নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।
ঝিম ঝিম বৃষ্টি পড়ছে আকাশ থেকে,
আকাশটা ঢাকা আছে কালো মেঘে।
রোদ লুকিয়ে গেছে যেন কালোমেঘের তলায়,
ঝিম ঝিম বৃষ্টি পড়ছে গাছের পাতায়।
বৃষ্টি থেকে আসলো মারাত্মক ঝড়,
ঝড় এসে উল্টে দিল গাছপালা পরপর।
সাবধান! ঝড়ের সময় কেউ বাইরে বের হয়ো না যেনো,
কারণ ঝড় তোমাকে নিয়ে যাবে কতদূর জানো। (০১-০৭-১৯)
-কবি শ্রন্থন চৌধুরী
পাদটীকা:-কবিতাটি আমার শ্রীমান সুন্দরের। চতুর্থ শ্রেণীতে পড়ে। মূল কবিতাটি স্ক্রিনশটে দেওয়া হল। আমি শুধুমাত্র বানান সংশোধন করে পোস্ট আকারে দিয়েছি মাত্র। বিগত কয়েকদিন থেকে বায়না ধরেছিল পাপার ব্লগে কবিতা পোস্ট করবে। আজ ওর প্রথম স্বপ্নপূরণ হওয়াতে দারুণ আনন্দিত। নিজের কবিতা পোস্ট আকারে দেখে অভিভূত হয়ে পোস্টের দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল। উল্লেখ্য এরকম গোটা দশেক কবিতা শ্রীমান ইতিমধ্যে লিখে ফেলেছে। কবিতাটি ভালো মন্দ যাই হোক তার শতভাগ কৃতিত্ব কবির নিজের প্রাপ্য। পাঠকবৃন্দকে বাবার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা প্রিয় ইসিয়াক ভাই প্রথম প্রতিমন্তব্যটি ও দিচ্ছে। বাকিগুলির প্রতিমন্তব্য আমাকেই দিতে হবে। ওপাশে বসে জানালো,
"আঙ্কেল এখন আমার অনেক কয়টা কবিতা মাথায় আছে। আটটা দিনে আমি আটটা কবিতা বলবো। এসব হাবিজাবি কবিতা আমি লিখবো।"
হাহাহাহাহাহাহাহা.... বুঝতে পারছেন কবি আর সময় দিতে চাইছি না।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪১
ইসিয়াক বলেছেন: কবিতায় দারুণ একটা massage আছে।
Excellent
++++
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: কি জানি আপনি কি মেসেজ পেয়েছেন। হাহাহাহা...
আপনার এক্সেলেন্ট দেওয়া দেখে ওর আনন্দ শত গুণ বৃদ্ধি পেল। আবারো ধন্যবাদ জানাই আপনাকে।
আপনাকেও অফুরান শুভেচ্ছা রইলো প্রিয় ইসিয়াক ভাই।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
ইসিয়াক বলেছেন: কবি শ্রন্থন চৌধুরী এগিয়ে যাও
আমরা আছি তোমার সাথে ।
শুভরাত্রি
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: ওর কথায়,
-পাপা তুমি আঙ্কেলকে ধন্যবাদ জানিয়ে দাও।
আমি ওর নির্দেশ পালন করছি মাত্র।
শুভরাত্রি ।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০০
ইসিয়াক বলেছেন: প্রিয় কবি শ্রন্থন ,
আমি তোমাকে মন থেকে আর্শিবাদ করছি ।
একদিন তুমি নিশ্চয় অনেক বড় কবি হবে । হবেই
ভগবান তোমার মঙ্গল করুন ।
কবিতা লেখার পাশাপাশি পড়াশোনাটা গভীর মনোযোগের সাথে করতে হবে ।
অনেক বড় হও । বাবা মায়ের মুখ উজ্জ্বল করো এই প্রার্থনা করি ।
শুভরাত্রি
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: আঙ্কেল পাপা আমাকে বলতে বলছে তোমার প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ জানাই। আসলে আমি ঠিক বুঝতে পারছিনা যে কি বলবো। আমার সালাম রইলো।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
অনেক ভালোবাসা ও দোয়া।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ প্রিয় ছোট ভাইকে।
বাবার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১২
আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরী,
রিম ঝিম ঝিম বৃষ্টির মতো এক বালক কবির আগমনের বার্তা ভেসে এলো। সে বৃষ্টি আমাদের ভিজিয়ে দিয়ে যাক অনুক্ষন।
শ্রন্থনকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় জী এস ভাই,
আপনার আশীর্বাদ সূচক কমেন্টে মুগ্ধ হলাম। আপনাদের দোয়া নিয়ে যেন বালক কবি একদিন সত্যই সকলকে বৃষ্টিস্নাত করতে পারে।
বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন।
শুভেচ্ছা নিয়েন।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৬
আরোগ্য বলেছেন: ছোট্ট কবি শ্রন্থন চৌধুরীকে সামুতে স্বাগতম। অভিনন্দন বাবার চেয়ে ভালো কবিতা লিখার জন্য। খুব ভালো হয়েছে বাবা। তোমার যাত্রা সাহিত্যে ও সামুতে সুগম হোক এই কামনা করি।
অনেক শুভকামনা গ্রহণ করো। শুভ রাত্রি। তোমার মঙ্গল কামনায় আরোগ্য।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আরোগ্য,
যথার্থই বলেছো যে ছোট্ট কবি শ্রন্থনকে সামুতে সুস্বাগতম। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, ওর কবিতা লেখার প্রতি একটু ঝোঁক আছে। কিন্তু সমস্যা হয় সন্ধেবেলা পড়তে বসে যখন কবিতা লেখার কথা বলে তখন আর প্রশ্রয় দিতে পারি না। হাহাহাহাহা.... তোমাদের সবারই কমেন্ট আমি ইতিমধ্যে ওকে পড়িয়ে শুনিয়েছি। তবে প্রতিমন্তব্য লেখার দায়িত্বটি আমাকেই নিতে হল। বেশি আগ্রহ দেখালে পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ কবিতা নিয়ে পড়ে থাকবে।
ওর হয়ে আমি শুভকামনা গ্রহণ করলাম। আবারো ধন্যবাদ জানাই তোমাকে।
বাবার পক্ষ থেকে তোমাকেও রইলো অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আগামী দিনের কবির জন্য শুভাশিস রইলো!
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য। যদিও মন্তব্যটি আবার আমার নিজের কোন পোস্টে নয় ; পুত্রের। বাবার পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম এবং এমন আন্তরিক শুভাশিস জ্ঞাপনে ধন্যবাদ জানাই।
অফুরান শুভেচ্ছা জানবেন।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৫
ল বলেছেন: ছেলের কবিমনের প্রতি রইলো মমত্ববোধ ও ভালোবাসা।।।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ কবি ভাই। আমার মমত্ববোধ ও ভালোবাসা নিয়ে আঙ্কেলকে যথার্থ অনুসরণ করে ভাতিজা যেন একসময় বাস্তবে পৌঁছে যায় ডটকমের জগতে।
শুভকামনা জানবেন।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪৪
উম্মে সায়মা বলেছেন: বাহ। শুভ কামনা রইল আপনার ছেলের জন্য। অনেক বড় হোক জীবনে....
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভীষণ খুশি হয়েছি আপু। মরীচিকার 10 নম্বর পর্বে আপনাকে শেষবারের মতো পেয়েছিলাম। তারপর দীর্ঘদিন আপনার মূল্যবান মন্তব্য থেকে আমি বঞ্চিত হয়েছি। আপনার দোয়া যেন সার্থক প্রতিফলিত হয়। ধন্যবাদ আপনাকে।
নিরন্তর শুভকামনা আপনাকেও।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৫
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: কি জানি আপনি কি মেসেজ পেয়েছেন। হাহাহাহা...
আপনার এক্সেলেন্ট দেওয়া দেখে ওর আনন্দ শত গুণ বৃদ্ধি পেল। আবারো ধন্যবাদ জানাই আপনাকে।
আবারো এলাম ফিরে । massage হলো ঝড় বৃষ্টিতে বাইরে গেলে অনেক সময় গাছের ডাল বা ফল পড়ে ক্ষতি হতে পারে ।
বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগতে পারে ।অসুখ করতে পারে । হা হা হা......।
"বৃষ্টি থেকে আসলো মারাত্নক ঝড়
ঝড় এসে উল্টে দিলো গাছপালা পর পর।
সাবধান ঝড়ের সময় কেউ বাইরে বের হয়ো না যেনো ।
কারণ ঝড় তোমাকে নিয়ে যাবে কতদূর জানো ।"
-কবি শ্রন্থন চৌধুরী
প্রিয় দাদা শিশুদের আমি অতি পছন্দ করি। শিশুরা হয় নিষ্পাপ । শিশুদের জাগতিক চাওয়া পাওয়া থাকে সরলতায় সীমাবদ্ধ।
আমি বেশির ভাগ সময় শিশুদের সাথে থাকতে ও খেলতে পছন্দ করি ।
শুভসকাল
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ইসিয়াক ভাই,
আবার মন্তব্য আসাতে অত্যন্ত আনন্দ পেলাম। আপনার কবিতা থেকেই ইতিপূর্বে আপনার পরিচয় পেয়েছি যে আপনি কতটা শিশু প্রেমী। বর্তমান কমেন্টে তারই যথার্থ প্রতিফলন ঘটেছে। এমন একজন নির্মল হৃদয়ের মানুষ আজীবন এমন মনোভাব নিয়েই বেঁচে থাকুন।
বাবুর কথা,
-পাপা আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দাও।
হাহাহা আমি শ্রীমানের নির্দেশ পালন করলাম।
আমার পক্ষ থেকেও আপনার জন্য রইলো অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪
নীল আকাশ বলেছেন: বাপ কা বেটা!
সমস্যা হলো বাপ তো কবি না!
তাহলে ছেলে এককাঠি বেশি!
ছেলেকে বেশি বেশি বাংলা বই পড়তে দিন।
যত পড়বে ততই নতুন নতুন শিখবে।
দারুন একজন কবির প্রত্যাশায়...।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,
হাহাহা কি যে বলেন!!
তবে ছেলেকে কবি হতে দিলে সমস্যা অন্য জায়গায়। সকালে ওর স্কুল, আর সন্ধ্যেবেলায় যদি কবিতা লেখে তাহলে আর যাই হোক পড়াশোনা লাটে উঠতে বাধ্য। হাহা হা...
আপনার সুন্দর সাজেশনের জন্য ধন্যবাদ। চেষ্টা করছি ওকে বেশি বেশি বাংলা পড়ানোর। শুকতারা (মাসিক শিশুসাহিত্য) বাড়িতে রাখি। সময় মতো ও উল্টেপাল্টে দেখে। এছাড়া বাংলা পেপার মাঝে মাঝে ওর কাছ থেকে পড়িয়ে নেই। আপনার দোয়া যেন কবুল হয়। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
অফুরান শুভেচ্ছা জানবেন।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ খুব চমৎকার এই বয়সে এত গুন, মাশাআল্লাহ ।
বড় হয়ে বাবার মতই হবে বোঝা যাচ্ছে
আমাদের আদরের ক্ষুদে কবির জন্য ভালোবাসা ও অনেক শুভকামনা ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে বোনকে পেলাম। আশা করি ভাল আছেন। আন্টির এমন আন্তরিক মন্তব্যে বাবু ভীষণ খুশি হয়েছে। ওর কথায়,
-পাপা আন্টিকে আমার হয়ে ধন্যবাদ জানিয়ে দাও।
কাজেই আমি নির্দেশ পালন করলাম। হাহাহাহা...
অফুরান শুভেচ্ছা প্রিয় ছোট বোনকে।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! ভালো হয়েছে।
পড়ালেখার পাশাপাশি কবিতা চর্চা করছে। ভালো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জুনায়েদ ভাই,
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ পড়ালেখার পাশাপাশি একটু কবিতা চর্চা করে আর কি।
বাবার পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
এমজেডএফ বলেছেন:
প্রথম পাতায় শুধু কবিতার শুরুর অংশটুকু দেখে মনে করলাম আপনারই কবিতা! সেইসাথে ভাবলাম এর আগে কখনো তো আপনাকে কবিতা লিখতে দেখি নাই। ব্যাপার কী! একটু ঢু মেরে দেখি। এসে দেখি বাংলা সাহিত্যের নবাগত শিশুকবি শ্রন্থন চৌধুরীর কবিতা! কবিকে সামুর অগণিত লেখক-পাঠকের পক্ষ থেকে অভিনন্দন! মাত্র আট লাইনের কবিতায় অনেক কিছু—বৃষ্টির নৈস্বর্গিক রূপ, ঝড়ের তান্ডব, সতর্কবাণী। কবিতা খুবই সুন্দর হয়েছে।
পদাতিক ভাই, স্নেহের শ্রন্থনকে এখন থেকেই কবিতা লেখার প্রাথমিক তালিমগুলো শিখিয়ে দিন। যাতে শুরু থেকেই শুদ্ধভাবে ও কবিতার নিয়ম মেনে লেখার অভ্যাস গড়ে উঠে। আজকের শিশুকবি আগামী দিনে বাংলা সাহিত্যের একজন কালজয়ী কবি হয়ে উঠুক - আশীর্বাদ করি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় এমজেডএফ ভাই,
আপনার কমেন্ট একটু ব্যতিক্রমী, যেন ভালো লাগার আবেশ ভরিয়ে দেয়। আজ বাবুর কমেন্টেও তার অন্যথা হয়নি। কোন ধন্যবাদই যথেষ্ট নয়। শুরুতে আপনি ঠিকই দেখেছিলেন যে আমি কবিতা লিখি না। তবে ঢু মেরে এসে আবিষ্কার করলেন যে আপনার অনুমান সঠিক, কবিতাটি পদাতিক ভাইয়ের নয়। হা হা হা হা.....
শিশু কবি আপনার কমেন্টে উচ্ছ্বসিত। আপনাদের সবার মন্তব্যগুলি ওকে পড়ে শুনিয়েছি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া,
-পাপা আংকেলদের আমার হয়ে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দেবে।
উল্লেখ্য সময়াভাবে সে সময় আমি বাড়ি বসে ওর মুখ থেকে শুনে ক্রমশ প্রতিমন্তব্য করতে পারিনি। যে কারণে এখন প্রতিমন্তব্যে ওর সেই কথাটি উল্লেখ করলাম।
আপনার কমেন্টের শেষাংশ হৃদয় ছুঁয়ে গেল। এমন আন্তরিক মন্তব্যের কি প্রতিমন্তব্য হবে আমার জানা নাই। তবে আমি ওকে একটু উৎসাহ দেই লেখালেখি করতে। এই ধরুন কোথাও ঘুরতে নিয়ে গেলে ও ওর পছন্দ মতো খাবারের বাহানা করে। আমি সাধ্যমত ওর বায়না পূরণ করার চেষ্টা করি। কিন্তু সেক্ষেত্রে আমারো একটি শর্ত থাকে, ঘুরতে যাওয়ার উপরে দশটি বাক্য লিখতে হবে। এমন গদ্যরূপ লেখাগুলোকে ও ওর ভাষায় একটু ছন্দ চেষ্টা করে। যাইহোক আবারো ধন্যবাদ আপনাকে।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাদের এই ব্লগে এক প্রতিভাধর কবির আগমন ঘটবে অতি শিগ্রী। আসুন তাকে স্বাগতম জানায়।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সৌরভ ভাই,
আপনার আন্তরিক মন্তব্যে প্রীত হলাম। ছোট্ট কবি আপনার সুস্বাগতম উপভোগ করেছে। বাবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার জন্যও রইলো অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শ্রন্হন বাবা তোমাকে এক আকাশ ভালো বাসা। তোমার জন্য রইল আর্শিবাদ। একজন আলোকিত মানুষ হবে সেই প্রত্যাশা করি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সুজন ভাই,
আশা করি ভাল আছেন। আমরাও উপরওয়ালার কৃপায় ভালো আছি। শ্রন্থন বাবা আপনাদের কাছ থেকে এতো ভালোবাসা পেয়ে অভিভূত। আপনাদের আশীর্বাদ যেন সার্থক প্রতিফলন ঘটে। ধন্যবাদ আপনাকে।
আপনার জন্যও রইলো অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা।
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: দাদা শ্রীমানকে তিন শ' পৃষ্ঠার একটা ডায়েরী এনে দিবেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাইয়ের এমন আন্তরিক মন্তব্যে সীমাহীন আনন্দ পেলাম। ভাই কি কথা দিলাম, ওকে মোটা একটা ডাইরি কিনে দেবো। ধন্যবাদ ভাইকে।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় ছোট ভাইকে।
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার । তিনি দিনেদিনে আরও বড় লেখিয়ে হবেন সে কামনা থাকলো ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই,
আপনার এমন আন্তরিক মন্তব্য বা দোয়াতে প্রীত হলাম। উপরওয়ালা যেন তার যথার্থ প্রতিফলন ঘটায় সেই কামনাই করি। ধন্যবাদ আপনাকে।
বাবার পক্ষ থেকে আপনার জন্যও রইলো নিরন্তর শুভকামনা।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুম দিনের কবির জন্য শুভকামনা রলো
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আর্কিওপ্টেরিক্স ভাই,
আশা করি ভাল আছেন। অনেকদিন পর আমার ব্লগে আপনাকে পেয়ে আনন্দ পেলাম। নতুন কবির শুভকামনা যথাস্থানে পৌঁছে দিয়েছি। ওর সরল কথা,
-পাপা সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দাও।
আশাকরি আপনারাও করে মেসেজটা পেয়ে গেছেন। হাহাহাহাহা...
শুভকামনা অফুরান।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
গুরুজি,
দেরীতে এমন একটি গুরুত্বপূর্ণ পোস্টে আসার জন্য দুঃখিত। শ্রীমানকে অভিনন্দন। একজন জাত কবির শুরু মাত্র। ভবিষ্যতে শ্রীমান বাংলা কবিতায় শক্তিশালী কণ্ঠ হবে এই বিশ্বাস রাখি। বৃষ্টির দিনের চমৎকার একটি ছড়া কবিতা; অবাক লাগে এতোটুকু একটা বাবু, কবিতা লিখছে। অভিনন্দন।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় গুরুদেব,
আমি জানি আপনি এখন কতটা ব্যস্ত আছেন।কাজেই এমন ব্যস্ততম মানুষের কাছ থেকে ব্লগে আপডেট কমেন্ট পাওয়াটা সহজ নয়। তবুও আপনি সময় বার করে কমেন্ট করেছেন, এজন্য নিজেকে ধন্য ধন্য বলে মনে করছি। কাজেই দুঃখ প্রকাশ আপনার নয়, আমরাই বরং আপনার কমেন্ট পেয়ে পুলকিত হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনাদের আশীর্বাদ যেন মাথায় থাকে। আবারো ধন্যবাদ জানাই আপনাকে।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় গুরুদেবকে।
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫৪
আনমোনা বলেছেন: খুদে কবিকে অভিনন্দন। প্রকৃতিকে দেখার দৃষ্টি থাকলেই এমন কবিতা হয়।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: আপনাদের সবার ভালোবাসা পেয়েও খুদে কবি অভিভূত। বাবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।তবে সমস্যাটা হচ্ছে আপু সন্ধেবেলা পড়তে বসে যখন কবিমশাই কবিতা লেখার বায়না করেন তখন বাড়িতে একদমবন্ধ কর অবস্থা তৈরি হয়। আমি কিন্তু নিজেকে খুব সংযত রাখার চেষ্টা করি আপু, হাহাহাহা....
শুভেচ্ছা নিয়েন।
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোট্ট কবির জন্য আমি কবিতা লেখার খাতা পাঠাতে চাই। ভুলভাল বানানে কবিতা লিখবে , রেখে দিবে যত্ন। যখন যা ইচ্ছা হবে তাই লিখে ফেলবে। যখন বড় হয়ে চোখ বুলাবে , তখন যে অনুভূতি হবে সেটা কোন ভাবেই প্রকাশ করা যাবে না।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সৌরভ ভাই,
আপনার এই কমেন্টটি ওকে বাড়িতে গিয়ে পড়ে শোনাবো। আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি যে ঠিক এই কারনে পাণ্ডুলিপিতে বানানগুলো আমি সংশোধন করিনি।আমি জানি ওর মধ্যে ক্রমশ ভোকাবুলারি তৈরি হবে তখন ও নিজেই বানানগুলো ঠিক করতে পারবে। তবে বহু বছর পরে নিজের শৈশবের অমন বানানের স্মৃতি যে ওকে অনাবিল আনন্দে ভরিয়ে তুলবে এই ভাবনাটি অবশ্য আমার মাথায় আসেনি। আপনার সুন্দর মন্তব্যের মুগ্ধ হলাম। আর কবিতা লেখার খাতাটি উপরওয়ালা ইচ্ছা করলে, শ্রন্থন আঙ্কেলের কাছ থেকে ২০২০ সালের নয়,২০২১ সালের একুশে বইমেলা থেকে ঠিক কালেক্ট করবে। হাহাহাহা।
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: প্রিয় সৌরভ ভাই,
আর কবিতা লেখার খাতাটি উপরওয়ালা ইচ্ছা করলে, শ্রন্থন আঙ্কেলের কাছ থেকে ২০২০ সালের নয়,২০২১ সালের একুশে বইমেলা থেকে ঠিক কালেক্ট করবে। হাহাহাহা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সৌরভ ভাই,
হাহা হাহা.....
২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৯
ডার্ক ম্যান বলেছেন: বাপ মা দুজনেই কবি হলে যা হয়
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০২
পদাতিক চৌধুরি বলেছেন:
সুপ্রভাত প্রিয় ডার্ক ম্যান ভাই। আপনাকে দেখেই আমি বিষন্নতায় ডুবে যাই। ভাগ্য বিড়ম্বনায় দেশে ফেরার পথে আছেন শুনে প্রচন্ড হতাশ লাগে। যেকোনো সময় একটা সম্মানীয় জবের নিউজের অধীর অপেক্ষায় আছি।
পোস্ট সংক্রান্ত :-হেহেহে বলেছেন ঠিকই কিন্তু আমি নিজে তো কখনো কবিতা লিখিনি বা কাব্যরা আমাকে পছন্দ করেনা ।আর ওর মা ও কাব্য চর্চা করে না, সময় পেলে টুকটাক গল্প পড়ে। তবে সঙ্গীতের প্রতি মায়ের ঝোঁক প্রবল।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নিয়েন।
২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: কবিকে অগ্রিম শুভেচ্ছা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত প্রিয় মাহমুদ ভাই। কবিমশাই এখন ঘুমে ব্যস্ত। শুভেচ্ছা যথাস্থানে পৌছে দেবো। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২২
ডার্ক ম্যান বলেছেন: আপনিও দেখি আমার পরিবারের সদস্যদের মত আমাকে নিয়ে বিষন্ন। আজকে থেকে আপনিও আমার পরিবারের সদস্য ।
আমার যে শিক্ষাগত যোগ্যতা তা দিয়ে ভাল জব পাওয়া সম্ভব না।
ভাল থাকবেন ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ডার্ক ম্যান ভাই,
পরিবারের সদস্য করায়, আপনার এমন আন্তরিকতায় সিক্ত হলাম। বেশতো আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে তেমন কিছু একটা হলেই যে আমাদের চলে যাবে।
অনেকদিন আগে পড়া সম্ভবত রায়গুণাকর ভারতচন্দ্রের লেখা,
"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।"
আমাদের বাঙ্গালীদের চাহিদা সীমিত; স্বপ্নও অলীক নয়। আমরা দুধ ভাতেই খুশি। কখনো মনে চাপ নেবেন না। প্রচেষ্টায় থাকুন, বাকিটা ভাগ্যের।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১১
আকতার আর হোসাইন বলেছেন: ব্লগে এসেই একটা পোস্ট করে আপনার ব্লগে পরিভ্রমণ করতে আসলাম। কবিতাটা পড়েছিলাম ফেসবুকে। কিন্তু এখন পুরো চমৎকৃত হয়ে গেলাম। ভাতিজা আমার দারুণ লিখেছে। একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম।
আগামীর কবির কি কবিতা দিয়েই না আগমন করল।
আপনি রেডি হোন, কয়দিন পর আপনার সন্তান থেকে আপনাকে কবিতার পাঠ শিখতে হবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হোসাইন ভাই,
ভাইপোর কবিতা পড়ে চমৎকৃত হলেন জেনে আনন্দ পেলাম। আপনাদের সকলের কমেন্ট ওকে পড়ে শুনিয়েছি।ওর হয়ে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় হোসাইন ভাইকে।
২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
মুক্তা নীল বলেছেন:
দাদা ,
কি বলবো বিশ্বাসই করতে পারছি না ,
আপনার এই পিচ্চি ছেলেটা কিভাবে এতো সুন্দর কবিতা লিখলো
আমিই তো কোনদিন লিখতে পারবো না । বাবা'টার ( শ্রন্থন চৌধুরী) প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইলো । আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা কবিতাটি আমি অনেকবার পড়েছি। ওকে বলবেন , আমি এই কবিতা পড়ে খুব আনন্দ পেয়েছি।
ভালো থাকুন ও শুভকামনা জানবেন ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট বোন,
আপনাকে না পেয়ে গত কয়েকদিন ধরে আমি খুব চিন্তা করছিলাম। বিশেষ কারণবশত আগামী ছয়-সাত মাস প্রচন্ড ব্যস্ত থাকতে বাধ্য হওয়াতে ব্লগিং করার মত সময় তেমন হয়ে উঠছে না, যে কারণে আজকের প্রতিমন্তব্য করতেও যথেষ্ট সময় লাগলো। কাজেই বিলম্বিত প্রতিমন্তব্য করাতে বোনের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সুন্দর মন্তব্য বাবাকে পড়িয়ে শুনিয়েছি।ওর একটাই কথা,
-পাপা সবাইকে ধন্যবাদ জানিয়ে দাও।
আমি শ্রীমানের নির্দেশ পালন করলাম।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় ছোট বোনকে।
৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
নজসু বলেছেন:
ফেসবুকে দেখেছিলাম । এবং মনেও রেখেছি। তখন থেকেই মন থেকে দোয়া আর শুভকামনা জানিয়েছি।
কেমন আছেন?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নজসু ভাই,
ফেসবুকে পড়েছেন এবং মনেও রেখেছেন; সে মতো সময় করে মন্তব্য করায় আনন্দ পেলাম। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
উপরওয়ালা যেন আপনার দোয়া কবুল করেন।
উপরওয়ালার কৃপায় আমরা খুব ভালো আছি; আশাকরি আপনারাও কুশলে আছেন। আপনার শুভকামনা গ্রহণ করলাম।
আপনার জন্যও রইলো অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা।
৩১| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
আমার তামীমও একটি কবিতা লিখেছে মাকে নিয়ে। ফেসবুকে পোস্ট করেছিলাম এখানে করিনি।
দীর্ঘিজীবি হও বাবা
০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আগমনে আনন্দ পেলাম আপু। তামিমের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। নতুন কবির হয়ে আপনার হার্দিক অভিনন্দন গ্রহন করলাম।
আপনার জন্যও অফুরান শুভেচ্ছা রইলো।
৩২| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ওরে ওরে
একি কান্ডরে
লন্ডভন্ড পুরনোরা সব
যায় বুঝি সব উড়ে!
আসছে ঐ নতুন কবি
উড়িয়ে তার নব কেতন
লয়ে সবার শুভাষিশ আর
প্রাণ ঢালা অভিনন্দন।
কাঁচা হাতেই লেখা খাসা
পাকলে হবে ভালো
কবিতাতে প্রাণ ঢেলে
জ্বালিয়ে দিও আলো।
মন্দ আর কু সংস্কারের
ভিতে জ্বালাও দীপ
সত্য সুন্দর মঙ্গলের
হও জ্বলন্ত প্রদীপ।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,
আপনার এমন আন্তরিক মন্তব্যে মুগ্ধ হলাম।
"ওরে ওরে ওরে
একি কাণ্ডরে
লন্ডভন্ড পুরানোরা সব
যায় বুঝি সব উড়ে!
আসছে ঐ নতুন কবি
উড়িয়ে তার নব কেতন
লয়ে সভার শুভাশিস আর
প্রাণ ঢালা অভিনন্দন।
কাঁচা হাতেই লেখা খাসা
পাকলে হবে ভালো
কবিতাতে প্রাণ ঢেলে
জ্বালিয়ে দিও আলো।
মন্দ আর কু সংস্কারের
ভিতে জ্বালাও দীপ
সত্য সুন্দর মঙ্গলের
ভাও জ্বলন্ত প্রদীপ। "
অসাধারণ! এমন অনুপ্রেরণা সূচক কবিতায় স্যালুট আপনাকে।
কোন ধন্যবাদ যথেষ্ট নয়।
বাবার পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা ও নিরন্তর শুভেচ্ছা রইলো।
৩৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
নার্গিস জামান বলেছেন: খুব ভালো।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত খুশি হয়েছি আপু আপনার ব্লগিং জীবনের একেবারে শুরুতেই আমার মতো নগন্য ব্লগারের ব্লগ বাড়িতে পদার্পণের জন্য।
পোস্টটি যদিও আমার পুত্রের।
আপনার ভাললাগা ওকে জানিয়ে দিয়েছি। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নিয়েন।
৩৪| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিকে অভিনন্দন, শুভকামনা ও দোয়া। কবির মা-বাবাকেও শুভেচ্ছা ও অভিনন্দন, ছোটবেলা থেকেই সন্তানকে সুকুমারবৃত্তি চর্চায় উৎসাহিত করার জন্য।
শ্রন্থন কথাটার মানে কী? শব্দটা কানে শ্রুতিমধুর লাগছে।
পোস্টে সতেরতম প্লাস + +।
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: রেসপেক্টটেড স্যার,
আপনার আন্তরিক মন্তব্যে বা শুভাশিস প্রার্থনায় প্রীত হলাম। ক্ষুদে কবিও খুব খুশি হয়েছে। বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকেও।
জ্বি স্যার,শ্রন্থন মানে গ্রন্থন বা রচনা করা।শব্দটি আপনার কাছে শ্রুতিমধুর লেগেছে জেনে আনন্দ পেলাম। আবারো ধন্যবাদ আপনাকে।
পোস্টে সতেরো তম লাইক প্রদানে ও ডাবল প্লাসে অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানবেন।
বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৯
ইসিয়াক বলেছেন: সু -স্বাগতম । আগামী দিনের কবি ।
দীর্ঘজীবি হও। তোমার কবিতার আলোয় ভূবন ভরে উঠুক