থেকে ঘুরে আসলাম । ভাল লিখেন । যদিও কমেন্ট কম কিন্তু লেখা ভাল মনে হলো । সময় তো অনেক দিন হলো । এখনও সেফ না হওয়াতে আমার ও খারাপ লাগছে । নিরাপদ না হয়ে থাকার কষ্ট টা অনেক । যদি হতাশ হয়ে যায় তাহলে একজন ব্লগার আমরা হারাবো । অামিও চাই উনার নিরাপদ ব্লগার হিসাবে ঘোষণা দেওয়া হোক ।



পদাতিক চৌধুরি ভাইয়া ,তোমার ব্লগারদের প্রতি সহমর্মিতা দেখে খুব ভাল লাগলো । আমার সর্বশেষ পোস্টে র প্রতি উত্তরটা দেখার অনুরোধ করছি ।
ভালবাসা নিরন্তর ।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমার স্নেহের ছোটোভাই,

আমি তোমার শেষ পোষ্টে তোমার প্রতিমন্তব্য আগেই দেখেছিলাম। আজ একটু আগে বাড়ি ফিরতে পারাই সেসময় অটোতে থাকায় কমেন্টে আর লাইক দিয়ে উঠতে পারিনি। তবে এখন আবার গিয়ে ওখানে প্রতিমন্তব্যে লাইক দিয়ে এসেছি । আমার ছোটোভাইকে পেয়ে আমি আনন্দিত । আগামীতে আমাদের সম্পর্ক এভাবেই প্রবাহিত হবে আশাকরি ।

পাশাপাশি ওনাদের সেফ স্ট্যাটাসে দেখলে খুশি হব।


অনেক অনেক শুভকামনা আমার ছোট্ট ভাইটিকে।

১২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চৌধুরি ভাই, পরিসংখ্যানটা এভাবে দিলে ভালো হয়। স্পেস ছাড়া।

ব্লগার সোহাগ তানভীর সাকিব
পোষ্ট করেছেন - ৩২ টি
মন্তব্য করেছেন - ৭৩৬ টি
মন্তব্য পেয়েছেন - ১০৯ টি
ব্লগ লিখছে - ১০ মাস ২ সপ্তাহ
অনুসরণ করছে - ২ জন
ওনাকে অনুসরণ করছে - ১০ জন


পুনশ্চঃ
সেফ হবার জন্য, সাকিব ভাই ও যুক্তি ভাইকে(গো. মা.) ব্লগে আরেকটু অ্যাকটিভ থাকা দরকার।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মন্ডলভাই,

হ্যাৃ ঠিকই, আপনারর লেখা স্পেস ছাড়া কমেন্টটি বেশি সুন্দর লাগছে। কিন্তু দুঃখ পেলাম দেখে যে যাদের জন্য পোষ্ট তারা ব্লগে এখনও আসেননি ।

পাশাপাশি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যে ওনাদের আরও ব্লগে সক্রিয় থাকাটা জরুরী ।


অনেক শুভকামনা জানবেন ।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ওনাদের আরও ব্লগে সক্রিয় থাকাটা জরুরী ।
সমস্যাটা এখানেই, মডুরা তাদেরই সেফ করে যারা অ্যাকটিভ। এমন অনেক লেখক আছে যারা সেফ হবার পরে হারিয়ে যায়। ব্লগটা একটা বাগানের মত,
এখানে ফলজ, বনজ, ঔষধি... আগাছা, ক্যাকটাস, মাকাল সব রকমের গাছই আছে।:P ব্লগিং এর সৌন্দর্যটা এখানেই.... একেক জন একেক রকমের।:)

কী বুঝলেন???

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মন্ডলভাই,

আমি উপরোক্ত দুজনেরই প্রচুর কমেন্ট পেয়েছি। আমার মনে হয় দীর্ঘ দিন সেফ না হওয়ার কারনে ওনারা অনেকটা হতাশ হয়েছেন। যাইহোক ওনারা ব্লগে সক্রিয় হোন আরও কমেন্ট করুন আশাকরবো। সর্বোপরি ওনাদের মানোন্নতিতে আনন্দ পাবো।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: পদাতিক চৌধুরি ভাইসহ আপনারা যারা আমাকে সেভ করার কথা বলেছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। জানি না এরপরও সেভ হতে কতদিন লাগবে।
আর কতদিন লিখলে বা আর কত ভালো লিখলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো, এটা জানি না বলেই হয়তো এখনও আমাকে সেভ করা হয় নি।
যাই হোক, প্রথম পাতায় লেখার সুযোগ পাই আর না পাই; আপনারা একটু কষ্ট করে আমার লেখাগুলো পড়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ/মতামত দিলে আমি খুব-ই খুশি হব এবং আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো।

সবাই ভালো থাবেন। প্রত্যেকের জন্য রইল শুভ কামনা। বিশেষ ভাবে শুভ কামনা রইল পদাতিক চৌধুরি ভাইয়ের জন্য।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো বলতে বলতে প্রিয় সাকিব ভাইকে দেখা পেলাম। পেলাম আনন্দও। আমরা স্রেফ একটি আবেদন রেখেছি। আপনারা ভালো লেখেন। আশাকরবো দ্রুত সেফ হবেন।

অনেক অনেক শুভকামনা প্রিয়সাকিবভাইকে ।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২

জাতির বোঝা বলেছেন:
জেনারেল আমি খারাপ চোখে দেখি না।
জেনারেল ওসমানী ছিলেন এ দেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি।

০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয়জাতির বোঝাভাই,

আপনিও অনেকদিন হল ব্লগে এসেছেন তবে এখনও সেফ হহনি । কীআর করা যাবে। তবে ওদের মেল করে স্ট্যাটাস বদলের আবেদন করতে পারেন । পাশাপাশি কমেন্ট করাটা চালিয়ে যান। শুধু অনুরোধ করবো নিরাশ হবেননা। আমাকেও অনেক সিনিয়র সেসময় এমন পরামর্শ দিয়ে আমাকে মনোবল জুগিয়েছিলেন। আমি আপনাকেও সেটাই বলবো। আশাকরি দ্রুত সেফ হবেন।

আপনার জন্য আমার অন্তরের শুভকামনা রইল।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

ভাইয়ু বলেছেন: আমি ভাই নতুন মানুষ, এত কিছু বুঝি টুঝিনা৷
যতটুকু বুঝলাম সেফ করলে লেখাগুলো অারো বেশি মানুষ রিচ করতে পারে৷
আমিও সবার সাথে সহমত পোষন করছি...

০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয়ভাইয়ু,

হ্যাঁ ছোটোভাই, একেবারে ঠিক বুঝেছেন। সেফ হলে লেখাগুলি বেশি বেশি মানুষ রিড করতে পারবে । কষ্ট করে একটি পোষ্ট লিখে যদি বেশি পাঠক না হয় তাহলে লেখকের ইচ্ছা শক্তি কমতে থাকে। আপনিও বেশি করে পোষ্ট দিন, অন্যের লেখা পড়ুন, বেশি বেশি কমেন্ট করুন। আশাকরি দ্রুত সেফ হবেন। তবে পরামর্শ দেবো কোনও ক্যাচালে যাবেন না । আর ধর্মীয় ও রাজনীতির পোষ্টে নিরপেক্ষ কমেন্ট করতে পারলে ভালো, অন্যথায় পাঠ করুন তবে কমেন্ট এড়িয়ে চলুন। তবে গ্রহনকরাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ।

অনেক অনেক শুভকামনা প্রিয়ভাইয়ুকে ।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

বিদেশে কামলা খাটি বলেছেন:
আমি তো সারা জীবনেও জেনারেল হতে পারলাম না।
এখনো সাধারণ সৈনিক আছি।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বিদেশে কামলা খাটিভাই,

আপনি ইতিমধ্যে একবছর ব্লগে অতিক্রান্ত করলেন , কিন্তু এখনও সেফ হননি। দুর্ভাগ্য আমাদের, এভাবে একজন উদ্যোমী ব্লগারকে তাঁর চিন্তা চেতনা থেকে বিকশিত হওয়ার সুযোগ না দেওয়ায়। তবে ভাই জান আপনার কমেন্ট ও পোষ্ট সময়ের তুলনায় অনেকটা কম। প্লীজ আর একটু কমেন্ট বাড়ান। আশাকরবো দ্রুত সেফ হবেন।

অনেক অনেক শুভকামনা আপনাকে।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

টারজান০০০০৭ বলেছেন: আমি প্রায় বছরখানিক ফিল্ড মার্শাল আছিলাম ! আমার খালি মনে হইতো একাউন্ট ডিলিট করার ব্যবস্থা থাকিলে বহু আগেই ডিলিট করিতাম !

একাউন্ট সেফ বা জেনারেল করার এই প্রক্রিয়া আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয় ! সবাই সেফ থাকিবে ! আকাম করিলে বহিস্কার ! প্রয়োজন সবসময় মনিটর করা !

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় টারজানভাই,

হ্যাঁ লক্ষ্য করেছিলাম আপনি আমার অনেক আগে ব্লগে এসেও সেফ হয়েছেন আমার কদিন পরে। সেসময় আপনাকে নিয়েও সম্ভবত মাইদুলভায়ের একটি এরকম পোষ্ট দেখেছিলাম। তবে আমি ব্যক্তিগত ভাবে আপনার ঝাঁঝালো কমেন্টের অনুরাগী। মাঝে মাঝে ভাবি আপনি এমন কমেন্ট কীকরে করেন, যেটা একটা শেখার বিষয় বলে আমার মনে হয়।।

আর সেফ বা জেনারেল করার বিসয়টি মডুদের উপর নির্ভরশীল। আমরা বরং ওসব না ভেবে নিজেদের মত ব্লগিং করি। আর বিতর্কিত বিষয়কে এড়িয়ে চলি।


অনেক অনেক শুভকামনা প্রিয় টারজানভাইকে।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

আরণ্যক রাখাল বলেছেন: আমাকে এক মাসেই সেফ করেছিল। সে জন্য ধন্যবাদ মডুকে।

তাদেরও করা উচিৎ

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়আরণ্যকভাই,

আপনার মত লাকি ব্যক্তি কমই আছে । তবে আপনার কমদিনে সেফ করায় আনন্দ পেলাম যে মডুরা কম সময়েও অনেককে সেফ করেন। আপনার সাফল্যের জন্য অভিনন্দন জানাই । পাশাপাশি এই দুজনের মত আরও অনেকে যেমন বিদেশে কামলা খাটির ( যিনি বছরের উপর ব্লগিং করছেন) মত ব্লগারদের এভাবে ফেলে না রেখে স্ট্যাটাস বদলের আবেদন জানাচ্ছি । আশাকরি কতৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে।

শুভকামনা জানবেন ।

২০| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

সনেট কবি বলেছেন: যুক্তি না নিলে যুক্তি দাও

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

হৃপ্রীশু রইল।

২১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

বলেছেন:
আপনি একজন হৃদয়বান ব্যক্তি যে অন্যান্যদের সম্পর্কে খুজ রাখে--

আপনার দায়িত্ববোধ, অনুভূতি ও প্রজ্ঞার প্রতি আমার
সম্মান ও ভালবাসা ।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

আমাদের প্রত্যেকের মধ্যেই একটি সহমর্মিতা, সহনশীলতা, দায়িত্ববোধ আছে। আমরা ক্ষেত্র বিশেষ সেগুলির ব্যবহার করি। আজ আমার কাজটি আপনার এরূপ মনে হয়েছে , দেখবেন আগামীতে আপনার কাজটিও আরেকজনের কাছে উদাহরণীয় হয়ে উঠবে


শুভকামনা প্রিয়লতিফভাই।

২২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

চঞ্চল হরিণী বলেছেন: সহব্লগারদের সেফ হওয়ার আবেদন নিয়ে আপনার এই উদ্যোগী পোস্ট খুব ভালো লাগলো, পদাতিক ভাই। আমিও কণ্ঠ মিলিয়ে তাঁদেরকে সেফ করার অনুরোধ জানাচ্ছি। মডুরা দেখবেন আশা করি। ল ভাইয়ের সাথে মিলিয়ে বলি, আপনার এমন দায়িত্ববোধ, অনুভূতি ও প্রজ্ঞার প্রতি সম্মান ও ভালোবাসা জানাই।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল আপু ,

যাদের চিন্তা-চেতনা বা বিচক্ষণতা কয়েকদিনের ব্লগিং জীবনে আমার হৃদয়ের অন্তস্থলে পাকাপাকিভাবে শ্রদ্ধার আসন নিয়েছে, আপনি তাদের অন্যতম। আপনার যুক্তিযুক্ত কমেন্ট ও পোষ্টগুলি আমার কাছে অত্যন্ত সুখপাঠ্যের বিষয়। এমন ক্ষুরধার বিশ্লেষণী শক্তির অধিকারিনীকে জানাই অন্তরের কুর্নিস ।

পোষ্টপ্রসঙ্গে বলি, উপরোক্ত দুজন ব্লগার ব্লগিংএ আমার সিনিয়র । জুনিয়রদের সাহায্য নেওয়াটা সিনিয়রের ব্যক্তিত্বের পরিপন্থী । তবুও ওনাদের মানোন্নতির জন্য ওসব ছেড়ে দিয়েই পোষ্টটি দিয়েছি।ইতিমধ্যে প্রিয় সাকিবভাই কনফেস করে গেছেন। যদিও যুক্তি দাও ভাই হয়তো ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারেননি । তবে জানতাম আপনাদের সান্নিধ্য পাবো। বাস্তবে পেয়েছিও সেটা। বাকিটা মাননীয় মডুদের বিবেচনাধীন ।

অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে।

২৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: তার ব্লগিংয়ে খারাপ কিছু না থাকলে প্রথম পাতায় সুযোগ দেয়া দরকার।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি ভালো আছেন প্রিয়প্রামানিকভাই,

ধন্যবাদ আপনাকে, এভাবে পাশে থাকার জন্য । আশাকরি ওনারা দ্রুত সেফ হবেন।


শুভকামনা জানবেন ।

২৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

ভাইয়ু বলেছেন: এত সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ৷♥

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আবার আসার জন্য আমার ছোট্টভাইকে অনেক অনেক ধন্যবাদ। আশাকরবো এভাবে লেখা ও কমেন্ট চালিয়ে যান, দ্রুতই সেফ হবেন।


অনেক অনেক শুভকামনা প্রিয়ভাইটিকে।

২৫| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

উদাসী স্বপ্ন বলেছেন: সেফ করার বিষয়ে স হমত। অতিসত্বর সেফ করা হোক।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবরেষু স্বপ্নভাইজান,

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দুজন প্রিয় ব্লগারের মধ্যে সাকিবভাই সাহেব পরেরদিনই সেফ স্ট্যাটাস পেয়েছেন। আপনি ওনার সর্বশেষ পোষ্টটি দেখতে পারেন। আর যুক্তি দাওভাইকে আশাকরি শীঘ্রই সেফ করবেন। পাশাপাশি জানাই আমার ব্লগে আপনার প্রথম কমেন্ট। সুস্বাগতম আপনাকে। আগামীতেও আপনার সুচিন্তিত মতামত পাবো আশাকরি ।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: লিঙ্কে ক্লিক করলে তো এই ব্লগারের তথ্য আসছে না চৌধুরী ভাই।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় সাদামনেরভাই,

আমার দেওয়া লিংকটি কাজ করছেনা ঠিকই, তবে আপনি ৬ ও ১০ নং কমেন্টে যথাক্রমে সনেটকবিভাই ও মন্ডলভায়ের দেওয়া লিংকটি দেখতে পারেন । ইতিমধ্যে সাকিবভাই সেফ হয়ে গেছে। যুক্তি দাও ভাইও শীঘ্রই সেফ হবেন আশাকরি ।


শুভকামনা জানবেন ।



২৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্টের কল্যানে উনি সেফ হওয়ায় আপনাকে সাধুবাদ।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়ভাইজান,

সাকিবভাই ভালো লেখেন। আমি ওনার লেখার একজন ভক্ত। কোনও কারনে মডুরা ওনাকে সেফ করেননি। আমি একটু সামনে তুলে ধরেছি মাত্র। সাকিবভাই সেফ হয়েছেন, যেখানে সম্পূর্ণ কৃতিত্ব সাকিবভায়ের। আর কুর্নিশ করবো মডুদের। যারা আর বিলম্ব না করে একজন ব্লগারের উদ্যোমী শক্তিকে রক্ষা করেছেন। এজন্য আমি বরং মাননীয় মডুূদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করবো। আগামীতেও যদি কাউকে সেফ করার এমন পোষ্টের আবেদন থাকে, আশাকরবো ওনারা বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবোচনা করার ধারা অব্যাহত রাখবেন।


অনেক শুভকামনা ভাই আপনাকে।


২৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন:

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা দারুণ!! খেয়ে শেষ করতে পারছিনা, ভাই। আপনিও আসুন, আমরা দুই ভাই মিলে একটি পান করি ।



শুভেচ্ছা নিরন্তর ।

২৯| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৯

মলাসইলমুইনা বলেছেন: আপনার ব্লগের প্রতাপতো সাংঘাতিক ! সপ্তাহ না যেতেই আপনার ব্লগ দাবিতে যুক্তি না নিলে যুক্তি দাও এর স্ট্যাটাস সেফ ! শুভেচ্ছা জোর কলমে (স্যরি কি বোর্ড টেপাটেও পড়তে পারেন) ! সোহাগ তানভীর সাকিব -এর স্ট্যাটাস সেফ করার জন্যে আপনার সাথে সমস্বরে দাবি জানালাম ....I

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুস্বাগতম স্যার,

আমার ব্লগে আপনার প্রথম পদচারণ । বেশকিছু দিন আগে এজটি একটি পোষ্টে দেখিছিলাম, আপনি বেশ কিছুদিন ব্লগে আসতেন না। তখনই আপনার ব্লগ বাড়িতে গিয়ে দেখেছিলাম, আপনি প্রকৃত গুনিজন। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম আপনার আগমনের। আজ এলেন, কাজেই আমিও অত্যন্ত খুশি।

পোষ্ট প্রসঙ্গে বলি, যেদিন প্রিয় দুই সহব্লগারের স্ট্যাটাস চেয়ে আবেদন করেছিলাম তার পরেরদিন সাকিবভাই সেফ হয়েছে আর যুক্তি দাওভাই গতকাল সেফ হয়েছেন। আপনারা সবাই পাশে থাকাই ও মাননীয় মডুরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করায় এই সাফল্য।

যে কারনে পোষ্টটির প্রয়োজন শেষ হয়ে গেছে।

অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে ।

৩০| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বর্ণা বলেছেন: সেফ তো হতে পেরেছেন দাদা?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ, ওনারা দুজনই একদিন পরপর সেফ হয়েছেন। কাজেই ওনারা এখন সেফ ব্লগার। আপনি সুন্দর কবিতা লেখেন। পাশাপাশি ব্লগিং মিথোস্ক্রিয়াটা শুরু করুন। ক্যাচাল না করার চেষটা করুন। আশাকরি দ্রুত সেফ হবেন।

৩১| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টের বদৌলতে ওনারা উভয়েই সেফ হতে পেরেছেন জেনে অত্যন্ত প্রীত হ'লাম। দু'জন সহব্লগারের প্রতি আপনার এমন সহানুভূতি দেখেও মুগ্ধ হ'লাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনার এ সুকর্মের প্রতি শ্র্রদ্ধা জানাতে আমি ভুক্তভোগী উভয় ব্লগারের লেখায় গিয়ে অন্ততঃ একটা করে পোস্ট পড়ে আসবো।

০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: রেসপেক্টেড স্যার,

আপনার আগমন ও এমন সুন্দর আন্তরিক মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ স্যার, পোষ্টটি দেওয়ার পরেই ওনারা দুজন সেভ হতে পেরেছিলেন। আপনি এমন করে বললে নিঃসন্দেহে কিছুটা বিব্রতবোধ করছি। এমন কিছুই তো করিনি । সহ ব্লগার হিসেবে ওনাদের স্ট্যাটাস পরিবর্তনের দাবি করেছি। আমার মনে হয় পারিপার্শ্বিক লোকজন সম্পর্কে যদি একটু মানবিক হই তাহলে ক্ষতি কিসের; যে পরিচয় আমার নিজেরই মূল্যবোধেরই সাক্ষ্য বহন করে।
ব্লগে অনেকে আসেন কমেন্ট করেন। কিন্তু প্রতিমন্তব্যের একেবারে শেষে আপনার এমন অনন্য সিদ্ধান্তকে কুর্নিশ না জানিয়ে পারিনা।
আপনি সময় নিয়ে ওনাদের ব্লগে যাবেন এবং সুচিন্তিত মন্তব্য করে ওনাদেরকে উৎসাহ দেবেন এই আশা রাখি।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

৩২| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনি সময় নিয়ে ওনাদের ব্লগে যাবেন এবং সুচিন্তিত মন্তব্য করে ওনাদেরকে উৎসাহ দেবেন এই আশা রাখি। - আপনার এ পোস্টে মন্তব্য করার পরে পরেই আমি গতকাল সোহাগ তানভীরের ব্লগে গিয়েছিলাম এবং একটা মন্তব্যও লিখেছিলাম। কিন্তু ক্লিক করার পরেই দেখি চাকা ঘুরছে তো ঘুরছেই.... অর্থাৎ আবার সেই ব্লগ বন্ধ!
কি আর করা! দেখি, আজ আবার যাবো, সময় করে।

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৮:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

প্রথমে ক্ষমা চাইছি সঠিক সময়ে মন্তব্যটির না দেখার ও প্রতিমন্তব্য করতে ব্যর্থ হওয়ার জন্য।আপনি আমার কমেন্টের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দু'জন ব্লগারের পোস্টে গেছেন ও মন্তব্য করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তখন হয়তো নেট যোগাযোগ সঠিক না থাকার জন্য মন্তব্যটি প্রকাশিত হয়নি। সিনিয়র জুনিয়র দের প্রতি আপনার এই সৌজন্যে বোধ ভালোবাসা ব্লগার এক সম্পদ যা আমাদের কাছে অনুকরণীয়। ধন্যবাদ স্যার আপনাকে।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.