![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘শাহবাগে এলে রিকশা ভাড়া ফ্রি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগ থেকে: বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক আখলাকুস সাফা ধানমন্ডি-৮ নম্বর ব্রিজ থেকে সীমান্ত স্কয়ারে (পূর্বের রাইফেলস স্কয়ার) আসার জন্য কথা বলছিলেন এক তরুণ রিকশা চালকের সঙ্গে।
এ সময় দু’জন শিক্ষার্থী তাকে শাহবাগ যাবে বলে।তরুণ রিকশা চালক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন “ চলেন মামা ফ্রি নিয়ে যাবো। কারণ শাহবাগে রাজাকারদের বিরুদ্ধে সমাবেশ হচ্ছে।”এটি যে শুধু সাফার বেলায় ঘটেছে, তা নয়। শাহবাগমুখী অনেক তরুণ রিকশাচালকই শাহবাগে আসতে চাওয়া ব্যক্তিকে ফ্রি নিয়ে আসছেন।
বাংলানিউজকে সাফা বলেন, “রিকশা চালকের এই কাণ্ড দেখে আমি তো হতবাক। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, একজন রিকশাচালক এভাবে উচ্ছ্বসিত কণ্ঠে ফ্রি নিয়ে যাওয়ার কথা বলবে।” বৃহস্পতিবার শাহবাগে আসা বেশ কয়েকজন ব্যক্তি বাংলানিউজকে বলেন, “রিকশাচালকরা শাহবাগ আসার ক্ষেত্রে ভাড়া নিচ্ছেন না। অনেকেই জোর করে রিকশা ভাড়া দিচ্ছেন।
মানুষজন বলছেন, এরাও যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়, এটা তারই বাস্তব উদাহরণ।”
মঙ্গলবার থেকে শুরু হওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন এখন গণজোয়ারে পরিনত হয়েছে। চারিদিকে এখন একটিই রব, “শাহবাগ চলো।”যে যেভাবে পারছেন সেভাবে আসছেন শাহবাগে। তরুণ আর প্রবীন সবার ঠিকানাই এখন শাহবাগ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। শাহবাগ এখন ফাঁসির দাবিতে শ্লোগানে শ্লোগানে কাঁপছে। শাহবাগ মূল মোড় থেকে আশপাশে লোকে লোকারন্য হয়ে গেছে। সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে- রাজাকারের ফাঁসি চাই।
তবে সময় গড়ালে আরো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে এমনটা সবাই আশা প্রকাশ করছেন।শুক্রবার সকাল থেকে এখানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৩আইএ/এমএইচপি/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
উর্ণনাভ বলেছেন: মানুষজন বলছেন, এরাও যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়, এটা তারই বাস্তব উদাহরণ।”
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
নিয়েল ( হিমু ) বলেছেন: জয় বাংলা খেপেছে
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: চোখে পানি চলে এলো, একেই বলে দেশপ্রেম। দেশপ্রেমে কোন জাত, ধর্ম, বর্ণ নেই। সালাম জানাই সহযোগী যোদ্ধাদের। এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক ধন্যবাদ। জয় বাংলা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
পাগলা জাঈদ বলেছেন: এখন সবার একটাই কথা, আমরা বাঙ্গালী।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
চেয়ারম্যান০০৭ বলেছেন: রিকশাওয়ালা ভাইদের সালাম
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বোকামন বলেছেন: আমাদের একটাই পরিচয় - বাঙালী
একটাই উদ্দেশ্য- রাজাকারের ফাসী
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
মাগুর বলেছেন: একাত্তরের ঐ রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়
আজ ক্ষেপেছে ক্ষেপেছে বাংলার এই জনতা!
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
শাহীন ভূইঁয়া বলেছেন: Salute all of them