নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

ভুতের আশঙ্কা

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৩



ব্লগে এখন ভূতের আছড় চলছে।
অতিসম্প্রতি আমি নিজেও একটি ভূতের গল্প দিয়েছি।সেটা দেখে আমার শ্রীমান সুন্দর বায়না করল, "পাপা ব্লগে আমারও একটা ভুতের পোস্ট দিতে হবে।"
উল্লেখ্য শ্রীমানের লেখাটি গল্প নয়; তবে হাবিজাবি কবিতা হয়েছে কিনা আপনারাই বলবেন. ...

রাত্রিবেলা ঘন অন্ধকারে
নেই রাস্তায় কোন আলো
চাঁদের ছায়া পড়ে রাস্তায়
রাস্তা হয়ে গেল কালো।


পূর্ণিমা রাতে শেয়াল ডাকে
আও আও করে
ভূত এসে এক লাথি মারে
শিয়াল যায় উড়ে।


আবছা রাতে গা ঝাড়া কাহিনী
পায়ের পিছনে কঙ্কাল বাহিনী
গলার মধ্যে ভয়ের নৌকা
মাথার উপর ভুতের টোপা।

ফ্যান না চালিয়েও শীতল বাতাস
লাগছে যেমন ভুতুড়ে আকাশ
চামচিকে সব ঝুলে আছে গাছে
নিঃশব্দ কবরস্থানে ছাতি ভিজে গেছে।

এইযে ওরা আসছে তেড়ে
দেখতে পেলে দেবে না ছেড়ে
রকেট বানিয়ে উড়িয়ে দেবে
মহাকাশ থেকে সরিয়ে দেবে।


বিশেষ দ্রষ্টব্য:-
১-ভালো মন্দ যাই হোক সেটা খুদে কবির প্রাপ্য। সামান্য কয়েকটি বানান ছাড়া আমার আর কোন অবদান নাই।

২-ছবিটি-ওর-ই নিজের হাতে আঁকা। পাঠকের উদ্দেশ্যে একটা প্রশ্ন-ছবিটি কোন হাত দিয়ে আঁকা?



মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬

ওমেরা বলেছেন: খুদে কবিকে অনেক আদর আর শুভেচ্ছা। ভুতের কবিতা ভাল হয়েছে। ছবিও সুন্দর হয়েছে তবে কোন হাত দিয়ে আঁকা তা বলতে পারবো না।
আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:০২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে খুশি হয়েছি। ভীষণ খুশি ও অনুপ্রাণিত হয়েছে খুদে কবিও। বাবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপু। তবে কবি মশাই আপনাকে আঁকা নিয়ে একটা পাল্টা প্রশ্ন করেছে,পাপা আন্টি কেন বলতে পারেনি? হেহেহে.... আমার কাজ একজনের কথা আরেকজনকে পৌঁছে দেওয়া। আপনাকেও ধন্যবাদ।

শুভেচ্ছা নিয়েন আপু।

২| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৪

ইসিয়াক বলেছেন: ওরে ওরে ওরে...... শ্রীমানের ভুতের কবিতায় আমি খুব ভয় পেলুম যে।
#ছবিটি বাঁ হাত দিয়ে আঁকা।
#পরে আবার আসছি।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে.... আপনার কমেন্ট পড়ে মেঘ ভীষণ খুশি হয়ে খুব হেসেছে।ওর কথায়, পাপা আঙ্কেল কি সত্যিই খুব ভয় পেয়েছে? আমি বললাম, দাঁড়াও আমি জিজ্ঞেস করে দেখি। যদিও আপনার পরবর্তী কমেন্ট পেয়েছি। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন: মেঘ বাবু কি সত্যি সত্যি ভুতের দর্শন পেয়েছিলো নাকি ? কবিতা কিন্তু খুবই বাস্তবধর্মী হয়েছে ।আমার এরকম একটা অভিজ্ঞতা আছে, সময়ের অভাবে লিখতে পারছি না।
মেঘের জন্য অনেক অনেক আদর রইলো। কাছে থাকলে একটু কোলাকুলি অবশ্যই করতাম বাবুসোনার সাথে।শুনতাম না কোন মানা।
দোয়া রইলো।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৯

পদাতিক চৌধুরি বলেছেন:
আমার কমেন্ট করাতে আনন্দ পেলাম। ধন্যবাদ প্রিয় ইসিয়াক ভাই আপনাকে।
না ওর ভূতের দর্শন যাতে না ঘটে তাই উপর দিয়ে পড়ে শুনিয়েছি।আসল জায়গায় এড়িয়ে গেছি। তবে ও আমার মতো সাহসী। বেশ কিছু দিন আগে টিভিতে ঘোস্ট মুভি দেখে আর রাতে লাইট অফ করতে দেয়নি। সেদিন খুব ভয়ানক অবস্থা হয়েছিল। বকাবকি করেছিলাম,এতযদি সাহস তবে রাতে ভয় পাও কেন? তারপর থেকে আর দেখেনা।
আপনার লেখার অপেক্ষায় রইলাম। আর কোলাকুলি!! প্রচণ্ড খুশি হয়েছে। সামনাসামনি থাকলে সত্যিই হয়তো হয়ে যেতো।
সুন্দর আন্তরিক মন্তব্যে ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক দিয়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইলো।

শুভেচ্ছা জানবেন।

৪| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রচেষ্টায় ধন্যবাদ
লিখতে লিখতেই লেখক :)
থিম এবং সে অনুপাতে ভাবনার ঘোরাফেরা ঠিকাছে :)

১ম ও ২য়টাতে ২,৪ ২,৪ মাত্রা থাকলেও পড়ে মাত্রা বদলে গেছে
শেষের তিন প‌্যারা ১-২ , ৩-৪ এগুলো নজরে এনে দিয়েন
আর ফ্যান না চালিয়ে শিতল বাতাসে - তাল একটু কেটে গেছে। একটা দুটো শব্দ বদলে দিলেই যা ঠিক হতে পারে!


ছবিটা ডান হাত দিয়ে আঁকা :)
ঠিক?

আপনার ভুতের গল্প চাইই দাদা ।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে বাবার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। আপনার সাজেশন ও দেখেছে। আমিও ওকে অন্তমিল ছন্দমিলের কথা বলতাম। কিন্তু ওর ধারণা আমি কবিতার কিছু বুঝিনা।আমি কিছু সংশোধনের কথা বললে ও আগ্রহ হারিয়ে ফেলে। যেকারণে আর কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিদ্ধান্ত নিয়েছি,ও যেমন লিখছে লিখুক‌।আরেকটু বড় হলে কবিতা লেখার সহজ পাঠের কিছু টিপস পুস্তিকাকারে ওকে উপহার দেব।ও পরে পড়ে নিজের কবিতা নিদেই সংশোধন করবে।
সুন্দর মন্তব্যে মুগ্ধতা।

শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

৫| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫

নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন বগ্লে এখন ভূতের আসর পড়েছে । তবে কবিতাটা ভালো হয়েছে

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় নেওয়াজ ভাই আপনাকে। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

শুভেচ্ছা জানবেন।

৬| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৭

মিরোরডডল বলেছেন:



ভুত এসে এক লাথি মারে
শিয়াল যায় উড়ে



হা হা হা হা...... =p~ =p~ =p~
এর চেয়ে মজার আর কি হতে পারে ।
আমি ইমাজিন করলাম দৃশ্যটা কেমন হবে !

সুপার্ব লিখেছে :)

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে...কবিতার বিশেষ অংশ উদ্ধৃতি করার জন্য খুশি হয়েছি। খুশি হয়েছে খুদে কবিও। ধন্যবাদ আপু আপনাকে। পাশাপাশি আপনাকে বাস্তবে ইমাজিন করতে হয়েছে শুনে পুলকিত বোধ করছি। আবারো ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক করে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

৭| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন:
বাবার পক্ষ থেকে ধন্যবাদ প্রিয় ছোট ভাইকে।
শুভেচ্ছা রইলো।

৮| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ! বাবুর কল্পনা শক্তি ভাল।
তার জন্য অনেক আদর রইল ।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন পর আপনার কমেন্ট পড়ে খুশি হয়েছি প্রিয় লিটন ভাই। আপনার আদর যথাস্থানে পৌঁছে দিয়েছি। ধন্যবাদ আপনাকে
বাবার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।

৯| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৭

রামিসা রোজা বলেছেন:
কবিতা লেখা সবচেয়ে কঠিন কাজ। ছোট্ট বাবু সোনা এ
এই কবিতাটি কে লিখেছে ভাবতেই খুব ভালো লাগছে।
ওকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা দেবেন।
ছবিটি মনে হচ্ছে বা হাতের উপর ডান হাত দিয়ে আঁকা।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা আপু,

আপনার সুন্দর আন্তরিক মন্তব্যে প্রীত হলাম। কবি মশাই খুব খুশি এবং প্রেরণা পেয়েছে।। বাবার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ আপু আপনাকে।
ছবি আঁকা সম্পর্কে আপনার অনুমান যথার্থ। ডান হাত দিয়ে বাম হাতে আঁকা। আবারো ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা নিয়েন।

১০| ২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৫:২৮

সোহানী বলেছেন: খুদে কবির জন্য ভালোবাসা। তবে সত্যিই ব্লগে দেখি ভুত পর্ব চলছে। ওকে আমিও রেডি করছি শীঘ্রই...

বি:দ্র: আপনার অনেক লিখা পেন্ডিং আছে। সময় করে পড়তে হবে। দৈাড়ের উপর আছি, যখন হাটার উপর থাকবো তখন পড়বো...

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: খুদে কবির ভালোবাসা যথাস্থানে পৌঁছে দিয়েছি। ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ ব্লগের গীতিমালায় একটু প্রবাদ বদল হয়েছে। ব্যক্তিগতভাবে আমি বেশ এনজয় করছি। বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতা পড়ে বেশ সুখানুভূতি হচ্ছে। আপনার ভূত সমাচার'রের অপেক্ষায় রইলাম।
আর ব্যস্ততার কারণে লেখা পেনিং থাকতেই পারে। আপনার যখন সময় হবে আসবেন অপেক্ষায় রইলাম।
পোস্টে লাইক করে বাবুকে প্রেরণা যোগানোর জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

১১| ২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: খুদে কবির প্রতি যত্ন নেবেন। তার প্রতিভা আছে। তার প্রতিভা বিকশিত হোক।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আঙ্কেলের উপর বাবুর অভিমান আছে। একদিন অনেক সময় অপেক্ষা করেও আঙ্কেলের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছিল। যাইহোক, আঙ্কেলের শুভাশিষের জন্য বাবার পক্ষ থেকে ধন্যবাদ রইল।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১২| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

মুহা: ইয়াসিন বলেছেন: বাহ, বিমোহিত লেখনী। অসাধারণ কবি, শুভেচ্ছা রইলো।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোনো পোস্টে আপনার প্রথম মন্তব্য। সুস্বাগতম আপনাকে। আপনার সুন্দর মন্তব্যে খুদে কবি অনুপ্রাণিত। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

১৩| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৯

অজ্ঞ বালক বলেছেন: অনেক আদর আর ভালোবাসা ক্ষুদে কবির জইন্য আর হাতের রেখা কইতাসে, বাঁ হাতে ছবিটা আঁকা হইসে, ডান হাত দিয়া।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অজ্ঞ বালক ভাই,

অনেক দিন পর আপনার কমেন্ট পেয়ে খুশি হয়েছি। আপনার আদর ও ভালোবাসা যথাস্থানে পৌঁছে দিয়েছি। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।ছবি সম্পর্কে আপনার অনুমান সঠিক। হ্যাঁ গান হাত দিয়ে বাম হাতে আঁকা।
আবারো ধন্যবাদ আপনাকে।

নিরন্তর শুভেচ্ছা জানবেন।

১৪| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: খুদে কবিটা তো বড় মেধা রাখে! অনেক অনেক অনেক আদর, ভালোবাসা আর গুলুগুলু রইল ওর জন্যে। :) পোস্টে বিশালল লাইক।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আপনার আগমন; সুস্বাগতম আপু আপনাকে। আপনার আন্তরিক মন্তব্যে প্রীত হলাম। আপনার আদর ও ভালোবাসা যথাস্থানে পৌঁছে দিয়েছি। বাবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক করে খুদে কবিকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানাই।

নিরন্তর শুভেচ্ছা জানবেন।

১৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৮

করুণাধারা বলেছেন: খুদে কবির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা। কবিতা বেশ হয়েছে। আমি এই ভৌতিক আধি ভৌতিকের একটা তালিকা করছি, তাতে এই কবিতা অন্তর্ভুক্ত করেছি। সমস্যা হচ্ছে সব লিঙ্ক দিতে সময় লাগছে।

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আগমনে আনন্দ পেলাম আপু। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার আদর ও ভালোবাসা যথাস্থানে পৌঁছে দিয়েছি। বাবার পক্ষ থেকে ধন্যবাদ জানবেন।
এইমাত্র আপনার পোস্টটি দেখেছি।‌সুকুমার রায়ের রম্য কাব্য কথায় যথার্থ হয়েছে। এককথায় অনবদ্য।
পোস্টে লাইক করে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

১৬| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৬

মুক্তা নীল বলেছেন:
দাদা ,
ভালোই তো লিখেছে ভৌতিক কবিতা। বাবাইসোনা যে
কবিতাটা লিখেছে আমি হলে তাও লিখতে পারতাম না।
ওকে আমার অনেক ভালোবাসা ও দোয়া দিবেন।
অনেক অনেক সুন্দর হয়েছে কবিতা।

৩১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: অবশেষে আন্টিমনির দেখা পেয়ে বাবাইসোনা খুশি হয়েছে। চমৎকার আন্তরিক মন্তব্যে কবিমশাই অনুপ্রাণিত। বাবার পক্ষ থেকে ধন্যবাদ রইল। হেহেহে... চেষ্টা করুন। আপনিও সুন্দর একটা কবিতা লিখতে পারবেন।
আপনার ভালোবাসা যথাস্থানে পৌঁছে দিয়েছি। আবারো ধন্যবাদ প্রিয় ছোট বোনকে। ‌
পোস্টে লাইক করাতে বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ছোট বোনকে।

১৭| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮

মুক্তা নীল বলেছেন:
দাদা ,
ছবিটা নিজে এঁকেছে মাশাআল্লাহ , ছবিটা খুব ভালো
এঁকেছে ।

৩১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। বাবাই সোনার হয়ে তার আন্টিমনিকে আবারো ধন্যবাদ জানাই।
অফুরান শুভেচ্ছা প্রিয় ছোট বোনকে।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিতাটা মজার ছিলো। আশা করি বড় হয়ে আপনার সন্তান লেখালেখিতে আপনাকেও ছাড়িয়ে যাবে। ধন্যবাদ এবং শুভকামনা।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১০

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। প্রত্যেক সন্তানের সাফল্য সব বাবার কাছেই কাম্য।
পোস্টে লাইক করে ওকে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে আবারো ধন্যবাদ।

নিরন্তর শুভেচ্ছা রইল।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

জুন বলেছেন: ভয়ের আবহ তৈরিতে বাবাকেও হারিয়ে দিল ভাতিজা। খুব খুব ভালো হয়েছে। "ভুতের লাথি খেয়ে শিয়াল গেল উড়ে " আসলেও অনেক মজার কবিতা। তাকে আমার শুভেচ্ছা জানাবেন পদাতিক।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ আপু একেবারে ঠিকই বলেছেন। ও জানে বাবা একেবারে ভীতুর ডিম। এখন থেকে বাবাকে রাতের বেলা ভয় দেখায়। আপনার কাছে ওর হাবিজাবি ভূতের কবিতা ভালো লাগে তার আনন্দ পেলাম। খুদে কবি খুব খুশি হয়েছে আপনার প্রশংসাসূচক মন্তব্যে ও শুভেচ্ছা বার্তা পেয়ে। বাবার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে।
শ্রদ্ধা ও শুভেচ্ছা নিয়েন আপু।

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১

চোখেরপর্দা বলেছেন: পাকা মানুষ, পড়া পড়লে বুঝা যায়।কাঁচা মানুষদের পোস্ট পড়ার অনুরোধ রইলো যদি কিছু ভালো শলাপরামর্শ পাওয়া যায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। সাথে জানাই, আমার কোনো পোস্টে আপনার প্রথম মন্তব্য; সু-স্বাগতম আপনাকে। কাঁচা মানুষদের পোস্ট পড়ার অনুরোধ সাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ আপনাকে। তবে এখানে আমরা সবাই কাঁচা। ব্লগ লেখালেখির হাতে খড়ির জায়গা। কাজেই মনের শান্তিতে প্রাণ খুলে লিখুন এবং অন্যের পোস্টেও মন্তব্যে ভরিয়ে দিন। আশাকরি শীঘ্রই নিজেকে একজন যথার্থ ব্লগার হিসেবে ভাবতে পারবেন।
শুভেচ্ছা নিবেন।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ জন্মদিন।
Happy birthday to you.
Joyeux anniversaire.

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে আপনার শুভেচ্ছা বার্তায় আপ্লুত হলাম। ধন্যবাদ প্রিয় সাজ্জাদভাই আপনাকে।
আপনার জন্যও রইলো আমার অন্তরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

এ.এস বাশার বলেছেন: খুদে কবিকে অনেক আদর ও শুভেচ্ছা..।পদাতিক ভাই অনেক দিন পর আপনার একটি পোস্ট পড়লাম,,,,,, খুদে কবির কবিতা পড়ে খুব সুখ অনুভূত হল..। আশারাখি অনেক ভালো আছেন পরিবার পরিজন নিয়ে..।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর আপনাকে পেয়ে ভীষণ খুশি হয়েছি প্রিয় বাশার ভাই। আশা করি ভাল আছেন; আমরাও ভালো আছি।
খুদে কবিকে আদরও শুভেচ্ছার জন্য বাবার পক্ষ থেকে ধন্যবাদ জানবেন। আপনার প্রশংসা পেয়ে খুদে কবে খুবই উচ্ছ্বসিত। আবারো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ উপরওয়ালার ইচ্ছায় পরিবার নিয়ে কুশলে আছি। আশা করি আপনিও ভালো আছেন।

পোস্টটিতে like' করে খুদে কবিকে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯

মুক্তা নীল বলেছেন:
অ,ট: একটি বিষয় নিয়ে কথা বলি ।
রাজীবনুর-এর পোস্টে আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি কিন্তু আপনি মনেহয় সেটা দেখেনি কারণ সবার
শেষে শুভেচ্ছা দিয়েছি তাই ।ওই সময়টায় আমি চার-পাঁচ
দিন ব্লগে উপস্থিত ছিলাম না।তবে একটা মজার ব্যাপারটি
না বলে পারছিনা আপনাকে । আমাদের ভাই-বোনের
অর্থাৎ আপনার আর আমার জন্মদিনের তারিখটা খুবই
কাছাকাছি শুধু দু এক দিনের ব্যবধানে এই টুকুই ।
প্লিজ দাদা তারিখ জিজ্ঞাসা করবেন না। আজ
কথাটা লিখলাম কারণ যারা আপনাকে শুভেচ্ছা জানিয়েছে তাদেরকেও আপনি ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন।
অর্থাৎ আমি যে আপনাকে শুভেচ্ছা দিয়েছি সেটা আপনি
খেয়ালই করেননি ।
আজ সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তো জানাআপাকে
তাই আমার মনে হলো আমার একটা মিসিং হয়ে গেল
আপনাকে । তাই দেরীতে হলেও বলছি,
বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা , ভালো থাকুন ,
পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকুন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: স্যরি স্যরি স্যরি। আমি সত্যিই পরে আর ও পোস্টে যাইনি। এখনি প্রিয়তে নিয়ে রাখলাম। মাঝে মাঝে চেক করতে হবে। প্রিয় বোনের অভিমান হওয়াটা স্বাভাবিক। আমি দুঃখিত। আর কখনও এরকম ভুল হবেনা। বোনের চারপাঁচ দিন উপস্থিত না থাকা মানে বাসায় জমকালো খানাপিনা হয়েছে। দারুণ উপভোগ্য হয়েছে নিশ্চয়ই। দাদার আশীর্বাদ রইলো বোনের মাথায়। জীবনের বাকি দিনগুলোও এমন কল্লোলিত হোক। পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে হেসেখেলে কাটুক। তবে দাদার একটা আবদার রইলো,সেই বিশেষ তারিখটি না জানা পর্যন্ত স্বস্তি নেই।
ভাগ্যিস জানাপুর জন্মদিন পালন চলছে। নতুবা বিষয়টি ঢাকা থেকেই যেত। আমি ইতিমধ্যে ছোট ভাই rajibnoor-এর পোস্টে মন্তব্য করে এসেছি। বোনকে একবার দেখে নেবার অনুরোধ রইল। পাশাপাশি বিলম্বিত হলেও জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ছোট্ বোনকে।


২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০৮

আনমোনা বলেছেন: বেশ গা ছমছমে, ভুতুরে একটা কবিতা

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে....গা ছমছমে হলেও ভয় যে পাননি এটাই আশার।

বাবার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

২৫| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: বাহ্! ভূতের কবিতা দারুণ হয়েছে। বাম হাত দিয়ে আঁকা ছবিটিও দারুণ হয়েছে। দোয়া ও ভালোবাসা রইলো কবির জন্য।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপনাকে।
আঁকার ব্যাপারে একটু গড়মিল হয়ে গেছে।বাম হাত নয়,গান হাত দিয়ে বাম হাতে আঁকা।
আপনার দোয়া যেন উপরওয়ালা কবুল করেন।
বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আপনাকে।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

মোড়ল সাহেব বলেছেন: আমার মতে একটা সুন্দর ছড়া হয়েছে নিশ্চয়

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: খুঁজতে খুঁজতে পুরানো পোস্ট এসে ছোট্ট কবিকে উৎসাহ দেওয়ার জন্য বাবার পক্ষ থেকে ধন্যবাদ রইল।
নিরন্তর শুভেচ্ছা জানবেন।

২৭| ০৮ ই মে, ২০২১ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতা দুটোই সুন্দর হয়েছে। ছবিটা খুব সম্ভবতঃ কোন কারণে বাঁ হাতে আঁকা হয়েছে, এ জন্যেই প্রশ্নটা এসেছে। মেঘ এর জন্য শুভকামনা।

"ছবিটি মনে হচ্ছে বা হাতের উপর ডান হাত দিয়ে আঁকা" - এই উত্তরটা কেউ না বলে দিলে আমার পক্ষে উদ্ধার করা কখনোই সম্ভব হতো না। উপরে উল্লেখিত আমার উত্তরটি ভুল প্রমাণিত হলো।

মিরোরডডল, রামিসা রোজা, অজ্ঞ বালক, সামু পাগলা০০৭, করুণাধারা, মুক্তা নীল (৩টি) ও জুন এর মন্তব্যগুলো ভাল লেগেছে।



০৪ ঠা জুন, ২০২১ রাত ১০:১২

পদাতিক চৌধুরি বলেছেন: এমনিতেই এখন অনিয়মিত হয়ে পড়েছি। বিলম্ব হচ্ছে উত্তর দিতে। তার মধ্যে যেটুকু কমেন্ট করছি তারমধ্যে যে কি করে এই কমেন্টটির উত্তর দিতে ভুলে গেলাম বুঝতে পারছিনা। অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী স্যার।
আপনার অনুপ্রেরণা ধর্মী কমেন্টটি কবি মশাইকে শুনেয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।

"ছবিটি মনে হচ্ছে বা হাতের উপর ডান হাত দিয়ে আঁকা" - এই উত্তরটা কেউ না বলে দিলে আমার পক্ষে উদ্ধার করা কখনোই সম্ভব হতো না। উপরে উল্লেখিত আমার উত্তরটি ভুল প্রমাণিত হলো।"-হ্যাঁ স্যার এরকম ভ্রম মাঝে মাঝে হয়ে থাকে।
"মিরোরডডল, রামিসা রোজা, অজ্ঞ বালক, সামু পাগলা০০৭, করুণাধারা, মুক্তা নীল (৩টি) ও জুন এর মন্তব্যগুলো ভাল লেগেছে।"- আপনাকে ধন্যবাদ স্যার।

শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.