নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

সন্তুবীরের উপাস্য (পর্ব-৪)

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৩৮

নিতাইকাকাকে একপ্রকার জোর করেই ভেতর নিয়ে গেলাম।যদিও ব্যস্ততার কারণ দেখিয়ে শুরুতে ও লোক ভেতরে ঢুকতে আপত্তি জানিয়েছিলেন। আমি গুরুত্বপূর্ণ কাজ, না বসে ঠান্ডা মাথায় আলোচনা ছাড়া সম্ভব নয় বলে হাত ধরে একপ্রকার জোর করতেই ও লোক আর আপত্তি করলেন না। উল্লেখ্য বয়সের পার্থক্য আমাদের মধ্যে অনেকটাই। সেকারণে আমরা ওনাকে কাকা বলেই ডাকি। যদিও সামনাসামনি 'তুমি' বলে সম্মোধন করলেও উনার প্রতি একটা অন্তরের শ্রদ্ধা সতত বহমান ।এ প্রসঙ্গে শুরুতে ওনার সম্পর্কে দুচার কথা না বললেই নয়।

পঞ্চাশোর্ধ ভদ্রলোকের পুরো নাম নিতাই সামন্ত। সাদা কাটা ধুতি লুঙ্গি করে পরা,গায়ে একটা হাফ হাতা সাদা পাঞ্জাবি,পায়ে রাবারের চপ্পল,বড়বড় চুল রাখা, পিছনের লম্বা চুল ঘাড়ের উপর পর্যন্ত পড়ে যেন দোল খাচ্ছে। নীচের দিকটা আবার কোঁকড়ানো বটে। চুলের ব্যাপারে ভদ্রলোক বরাবরই খুব সৌখিন। মিষ্টভাষী মানুষটাকে দেখলে মনে হবে নিজের যাবতীয় শখশান্তি বাহারী চুলের পরিচর্যা করেই মিটিয়ে নিচ্ছেন।চুলে জায়গায় জায়গায় পাক ধরাতে নিয়মিত কালো রং করে থাকেন। এই সকালেও মনে হলো তেল দিয়ে পরিপাটি করে আঁচড়িয়ে তবেই বের হয়েছেন। এহেন নিতাইকাকার বহিরাবরণে সামগ্রিক বেশভূষায় মধ্যে কিছুটা বাউল সাধকের সাদৃশ্য মেলে।

শ্যামলা রঙের, গোঁফ দাঁড়ি কামানো মানুষটা নিজের রাজনৈতিক অবস্থানে সময়ে সময়ে লোক সংস্কৃতি নিয়ে মেতে থাকেন।গান লেখেন।পথ নাটিকাও লেখেন।যে কারণে নিজেকে শিল্পি বলে পরিচয় দিতেই পছন্দ করেন। আগ্রহের বাহুল্যে কখনো কখনো আমরা নাট্যকার বললে, স্মিত হাস্যে নিজের পরিতুষ্ট মনের পরিচয় দেন।

তবে ওনার আসল পেশা শীতের মরশুমে সবজির চারাগাছ তৈরি করা। গ্রীষ্মেও করেন তবে সেটা পরিমাণে খুবই কম। এজন্য একটা ফার্ম হাউসকে কেন্দ্র করে কয়েক বিঘা জমি লিজ নিয়ে রেখেছেন।অত্যন্ত ভালো মানের চারা তৈরি হয় সেখানে। আধুনিক পদ্ধতিতে জলের যোগান ও পোকার উপদ্রব প্রতিহত করা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পলিথিনের শেড দিয়ে অনেকটা গ্রীন হাউসের মতো কৌশলে বিভিন্ন সবজির চারাগাছ তৈরি করেন। আমি একজন বিলাসী ছাদবাগান চাষী। দিনের প্রথমার্ধে বাগানের বিভিন্ন সমস্যা সমাধানে ছুটে যাই নিতাইকাকার কাছে। শুধু আমার মতো স্থানীয়রা নন, বাইরের দূর দূরান্ত থেকেও বহু লোক আসেন উনার কাছ থেকে চারাগাছ নেওয়ার আশায়। সুযোগে পেলে মাঝে মাঝে অপরাহ্নে আমার মতো জুনিয়রদের সময় কাটে গ্রীন হাউসে নিতাইকাকার সঙ্গে জমিয়ে আড্ডা মেরে।

আদ্যোপান্ত কমিউনিস্ট। আলোচনায় বসলে একথায় সেকথায় বর্তমান রাজনীতি ও কম্যুনিস্ট পার্টির প্রসঙ্গ তুলবেনই। অবশ্য সাম্প্রতিক রাজনীতিতে বীতশ্রদ্ধ মানুষটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে প্রায়ই দুঃখ প্রকাশ করেন।জন্মস্থান সুবর্ণ রেখার তীর ছেড়ে সুদূর ছাব্বিশ পরগানার এক প্রত্যন্ত গ্রামে চলে আসার ইতিহাসটাও খুবই করুণ হৃদয়স্পর্শী। নিজের সম্পর্কে কমিউনিস্ট স্বত্বার বাইরে কিছু বলতে নারাজ। কিন্তু দীর্ঘদিন আমরা ওনার পাশে থেকে ঘেটে ঘেটে যেগুলি জানতে পেরেছি। সত্তরের দশকে কম্যুনিস্ট পার্টির সংগঠন করার দায়ে অভিযুক্ত হয়ে পালিয়ে আসেন আমাদের এই জেলায়। তবে সেই ইতিহাস খুবই দীর্ঘ।

দক্ষিণবঙ্গের বিপ্লবের আঁতুরঘর বলে পরিচিত মেদনীপুরে ওনার জন্ম। ঠাকুরদা ছিলেন গান্ধীবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। কাজেই বলা যায় ওনার মগজে কিংবা রক্তে মিশে আছে আন্দোলন।গান্ধিজির আন্দোলনের উত্তাল তরঙ্গ গোটা দেশের সঙ্গে সমানে আছড়ে পড়েছিল সুবর্ণরেখার তীরেও। সেই তরঙ্গে সামীল হয়েছিলেন এলাকার তরুণ প্রজন্মের একটা বড় অংশ।যাদের মধ্যে অন্যতম ছিলেন নিতাইকাকার ঠাকুরদা। ভদ্রলোক অসম্ভব গান্ধি ভক্ত ছিলেন। একবার গান্ধিজি আসছেন শুনে শুধু চোখের দেখা দেখার জন্য ছাপ্পান্ন মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। দীর্ঘ রাস্তা যেতে আসতে নাকি একসপ্তাহের মতো সময় লেগে গিয়েছিল। যাইহোক আন্দোলন দমনের কৌশল বৃটিশের অজানা ছিল না। তারাও আন্দোলন দমন করতে বদ্ধপরিকর ছিল।ফলে ব্যাপক ধরপাকড় শুরু করে। লাঠিচার্জ, গ্রেফতার সমানে চলতে থাকে। বেশ কয়েকজনের সঙ্গে উনিও গ্রেপ্তার হন সেসময়ে।সেই শুরু তারপর আরও কয়েকবার ওনাকে শ্রীঘর দর্শন করতে হয়েছিল। তবে স্বাধীনতা উনি দেখে যেতে পেরেছিলেন এটাই পরমপ্রাপ্তি। সাতচল্লিশের ১৫ আগস্ট মধ্যরাতে নেহেরুজির দেওয়া ভাষণের একটা অংশ ওনার ঠোটে লেগে থাকত। প্রায়ই বলতেন কথাটি ''when the world sleeps, India will awake to life and freedom.'মধ্যরাতে বাকি বিশ্ব যখন ঘুমাবে ভারত তখন স্বাধীনতার স্বপ্নে জেগে থাকবে। প্রত্যাশী ছিলেন দেশ থেকে হিংস্রতা, নিরন্নতা, দারিদ্রতা হাহাকার দূরীভূত হবে। দেশের প্রতিটি মানুষ স্বাধীনতার সুফল ভোগ করে স্বাস্থ্য শিক্ষায় সমান সুযোগ পাবে।

তুলনায় বাবা ছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ।উনিও পিতৃদেবের অনুসৃত পথে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হলেও হেঁটেছিলেন সম্পূর্ণ উল্টো দিকে।বাবা রাজনীতি করেছেন স্বাধীন দেশে,শাসকদলের আনুকূল্যে । লক্ষ্য ছিল নিজেদের সহায় সম্পত্তি রক্ষা করা কিংবা সম্ভব হলে উত্তরোত্তর বৃদ্ধি করা। জীবন দর্শনেও ছিল রাজকীয় আদর্শ। কেতাদুরস্ত নবাবি চালে নাকি ঘোরাফেরা করতেন। যেখানে পার্শ্ববর্তী আদিবাসী অধ্যুষিত এলাকায় ছিল দরিদ্রতা নিত্যসঙ্গী সেখানে ওনার বাড়ির পরিবেশ ছিল বিলাস বৈভবে পরিপূর্ণ। বৃত্তশালী বাবার একরতি ছেলের হৃদয়ে জায়গা করে নিয়েছিল আশেপাশের গরিবগুর্বো মানুষের নিরন্নতা দারিদ্র্যতা হাহাকার। তাই সুযোগ পেলেই সেই শৈশব থেকেই বাবার অগোচরে প্রতিবেশীদের লুকিয়ে চুকিয়ে চাল গম দিতে কসুর করতেন না।এ ব্যাপারে কিছুটা পাশে পেয়েছিলেন মাকে। কিন্তু উনি ছিলেন সাবধানী। বারবার সতর্ক করে বলতেন,রাসভারী বাবার বিরুদ্ধাচরণ না করতে। গোটা বাড়িতে বাবার অসম্ভব দাপট ছিল। কারোর সাহস ছিল না ওনার বিরোধিতা করার। যাইহোক বাবার চোখকে ফাঁকি দিয়ে তো আর সবদিন পার পাওয়া সম্ভব ছিল না। কাজেই ধরা একদিন পড়তেই হতো। কপালে জুটল বেদম প্রহার। কিন্তু তাতেও না দমে উল্টে আরও জেদি হয়ে উঠলেন। তখন থেকেই ভাবনা শুরু। বালক বয়সে সেটা আরো পরিণত রূপ পায়। কাজেই ছোট্ট বালকের হৃদয়ে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে নিজের জন্য নয় বেঁচে থাকতে হলে জনগণের জন্য কিছু করার অদম্য ইচ্ছা শক্তি। ফলতো আরেকটু বড় হতেই স্বার্থান্বেষী জাতীয়তাবাদী বাবার সঙ্গে মানসিকতায় ফাটল স্পষ্ট হয়। একসময় মনোমালিন্য প্রকাশ্যে চলে আসে।

সত্তরের দশকে কমিউনিস্ট আদর্শ তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।আর এই কম্যুনিস্ট আদর্শের মধ্যেই নিতাইকাকা নিজেকে নুতন করে আবিষ্কার করেন। খুঁজে পেলেন বেঁচে থাকার নুতন রসদ। বাবার বিরুদ্ধে হেঁটে নাম লেখালেন কম্যুনিস্ট পার্টিতে। কিন্তু শুধু নাম লেখালেই তো চলবে না। সংগঠন করতেও হবে।এ যেন এক লড়াই যেখানে পিতা ও পুত্র একে অপরের প্রতিদ্বন্দ্বী। পিতার প্রভাবকে ফিকে করতে পথে নামলেন স্বয়ং পুত্র। পুরোদস্তুর সংগঠনে নেমে পড়লেন। নিজেদের জমিতে তো বটেই আশেপাশের ভূমিহীন প্রান্তিক জনগোষ্ঠীকে সঙ্ঘটিত করতে লাগলেন।বাতাস ভারী হয়ে উঠলো। গোটা রাজ্যের সঙ্গে সুবর্ণরেখার তীরেও ভূমিহীন কৃষকের জমির দাবি ক্রমশ জোড়ালো হতে লাগলো। আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো শাসকের দুরাচার। বাবা পড়লেন কঠিন চ্যালেঞ্জে। নিজেদের জোতজমা রক্ষা করতে আর কালবিলম্ব না করে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। স্বাধীন দেশে শুরু হলো আরেকটা লড়াই। আগেকার বৃটিশের স্থলে এলো স্বদেশীয় শোষক শাসক শ্রেণী। জমিদার অনুগ্রহে পুষ্ট পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। অন্যান্য অনেকের সঙ্গে গ্রেপ্তার হন সদ্য কৈশোরে উত্তীর্ণ নিতাইকাকাও।ফলে পুলিসি লক আপ থেকে গন্তব্য হয় জেলখানার অন্ধকারাচ্ছন্ন কঠুরিতে। এইভাবে কয়েকজনকে জেলবন্দির ফলে আন্দোলন সাময়িক স্তিমিত হয়ে গেল ঠিকই কিন্তু পুরোপুরি উপড়ে ফেলা গেল না।বাবা সাময়িক স্বস্তি পেলেন ঠিকই কিন্তু রণে ভঙ্গ দিলেন না। কঠিন পণ নিলেন যে করেই হোক আন্দোলনকে নির্মূল করতেই হবে; ভূসম্পত্তিকে সুরক্ষিত করতে হবে। উঠতি নেতাদের গ্রেফতারের সুফলকে কাজে লাগাতেই হবে।ওনারা মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন অন্যান্য নেতাদের সঙ্গে নিজের কুপুত্রের জামিন মঞ্জুর করতে কোনো ব্যবস্থা তো নিবেন না। উপরন্তু একটা টাকাকড়িও খরচ করবেন না নিজ পুত্রের পিছনে। পুত্রও কোনো অংশে কম যান না। সিদ্ধান্ত নিলেন একদিন নিশ্চয়ই ছাড়া পাবেন কোনো না কোনো উপায়ে। কিন্তু কোনো অবস্থাতেই বাবার কাছ থেকে এক কানাকড়ি নিয়ে তিনি জামিন নেবেন না । অবশেষে কয়েকবছর পর সরকার তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।মুক্তি পেয়ে নিজের জন্মস্থান ত্যাগ করে চলে যান প্রতিবেশী রাজ্যে উড়িষ্যায়।

এখানেই সংযোগ ঘটে নন্দন কাননে গাইড হিসেবে প্রশিক্ষণ নেবার। কিন্তু মনযোগ বসাতে পারলেন না। অকৃতকার্য হলেন।যদিও এই অকৃতকার্যতা পেশা গ্রহণে বাধা হয়ে দাঁড়ালো না। তবে এখানে মন না বসলেও দিন চলে যাচ্ছিল। তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। কিছু দিন পর পুরানো একটি মামলায় পুলিশ আবার ওনাকে গ্রেফতার করে। এখানে সন্দেহ করেন সম্ভবত বাবার কাছে আত্মসমর্পণ না করায় বাবা ভিন্ন পথে ছেলেকে বশে আনতে চেয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার জেলযাত্রাতেও উনি বিচলিত হলেন না।উল্টে জেলে যাওয়াটাকে তিনি মরশুমী ঘুরতে যাওয়ার মতো আনন্দদায়ক হিসেবে দেখতে লাগলেন। কিন্তু কয়েকদিন যেতেই সুর বদলে গেল। জীবনের সব ভাবনা সর্বদা সরলরেখায় চলে না। কখনো কখনো বক্ররেখা আমাদের ভাবনার নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়। তখন ভাবনার স্বাধীনতায় সাময়িক ছেদ ঘটে। অপেক্ষা করতে হয় বক্রতা শেষ হবে কখন সেই প্রহরের জন্য। নিতাইকাকার ক্ষেত্রে তেমনই ঘটেছিল। এসময় তাকে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। বাড়তি প্রাপ্তি ঘটে দৈহিক অত্যাচার। প্রতিদিনই যার বহর ক্রমশ বাড়তে থাকে।যার মধ্যে অন্যতম প্রাপ্তি ছিল মাঝে মাঝে বেত্রাঘাত। অগত্যা কোনো উপায় না পেয়ে বিকল্প ছক কষেন। একদিন সুযোগ বুঝে রাতের দিকে উঁচু পাঁচিল টপকে পালিয়ে গেলেন। কিন্তু কোথায় যাবেন তেমন তো কোনো ঠিকানা নেই। মায়ের কথা মনে পড়েছিল ঠিকই কিন্তু দাপুটে বাবার কাছে শান্তশিষ্ট নিরীহ মাতৃদেবী যে বড় অসহায় তাই মায়ের মুখ তাকে আর ঘরমুখো করতে পারেনি। জেল পলাতক বন্দি কাজেই কোনো রাস্তায় না হেঁটে অচেনা খানাখন্দে ভরা জঙ্গলাকীর্ণ মেঠো পথকে বেছে নিলেন। কাজেই কোনো গাড়িঘোড়ার সওয়ারি হওয়ার প্রশ্নই ওঠে না। প্রথমদিন রাতের বেলা যতোটা সম্ভব পায়ে হেঁটে ভোর বেলায় সূর্য ওঠার আগেই একটা বদ্ধ কচুরিপানার জলাশয়ে সারাদিন লুকিয়ে থাকলেন। এইভাবে পরের দিন ও রাতগুলোতে পায়ে হেঁটে অথবা কোনো ঝোপঝাড় বা বাদাবনে লুকিয়ে থেকে অবশেষে পৌঁছালেন আমাদের এই প্রত্যন্ত ভূতবেড়িয়া গ্রামে।

চলবে..

মন্তব্য ৩৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:২১

সামরিন হক বলেছেন: কিছুদূর পড়লাম। বাকিটা পরে এসে পড়বো।



শুভেচ্ছা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে। অপেক্ষায় রইলাম ফিরে আসবেন এই প্রত্যাশায়.....

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

এম ডি মুসা বলেছেন: ভাই খাওয়া দাওয় করে এসে পড়ব।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: আসুন ভাই এতোক্ষণ হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি নিজেও এখন ব্লগে ঢোকার সময় পেয়েছি। আপনিও সময় নিয়ে আসুন। অপেক্ষায় রইলাম...

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: হঠাৎ রম্য থেকে সরে, এত সিরিয়াস চরিত্রের মত বর্ণনা, নিশ্চয় বড়সড় কোন ঘটনা আছে, তাই নাকি দাদা?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে রম্য চলবে পাশাপাশি নিতাইকাকাকে পরিচয় না করালে যে অন্যায় হবে।
জ্বী একটু কলেবর বৃদ্ধি পেতে পারে। ভাইয়ের আন্তরিক কমেন্টে আনন্দ পেয়েছি। পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানাই।
শুভেচ্ছা আপনাকে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর ঝরঝরে লেখা।
কোনো পর্ব পোড়েই বুঝা যাচ্ছে না, কত পর্বে গিয়ে শেষ হবে। আপনার এই ধারাবাহিকে কিছুটা ইতিহাস আছে।
আপনার আকছে অনুরোধ ধারাবাহিক লেখা প্রতিদিন পোষ্ট করবেন। দেরী করলে আগের পর্বে কি পড়েছি সেটা ভুইলা যাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী একটু বড় হবে। সেই মতো চরিত্রগুলোকে সামনে আনার চেষ্টা করছি।এই গল্পের সঙ্গে ভারতের অতিত রাজনীতি আসবে। নতুবা নিতাইকাকাকে বোঝানো সম্ভব হবে না।
প্রতিদিন পোস্ট দেওয়া সম্ভব নয়। আমাকে পোস্ট করতে মোটামুটি একসপ্তাহ লেগে যায়। চেষ্টা করি যাতে সপ্তাহে অন্তত একটি পোস্ট দিতে পারি।
সুন্দর গঠনমূলক কমেন্টের জন্য ধন্যবাদ জানাই।
শুভেচ্ছা রইলো।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

ঢাবিয়ান বলেছেন: বরাবরের মতই ঝরঝরে লেখা। ৭০ দশকে কমিউনিস্ট পার্টি জড়িয়ে পড়েছিল নকশাল আন্দোলনে। নিতাই কি সেই আন্দোলনে জরিয়েছিল?


১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী প্রিয় ঢাবিয়ান ভাই ঠিকই বলেছেন। বিষয়টি রহস্যময় বটে। চেষ্টা করবো যতোটা সম্ভব ফুটিয়ে তুলতে। কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা নিবেন।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

ভুয়া মফিজ বলেছেন: তৃতীয় পর্বে একটা জেনুইন মন্তব্য করেছিলাম। ভুয়া মনে করে ইগনোর করার কারন কি? B:-)

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২২

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না যে ওটা জেনুইন কমেন্ট ছিল।ভূয়া আইডির সবকিছু যে ভূয়া নয় এখন থেইকা এসে এসে বলে দিয়েন। নতুবা কোম্পানি কোনোভাবেই দায়ী নয়।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

নিবারণ বলেছেন: আগের পর্বগুলা পইড়া আইসা কমেন্ট করতাছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আইসুন অপেক্ষায় আছি..

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

করুণাধারা বলেছেন: হঠাৎ করে নিতাই কাকাকে এনে তো গল্পের মোড় পাল্টে দিলেন!! নেহা আর শ্রীর খোঁচাখুঁচি ভালোই জমেছিল, এর মধ্যে কমিউনিস্ট চরিত্রটি কি করবেন ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য। হয়তো তখন বোঝা যাবে এনার ভূমিকা কি।

গল্পের নামকরণ বুঝতে পারছি না। সন্তুর মাঝে তো বীরত্বের কোন লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বৌকে ভয় পায় বলে মনে হচ্ছে। দেখা যাক কী বীরত্ব দেখায়...

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: না আপু গল্পের মোড় পাল্টাবে না।গল্প আগের মতোই চলবে যেটাকে একপ্রকার আপনারা অ্যাকসেস দিয়েছেন। তবে নিতাইকাকার আসাটা খুবই জরুরী ছিল।উনি এসেছেন। আগামী পর্বগুলোতে সেসবের পরিচয় পাবেন।
সাথে সাথে নামকরণের একটি কারণ আছে। এখানে বীর অবশ্য পজেটিভ অর্থে নয়, ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে।উনিও কতোটা অবীরোচিত কাছ করবেন সেটাও ভবিষ্যতে পরিষ্কার হবে।
আগামী পর্বগুলোতেও এভাবে পাশে থাকবেন প্রত্যাশা করি।
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই সৌন্দর্য।
বড়ই আচানক ঘটনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে তা যা বলেছেন

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১১

আরোগ্য বলেছেন: রম্য কেন গম্ভীর হয়ে গেল? ভিন্ন মোড় দেয়ার কৌশল মনে হচ্ছে। পরপর দুই পর্বে নেহা মিসিং। হচ্ছেটা কি?

দেখি পরের পর্ব আবার কোন প্রান্তে ঘুরে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! ভয় পাচ্ছ কেন? প্লেয়ারদের বিভিন্নতা অনুযায়ী চরিত্রের বৈচিত্র্য থাকবে। কিন্তু বেসিক গঠনে হেরফের হবে না।ফলে মাঠে নুতন নুতন প্লেয়ার নামালে তাদের একটু পরিচয় করিয়ে না দিলে যে মহা অকল্যান হবে :)
নেসাকে তুমি যদি এতোটাই ভালোবেসে ফেল তাহলে গল্পকারের বড় মনের দোষ কোথায়। কাজেই মুড়ো ঝাঁটা নিয়ে যেন ছুটে এসো না :)
পরের পর্বে তোমাকে নিমন্ত্রণ জানালাম।
ভালো থেকো। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

ইসিয়াক বলেছেন: আগের পর্ব পড়ে তারপর মন্তব্য করবো।আমার ফোনে ব্লগে full version আসছে না। এর আগে কখনও এমন ঝামেলায় পড়িনি। কি যে বিরক্তিকর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! আপনি আসছেন না আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। যাক অবশেষে আপনার দেখা পেয়ে দুশ্চিন্তা মুক্ত হলাম। ফুল ভার্সন নিয়ে আপনাকে একটা পলিসির কথা শোনায় তাহলে। আমি দীর্ঘদিন এই সমস্যায় ভুগেছি। কিন্তু শেষে কি এমন আইডিয়া এলো ব্লগে আমার একটা পোস্টকে আমি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। এখন ওই whatsapp এর লিংক ধরে আমি ইচ্ছা মত ফুল ভার্সনে ঢুকতে পারছি।। আপনিও বিষয়টা পরীক্ষা করতে পারেন।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

শেরজা তপন বলেছেন: আমার মন তো পড়ে আছে সেই নেহার কাছে- এই নিতাই কাকার মত খটমটে চরিত্র আরেকটু পরে আনলে হত না?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: যাক অবশেষে আপনার দেখা পেয়ে খুশি হয়েছি।এই মন্দার বাজারে একটা কমেন্ট যে কতটা প্রত্যাশার থাকে তা আপনি এখন আসাতে বিষয়টা উপলব্ধি করলাম।
নেহা আসবে। তবে অন্যান্য প্লেয়ারদের একটু একটু করে না আনলে যে অমঙ্গল হবে :)
আপনার আগমন ও কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা নিবেন।

১৩| ১৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

ইসিয়াক বলেছেন: নিতাই কাকা সম্পর্কে বেশ অনেকটা জানলাম।বাকিটুকু পরের পর্বে পাবো হয়তো। গল্প ভালো এগুচ্ছে। তবে নিতাই কাকার মত ত্যাগী রাজনীতিবিদ আজকাল দেখা পাওয়া দুষ্কর। শেষ অবধি সবাই লোভের ফাঁদে পা দেয়। সাধারণ মানুষের কথা ভাববার মত সময় কোথা তাদের। যাক সে অন্য প্রসঙ্গ....
শুভকামনা রইলো।

২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াকভাই,
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন পর প্রতিমন্তব্য দেওয়ার জন্য। সাংসারিক ব্যস্ততা সবার মতো ছিল। কিন্তু সদ্য পঁচিশ দিন দুটি বড় পরীক্ষার মূল্যায়ন ও নিরিক্ষণের কাজে সঙ্গে বড়বোনের শারীরিক অসুস্থতা আমাকে ভার্চুয়াল জগত থেকে বিমুখ করে রেখেছিল। আমার ব্লগিং এর বৃহৎ একটা সময় রাতের বেলা কাটে। কিন্তু এই মুহূর্তে তারাবির নামাজের ব্যস্ততা থাকার জন্য সেটাও সম্ভব হয়ে উঠছে না। যাইহোক দিনের বেলায় যতটা সম্ভব লগইন করার চেষ্টা করব।
নিতাই কাকা চরিত্রটি একটু রহস্যময়ী বৈকি। বাকি পর্বগুলোতে বিষয়টা ধীরে উন্মোচিত হবে। কমেন্টের শেষ অংশটি বাস্তব জীবন সম্পর্কে অতীব বাস্তব। সহমত আপনার সঙ্গে, "শেষ অবধি সবাই লোভের ফাঁদে পা দেয়। সাধারণ মানুষের কথা ভাববার মত সময় কোথা তাদের। যাক সে অন্য প্রসঙ্গ...."চমৎকার কথা বলেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

১৪| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: নিতাইকাকা'র ইন্ট্রোডাকশনটা চমৎকার হয়েছে। পিতা-পুত্রের আদর্শিক লড়াইটাও অল্প কথায় চমৎকারভাবে বিবৃত হয়েছে। জেল পলাতক নিতাইকাকা'র রাতের অন্ধকারে জেলের পাঁচিল টপকে অজানা উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে অবশেষে ভূতবেড়িয়া গ্রআমে উপস্থিত হবার ব্যাপারটা যেমন রহস্যজনক তেমনি রোমাঞ্চকর।
কথাটা মনোমালিন্যতা নয়, মনোমালিন্য (সপ্তম অনুচ্ছেদের শেষ বাক্য)।
পোস্টে নবম প্লাস। + +

২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২১

পদাতিক চৌধুরি বলেছেন: *নিতাইকাকা'র ইন্ট্রোডাকশনটা চমৎকার হয়েছে। পিতা-পুত্রের আদর্শিক লড়াইটাও অল্প কথায় চমৎকারভাবে বিবৃত হয়েছে। জেল পলাতক নিতাইকাকা'র রাতের অন্ধকারে জেলের পাঁচিল টপকে অজানা উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে অবশেষে ভূতবেড়িয়া গ্রআমে উপস্থিত হবার ব্যাপারটা যেমন রহস্যজনক তেমনি রোমাঞ্চকর*-পোষ্ট পড়ে আপনার নির্মোহ বিশ্লেষনে আপ্লুত বোধ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
"মনোমালিন্য* যথার্থই বলেছেন স্যার।একই যুক্তিতে কৌলিন্য, দরিদ্র এসবের সঙ্গে *তা* হবে না। আবারো ধন্যবাদ আপনাকে।

পোস্টে নবম লাইক দেওয়াতে খুশি হয়েছি। কৃতজ্ঞতা জানাই।
শুভেচ্ছা আপনাকে।

১৫| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের ঘরে জেনুইন আর ভুয়া মন্তব্য নিয়ে ভুয়া মফিজ এর আক্ষেপ এবং উষ্মাটুকু পাঠকের কাছে বেশ উপভোগ্য হয়েছে বলে মনে করি।
এখানে এ পর্যন্ত মোট তের জন মন্তব্যকারী পাঠকের মধ্যে অন্ততঃ চারজন পোস্ট অসম্পূর্ণ পাঠ করে কিছু একটা বলে চলে গেছেন। কেউ বলেছেন খেয়ে দেয়ে আবার আসবেন, কেউ কিছুটা পড়ে ছুটি নিয়েছেন এবং আবার আসবেন বলে জানিয়ে গেছেন, আবার কেউ আগের পর্বগুলো পড়ে মন্তব্য করতে আসবেন, একথা বলে গেছেন। ইতোমধ্যে দেড় মাস পার হয়ে গেলেও তাদের মধ্যে শুধুমাত্র ইসিয়াক বাদে আর কেউই কিন্তু ফিরে আসেন নি, যদিও আপনি তাদের ফিরে আসার অপেক্ষায় থাকবেন বলে প্রত্যেক কে জানিয়েছেন। একটিমাত্র পোস্টে এরকম তিনজনের ফাঁকি দেয়াটা শতকরা হিসেবে বেশ উচ্চ (২৩%) বলেই মনে হচ্ছে আমার কাছে।
করুণাধারা'র মন্তব্যের শেষের অংশটি এবং শেরজা তপন এর মন্তব্যটি পড়ে না হেসে পারলাম না। :)

১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: মন্তব্যের ঘরে জেনুইন আর ভুয়া মন্তব্য নিয়ে ভুয়া মফিজ এর আক্ষেপ এবং উষ্মাটুকু পাঠকের কাছে বেশ উপভোগ্য হয়েছে বলে মনে করি।"হেহেহে আপনার অবজারভেশন একেবারে যথার্থই :)

"এখানে এ পর্যন্ত মোট তের জন মন্তব্যকারী পাঠকের মধ্যে অন্ততঃ চারজন পোস্ট অসম্পূর্ণ পাঠ করে কিছু একটা বলে চলে গেছেন। কেউ বলেছেন খেয়ে দেয়ে আবার আসবেন, কেউ কিছুটা পড়ে ছুটি নিয়েছেন এবং আবার আসবেন বলে জানিয়ে গেছেন, আবার কেউ আগের পর্বগুলো পড়ে মন্তব্য করতে আসবেন, একথা বলে গেছেন। ইতোমধ্যে দেড় মাস পার হয়ে গেলেও তাদের মধ্যে শুধুমাত্র ইসিয়াক বাদে আর কেউই কিন্তু ফিরে আসেন নি"-ব্লগের কমেন্টের অবস্থা অত্যন্ত শোচনীয়।বড় লেখায় আর তেমন পাঠক নেই। একটা হাজার শব্দের লেখায় যে পরিমাণ সময় ধৈর্য দিতে হয় তার সামান্য মূল্যায়ন ব্লগে আর হয়না। এখন আমরা অনেকেই যতুই মুখে বলি নিজের জন্য লিখি। কিন্তু বাস্তবে একটা প্রাপ্তি যে অপেক্ষায় থাকি সেটা অস্বীকার করতে পারিনা।এর কিছুটা হলেও প্রভাব পড়েছে লেখনিতে।যে কারণে আর আগের মতো লেখার পিছনে সময় দেওয়ার বা আগ্রহে ভাটা পড়েছে। অনেকটা টিমটিমে লেখা চালিয়ে যাচ্ছি।

করুণাধারা আপু ও তপন ভাই বিজ্ঞ মানুষ। কমেন্টে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।সুক্ষ রসবোধ এমন কমেন্টকে উপজীব্য করে।তার প্রমান আপনার কমেন্টে ফুটে উঠেছে। ওনাদের দুইজনের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভেচ্ছা আপনাকে।

১৬| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:৩৭

শায়মা বলেছেন: নিতাইকাকার মত মহান ব্যাক্তির কথা দিয়ে শুরু করলে নিতাইকাকাকে তেমন পরিচিত করানো যেত না। বরং নেহা শ্রীময়ী আর বীরপুরুষের হাস্য হাস্য মজাদার কর্মকান্ডের মাঝে উনার মত মহান মানুষকে এনে ভালোই হলো ভাইয়া। সবাই মন দিয়ে পড়বে জানবে। আজকাল ভালো মানুষ আর ভালো কথার দাম নেই।:(

১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: "নিতাইকাকার মত মহান ব্যাক্তির কথা দিয়ে শুরু করলে নিতাইকাকাকে তেমন পরিচিত করানো যেত না। বরং নেহা শ্রীময়ী আর বীরপুরুষের হাস্য হাস্য মজাদার কর্মকান্ডের মাঝে উনার মত মহান মানুষকে এনে ভালোই হলো ভাইয়া। সবাই মন দিয়ে পড়বে জানবে। আজকাল ভালো মানুষ আর ভালো কথার দাম নেই।:("- জ্বী আপু ধন্যবাদ আপনাকে। তাহলে বলছেন যে প্রেমের ভুলভুলাইয়ায় মধ্যে নিতাইকাকাকে এনে ভালো কাজ হয়েছে :) নিতাইকাকা যদিও রহস্যময় লোক।আগামী পর্বগুলোতে সেসবের কিছু কিছু পরিচয় থাকবে। সুন্দর কমেন্টের জন্য অপেক্ষা ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
শুভকামনা জানবেন।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:১৫

আজব লিংকন বলেছেন: গল্পে নিতাইকাকার রাজনীতির কাহিনীতে প্রবেশ করে অন্য একটা ফিলে চলে আসলাম। বেশ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.