![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেতা
-পাগলা জাঈদ
পাপে ঢাকা বাংলার, পাপ ঢাকা চাদরে
পাপি এক নেতা আমি, ভোট দিস আদরে,
ডেকে দিস খেতে মোরে, টাকা ভরা বস্তা
বোকা এই বাংলায়, ধোকা বড় সস্তা।
মুখে তোর বড় কথা, তল ঘেটে বল ভাই
ঘুষ দিস তল দিয়ে, চোরা সব ছল তাই,
স্কুল এ পড়াবি না, কোচিং এর কারনে
ডাক্তারে ভুড়ি টেস্ট, দেয় কার বারণে ?
তিন টাকা সবজি, দশ টাকা বেচঁবি,
মুখ টিপে হেসে খুন, নেতাদের কেচবি।
হুজুরে তে করে কি ? মসজিদে বসিয়া
পানি ফু তে বিশ টাকা, তাও দর কষিয়া।
হোটেলেতে খেয়ে শুনি, মুরগী টা মরা ভাই
পুরোহিতে দক্ষিণা, ভগবান কঁড়া তাই।
মাঝি বলে ঝড় হবে, টাকা পাঁচ বেশি স্যার
সচিবেতে লাখ দাও, গতি হবে ফাইল টার।
তবু সব নির্দোষ, দোষ সব নেতাদের
আমি শুধু মা রে বেঁচি, খুশি করি কেতাদের।
সব শালা চোর তোরা, আমি কেন হব না
টাকা ভরা চাঁদরে, কেন বল রব না ?
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
পাগলা জাঈদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪
htusar বলেছেন: পরথম পিলাস