নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭



১,
তুমি কি বাজারে মাছ পাওনা?
আনো কেবল ট্যাংরা পুঁটি ।
তুমি কি বাজারে সব্জী পাওনা?
আনো কেবল কলমি, গাঁটি।
তুমি কি দোকানে কাপড় পাওনা?
আনো কেবল সুতির শার্টি।
তুমি কি মোদের ভালোবাসো না?
করোনা রোজ বাজার হাটি।


বাড়ির পেঁপে, বাড়ির কলা ,
লাগেযে বড় একঘেঁয়েমি।
অথচ তুমি পরিশ্রমী,
ছোটো থেকে এটাই জানি।
সকাল সন্ধ্যে টিউশনিতে,
বিকালে যেতে সব্জীক্ষেতে।
দেখে আমার গা জ্বলতো,
পারিনিকো সেকথা বলতে।

আমার ক্লাসে বকুল পড়ে,
বাবাযে ওর বড্ড ভালো।
সকাল বিকাল ঘুরতে যায়,
সন্ধ্যেবেলা ধাবায় খায়।
ওদের বাড়ির তেল - পরোটা,
লেগে আছে আমার জিহ্বে।
আমার বাড়ির পোড়া রুটি,
খেতে খেতে বিষম লাগে।

রেগে একদিন বললাম মাকে,
বাড়ির খাবার গেলা যায়না।
তুমি ছিলে পাশের ঘরে,
বললে এরবেশি যে সাধ্যে কুলায় না।
পরীক্ষায় কেন নম্বর পাইনা,
পাল্টা যুক্তি দিলে মোকে,
বললে তুমি, আয় বেশি নয়।
রাগে আমি খাইনি রাতে।

বকুলের মত ঘুরতে খেতে,
আমার কি আর ইচ্ছা হয়না?
অবুঝ মনে কেঁদে ফিরি,
কৈশোরের হতাশাতে ।
মনে ভাবতাম ইচ্ছে করেই,
জামা, জুতো দিতেনা কিনে ।
হেঁটে হেঁটে স্কুলে যেতাম,
বাস ভাড়াতে আইস খেতাম ।


২ ,
আজ আমি বাবা হয়েছি,
বুঝেছি তোমার মানসিকতা।
তোমার নাতি খেতে চায়না,
চায় যে কেবল ডিম- পরোটা।
আমি যে এখন চাষ করিনা ,
নেইযে আমার জমি- জমা।
বাজারে গিয়ে আনি কেবল,
কলা পেঁপে পুঁই কলমি।

তোমার আনা মাছ যে আমার,
বড্ড ভালো লাগে এখন।
সময় পেলে চিংড়ি, ট্যাংরা
হেসেলে আনি সুযোগ মতন।
বাবুর জন্য আনি আমি,
সুতির জামা, সুতির কাপড় ।
কিন্তু বাবুর মন ওঠেনা,
পেলে এমন মোটা কাপড় ।

একদিন তো বললো মুখে,
সিল্ক, শার্টিন পেলেনা খুঁজে?
সুতির কাপড় পড়লে নাকি,
মানানসই হয়না মোটে ।
বাড়ির খাবার ওর যে মুখে,
এতটুকু লাগেনা ভালো ।
সুযোগ পেলে বায়না ধরে,
বাইরের এগরোল, মোমোর।


পরীক্ষায় বেশি নম্বর,
যদিবা সে পায়না মোটে,
পড়াশোনা মোটে করেনা,
দমিত হয়না - এই যুক্তিতে।
যদিও এখন তুমি যে নেই,
কিন্তু তুমি বেঁচে আছো।
বাবুর আমার হৃদয়ে তুমি,
দিবা - নিশি সঙ্গে আছো।


বিঃ দ্র - ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর তারিখে আমার বাবা হৃদরোগ আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আবার ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর তারিখে আমার মাও আমাদের ছেড়ে চলেগেছেন। আমরা প্রতি বছর ১৫ সেপ্টেম্বর তারিখে বাবা-মায়ের মৃত্যুবার্ষিকী স্মরণে অনাড়ম্বর ভাবে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করি। সমস্ত পর্ব মিটলে সন্ধ্যে বেলায় নিপাট পিতৃস্মরণে ছড়াটি পরিবেশন।

মন্তব্য ১৪০ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: পিতৃস্মৃতিতে জীবনের প্রথম ছড়া। প্রথম কমেন্ট। প্রথম লাইক।

অনেক অনেক অনুপ্রেরণা ও বিনম্র শ্রদ্ধা প্রিয়কবিভাইকে ।

শুভেচ্ছা নিয়েন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাইয়া বাবা-মা হারানোর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনার বাবা-মা যেনো পরলোকে শান্তিতে থাকে সেই কামনা করছি। লেখাটি ভীষণ ভাল হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় হাসিবভাই,

মাথার উপরে বটগাছ যাদের নেই তাঁরা জানে বাবামা হারনোর যন্ত্রণা। ধন্যবাদ আপনাকে ।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মা-বাবারা ভালো থাকুক।



এটা কি ছড়া? না কবিতা??

এখন থেকে কবিতার পোস্টে আমি মন্তব্য করবো না। পড়ে ভালো লাগলে লাইক দিব, নয়তো চুপচাপ কেটে পড়বো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মন্ডলভাই,

গতকাল ও আজ আমার জীবনের একটি বিশেষ দিন। এমন দিনে আপনাদের সান্নিধ্য আমার ভীষণ দরকার। আমি কবি বা ছড়াকার কিছুই নই। সন্ধ্যেবেলা কলম নিয়ে বসে ভাবলাম এমন দিনে স্মৃতি সম্পর্কে পোস্ট দিলে কেমন হয়। সেই ভাবনা থেকে আমার এই ছোট্ট প্রয়াস । এটা স্মৃতিপটে একটি কাহিনী, যার মধ্যে আমার বাবা ও আমার শ্রীমানের সম্পর্কে অবিব্যক্তি ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছি।

অনেক অনেক শুভকামনা প্রিয় মন্ডলভাইকে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

স্রাঞ্জি সে বলেছেন:

পদাতিক ভাইকে এতদিন লেখক হিসেবে ভাবতাম মানতাম। এখন থেকে এই ভাবনার পরিধি বাড়াতে হবে। ইয়ে মানে বুঝছেন তো কবি সাহেব।

আপনার মাবাবার জন্য অনেক অনেক দোয়া কামনা। ওরা ওপাড়ে ভাল থাকুক।

আর কাব্যটা খুবি ভাল হইছে। +++

ভাল থাকবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ছোট্টভাই স্রাঞ্জি সে,

আপনি আমাকে ঠিক ধরেছেন। তবে তার পূর্বে আমি একটি বিশেষণ ব্যবহার করি। আমি একজন ' হাতুরে লেখক।'
আপনার সুন্দর মন্তব্যে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে । পাশাপাশি আপনার দোয়া যেন উপরওয়ালা কবুল করেন।
আপনার জন্যও আমার দোয়া থাকলো।
একটি কথা বলি , কাহিনীমূলক ছড়াটি আমার জীবনের প্রথম ও শেষ ছড়া। আমার চরিত্রের মধ্যে সামান্যতম যদি ছড়াকারের গুন থাকে তবে আমার বাবামায়ের জন্য ছড়াটির মাধ্যমে তুলে রাখলাম।

আপনার এতগুলি প্লাস ও লাইকে কৃতজ্ঞতা জানাই । পেলাম অনেক অনুপ্রেরণাও।


সবশেষে বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আমার ছোটোভাইটিকে।


৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সত্যিই বাবা-মা একটি বট গাছের মত ,সে গাছগুলো হারিয়ে গেলে, তখন স্বরণ করা ছাড়া আর কিছু করার থাকেনা।
কারণ সবাইকে একদিন তাদের মত আমাদেরও হারিয়ে যেতে হবে।
আপনার বাবা-মার পরলোকে শান্তি কামনা করছি!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবীরভাই,

ব্লগে অনেকদিন আপনাকে খুব মিস করেছি। মিস করেছি এমন দরদ দিয়ে যিনি কমেন্ট করেন সেই দুর্লভ কমেন্টের। সত্যি আপনার কমেন্টটি পেয়ে মন ভরে গেল। হাজার বিষন্নতার মধ্যেও আলোকছটা।

ঠিকই, "সবাইকে একদিন তাদের মত আমাদেরও হারিয়ে যেতে হবে । "
পাশাপাশি আপনার দোয়া যেন উপরওয়ালা কবুল করেন।
লাইক দিয়ে অনুপ্রেরণা দেওয়াতে কৃতজ্ঞতা জানাই ।


অনেক অনেক শুভকামনা প্রিয় কবীরভাইকে।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

বলেছেন: স্মৃতিচারণ ইতিহাস হয়ে থাকবে
মনের প্রকৃত ভাব সুন্দর ভাবে তুলে ধরছেন প্রিয় লেখক।
পিতা মাতার অভাব সত্যি অপুরণীয় ।
ভাল থাকবেন,

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

আপনার সুন্দর কমেন্টে প্রীত হলাম। ঠিকই তো, " পিতামাতার অভাব সত্যি অপুরণীয়। "

ধন্যবাদ আপনাকে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

জাহিদ অনিক বলেছেন:
আজকেও ১৫ই সেপ্টেম্বর। আপনার পিতা-মাতার মৃত্যুদিন। সন্তান হিসেবে নিশ্চয়ই আপনার কাছে এর চেয়ে বড় কষ্ট আর কিছু নেই।
সামনের দিনগুলোতে ভালো থাকুন। সুস্থ থাকুন পরিবারের অন্যদের নিয়ে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

একটা মনের কথা বলি , আজ সন্ধ্যেতে ছড়াটা লিখতে বসে রীতিমত রক্তাক্ত হয়েও হাল ছাড়িনি। অবশেষে লিখে ফেললাম এই কিমভুতকিমাকারটি। তবে ব্লগের মত উচ্চ মার্গীয় স্থানে দেবো কিনা অনেকক্ষণ ভেবেছিলাম। আপনার মত বাঘা বাঘা কবিদের সামনে নিতান্ত লিলিপুটিয়ানটি সামুর অবনমন ঘটায় কিনা একটি আশংকায় ছিলাম। আপনার কমেন্ট যে কারনে আজ আমার কাছে অন্যমাত্রা পেল। ধন্যবাদ আপনাকে।


অফুরান শুভকামনা প্রিয় কবিভাইকে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

আরোগ্য বলেছেন: আল্লাহ উনাদের বেহেশত নসীব করুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় আরোগ্যভাই,

ধন্যবাদ আপনাকে। আপনার দোয়া যেন কবুল হয়।

নিরন্তর শুভেচ্চা নিয়েন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: পিতৃস্মরণের ছড়া ভালো হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাধুভাই,

আপনার ছোট্ট কমেন্টে অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা আপনাকে।


অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে।


১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

ওমেরা বলেছেন: এক সময় মনে করতাম বাবা, মা মারা গেলে মনে হয় দুনিয়ায় থাকা যায় না !! থাকা যায় থাকতে হয় বুকের ভিতর একটা ক্ষতের সৃষ্টি হয় সেটা সময়ে সময়ে খুব কষ্ট দেয় ।
আমার আম্মু নেই কিন্ত এখনো আব্বু আছে আপনার তো আব্বা আম্মা কেউ নেই , আপনার কষ্ট তো তাহলে আমার চেয়ে বেশী ।

কি বলব আমি ঠিক বুঝতে পারতেছি না ,ভাল থাকেন ভাইয়া ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপু,

আপনি যে ভাবে অন্তর দিয়ে কথা বললেন, তাতে বেশ কিছুটা আনন্দ পেলাম। হয়তো এই পোস্টটি আগামীকাল দিলে আমি অন্যভাবে উত্তর দিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে যেন আর কিছু বলতে পারছিনা।
আপনার আম্মুর জন্য আমার দোয়া চাইছি, যেন উনি বেহেশত পান। আর আব্বুর শারীরিক ও মানসিক প্রশান্তিতে কাটুক। আপনারা বটগাছের সুশীতল ছায়ার নিরাপদ থাকুন, কামনা করি।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: হৃদয়ের গভীর থেকে আসা কবিতা। সুন্দর। ভালো থাকবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় আল মামুনভাই,

অসম্ভব সুন্দর অনুভব করে কমেন্ট করেছেন। হ্যাঁ ভাই, জীবনের বা হৃদয়ের কবিতা। তবে কেমন হয়েছে, বিচার করবেন আপনারা ।


অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

জাহিদ অনিক বলেছেন:
আহা! সব সময়ে কবিতার বিচার তার ভাব ভাষা ও নৈপুণ্যে বিচার হয় না।
সময়ের প্রয়োজনে কিছু কিছু কবিতা সবকিছু ছাপিয়ে যায়৷

আপনার আবেগ ও অনুভূতির স্তর-জায়গটা আমি বুঝতে পারছি। পারছি বলেই আবার এসেছি মন্তব্য করতে। আপনি পিতামাতা হারিয়েছেন ঠিকই কিন্তু ব্লগে আমরাও আপনার পরিবারের মতই। তাই, আবারও বলি ভালো থাকুন সবাইকে নিয়ে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

আপনার আবার আসাতে দারুন খুশি হলাম। আপনার সুন্দর হৃদয়ানুভূতির কথাটিতে মুগ্ধ হলাম। আর সত্যিই ব্লগে আমরা একটি পরিবারের মত। আমরা একে অপরের সুখ- দুঃখের সাথী। এই পরম্পরা আমরা বয়ে নিয়ে চলবো। ধন্যবাদ বলে আপনাকে খাটো করবো না।


আপনাকেও বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানাই ।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

রাকু হাসান বলেছেন: অনেক সুন্দর প্রকাশ ভাইয়া । অনেক পড়ে পড়লাম । ব্লগে থাকলেও খেলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম । সরি ।
বেঁচে থাকবে আজীবন । আহ বাবা হারানোর কি কষ্ট ! কে বুঝবে? যার হারিয়েছে । আমি আংকেল আন্টির আত্মার মাগফেরাত কামনা করছি । দোয়া করছি ।স্বর্গে হোক তাঁদের নিবাস । যে ছড়া পড়লাম ,তাহলে তো ছড়া আশা করতেই পারি ।

ভালো থাকো ভাই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের ছোট্টরাকু,
সাধারনত নিজে যখন নুতন পোস্ট নিয়ে ব্যস্ত থাকি, তখন অন্যের পোস্ট পড়ার সময় হয়না। আমি যেমন এই পোস্টটির আগে অনেক পোস্ট চোখের আড়ালে চলে গেছে। আজ সময়মত খুঁজে সে সব স্থানে যাওয়ার ইচ্ছা আছে। তুমি গতকাল সুন্দর একটি পোস্ট দিয়েছ। আমি একটু চোখ বুলিয়ে প্রথম কমেন্ট করার সুযোগ পেয়ে উপস্থিতি জানিয়ে এলাম। তোমার আগের পোস্টেও আমার একটি কমেন্ট বাকি আছে। সবগুলি সময়মত দিয়ে আসবো।
পোস্ট প্রসঙ্গে বলি,
তোমার দোয়া যেন মহান রব্বুল আলামিন কবুল করেন। ধন্যবাদ তোমাকে।

অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবে।


১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই বিষয়ে অন্য পোস্টে বিরাট কমেন্ট করেছি। সন্তানরা বাবার কষ্ট বোঝে না। যখন বাবার কষ্ট বোঝে, তখন সে নিজেই বাবা হয়ে গেছে।

লেখাটার প্রতি ভাঁজে করুণ কিছু কষ্ট লুকিয়ে আছে।

আপনি তাহলে কবিও। খুব ভালো লাগলো।

মা-বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

আপনার আগমন মানে আমার কাছে চাঁদ হাতে পাওয়া। ব্লগে কয়েকদিন আগে জনৈক ব্লগার সম্বোধন নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। আমার ওখানে ইচ্ছা হয়নি মতামত জানাতে। তবে স্যার বলার মধ্যে নাকি একটি দূরত্ব চলে আসে, যেখানে ব্লগে একে অপরের মধ্যে সুন্দর মিথোস্ক্রিয়া থাকাটা বাঞ্ছনীয়। আমার এই জায়গায় অভিমত, লেখনীর গুনে কয়েকজনের প্রতি একটা সম্ভ্রম বা সম্মানবোধ চলে আসে। তাঁদেরকে শ্রদ্ধা জানানোর মধ্যে নিজেরও একটি পরিতোষ প্রাপ্তি ঘটে। আর ঠিক একারনেই আপনি আমার হৃদয়ে উচ্চাসনে আসীন।

আপনার সুন্দর কমেন্টে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে । আর কবিতা বা ছড়া পড়তে আমি স্বচ্ছন্দ বোধকরি, লেখার চেয়ে।

অনেক বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।


১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

টুটুল বলেছেন: পিতৃস্মরণে যেহেতু লিখেছেন, পিতাকে উৎসর্গ করে দিলে তো মনে হয় মন্দ হতোনা। ছড়া ভালো হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় টুটুলভাই,

আপনার আন্তরিক পরামর্শ আমরও অন্তর ছুঁয়ে গেল। লেখাটা পিতৃস্মরনে। কিন্তু মাবাবা দুজনেই একদিন পরপরে নয় বছরের ব্যবধানে গত হয়েছেন। বাবার স্মরণে ছড়া, কাজেই আলাদাভাবে আর নাম করে উৎসর্গ করার প্রয়োজন তখন মনে হয়নি। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে, ওটা করলে ভালো হত।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমার বাবাও মারা গেছেন। বিশ্বাস করতে পারিনা তিনি নেই। লেখাটা তুলনাহীন, আমিও ডুবে গিয়েছিলাম কবিতার বাহনে চড়ে সেই অতীতে। কবিতা যে টাইমমেশিন। শুভেচ্ছা, সময় পেলে আমার ব্লগে দাওয়াত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় খাইরুলভাই,

আপনি বাবা হারিয়েছেন, সমবেদনা জানাই । মাকে আগলে রাখবেন, যাতে বাবার ছায়াটাও মায়ের মধ্যে থেকে লাভ করেন। এটাই আপনার সর্বাপেক্ষা বড় আশ্রয়। আপনার বাবার বেহেশত আর মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

আমি আপনার প্রতিবেশী পোস্টে কমেন্ট করেছিলাম। আজও একবার নুতন পোস্টে ঘুরে এলাম। আপনার চিন্তাশক্তির গভীরতা ও অভিব্যক্তি অত্যন্ত সুন্দর। আপনি এভাবেই এগিয়ে চলুন , কামনা করি।

লাইকদিয়ে অনুপ্রেরণা দেওয়াতে কৃতজ্ঞতা জানাই ।


অনেক অনেক ভালাোবাসা ও শুভকামনা আপনাকে।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



শুনেছি বাবা হওয়ার আগ পর্যন্ত বাবার মর্যাদা বুঝা যায় না; মায়ের বেলায়ও ঠিক তাই৷আমরা শৈশব ও কৈশরে না বুঝে বাবাকে খাওয়া, পরা সহ অনেক ব্যাপারে পীড়া দিয়েছি; বাবার সামর্থ্যের দিকে কখনো খেয়াল করি নাইা!! এটার সত্যিকারের উপলব্ধি আসে নিজের ছেলে যখন বায়না ধরে৷আপনার ছড়া কবিতায় দুই প্রজন্মের দুই বাবা, আর দুই সন্তানকে তুলে এনেছেন; সময়ের পরিক্রমায় সন্তানদের রুচি আর চাহিদার কতই পরিবর্তন৷এগুলোই সম্ভবত সামাজিক বিবর্তন ৷

"প্রিয় ভাই, প্রিয় গুরুর বাবাা-মায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি" :( :( াা

যাদের বাবাা-মা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন তাদের চেয়ে অসহায় মানুষ আর কেহ নেই; বয়স বাড়লে, নিজের সন্তানের পিতা মাতা হলে বাবা মায়ের প্রতি টান আরো বেড়ে যায়৷আমি কয়েক বছর আগে বাবাকে হারালেও মা এখনো মাথার উপর ছায়া হয়ে আছেন৷মাকে হারানোের কথা কল্পনাও করতে পারি না৷

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল গুরুদেব ,

একেবারে সঠিক কথা বললেন, " শুনেছি বাবা হওয়ার আগ পর্যন্ত বাবার মর্যাদা বুঝা যায়না ; মায়ের বেলায়ও ঠিক তাই। আমরা শৈশব ও কৈশরে না বুঝে বাবাকে খাওয়া, পরা সহ অনেক ব্যাপারে পীড়া দিয়েছি ; বাবার সামর্থ্যের দিকে কখনও খেয়াল করি নাই!! এটার সত্যিকারের উপলব্ধি আসে নিজের ছেলে যখন বায়না ধরে। একশো শতাংশ একমত ; গুরুদেব । বাবা না হলে বাবার মর্ম বোঝা য়ায়না। আর সময়ের পরিক্রমণের সঙ্গে সঙ্গে জেনারেশনের চাহিদা বদলে যায়। যেমন বদলায় অভিরুচিও। আপনার পোস্টগুলির মত কমেন্টগুলিও এত উচ্চমননের য়ে নিঃসন্দেহ প্রশংসা ও অনুকরণীয় যোগ্য। কুর্নিস নিন গুরুদেব।

আপনিও বাবাকে হারিয়েছেন। কোনও সমবেদনা যথেষ্ট নয় , এ ক্ষত অপূরণীয়। উনি য়েন বেহেশত পান, দোয়া করি। মা পাশে আছেন। মায়ের ছায়তেই আরও সুশীতল হন কামনা করি। ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৬

বাকপ্রবাস বলেছেন: মনটা নড়ে গেল, ভিজে গেল। চলে গেলাম অতীতে, লেখার পরতে পরতে ছুটে গেলাম ছোট বেলায়, মধ্যবিত্য ঘর, বাবার অসহায়ত্ত, মা এর ত্যাগ। শুনেছি বাবা বাকিতে কিনতে বাধ্য হতো, টাকা থাকতনা, চাল নিয়ে আসলেন সেখানে তেলাপোকার বিষ্ঠা, বাকিতে তায় কিছু করার নেই, সেই চাল ধরিয়ে দিল, মা নিরবে রাধলেন সেই চাল। আজ মা নেই, বাবা বৃদ্ধ।

আপনার বাব মার প্রতি শ্রদ্ধা এবং পরকালীন শান্তি কামনা করি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় প্রবাসীভাই,

আপনার এই সুন্দর স্মৃতিচারণের সঙ্গে আমি চৈত্র মাসের সংকটটা যোগ করবো। সরকারি স্কুল শিক্ষক বাবার বেতন খুবই সামান্য। তিনবেলা টিউশনি ও বিকালে কোদাল নিয়ে জমিতেই সারাদিন কোটে যেত। সারাবছর বাকিতে সংসার চলতো, কিন্তু চৈত্র মাসে কেউ আর বাকি দিতনা। আমাদের ছিল একারনে চৈত্র আতঙ্ক। তখন অবশ্য মাস্টার মশাইদের লোকে মেয়েও দিতনা। নিজের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি , বিয়ের বাজারে মাস্টারি চাকরি কেন এত অনাদর ছিল।


অনেক অনেক শুভকামনা আপনাকে।


১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: দাদা শুভ সকাল।
ছড়াটিতে আপনার ভালোবাসা আন্তরিকতা মায়ার কোনো অভাব নেই।
আপনার বাবা মা'র জন্য শ্রদ্ধা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় ছোটোভাই,

শ্রদ্ধা ভালোবাসা উপলব্ধীর বিষয়। কীভাবে প্রকাশ করবো তার চেয়ে কতটা অন্তর ছুঁয়ে গেল সেটাই বোধহয় বিবেচ্য। পিতৃস্মরণে রচিত ছড়াটা আমার ভায়ের বিবেচনায় ভালো লেগেছে জেনে মুগ্ধ হলাম।


অফুরান শুভেচ্ছা রইল।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

করুণাধারা বলেছেন: এই কবিতায় মা-বাবার প্রতি আপনার ভালোবাসার সুন্দর প্রকাশ ঘটেছে, হয়তো এই জন্যই কবিতাটা এত ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল আপু

সুস্বাগতম আমার কোনও পোস্টে আপনাকে। এমন আন্তরিক মন্তব্যটি যেন অন্তর ছুঁয়ে গেল। আগামীতেও এমন কমেন্টের অপেক্ষায় থাকবো।

পোস্টটিতে লাইক দেওয়াই অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।


অন্তরের বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপু আপনাকে।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক ভাই

আপনার কবিতা পড়ে সত্যি আবেগ আপ্লুত হলাম। বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ,অথচ কথায় আছে দাত থাকতে দাতের মর্যাদা বুঝি না। তেমনি বাবা মা জীবিত থাকা অবস্থা বাবা কি জিনিষ সেটা আমরা বুঝতে পারি না।

পোষ্টে মুগ্ধতা, আপনার বাবার মায়ের জন্য অনেক দোয়া,সৃষ্টিকর্তা উনাদের জান্নাতবাসী করুণ।

লাইক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় তারেকভাই

একেবারে ঠিক কথা বলেছেন, " দাত থাকতে দাতের মর্যাদা বুঝি না । তেমনি বাবা মা জীবিত থাকা অবস্থা বাবা কি জিনিষ সেটা আমরা বুঝতে পারি না । " মনেরমত কথা বলেছেন । আপনার সংবেদনশীল মনের ছাপ কথাতে ফুঁটে উঠেছে। বিমুগ্ধতা আপনাকে।

আপনার দোয়া যেন কবুল হয়। কৃতজ্ঞতা জানাই আপনাকে।
পোস্টে লাইক দেওয়াতে অনুপ্রেরণা পেলাম।

অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনাকে।


২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক চৌধুরি ভাই, আপনার কবিতা মনোমুগ্ধকর, আমার ছাপা খানা থাকরে আমি অবস্যই অবস্যই সুন্দর দুইটি ছবি দিয়ে আপনার কবিতা ছেপে দিতাম। মাতাপিতা মানুষের জীবনে শান্তির ছায়া - মাতাপিতা মানুষের জীবনে বড় স্বাক্ষর রেখে দিয়ে যান কিভাবে বলি “গ্রামে আমাকে অনেকেই বলেন আমি দেখতে অবিকল আমার বাবার মতো” আমার বাবা আমাদের ছেড়ে চলে যান- না ফেরার দেশে ১৯৯৯ সনে । আপনার বাবা মার প্রতি দোয়া রইলো - পরম করুণাময় তাদের স্বর্গবাসী করুন - আমেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাহমুদভাই,

আপনার সুন্দর কমেন্টে প্রীত হলাম। আপনার ছাপাখানা নেই ঠিকই কিন্তু যে আন্তরিকতায় আপনি কথাটি বললেন, তাতেই যে ছড়াটি ছাপানোর সম্মান পেয়ে গেল। ♥♥♥♥

" মাতাপিতা মানুষের জীবনে শান্তির ছায়া। " ঠিকই, এতবড় বিশ্বে একমাত্র বাবামাই নিঃস্বার্থ ভাবে যে আশ্রয় বা ছায়া সন্তানকে দান করে তা আর কোথাও মেলেনা। এমন একমুখী পাওয়া যারা হারিয়েছে তারাই কেবল বোঝে এর যন্ত্রণা।
আপনি অবিকল আপনার বাবার মত শুনে ভীষণ খুশি হলাম। আশাকরি আপনার বাবার আদর্শ বা মূল্যবোধ আপনি উত্তারাধিকার সূত্রে পেয়েছেন, যাকে বহন করে এগিয়ে চলুন। ১৯৯৯সালে আঙ্কেল পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু মা এখন আছেন। আপনি মাকে আগলে রাখুন, আর পান এক অনাবিল সুশীতল স্পর্শ । আপনার বাবা বেহেশতবাসী হোন কামনা করি। আর মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা ।

সবশেষে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা প্রিয় মাহমুদভাইকে।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন। শেষের খরবটি জেনে দুঃখ পেলাম। যদিও পৃথিবীর সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হয় !!

মা'কে হারিয়েছি প্রায় ৫ বছর হচ্ছে....

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয়দাদা,

অনেকদিন পরে আপনাকে পেয়ে খুশি হলাম। হ্যাঁ দাদা, মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হয়। মাকে হারিয়েছেন পাঁচ বছর হচ্ছে... । আপনার জন্য সমবেদনা রইল। মায়ের ক্ষত অপূরণীয়। বাবা আছেন বটবৃক্ষের ন্যায় , যার সুশীতল ছায়া বা উষ্ঞ আবেশে পরিতোষ প্রাপ্তি ঘটুক। ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

অফুরান শুভেচ্ছা আপনাকে।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

শিখা রহমান বলেছেন: পদাতিক সুন্দর কবিতা। প্রতিটা ছত্রে বিষন্নতা আর ভালোবাসার ছোঁয়া।

আপনার বাবা মায়ের জন্য দোয়া করছি। নিশ্চয়ই ওনারা আকাশবাড়িতে ভালো আছেন।

ভালো থাকবেন। ভালোবাসায় বেঁচে থাকুন পৃথিবীর সব হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি আপু ভালো আছেন। আপনার আন্তরিক মন্তব্য আমারও হৃদয় ছুঁয়ে গেল। আপনার দোয়া যেন কবুল হয়। ধন্যবাদ আপু আপনাকে । এমন আন্তরিকতাপূর্ণ মন্তব্যে সত্যিই মনটা হাল্কা লাগছে।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপু আপনাকে।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা

হে রাব্বা
আমার পিতামাতাকে রেখো যতনে তেমন
যেমনি যতনে রেখেছে শৈশবে করে আপন
না,না, বরং তারেচও বেশি করো আদর যতন।

কেবল ইয়াতিমই বোঝে ইয়াতিমের যাতনা
নিরাশ্রয় বোঝে আশ্রয়হীনতার জ্বালা

শুভকামনা আপনার পিতা মাতার প্রতি

পোষ্টে ++++++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

কবিরা বোধহয় এমনই হয়, তাঁদের বিচরণ একেবারে হৃদয়ের অন্তস্থলে। আপনার সুন্দর কমেন্টে এক আলোক দ্যুতি দেখলাম।

" রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা

হে রাব্বা
আমার পিতামাতাকে রেখো যতনে তেমন
যেমনি যতনে রেখেছে শৈশব করে আপন
না, না, বরং তারেচও বেশি করো আদর যতন। "

ভীষণ সুন্দর!! একেবারে মন ছুঁয়ে গেল।।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয়কবিভাইকে।


১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: একই সঙ্গে এত্তগুলি প্লাসে দারুণ অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।

হ্যাঁ সহমত যে, নিরাশ্রয় বোঝে আশ্রয়হীনতার জ্বালা ।

শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।


২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি ,





প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এভাবেই বদলে বদলে যাবে চাহিদা । প্রকাশভঙ্গী সুন্দর । জাহিদ অনিক এর কথাই আবারও বলি - সব সময়ে কবিতার বিচার তার ভাব ভাষা ও নৈপুণ্যে বিচার হয় না। সময়ের প্রয়োজনে কিছু কিছু কবিতা সবকিছু ছাপিয়ে যায় ৷


আর ,
আপনার প্রয়াত বাবা-মা যেন স্বর্গপ্রাপ্ত হন এ প্রার্থনা রইলো ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু,

আপনার সুন্দর অবজারভেশনে মুগ্ধতা একরাশ । ধন্যবাদ আপনাকে ।
" প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এভাবেই বদলে বদলে যাবে চাহিদা। " কিমবা, " জাহিদ অনিক এর কথাই আবারও বলি - সব সময়ে কবিতার বিচার তার ভাব ভাষা ও নৈপুন্যে বিচার হয় না। সময়ের প্রয়োজনে কিছু কিছু কবিতা সবকিছু ছাপিয়ে যায়।
"
সত্যি অসাধারণ! কবিকে চেনায় তাঁর মননে, কথায় ; তাঁর রূপেতে নয়। সুন্দর অনুভবে মুগ্ধতা রইল।


আমার বাবামায়ের জন্য আপনার দোয়া যেন কবুল হয়। ধন্যবাদ আপনাকে।


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে ।


২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

কথার ফুলঝুরি! বলেছেন: এত ভালো লাগলো পুরো লেখাটি যে আমি ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো ভাইয়া । হা, সবাই যখন একসময় মা আর বাবা হয় ঠিক তখনই বুঝে মা বাবার জায়গাটি কতখানি কঠিন ।

আপনার বাবা ও মায়ের জন্য শ্রদ্ধাঞ্জলি ।

লেখাটি পড়ে ইমোশনাল হয়ে গেলাম ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের ছোটোবোন,

আপনার হারিয়ে যাওয়ার অনুভূতিতে খুশি হলাম। আমরা অচেনা, অদেখা জায়গায় হারাতে ভয় পায়, সন্দেহ জাগে মনে জীবনে আর বাঁচবো কিনা। কিন্তু কাব্য, কথায় হারিয়ে যাওয়া আমাদের একাগ্রতার পরিচয়। এমন মননের অধিকারীরা প্রশংসনীয় হন সর্বত্র। আপনি এই মন নিয়ে কাব্যের জগতে বিচরণ করুন ন্যটিক্যাল মাইল ধরে।


অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় ছোটোবোনকে।


২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

ঢাবিয়ান বলেছেন: অনেক অনেক ভাল লাগল কবিতা। আপনার পিতা মাতার জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা,

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ঢাবিয়ানভাই। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।

শুভকামনা জানবেন ।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

অরুপম বলেছেন: বাবা না হওয়া পর্যন্ত কেউ বাবার মানসিকতা বোঝেনা। সত্যি খুব ভালো লাগলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ব্লগে আপনার পদার্পণ । সুস্বাগতম আপনাকে । সঙ্গে সুন্দর কমেন্টে প্রীত হলাম। লাইক প্রদানে পেলাম অনুপ্রেরণা। কৃতজ্ঞতা আপনাকে ।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন ।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: একজন বাবা সন্তান, সংসারের জন্য কতটা ডেডিকেটেড; সেটা ছেলেরা সহজে বুঝে না বা বুঝতে চায় না। কিন্তু যখন নিজে বাবা হয় তখন ঠিকি বুঝে সব।
সহজবোধ্য উপস্থাপন।

আপনার বাবা মায়ের জন্য শুভকামনা রইলো। স্রষ্টা যেনো উনাদের ভালো রাখেন; এই কামনা।
আমার বাবা-মা এখনো বেঁচে আছেন। দোয়া করবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জুনায়েদভাই,

আপনার চমৎকার মন্তব্যে প্রীত হলাম। একেবারে ঠিক কথা বলেছেন, বাবা না হলে ছেলেরা বোঝেনা বাবার ডেডিকেশন।
আমার বাবামায়ের জন্য করা আপনার দোয়া যেন কবুল হয়। ধন্যবাদ আপনাকে ।


অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনাকে।


৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: প্রতিমন্তব্যে অকৃত্রিম আবেগ দেখতে পেয়েছি। দোয়া রাখবেন যেনো মাকে আগলে রাখতে পারি। বলেছেন: আপনার চিন্তাশক্তির গভীরতা ও অভিব্যক্তি অত্যন্ত সুন্দর। আপনি এভাবেই এগিয়ে চলুন , কামনা করি। অনুপ্রেরণার জন্যে কৃতজ্ঞতা জানাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় খাইরুলভাই,

প্রতিমন্তব্যে আবার আসাতে ভীষণ খুশি হলাাম। ধন্যবাদ আপনাকে।

অবশ্যই আপনার জন্য দোয়া রইল, ভালো থাকুন ও মাকে ভালো রাখুন। আপনার মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।


অফুরান শুভকামনা ও ভালোবাসা জানবেন ।


৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সোহেলভাই,

আশাকরি কুশলে আছেন। অনেকদিন পরে আপনাকে পেয়ে খুব খুশি হলাম। আপনার ভালো লাগাতে ও লাইক দেওয়াতে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।


শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ওনাদের জন্য শ্রদ্ধা রইলো ।
আপনার জন্য শুভকামনা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,

আশাকরি কুশলে আছেন। আপনার সুন্দর মন্তব্যে ও লাইক প্রদানে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে ।

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় মীমাংসাহীন ঠিক ঠিক কথা গুলই তুলে ধরেছেন । আপনাকে ধন্যবাদ ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দৃষ্টিসীমানা ভাই / আপু,

আমার কোনও পোস্টে আপনার প্রথম কমেন্ট । সুস্বাগতম আপনাকে ।

পাশাপাশি সুন্দর মন্তব্য ও লাইক প্রদানে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।


অনিঃশেষ শুভকামনা আপনাকে ।


৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

তারেক ফাহিম বলেছেন: কবিতার অনেক গভিরতা।

সবার বাবা-মা ভালো থাকুক।
প্রতিত্ত্যরগুলোতে অনেকটা আবেগ লক্ষ্য করছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ফাহিমভাই,

বেশ কিছুদিন পরে আপনাকে পেয়ে আনন্দ পেলাম। চমৎকার মন্তব্য ও লাইক প্রদানে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন ।

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

পদ্মপুকুর বলেছেন: ঘুমাতে যাবার আগে এই ছড়াটা পড়ে মনটা বিষণ্নতায় ভরে গেলো। আসলে এ এমন এক কষ্ট, যা কোনভাবেই অন্য কেউ বুঝবে না। আমি হয়তো আহা উহু করতে পারি, কিন্তু সত্যিকার কষ্টটা আপনিই বুঝবেন।

পাঁচ ছয় মাস আগে আমার খুব কাছের এক বন্ধুর মা মারা যান এবং সেই শোক সইতে না পেরে ২০ দিন পর তার বাবাও পৃথিবী ছেড়ে চলে যান। আমি সে সময় অনেকবার কথা বলেছি আমার বন্ধুটির সাথে। তার কষ্ট অনুভব করতে চেষ্টা করেছি, কিন্তু ওই পর্যন্তই। চেষ্টা করা যায় কিন্তু অনুভব করা যায় না।

উপরে জাহিদ অনিক বলেছেন: আহা! সব সময়ে কবিতার বিচার তার ভাব ভাষা ও নৈপুণ্যে বিচার হয় না। সময়ের প্রয়োজনে কিছু কিছু কবিতা সবকিছু ছাপিয়ে যায়৷
আপনার আবেগ ও অনুভূতির স্তর-জায়গটা আমি বুঝতে পারছি। পারছি বলেই আবার এসেছি মন্তব্য করতে। আপনি পিতামাতা হারিয়েছেন ঠিকই কিন্তু ব্লগে আমরাও আপনার পরিবারের মতই। তাই, আবারও বলি ভালো থাকুন সবাইকে নিয়ে।


আমিও তাই বলছি। তাছাড়া, পিতা-মাতার প্রতি ভক্তি দেখে ওঁরা নিশ্চয় সন্তানের জন্যে গর্বিত হচ্ছেন।

ভালো থাকুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় পদ্ম পুকুরভাই,

আপনার চমৎকার মন্তব্যে প্রীত হলাম। আপনার সঙ্গে সহমত যে স্বজন হারানোর ব্যাথা সেজনই কেবল বোঝে যার হারিয়েছে।

আপনার ক্লোজ ফ্রেন্ডের মা গত হওয়ার কারনে যে কষ্ট অনুভবের চেষ্টা করেছেন, কিন্তু তার বেশি কিছু উপলব্ধি সম্ভব নয়। এটা মানুষ মাত্রেই এমনটি হয়। আমার কেউ এ নিয়মের বাইরে নই।

আপনি কবিবর জাহিদ অনিকের কথার সুরে যে কথা বললেন, তার জন্য আবারও ধন্যবাদ আপনাকে। আসলে ব্লগে এটাই আমাদের বড় প্রাপ্তি । আমারা কেউ কাউকে চোখে দেখিনি অথচ কতইনা চেনা, কতইনা পরিচিত । আমরা এ পরিবারের সভ্য হয়েই কাটাতে চাই।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে ।


১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় পদ্ম পুকুরভাই,

পোস্টটির লাইক প্রদানে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা আপনাকে ।


শুভেচ্ছা,অফুরান।


৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

অচেনা হৃদি বলেছেন: অনেক ভাললেগেছে, হৃদয় ছোঁয়ার মত যথেষ্ট!

আপনার বাবা মা জান্নাতবাসি হোক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো অবশেষে আমার বোনকে দেখা পেলাম। সঙ্গে হৃদয় ছোঁয়ার কিয়দংশ থাকায় পুলকিত হলাম। ধন্যবাদ বোনকে।

আপনার দোয়া যেন কবুল হয়, কামনা করি।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে ।


৩৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

চঞ্চল হরিণী বলেছেন: বাবাকে নিয়ে আবেগাপ্লুত কবিতা। সবাই এই কবিতায় ব্যক্ত গভীর অনুভূতির কথা মন্তব্যে জানিয়ে গেছেন। মনটা ভারাক্রান্ত হয়ে গেছে আমারও। বয়স হওয়ার কারণে আমার বাবার স্বাস্থ্য বিশেষ ভালো নেই। ভীষণ ভালোবাসি বাবাকে। আপনার অনুভূতিটা ঠিক আপনার মতই উপলব্ধ না হলেও আঁচ তো করতে পারি। বাবার অনেক কষ্ট এখনো দেখছি। ইচ্ছে করে কিনে দেয় না এমন অনুভূতি আমার মায়ের সাথে হতো বেশি। অনেক শ্রদ্ধা রইলো আপনার বাবা-মায়ের জন্য। তাঁরা পরপারে ভালো থাকুন। আর আপনার ও সন্তানদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। এই ব্লগ আসলেই একটা পরিবারের মত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়াপু,

মন্তব্য যদি প্রিয়তে রাখা যেত তাহলে আজকে আপনার মন্তব্যটিকে আমি সেই সম্মান দিতাম। অত্যন্ত সুন্দর আবেগময় কমেন্ট অন্তর ছুঁয়ে গেল। আপনার বাবার বয়সের কারনে স্বাস্থ্য বিশেষ ভালো নেই, আপনি বিষয়টা অবগত জেনেও বলছি, আরও একটু সজাগ হোন ওনার খাওয়া- দাওয়া, মানসিক সুখানুভূতির প্রতি। বাকিটা উপরওয়ালা দেখবেন। বাবামা উভয়েরই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

আপনার মায়ের প্রতি অভিজ্ঞতাটি বেশ ভালো লাগলো। আমার শ্রীমান ওর মায়ের কাছে চিপস্ / ফুঁচকা / খেলনা প্রভৃতির বায়না করে এবং যথারীতি পেয়েও যায়। আমার প্রতি ওর ধারনা, পাপা কোনও হাবিজাবি জিনিস দেবেনা, শুধু খাবার খাওয়ার কথা বলবে।
বাস্তবে আমি করিও সেটাই, আমি ওকে খাবার ভিন্ন অন্যকিছু কিনে দিইনা। জানিনা ও একসময় বড় হয়ে আপনার মত ওর পাপার নামে এমন কথা বলবে।

তবে আপু বাবামায়ের একজন একটু খোলা হাতের হলে অপরজনকে একটু টাইট হাতের হওয়াটা প্রথম থেকেই বোধহয় দরকার।



অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয় আপুকে।


৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫

ভাইয়ু বলেছেন: অসাধারন +++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো আমার ছোট্ট ভাইকে পেলাম। পেলাম আনন্দও। ছোট্ট কথার চমৎকার মন্তব্য ও লাইক প্রদানে অনেক অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ জানাই ।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় ছোটভাইকে।


৪০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাবা-মা হারানোর জন্য দুঃখ প্রকাশ করছি।
আপনার বাবা-মা যেনো পরলোকে শান্তিতে থাকে সেই কামনা করছি।
আমার বাবা মা অনেক দিন পূর্বে পরলোকে গিয়েছেন তাই বেদনাটা আমাকে র্স্পশ করে ।
আপনার পিতা মাতার জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল,

লেখাটি খুব ভাল হয়েছে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় শঙ্খচিলভাই,

আপনার চমৎকার মন্তব্যে প্রীত হলাম। মনে হল যেন একেবারে অন্তর থেকে কথাগুলি বলেছেন।
আপনার দোয়া যেন কবুল হয়।

পাশাপাশি একটি বিষয় লক্ষ্য করেছি, আপনার কমেন্ট করার স্টাইলটা ইউনিক। প্রত্যেকের পোস্টে মাঝখান থেকে একটি লম্বা দাগ দিয়ে কমেন্টটিকে বেশ দৃষ্টি নন্দন করে তোলেন। এই ধারা বজায় রাখুন কামনা করি।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে ।


৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ধন্যবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় শঙ্খচিলভাই,

একরাশ মুগ্ধতা আপনাকে ।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন ।

৪২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কবিতা। এক গুচ্ছ কবিতা।
পড়ে ভালো লাগলো। তবে একটা মনে হয় ছড়া।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদভাই,

বিলম্বিত হলেও আপনার আগমনে আনন্দিত হলাম। তবে কবিতা ঠিক নয়, পিতৃস্মরণে স্মৃতিচারণ মূলক ছড়া। আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম।

শুভকামনা জানবেন।

৪৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

মাহের ইসলাম বলেছেন: আল্লাহ উনাদের বেহেশত নসীব করুন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় মাহেরভাই,


আপনার দোয়া যেন উপরওয়ালা কবুল করেন। কৃতজ্ঞতা জানাই আপনাকে।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন।


৪৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার, খুবই ভালো লাগল। ধন্যবাদ পদাতিক দা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় প্রামানিকভাই,

আপনার এমন মন্তব্যে খুশি হলাম ও অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।


শুভকামনা ও বিমুগ্ধ ভালোবাসা জানবেন ।



৪৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

নজসু বলেছেন: ছন্দে ছন্দে দারুণ লাগছিলো। শেষে এসে মনটা বিষাদে ছেঁয়ে গেলো। আপনার বাবার আত্মার শান্তি কামনা করছি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে আমার পোস্টে স্বাগত। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। বাবামায়ের জন্য দোয়া করায় কৃতজ্ঞতা জানাই ।


শুভকামনা ও ভালোবাসা আপনাকে।

৪৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

আখেনাটেন বলেছেন: পদাতিক দা আপনি তো চমৎকার ছড়া কবিতাও লিখতে পারেন।

যদিও এই লেখাতে একটি মনখারাপের দিক রয়েছে।

জীবন মাত্রই চাওয়া-পাওয়ার হাহাকার কিংবা ছোট ছোট দুঃখ-অানন্দ নিয়ে বেঁচে থাকা। কী চমৎকার করেই না সেটা ফুটে তুলেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল সুপিয় ফ্যারাওভাই,

আশাকরি ভালো আছেন। অনেকদিন পরে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। জীবনের প্রথম ছড়া, বিশেষ একটি মুহূর্তে বাবার স্মৃতিচারণে লেখা। এগুলি প্রত্যেক সন্তানের মানসপটে লালিত বলে আমি মনে করি। বাবামায়ের শাশন বা ভালোবাসা পৃথিবীর সবস্থানে একই তার বর্ণ বা চরিত্র । সন্তান সেটাকে যেভাবে চিত্রায়িত করে আরকি। আমি আমার মনের ছবিটি তুলে ধরার চেষ্টা করেছি।

আপনার সুন্দর আবেগময়ী কমেন্টটি হৃদয়ের অন্তস্থলে পৌঁছে গেল। সঙ্গে পোস্টটিকে লাইক করায় অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।


অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে ।


৪৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

শাহিন বিন রফিক বলেছেন:




পিতা-মাতার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিনভাই,

একেবারে ঠিক কথা বলেছেন। বাবামা জীবনে বটবৃক্ষের ন্যায়। যে হারিয়েছে সে জানে এর বেদনা । তবে পৃথিবীতে এমন কোনও সম্পদ নেই যা হারলে আবার পাবার সম্ভাবনা নেই। সেদিক থেকে বাবামাকে বরং হারলে এ সম্পদ বাকি জীবনে আর ফেরৎ পাবার নয়।

অনেক বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে।


৪৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

শায়মা বলেছেন: ছড়া হোক কবিতা হোক অনেক ভালো লাগা ভাইয়া।


বাবা মা ভালো থাকুন সেই না ফেরার দেশে। তোমাদের জন্য ভালোবাসা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনার আগমনে আনন্দিত হলাম। সুন্দর আন্তরিকতাপূর্ণ কমেন্টে ও পোস্টটির লাইকে অনুপ্রেরণা পেলাম। এমন আন্তরিক কমেন্টের জন্য প্রিয় আপুর পথপানে চাতকের চেয়ে থাকা। কৃতজ্ঞতা জানাই আপুকে।

বাবামায়ের জন্য দোয়া করেছেন জেনে অনিঃশেষ ধন্যবাদ আপনাকে।


অনন্ত শুভকামনা ও বিমুগ্ধ ভালোবাসা আপুকে।


৪৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: ভাইয়া আমি ইদানিং একটু বেশি বিজি হয়ে গেছি নয়তো এত পথ চেয়ে থাকতেই হত না কাউকেই! :(

ব্যস্ততা কমাবার চেষ্টা করছি..... পারছি না .....

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: আবার আসাতে আরও আনন্দ পেলাম আপু। মাঝে মাঝে আমাদের ব্যস্ততা সত্যই সবকিছু তালগোল পাকিয়ে দেয়। যদিও কিছুদিন পরে আবার সব ঠিক হয়ে যায়। আপনার ব্যস্ততার দ্রুত অবসান হোক বা স্বাভাবিক জীবনে ফিরে আসুন কামনা করি।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা আপুকে।

৫০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ভাইয়ু বলেছেন: আমারে পাবেন নাতো কারে পাবেন? এখন ব্লগে আসা-ই হয় আপনাদের জন্য...

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,

হ্যাঁ, এই স্পিরিটটা যেন থাকে। সময় সুযোগ পেলে ব্লগে আসা চাই ।

অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় ছোটোভাইকে।


৫১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

শামচুল হক বলেছেন: আপনার পিতা মাতার স্মরণে অনেক সুন্দর লেখা। খুবই ভালো লাগল। ধন্যবাদ পদাতিক দা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় শামচুলভাই,

আপনার আগমনে আনন্দিত হলাম। আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ আপনাকে ।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন ।


৫২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সহানুভূতির সাথে পড়ছি।
আপনি খুব সুন্দর লিখেছেন।
আমার ব্লগ বাড়িতে একবার বেড়াতে আসুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ফিরোজভাই,

আমি ইতিপূর্বে আপনার ব্লগে ঘুরে এসেছি। অনেকগুলি কমেন্ট রেখে এসেছি। আশাকরি আপনি সময়মত উত্তর দেবেন। আপনার লেখার হাত বেশ ভালো। আরও লিখুন ও অন্যের পোস্টে সুন্দর কমেন্ট করুন। আশাকরি দ্রুত সেফ হবেন।


অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইল।



৫৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

নজসু বলেছেন: আপনার নতুন লেখা পাবার অপেক্ষা করছি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। তবে আরও দু - তিনদিন সময় লাগবে। আশাকরি আপনাদের সহযোগিতা পাবো।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন।

৫৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমরা যতই চেষ্টা করিনা কেন প্রিয়জনদের কে জোরপূর্বক রেখে দিতে পারবো না। আমাদের সবাইকেই একদিন না একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে। এ চিন্তা মাথায় রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আপনার বাবা-মা কে আল্লাহ্‌ তায়ালা বেহেশতে নসীব করুন। আমিন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ব্লগে আপনার প্রথম কমেন্ট। সুস্বাগতম আপু। আপনার সুন্দর কমেন্টে প্রীত হলাম। ধন্যবাদ আপনাকে।

মাবাবার জন্য দোয়া করেছেন জেনে খুশি হলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকে।



৫৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ স্যার। শুভরাত্রি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকালআপু,

দেখতে দেখতে ব্লগে আপনার বেশ অনেকদিন কেটে গেছে। আপনার পোস্টগুলিও বেশ সুন্দর । সর্বশেষ পোস্টটি বা কবিতাটি আমার ভীষণ ভালো লোগেছে। পাশাপাশি দেখছি বিভিন্ন পোস্টে আপনার সুন্দর সুন্দর কমেন্ট । তবে একটা অনুরোধ করবো, ব্লগে বেশ কিছু সিনিয়র ও গুনিজনকে স্যার সম্বোধন করুন। সেটা ওনাদের পোস্ট ও অন্যদের সম্বোধন দেখে বুঝতে পারবেন। তবে আমার মত ক্ষুদ্র ব্লগারকে নিশ্চিন্তে ভাই বা দাদা বললেই খুশি হবো।

ব্লগে আমার অনেক ছোটোভাই ও ছোটোবোন আছে, লিস্টে আপনাকেও যোগ করে নিলাম।

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয়বোনকে।


৫৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



বাবা আমাদের জীবনের আশ্রয়! কবিতা খুব ভাল লেগেছে! শুভেচ্ছা রইল!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয়কবিভাই,

বেশকিছু দিন ব্যস্ততার কারনে ব্লগে না আসতে পারায় আমরা আপনাকে প্রচন্ড মিস করেছি। গতকাল আপনার কবিতাটি দেখে আশ্বস্ত হলাম যে যাক আপাতত কবিভাই চাপমুক্ত । আর ঠিক আজ সকালে আমার পোস্টে আপনার আগমন যেন মনে রিনঝিন করে উঠলো। আসলে কিছু কিছু মানুষের উপস্থিতি মনে মুগ্ধতা এনে দেয়।

বাবামা আমাদের জীবনের আশ্রয়। যাদের জীবনে এই আশ্রয় আছে তাঁদেরকে শ্রদ্ধা ও সম্মান জানাই। আর আমার মত যারা নিরাশ্রয়, স্মৃতিচারণই আমাদের আশ্রয়।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয়কবিভাইকে।


৫৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

তারেক সিফাত বলেছেন: মা-বাবা থাকার মর্ম আমরা অনেক সময় মা-বাবা বেঁচে থাকার সময় বুঝতে পারি না। যখন থাকেন না তখন বুঝা যায় আর যার নাই সে বুঝতে পারে। অন্যরা কখনোই বুঝবে না।

কবিতাটা ভালো লেগেছে।

আল্লাহ আপনার মা-বাবাকে জান্নাত দান করুক এই দোয়া করি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সিফাতভাই,

আপনার আগমনে আনন্দ পেলাম। সুন্দর মন্তব্য প্রীত হলাম। আপনার উপলব্ধিটি প্রশংসনীয়। সঙ্গে লাইক দেওয়াতে অনুপ্রাণীত হলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।

বাবামায়ের জন্য দোয়া করেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন।


৫৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

সূর্যালোক । বলেছেন: ভালো কবিতা । ছড়ার ভিতর লুকিয়ে আছে অনেক কিছু।১৮ নং এ লাইক ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় সূর্যালোকভাই,

আপনার পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি যে ছড়াটির লেখার মুখ্য উদ্দেশ্য বুঝতে পেরেছেন তাতে আবারও ধন্যবাদ। ১৮ নং কমেন্ট সত্যই বিমুগ্ধ স্মৃতিচারণ, লাইক পাওয়ারই যোগ্য। বেলা শেষে আমাদের বাবামায়েদের একটু উষ্ঞতা হলেই চলবে। আমাদের কামনা সেটাই।

শুভকামনা ও ভালোবাসা আপনাকে।

৫৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মুগ্ধ হয়েছি।
অসাধারণ লিখেছেন।
শুভ কামনা অনাগত আগামীর।
ভাল থাকবেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাবুভাই,

খুব ভালো লাগলো যে আপনি প্রথম পরিচয়েই চলে এলেন। এভাবে আপনার ব্লগিং স্পিরিট চলতে থাকুক। পাশাপাশি আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ আপনাকে ।

অনেক শুভকামনা ও ভালোবাসা নিয়েন ।

৬০| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫

হাবিব বলেছেন:




বাবারা কেন কেন চলে যায়-
মায়েরা কেন আড়াল হয়?
বিধাতার কাছে কিসের অভাব আছে-

কেমনে সহিবো সে কষ্ট তার
মনের মাঝে অনিশ্চিতের
সুরটা কেন বাজে?

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার আপনার আগমনে মুগ্ধতা ।
অত্যন্ত সুন্দরভাবে কাব্যিকারে আপনি অনুভূতিগুলি প্রকাশ করেন। সামুর পাতা ভরে উঠুক আপনার বিচরণে। পোস্টে সুমন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ স্যার আপনাকে ।


শুভকামনা জানবেন ।


৬১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

মাহবুবুল আজাদ বলেছেন: মা বাবা নিয়ে যখন কোন লেখা চোখে পরে, তখন বুকের ভেতর কোথায় যেন সব দুমড়ে মুচড়ে যায়।
বাবা মা হীন পৃথিবীটা কেমন জানি এক অসহায় বিরানভূমি। প্রতি মুহূর্তে সে অনুভূতি ই বয়ে চলি।
লেখায় আন্তরিক ভাল লাগা।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে অত্যন্ত সুখানুভূতি হলো । ঠিকই বলেছেন বাবামাহিন পৃথিবীটা বড্ড অসহায় বিরানভূমি । বাকি জীবন ও আমার স্মৃতি আমাদের প্রধান অবলম্বন । আপনার লেখা টি ভালো লাগায় খুশি হলাম ।

অফুরান শুভকামনা আপনাকে ।

৬২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

আরোহী আশা বলেছেন: আহা কতো বাস্তব কবিতা। জীবনের মতোই সাজানো যেন। প্রতি স্তবকে স্তবকে তার পদচিহ্ন।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোন পোস্টে আপনার প্রথম কমেন্ট । সু স্বাগতম আপনাকে । পাশাপাশি অন্য পোস্টগুলোও পড়া অনুরোধ করবো ।

শুভকামনা জানবেন ।

৬৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

আরোহী আশা বলেছেন: কবিতা পড়তে বেশি ভালো লাগে, তাই প্রথমে কবিতাটাই পড়লাম।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

অফুরান শুভেচ্ছা রইল ।

৬৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

ওয়াহেদ সবুজ বলেছেন: ভালো লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সবুজভাই ,

আমার কোন পোস্টে আপনার প্রথম মন্তব্য । সু স্বাগতম আপনাকে । পোস্টটি ভালো লাগাতে ও লাইক প্রদান করাতে অনেক অনেক অনুপ্রেরণা পেলাম । কৃতজ্ঞতা জানাই আপনাকে।

এই মুহূর্তে আমার মরীচিকা' নামে একটি সিরিজ চলছে। মরীচিকাতে আপনার আমন্ত্রণ থাকলো।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

৬৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

আরোগ্য বলেছেন: এটা কিন্তু ঠিক না। পরিচয় যা ই হোক তুমি আমাদের বাসায় সাদরে আমন্ত্রণ। এখন বলো আমার কি করা উচিত।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত যে অবস্থায় আছে সেই অবস্থায় থাক। 2019 এর 21 শে ডিসেম্বরে যদি আবার একটি ব্লগ ডে হয় তাহলে সেখানে নিজেকে প্রকাশ করবে , সঠিক পরিচয় তুলে ধরতে। কাজেই ব্লগের জন্য সারপ্রাইজটি সেদিনের জন্য তোলা রইলো।

অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার ছোট্ট ভাইটিকে। হা হা হা .....

৬৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনার মরহুম মা বাবার জন্য প্রার্থনা ও শুভকামনা।
ছড়াটি অন্তর স্পর্শ করে গেল! তাই ২৮তম প্লাস দিয়ে গেলাম।
ওমেরা, বাকপ্রবাস, ঠাকুরমাহমুদ, পদ্ম পুকুর, শায়মা, সূর্যালোক প্রমুখের আন্তরিকতাপূর্ণ মন্তব্যগুলোও ভাল লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

আপনার কমেন্ট মানে আমার কাছে এক ঝলক নির্মল বাতাস। বরাবরের মতই পোস্ট ও কমেন্ট পাঠ এবং সুন্দর মন্তব্যে মুগ্ধতা।
সঙ্গে 28 তম লাইক প্রদান করে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানাই।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।



৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

আরোগ্য বলেছেন: যার মা বাবা নেই কেবল সেই বুঝতে পারে তাদের হারানোর বেদনা কত বেশি। তারিখটা মনে ছিল তাই মন্তব্যে আসা।
বাড়ির কাজ কতটুকু? সেদিন মেইল কি পেয়েছিলে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আরোগ্য,


ঠিকই বলেছ, যার বাবা মা নাই সেই কেবল বুঝতে পারে বাবা-মায়ের অভাবটা। পুরানো পোস্ট; তারিখ মনে করে মন্তব্য করে যাওয়ার জন্য পুলকিত হলাম। ধন্যবাদ জানাই তোমাকে। বাবা-মায়ের বাৎসরিকের জন্য আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম। বাড়ির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামীকাল টাইবিম ঢালাইয়ের কাজ আছে। আপাতত এসবের জন্য ব্লগে ঢোকার সুযোগ একেবারেই পাচ্ছিনা।
হ্যাঁ সেদিন মেল পেয়েছিলাম। কিন্তু তোমার নামে সার্চ করে বহু ওই নামের একাউন্ট হোল্ডারের সন্ধান পেলেও তোমাকে কিছুতেই খুঁজে পাইনি। কি আর করার।
আশা করি বাড়ির সকলে ভালো আছে।

শুভকামনা ও ভালোবাসা জানবে।

৬৮| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

ইসিয়াক বলেছেন: দাদা আপনার এ কবিতা যখন লেখা তখন আমার জন্মই হয়নি !!!
কবিতা মন ছুঁয়ে গেছে।
আপনার বাবা মা'র জন্য শ্রদ্ধা।

আপনার আগামী দিনগুলো অনেক অনেক ভালো কাটুক।
শুভকামনা রইলো।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ইসিয়াকভাই,

ঠিকই বলেছেন কবিতা যখন লেখা তখন আপনার ব্লগে জন্ম হয়নি।সেদিক থেকে অপেক্ষাকৃত কম ব্লগিং জীবনে নিজেকে যথেষ্ট গুছিয়ে নিয়েছেন। কবিতা ভাল লেগেছে জেনে আনন্দ পেলাম। আপনার সুন্দর অকৃত্রিম কামনায় একরাশ ভালোবাসা ও মুগ্ধতা।
অফুরান শুভেচ্ছা আপনাকেও।

৬৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

নার্গিস জামান বলেছেন: ভিষণ ভালো :)

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোন পোস্টে আপনার প্রথম মন্তব্য। সু স্বাগতম আপনাকে। যদিও দেখলাম আপনি এখনো কোন পোস্ট দেন নি। আশা করি খুব শিগগিরই পোস্ট দেবেন। তবে ইতিমধ্যে প্রচুর পোস্টে মন্তব্য করে আপনি একজন সক্রিয় ব্লগারের ছাপ রেখেছেন। আপনার বর্ণময় ব্লগিং জীবনের সাফল্য কামনা করি।

পোস্টটি ভাল লেগেছে ও লাইক করাতে অনুপ্রাণিত হলাম; কৃতজ্ঞতা জানবেন।

অফুরান শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.