নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬



একুশ মানে মাতৃভাষা একুশ মানে বাংলা
বাতাস মুখরিত হলো শহীদ মায়ের কান্না।
একুশ মানে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি
সেই দাবিতে জন্ম নিল বাংলা একাডেমি।

একুশ মানে ইতিহাস হওয়া রক্তে রঞ্জন
ভাষা শহীদের অমরকীর্তি হল চিরন্তন।
একুশ মানে রফিক সালাম বরকত জব্বর
রক্ত দিয়ে তৈরি হলো শহীদ মিনার চত্বর।

একুশ মানে বজ্রমুষ্টি প্রতিবাদ কলোরব
বিশ্বসভায় বাংলা পেল জয়জয়জয়কার।
একুশ মানে হানাদার শকুন নির্মমতা পরাভূত
বাংলা মায়ের স্বপ্ন পেল পূর্ণতা সুধামৃত।

একুশ মানে অদম্য বল বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
দ্রোহের আগুনে জন্ম নিল অনন্ত বিশ্বাস।
একুশ মানে ভাটিয়ালি গান লালন নকসীকাঁথা
বিদ্রোহের কবি নজরুল জীবনানন্দের বনলতা।

একুশ মানে কীর্তনখোলা কপোতাক্ষ পদ্মানদী
ফুল-ফল ঋতুরঙ্গে সেজে ওঠে অপরূপা শ্যামলিনী।
একুশ মানে বারহাট্টা পল্টন চাঁদপুর মেডফোর্ড
ঐতিহাসিক ৭ই মার্চ ময়দান রেসকোর্স।



ছবির কৃতজ্ঞতা গুগল।





মন্তব্য ৩৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৪

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!!! ❤️

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোনো পোস্টে আপনার প্রথম মন্তব্য। সুস্বাগতম ভাইজান আপনাকে।
আপনার ছোট্ট মন্তব্যে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানাই।
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৭

ইসিয়াক বলেছেন:






ভালো লিখেছেন।
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,

অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনার এমন আন্তরিক মন্তব্যে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫০

গেঁয়ো ভূত বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা!

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় গেঁয়ো ভূত ভাই আপনার এমন নির্মল প্রশংসায় ভীষণ খুশি হয়েছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পোস্টটিতে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাচু ভাই,

আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম; কৃতজ্ঞতা জানবেন।
অমর একুশের শুভেচ্ছা জানবেন।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৫

এম ডি মুসা বলেছেন: খুবই সুন্দর কবিতা একুশে দিনের

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোনো পোস্টে আপনার প্রথম মন্তব্য সুস্বাগতম আপনাকে। কবিতা ভালো লাগায় প্রীত হলাম ধন্যবাদ জানবেন।
শুভকামনা আপনাকে।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: শহীদদের প্রতি শ্রদ্ধা!

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে। বিনম্র শ্রদ্ধাঞ্জলি ভাষা শহীদদের প্রতি।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


তবে একুশ মানেই ভাষা শহীদদের জন্য নির্মিত যাদুঘর/পাঠাগারে অবহেলার দৃশ্যপট,ফুল দেয়া নিয়ে মারামারি ও শহীদ মিনার থেকে ফুল চুরি।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কমেন্টে যে বিষয়টি ফুটে উঠেছে তা অস্বীকার করতে পারিনা। আসলে ভাষা শহীদদের প্রতি সম্মানবোধ নয়া প্রজম্মের কাছে বোধহয় ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। তবুও আমরা আশাবাদী একদিন এই অবহেলার অবস্থা দূর হবে।পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৩

মুক্তা নীল বলেছেন:
দাদার কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো । একটা কবিতার ভিতর আপনি অনেক কিছুই স্মরণ করেছেন এটা আরো বেশি ভালো লাগলো আমার ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট বোনের এমন আন্তরিক মন্তব্যে প্রীত হলাম অসংখ্য ধন্যবাদ বোনকে। আসলে আমি তো মূলত গল্প লিখতে পছন্দ করি। কিন্তু সমস্যা হয়েছে আমি যেখানে কাজ করি সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয় প্রতিষ্ঠানের একটি দেওয়াল পত্রিকা 'বল্লরী'। লেখালেখির সুবাদে পত্রিকার একটি গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হয়েছে। এখানেই অন্যকে লেখা দেওয়ার কথা বলার পাশাপাশি নিজেকেও একটি লেখা দিতে হয়েছে।যেটা উপরের পোস্টে দেওয়া হয়েছে।
যাইহোক অকবি দাদার এমন অকবিতা বোনের ভালো লাগায় ও পোস্টে লাইক করাতে জেনে প্রেরনা পেলাম।। অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অমর একুশের শুভেচ্ছা প্রিয় বোনকে।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ‌ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
অমর একুশের শুভেচ্ছা রইলো।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: কীর্তনখোলা দেখেছেন?
অথবা কপোতাক্ষ?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কখনো আফ্রিকায় জাননি।অথচ চাঁদের পাহাড়ে আফ্রিকা সম্পর্কে এমন নিখুঁত বর্ণনা বাংলা সাহিত্যে আর দুটি নেই।
মাইকেল মধুসূদন দত্ত জীবনের একদম শেষ প্রান্তে এসে স্বীকার করেন, যশোরের সাগরদাড়ির গোবর নিকানো উঠোন ওনাকে স্পর্শ করতে পারেনি। এমনকি মায়ের চোখের জলে কপোতাক্ষে গিয়ে পড়েছে,তাতেও কবি বিচলিত হননি। কপর্দকশূন্য কবির উপলব্ধি হয়েছিল হিন্দু কলেজে পড়ার সময় মা আসছেন জেনে বারংবার ডেরা বদল না করে যদি মায়ের কাছে ধরা দিতেন তাহলে এই পরিণতি ঘটতো না । কাজেই কপোতাক্ষকে চোখে না দেখলেও সে যে কালের যাত্রায় এক মায়ের শত বছরের অধিক কাল ধরে হৃদয় হননের সাক্ষী তাকে নাই বা চোখে দেখালাম।আর এমন দৃশ্য চোখে দেখার চেয়ে অন্তরের দেখা যে সুদূরপ্রসারী তা বলা বাহুল্য।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,




একুশ মানে-
মনের ভাষা উঠে আসা মুখে
বাংলার জল-মাটি ধরে রাখা বুকে ........

কবিতায় বাংলা ভাষা ও মাটির প্রতি প্রেম প্রষ্ফুটিত।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন:
শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই,
"একুশ মানে-
মনের ভাষা উঠে আসা মুখে
বাংলার জল-মাটি ধরে রাখা বুকে ........"
অমর একুশে কমেন্ট আকারে সুন্দর অনুভূতি তুলে ধরেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

"কবিতায় বাংলা ভাষা ও মাটির প্রতি প্রেম প্রষ্ফুটিত।"-কবিতা সম্পর্কে আপনার উপলব্ধিতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা আপনাকে।


১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় নেওয়াজ ভাই আপনাকে। জ্বী ভাষা শহীদদের মাগফিরাত কামনা করি।
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা আপনাকে।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা সুন্দর উত্তর দিয়েছেন।

মাইকেলের ছবিটা কি আপনার ছেলে এঁকেছিল? খুব সুন্দর হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ছোট ভাইকে। ছবিটা গুগল থেকে নিয়েছি।
আবার কমেন্টে আসায় খুশি হয়েছি। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগা রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রশংসা সূচক মন্তব্যে ও পোস্টে লাইক করাতে অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনাকে।

১৭| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

খায়রুল আহসান বলেছেন: 'একুশে' নিয়ে সুন্দর কবিতা লিখেছেন।
"বারহাট্টা পল্টন" সম্পর্কে আরেকটু কিছু বলা যায় কি? স্রেফ কৌ্তুহল নিবারণের জন্য, আর কিছু নয়।
১১ নম্বর প্রতিমন্তব্যটি চমৎকার হয়েছে।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার সুন্দর একটা সাজেশন দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।ফেবুতে সেদিনই ঠিক করে দিয়েছিলাম।ব্লগেও এখন ঠিক করে দিচ্ছি।
জ্বী স্যার বারহাট্টাকে পাক বাহিনী বদ্ধভূমিতে পরিণত করে ফেলে। যদিও শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা জয়লাভ করে পাক বাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছিল।
আর পল্টনে ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইতিহাস হয়ে আছে।যদিও মাওলানা ভাসানী, এরশাদ সহ অনেকেই এখানে বক্তব্য রেখেছেন।এখন অবশ্য পল্টন তার পরম্পরা হারিয়ে সাধারণ ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে।বলা যায় আজকের পল্টন তার গৌরব হারিয়েছে। হয়তোবা এখনকার প্রজন্ম জানবেই না পল্টলের গৌরবের কথা।
১১নম্বর প্রতিমন্তব্য ভালো হয়েছে জেনে খুশি হয়েছি। ধন্যবাদ স্যার আপনাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.