নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

হোম আইসোলেশন(সাময়িক পোস্ট)

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৭



সপরিবারে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছি। ইচ্ছা থাকলেও শরীর সায় দিচ্ছে না ব্লগিং করতে। সুস্থ হয়ে আবার ফিরবো।
শুভেচ্ছা সকলকে।

মন্তব্য ৭৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনার ও আপনার পরিবারের সবার সুস্হতা কামনা করছি। কি উপদেশ দেবো বুঝতে পারছি না।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: করোণা দীর্ঘকালীন ট্রিটমেন্টের দরকার। আমার জ্বর নেমে গেছে কিন্তু শরীর প্রচন্ড দুর্বল। সেদিন আপনাদের প্রত্যেকের এমন আন্তরিক মন্তব্য আমাকে বাড়তি অক্সিজেন দিয়েছে। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।

২| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: আপনি বয়স্কদের দলে । যেসব প্রতিষেধক দিচ্ছে সেটা ইঞ্জেকশন আকারে গ্রহন করুন । আমার মেঝভাইয়ের একই ব্যাপার ঘটেছিল সে ভাল আছে কিন্তু এখনো দুর্বল । খাবারে অরুচি থাকবে , সুপ আকারে গ্রহন করুন । ভাল হয়ে উঠুন ।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে প্রীত হয়েছি। আমরাও ডাক্তারের পরামর্শমতো ওষুধ সেবন করে গেছি। এখন গায়ে জ্বর নেই ঠিকই তবে বড্ড দুর্বল। সুন্দর সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

বিনম্র শ্রদ্ধা জানবেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৫

রে-ইসম্যান বলেছেন: পরিবারের সবার জন্য দোয়া রইলো। সবার দ্রুত সুস্হতা কামনা করছি ।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাদের সবার দোয়ায় একপ্রকার বিপদ কাটিয়ে উঠেছি। ধন্যবাদ আপনাকে।
নিরন্তর শুভেচ্ছা জানবেন।

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৫

ভুয়া মফিজ বলেছেন: তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন। আল্লাহ ভরসা।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাদের সকলের আন্তরিক দোয়ায় অনেকটা সুস্থ হয়েছি। ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা জানবেন।

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ভাইজান আপনাকে।

শ্রদ্ধা ও শুভেচ্ছা নিবেন।

৬| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মনোবল দৃঢ় রাখুন।বেশির ভাগ মানুষই সুস্থ হয়।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যি কথা কি নুরুল ভাই সেদিন আপনাদের সকলের মন্তব্য থেকে যে বাড়তি অক্সিজেন পেয়েছি তা আমার সুস্থ হওয়ার পক্ষে অনেকটা কার্যকরী হয়েছে। ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।

৭| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরিবারের কয়জনের হয়েছে? এখন মনে হয় করোনা আগের মতো ভয়ংকর অবস্থায় নাই তাই ঘাবড়াবেন না। আশেপাশে অনেকের হচ্ছে আবার সেরে যাচ্ছে। আমি ১৫ দিন আগে ৫ দিনের জন্য জোরে ভুগেছি। এখন আল্লাহর রহমতে ভালো আছি। শ্বাস কষ্ট হলে চিন্তার বিষয়। নয়তো চিন্তার তেমন কারণ দেখি না।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: আমার পরিবারের সদস্য সংখ্যা 3 জন। স্ত্রীর সুগার থাকার জন্য ওর করোণা মারাত্মক আকার ধারণ করেছিল। বাসায় অক্সিজেনের ব্যবস্থা রেখেছিলাম। প্রতিদিন সকালে সুগার ও অক্সিজেনের মাত্রা মধ্যে হত। আপাতত আর জ্বর নেই। অনেকটাই সুস্থ। কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছি আমি।ছেলেকে বুবুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আগেভাগেই। যাইহোক মাঝের ভয়াবহ দিনগুলিরকে বাদ দিলে এখন অনেকটাই কাটিয়ে উঠেছি। আপনি সুস্থ আছেন শুনে খুশি হলাম। কিছুদিন আগে আপনার অসুস্থতার খবর শুনে চিন্তিত হয়ে পড়েছিলাম।

শরীর স্বাস্থ্যের যত্ন নিন। ভালো থাকুন সবসময়।

৮| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫

স্থিতধী বলেছেন: বেশী ঘাবড়াবেন না, ইনশাল্লাহ পরিবারের সকলেই সুস্থ হয়ে উঠবেন। আইসোলেশনের সব নিয়ম সহ ডাক্তারের প্রতিটি নির্দেশ মেনে চলা গেলে আশা করছি শীঘ্রই আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ভাইজান,

অসুস্থতা মানুষের মনকে দুর্বল করে দেয়। তবে স্ট্যাটাসটা জানিয়ে পোস্টটি দিলেও সেদিন আপনাদের সকলের এমন আন্তরিকতা ও পরামর্শ আমাকে রোগমুক্তির উপর মনে বল পেতে সাহস যুগিয়েছে। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপনার সঙ্গে একমত যে আমরা আইসোলেশন এর নিয়ম মেনে নিজেদেরকে গৃহবন্দি করে রেখেছি। স্থানীয় পৌরসভা থেকেও আমাদেরকে বাইরে বের না হতে পরামর্শ দিয়েছে। তিনবেলা হোম ডেলিভারি থেকে খাবার নিয়ে আপাতত ঘরেই নিজেদেরকে বন্দী রেখেছি।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

৯| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৪

রামিসা রোজা বলেছেন:
ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন সপরিবারে এই দোয়া
রাখি । চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন আর আধার চা
গরম পানির ভাপ একটু বেশি করে গ্রহণ করবেন ।
ভাই, প্রয়োজনীয় ওষুধ ও ভিটামিন সি নিতে ভুলবেন না।
আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে ।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ কত সুন্দর সাজেশনের জন্য।
আজ অনেকটাই সুস্থ হয়েছি। যদিও 22 তারিখে হোম আইসোলেশন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ওষুধ ভিটামিন সি প্রথম থেকেই খেয়ে যাচ্ছি।
শুভেচ্ছা নিয়েন।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,




কেবলমাত্র আপনার ও আপনার পরিবারের এই অসুস্থ্য হবার সংবাদটি দেখে লগ-ইন হয়েছি।
আইসোলেশনের নিয়মকানুন আর এই অবস্থা্য় সুস্থ্য হয়ে উঠতে কি কি করবেন তা নতুন করে আপনাকে আর কিছু বলার নেই।
সৃষ্টিকর্তার কাছে সুতীব্র ও জোরালো প্রার্থনা, তিনি যেন সপরিবারে আপনাকে দ্রুত নিরাময় দান করেন।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় জী এস ভাই,

আপনাদের সকলের দোয়ায় অনেকটা ভালো হয়েছি। ২২তারিখ পর্যন্ত হোম আইসোলেশনে থাকতে হবে। আপাতত তিনবেলা হোম সার্ভিসের মাধ্যমে খাবার নিচ্ছি। সঙ্গে ঔষধপত্র ও ফলমূল তো আছেই।
আপনাদের সকলের এমন আন্তরিক দোয়ায় উপরওয়ালার ইচ্ছায় দ্রুত সুস্থ হতে চলেছি। মনে একটা বাড়তি অক্সিজেন পেয়েছি।
কৃতজ্ঞতা জানাই আপনাকে।

বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন।

১১| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৪

আমি সাজিদ বলেছেন: আশা করি সবাই দ্রুতই নিরাময় লাভ করবেন।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই আপনাকে।
অনেকটাই ভালো হয়েছি।

আপনিও ভালো থাকবেন সবসময়।

১২| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন:
আল্লাহর নিকট আপনাদের দ্রুত নিরাময় ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা রইল।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সুন্দর প্রার্থনায় ও উপরওয়ালার ইচ্ছায় অনেকটা সুস্থ হয়েছি। ধন্যবাদ আপনাকে।
আপনিও ভালো থাকবেন সবসময়।

১৩| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: দাদা মোটেও ঘাবড়াবেন না।
১। একটু পরপর গরম চা, স্যুপ খাবেন।
২। প্রচুর পুষ্টিকর খাবার খাবেন।
৩। প্রতিদিন গোছল করবেন।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: অস্বীকার করবোনা যে প্রথমে ঘাবড়ে ছিলাম। তবে ভাইদের সকলের এমন আন্তরিক শুভেচ্ছা আমাকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ। খাওয়া দাওয়া একদম ভাইয়ের লিস্ট অনুযায়ী করছি। ধন্যবাদ ভাইকে।
শুভকামনা রইলো।

১৪| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০

মা.হাসান বলেছেন: করোনা আপনাকে ডোনাল্ড ট্রাম্প বা অমিত শাহের কাতারে ফেলিয়া দিলো, বড় বিখ্যাত হইয়া গেলেন। আফোসোস- ডোনাল্ড ট্রাম্প বা অমিত শাহএর এই রকম স্ট্যাটাসে কোটি কোটি লাইক পড়ে, আপনার পোস্টে এক খানা লাইক ও নাই। বড় কষ্ট পাইলাম। আমি এক খানা লাইক দিয়া যাইতেছি।
টোকা চিকিৎসা, গোবর চিকিৎসা সহ অনেক চিকিৎসা আছে। সব গুলিই চালাইতে থাকেন। অশেষ শুভ কামনা।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: নিজের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নামটা কি ইচ্ছে করেই বাদ দিলেন? হ্যাঁ আমি রীতিমতো গর্বিত যে সাময়িক ভাবে টেরামপ সাহেব বা অমিত শাহের সঙ্গে একাসনে বসতে পেরেছি। সেদিন কষ্টে বালিশ ভিজে গেছিল। আপনার লাইটটা পেয়ে তাই খুশিতে আত্মহারা হয়ে কেবল ঘুমিয়ে কাটিয়েছি। যেকারণে সময়ে কৃতজ্ঞতা জানাতে পারিনাই। পারলে এই অধমকে এবারের মতো মাপ কইরা দেন।
আপনার কথা শুনে ঔষধ পত্র সেদিনই ডাস্টবিনে ফেলে টৌকা চিকিৎসা ও একঘন্টা বাদে বাদে পঞ্চগব্য সেবন করে গেছি। একবার খেয়ে দেখতে পারেন মাথা ব্যাথা থেকে পা যন্ত্রণার যাবতীয় সুফল মিলবে পঞ্চগব্য সেবন করলে। আর আপনাকে সাবধান করে দেই, আমাদের বিশ্বাস নিয়ে রসিকতা করবেননা। কেন বাবা একটু ভক্তিভরে পঞ্চগব্য বলা বা সেবন করা যায় না? কথায় কথায় গোবর শুনতেও যে বিশ্রী লাগে।


১৫| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৫

ঢাবিয়ান বলেছেন: মুশকিল যে এখন শুধু ঔষধ , পথ্য এবং হাজারো উপদেশবানীর মধ্যে থাকতে হবে :( । শুভকামনা রইল।

১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। ঠিকই বলেছেন এখন আমাদের হাজারো নিয়মের মধ্যে থাকতে হচ্ছে। আপাতত ২২তারিখ পর্যন্ত।
আপনার শুভকামনা গ্রহণ করলাম। আপনার জন্যও রইলো নিরন্তর শুভেচ্ছা।

১৬| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৮

জাহিদ হাসান বলেছেন: দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। এই কামনা করি।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। এখন আমরা অনেকটা সুস্থ আছি। 22 তারিখ পর্যন্ত আইসোলেশনে এখানে থাকতে হবে।
আপনিও ভালো থাকুন সব সময়।

১৭| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২১

করুণাধারা বলেছেন: এই পোস্ট দেখেই লগ ইন করলাম।

আল্লাহ যেন আপনাদের সকলকে দ্রুত নিরাময় দান করেন। সময়ের সাথে সাথে করোনা দুর্বল হচ্ছে আর চিকিৎসা সবল হচ্ছে। তাই চিন্তা করবেন না।

এই পোস্ট সাময়িক যেন না হয়, আপনার প্রতি ব্লগারদের ভালবাসার স্মারক হিসেবে পোস্টটি দয়া করে রেখে দেবেন।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনি প্রথম পোস্টটিকে রেখে দেওয়ার কথা বলাতে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। উল্লেখ্য সেদিন আপনাদের সকলের এমন আন্তরিক মন্তব্য আমাকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। স্বভাবতই খুব অল্পসময়ের মধ্যেই আপনাদের সকলের দোয়ায় আমি অনেকটাই সুস্থ হয়েছি।
ব্লগারদের ভালোবাসার স্মারক হিসেবে পোস্টটিকে আমি সংরক্ষিত করলাম।
ধন্যবাদ আপু আপনাকে।

বিনম্র শ্রদ্ধা জানবেন।

১৮| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৬

জুন বলেছেন: পদাতিক আশাকরি ও দোয়াকরি মেঘ ও মেঘের মা সহ আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।
ভয় পাবেন না।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আমরা দুজনেই এখন অনেকটাই সুস্থ। তবে দুর্বলতা কাটাতে বেশ কিছুদিন সময় লাগবে সেটা বুঝতেই পারছি। মেঘের মায়ের জ্বরের দ্বিতীয় দিনেই মেঘকে বড় বুবুর বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো পর্যন্ত মেঘ সেখানেই আছে।25 তারিখের পর ওকে ফিরিয়ে আনার চিন্তা আছে। প্রথম দিকে খুব সমস্যা করলেও এখন অনেকটা মানিয়ে নিয়েছে। আমার বড়বুবু ওকে প্রতিদিন টেস্টি খাবার খাইয়ে ওকে ভুলিয়ে রেখেছে।
বিনম্র শ্রদ্ধা আপু আপনাকে।

১৯| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৫

নেওয়াজ আলি বলেছেন: সবার সুস্হতা কামনা করছি।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

২০| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা, মনোবল হারাবেন না ভাইয়া
আল্লাহ সবাইকে হেফাজত করুন

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনাদের সকলের দোয়ায় এখন আমরা অনেকটাই সুস্থ হয়েছি।‌ ধন্যবাদ আপু আপনাকে।‌
শুভেচ্ছা জানবেন।

২১| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫১

ভুয়া মফিজ বলেছেন: সাময়িক পোষ্ট দেখে প্রথমে লাইক দেই নাই। লাইকের মতো মুল্যবান জিনিস বিনে ফেলতে মন চায় না। করুণাধারা আপার মন্তব্য দেখে একটা লাইক দিলাম এই ভেবে যে, আপনার এই পোষ্টটা ডিলিট না করে রেখে দেয়াই ভালো। স্মৃতি থাকুক। ভবিষ্যতে কোন এক সময়ে যখন দেখবেন, মন ভালো হয়ে যাবে। মনে শক্তি পাবেন। :)

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভূয়া ভাই,

আপনি ও করুনাধারা আপুর পরামর্শে পোস্টটি আর ডিলিট করছিনা। ধন্যবাদ আপনাকে।লাইকের মতো ব্রমাস্ত্র প্রয়োগ করে পোস্টটিকে সংরক্ষিত করতে অনুপ্রেরণা দেওয়াতে কৃতজ্ঞতা স্বীকার করছি। আবারো ধন্যবাদ আপনাকে। আজকে আমরা অনেকটাই সুস্থ বোধ করছি। তবে দুর্বলতা কাটাতে মনেহয় আরও বেশকিছু দিন সময় লাগবে।

আমার পরবর্তী পোস্টে আপনি ইট ছুড়ে না মারাতে থুরি লাইক প্রদান না করাতে চিন্তিত।ব্যস্ত আছেন। তবে বেশিদিন অপেক্ষায় রাখবেন না,শেষে না লন্ডন পুলিশের কাছে মিসিং ডায়েরী করতে হয়।
ভালো থাকুন সবসময়।



২২| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দ্রুত সবাই সুস্থ হোন দোয়া করি।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। অনেকটাই সুস্থ বোধ করছি আজ।
আপনিও ভালো থাকুন সবসময়।

২৩| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

ওমেরা বলেছেন: আল্লাহ আপনাদের সুস্থ্য করে দিন এই কামনা করি।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ আপু আপনাকে।
আজ অনেকটাই সুস্থ বোধ করছি।

আপনিও ভালো থাকুন সবসময়।

২৪| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: ইনশাল্লাহ সুস্থ্য হয়ে উঠবেন।

দোয়া করি আপনাদের জন্য।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ আপু আপনাদের সকলের দোয়ায় অনেকটাই সুস্থ বোধ করছি। ধন্যবাদ আপনাকে।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২৫| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪১

ইসিয়াক বলেছেন: আপনার এবং আপনার পরিবারের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই আপনাকে।
আপনিও ভালো থাকবেন সবসময়।

২৬| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

ঢুকিচেপা বলেছেন: পরিবারসহ আপনার সুস্থ্যতা কামনা করছি।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোন পোস্টে আপনার প্রথম মন্তব্য সু-স্বাগতম আপনাকে।
সঙ্গে ধন্যবাদ জানবেন।

আপনিও ভালো থাকবেন সবসময়।

২৭| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: পরিবারের সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ইন শা আল্লাহ!
আমরা যখন পীড়িত হই, উনিই আমাদের সুস্থ করে তোলেন।
ঔষধপত্র ছাড়াও, গরম পানি পান করা এবং গরম ভাপ নেয়াটা খুব কাজে দেয় বলে শুনেছি। এ ছাড়া, ভিটামিন সি ইনটেক এবং গলা যেন শুষ্ক না হয়, সেজন্য একটু পর পর পানি (গরম) পান করাও উপকারী বলে জেনেছি। দুশ্চিন্তামুক্ত থাকুন, পজিটিভ চিন্তা করুন এবং ঘরের মধ্যেই যতটা সম্ভব হাঁটাহাটি করুন। দিনে অন্ততঃ ২০ মিনিট আধ্যাত্মিক চিন্তা করুন। রুচি না থাকলেও খেতে চেষ্টা করুন যতটা পারেন।
আল্লাহ আপনাদের প্রতি সহায় হউন!

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

আপনার সুন্দর সাজেশন মুলক মন্তব্যটি সেদিন আমার ভীষণ আনন্দের ও অনুপ্রেরণার মনে হয়েছিল। মন্তব্যটি পড়ে আমি মনে বাড়তি অক্সিজেন পেয়েছিলাম। এখন প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছি। মনে একঘেয়েমি কাটাতে ব্লগেই আমার যুক্তিতে সর্বোৎকৃষ্ট স্থান।আর সেখানে যদি আপনাদের মতো মানুষজনের সান্নিধ্য পায় তাহলে তো কোন কথাই নেই।
ভিটামিন সি মাঝে একদিন বাদ একদিন নিলেও এখন প্রতিদিন একটি করে কনজিউম করছি।আর ফ্লাক্সে সারাক্ষণ গরম পানি রাখি। খাওয়ার সময় দু'রকম পানি গ্লাসে মিশিয়ে তবেই খাই। হ্যাঁ স্যার আপনার কথা মত ঘরের মধ্যে যতটা সম্ভব হাঁটাচলা করি। সময় পেলে পেলে ছাঁদেও যাই। খিদে যথেষ্ট বেড়েছে কিন্তু খাবারের টেস্ট এখনও ফিরে পাইনি। আধ্যাত্বিক বিষয়টা এখনো অতটা সময় দিয়ে উঠতে পারেনি। তবে youtube-এ প্রচুর গান শুনেছি। হাসান আজিজুল হকের ছোট গল্পের বইটিও কাছে রেখেছিলাম। তবে বেশ কয়েকটি গল্প পড়ে যদিও আর মনোযোগ আসে নি।

সব মিলিয়ে চমৎকার ব্যবস্থা ধর্মী কমেন্টের জন্য কৃতজ্ঞতা জানাই।
বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন।



২৮| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: খুব জলদি সুস্থ্য হয়ে ব্লগে ফিরুন ! অনেক অনেক শুভ কামনা আপনাদের সবার জন্য ।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপু এখন আমি অনেকটাই সুস্থ হয়েছি। সুন্দর মন্তব্যে পাশে থাকার জন্য খুশি হয়েছি। ধন্যবাদ আপু আপনাকে।
আপনিও ভালো থাকবেন সবসময়।

২৯| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: দাদা আপনার জন্য আমার খুবই খারাপ লাগছে।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাইয়ের এমন আন্তরিক মন্তব্য সবসময় আমার অন্তর ছুঁয়ে যায়। ধন্যবাদ ছোট ভাইকে। এখন অনেকটাই সুস্থ হয়েছি।
আশাকরি আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবো।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

৩০| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার এবং পরিবারের সকলের আরোগ্য কামনা করছি। আল্লাহ তায়ালা সহায় হোন, আমিন।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে প্রীত হলাম। এই মুহূর্তে অনেকটাই সুস্থ হয়েছি। তবে নাকের গন্ধ ও জিভের স্বাদ এখনও ফিরে পায়নি। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো ফিরে পাবো। ধন্যবাদ আপু আপনাকে।
শুভকামনা জানবেন।

৩১| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৩০

রাফা বলেছেন: সবাই আপনার ও পরিবরের সকলের সুস্থতার জন্য আন্তরিক ভাবেই মনোভাব প্রকাশ করেছে।ভালোবেসে উপদেশ দিতেও কার্পণ্য নেই ।এগুলো থেকেও অনুপ্রেরণা পাবেন আশা কারি।

খুব ভালো লাগলো এই সহমর্মিতা দেখে। সুস্থ হয়ে ফিরে আসুন ।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: এই মুহূর্তে আমি অনেকটাই সুস্থ। তবে ওই সময় আপনাদের প্রত্যেকের মন্তব্যগুলি আমাকে যে বাড়তি অক্সিজেন সরবরাহ করেছিল তা অস্বীকার করতে পারিনা। আপনার মন্তব্যেও বিষয়টি ধরা পড়েছে যে অসুস্থতার সময় সকলের এভাবে পাশে থাকায় নিজের সুস্থতার পক্ষে কার্যকরী ভূমিকা নিয়েছিল। সুন্দর মন্তব্য রেখে যাওয়াতে প্রীত হলাম ধন্যবাদ আপনাকে।
নিরন্তর শুভেচ্ছা জানবেন।

৩২| ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:৪৭

সোহানী বলেছেন: ভালো হবেন ও তাড়াতাড়িই ফিরে আসবেন। শুধু সাময়িক বিরতি....।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ আপু আবার ফিরে এসেছি। ইতিমধ্যে পোস্টও দিয়েছি। যদিও আপনার দেখা না পাওয়াতে চিন্তিত।
ব্যস্ততা অবসান হলে একবার আমার ব্লগে ঢুঁ মারার অনুরোধ রইল।

শুভেচ্ছা নিয়েন আপু।

৩৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় পদাতিক দাদা,
ফি আমানিল্লাহ। কোন ভয় রাখবেন না মনে।
মানসিক শক্তি আপনাকে এ লড়াইয়ে বেশি সাহায্য করবেন।

উপরে দারুন দারুন পরামর্শের পর নতুন করে বলার কিছু নাই।
আপনার জন্য এবং পরিবারের সবার জন্য আন্তরিক প্রার্থনা রইল।
দ্রুত সুস্থ হয়ে উঠুন।
দয়াল দয়া করুন সকলের উপর।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

আপনাদের সকলের দোয়ায় এখন সুস্থ হয়ে উঠেছি।আজ আমাদের দুসপ্তাহের আইসোলেশন পর্ব শেষ হতে চলেছে। চেষ্টা করছি যতদ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসার।
উপরে সবাই খুব আন্তরিক ভাবে পরামর্শ দিয়েছেন।অসুস্থতার সময় আপনাদের সবারই মন্তব্যগুলি আমাকে ভীষণভাবে মনের বল বাড়াতে কার্যকরী ভূমিকা নিয়েছিল। আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি আন্তরিক মন্তব্যে এমন পাশে থাকার বার্তা দেওয়ার জন্য।

সবশেষে আপনার সঙ্গে সুর মিলিয়ে বলি, দয়াল দয়া করুন সকলের উপর।

নিরন্তর শুভেচ্ছা ও শ্রদ্ধেয় কবি ভাইকে।


৩৪| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০০

ডঃ এম এ আলী বলেছেন:



দোয়া করি পরিবারের সকলেই দ্রুত সুস্থতা লাভ করুন ।
আল্লার উপর ভরসা রেখে মনে সাহস রাখুন । এ অবস্থা
আমারো হয়েছিল গত এপ্রিল মাসের শেষের দিকে।
হাসপাতালেও যেতে হয়েছিল। অবশেষে আল্লার
অশেষ রহমতে ও সকলের দোয়ায় এবং হাসপাতালের
ডাক্তার , সেবক/সেবিকা ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের
অক্লান্ত সেবায় সুস্থ হয়ে ফিরে এসেছি। তাই বলছি
মনে বল রাখুন , ইনসাল্লাহ সকলেই সুস্থ হবেন
অচীরেই ।



২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় আলী ভাই,

এই মুহূর্তে আমরা অনেকটা সুস্থ হয়েছি। আজি আমাদের আইসোলেশন পর্ব সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের ভালোবাসায় দোয়ায় ও উপরওয়ালার ইচ্ছায় দ্রুত আরোগ্য লাভ করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে।
আপনিও এপ্রিল মাসে ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন। হসপিটালে ডাক্তার সেবিকার থেকে শুরু করে সকলের যৌথ প্রচেষ্টার উপরওয়ালার ইচ্ছায় দ্রুত আরোগ্য লাভ করেছেন। ব্লগে সেসময়ে আপনার খবর শুনে আমরা খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। আশাকরি এই মুহূর্তেসমস্ত বাধাবিঘ্ন অসুবিধা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছেন।

আপনার আন্তরিক দোয়া ও আশীর্বাদে প্রীত হলাম। কৃতজ্ঞতা জানাই।
বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।

৩৫| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৩

জাফরুল মবীন বলেছেন: ব্লগে ঢুকেই খারাপ খবরটা পেলাম :-(

দোয়া করি আল্লাহ যেন আপনাকে ও আপনার পরিবারের সকলকে পূর্ণ শিফা প্রদান করেন।

যদি সম্ভব হয় মাঝে মাঝে আপডেট দিলে অনেকটা স্বস্তি বোধ করতাম।

আপনার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় থাকলাম।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মবীন ভাই,

উপরওয়ালার ইচ্ছায় ও আপনাদের সকলের দোয়ায় এই মুহূর্তে সুস্থ হয়েছি। আজ আমাদের চৌদ্দ দিনের পারিবারিক বিধি নিষেধ সম্পন্ন হল।জ্বি এখন থেকে নিয়মিত ব্লগে আসবো। আশাকরি আপনার চাপ কিছুটা কমলে আপনিও ব্লগে নিয়মিত হবেন।

নিরন্তর শুভেচ্ছা প্রিয় ভাইকে।

৩৬| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৪

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় ভাই।
খবরটা শুনে মন খারাপ হয়ে গেলো।
মহান আল্লাহর দরবারে প্রার্থণা করি আপনারা যেন দ্রুত সেরে উঠেন।
একদম চিন্তা করবেন না। ইনশায়াল্লাহ সব ঠিক হয়ে যাবে।

২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। আপনি প্লিজ‌ কিছু মনে করিয়েন না। আমি সময় নিয়ে নিয়ে সকলের উত্তর দিচ্ছিলাম। আপনি লক্ষ্য করে থাকবেন ৩৭ নম্বর কমেন্টের প্রতিমন্তব্য আমি ঠিক ওনাকে উদ্দেশ্য না সকলকে উদ্দেশ্য করে দিয়েছি। আপনার ও আপনার ও মিরোরডডল আপুর কমেন্টের উত্তর দিতে পারিনি। একনিই দিচ্ছি।প্লিজ একটু ভুল বোঝাবুঝি হয়েছে।এবারটা ক্ষমা করে দিন।
আশাকরি আপনারা সবাই ভাল আছেন।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় নজসু ভাইকে।

৩৭| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩২

মিরোরডডল বলেছেন:



পদাতিক, গুড টু সি ইউ হিয়ার ।
হোপ ইউ আর ফিলিং বেটার ।
বাসার সবাই ভালো ?


১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত এই পোস্টে কমেন্ট না করার জন্য সুপ্রিয় ব্লগারবৃন্দের কাছে অনুরোধ রইলো। সকলের অবগতির জন্য জানাই যে আমি অনেকটাই সুস্থ বোধ করছি। প্রতিটি দিনই শরীরে উন্নতি হচ্ছে। পরিবারও যথেষ্ট উন্নতি লাভ করেছে। আগামী 22 তারিখে আমাদের হোম আইসোলেশন সম্পূর্ণ হবে। তারপর থেকে আমরা বাসার বাইরে বার হতে পারব। সকলকে অফুরন্ত ধন্যবাদ ও আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা রইল।

২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: বিলম্বিত উত্তর দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী আপু।
আপনাদের শুভেচ্ছাবার্তায় সেদিন মনে আলাদা শক্তি পেয়েছিলাম। অসুস্থ থাকলেই বোঝা যায় এধরনের শুভেচ্ছাবার্তা একজন অসুস্থ মানুষকে কতটা সাহস বাড়াতে পারে। পরে কিছুটা সুস্থ হয়ে সর্বশেষ কমেন্টে সকলকে উদ্দেশ্য করে কমেন্ট না করতে অনুরোধ করেছিলাম। সেই অর্থে আপনার কমেন্টের উত্তর দিতে বিলম্বের কারণে দুঃখিত।

এই মুহূর্তে বাসায় সকলেই সুস্থ আছি। বাচ্চাকে সতেরোদিনের মাথায় বুবুর বাড়ি থেকে নিয়ে এসেছি। ওকে ছেড়ে থাকতে আমাদের খুব সমস্যা হচ্ছিল।

শুভেচ্ছা নিয়েন আপু।




৩৮| ২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ৮:৩২

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় ভাই।
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
এই পোষ্টে আমিও একটি মন্তব্য করেছিলাম। :)

২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২২

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। আমরা সপরিবারে এখন সুস্থ আছি।‌ আশাকরি আপনারাও কুশলে আছেন।

উপরে আপনার কমেন্টর উত্তরে আমি ক্ষমা প্রার্থী। আসলে সময় নিয়ে উত্তর দিচ্ছিলাম। কিন্তু সত্যিই সময়টা বেশী নিয়ে ফেলেছি। আপনার জায়গায় আমি হলেও মাইন্ড করতাম। কাজেই আপনার দুঃখ পাওয়া স্বাভাবিক।প্লিজ এবারটা ক্ষমা করে দিন। সাথে আমার চলমান সিরিজে আপনাকে প্রচন্ড মিস করছি। সম্ভব হলে পর্বগুলিতেও একবার চোখ বুলিয়ে যাওয়ার অনুরোধ রইল।


নিরন্তর শুভেচ্ছা প্রিয় নজসু ভাইকে।


২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভাই,
আশাকরি ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.