![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* আমাদের দাবী একটাই, রাজাকারের ফাঁসি চাই *
একটা ব্যাপার আমাকে খুব কষ্ট দিচ্ছে, তা হলো কিছু মানুষ আন্দোলনে থাকা তরুণ দের নাস্তিক, বেপর্দা সহ অনেক নামে ডাকছেন, এটা কেমন কথা ? '৭১ এ কি যুদ্ধের সময় কেউ নাস্তিক, মুসলমান বা হিন্দু ছিলো ? সবাই ছিলো বাঙ্গালী, অবিলম্বে এইসব পায়তারা বন্ধ করা উচিত।
শাহবাগের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটা স্বতঃস্ফুর্ত তরুণ দের '৭১ এ শহীদ ও সম্ভ্রম হারানো মা বোনদের ঋণ শোধের আন্দোলন। দুঃখজনক ভাবে এখানেও রাজনৈতিক নেতারা তাদের ফায়দা লোটার জন্যে এসেছিলেন কিন্তু তরুণ রা তাদের বয়কট করেছে। অনেক রাজনৈতিক দল চেষ্টা করেছেন তাদের ব্যানার বা প্লেকার্ড নিয়ে আন্দোলনে যোগ দেবার, কিন্তু আন্দোলনকারীদের তোপের মুখে তারা বাধ্য হয়েছেন পিছু হটতে। বর্তমানে যদিও কিছু রাজনৈতিক নেতা কর্মী আছেন শাহবাগে, কিন্তু তাতে তারা রাজনৈতিক ভাবে নয়, একজন আম জনতা হিসেবে অংশ নিচ্ছেন। যাদের একটাই দাবী "রাজাকার তথা যুদ্ধাপরাধীর ফাঁসি চাই" ।
আমাদের পরবর্তী দাবী হচ্ছে ধর্মের নামে ব্যাবসা খুলে বসা জামায়াতে ইসলামী পাকিস্তানের অংগ সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির কে রাজনীতিতে নিষিদ্ধ করা হোক। ধর্মের দোহাই দিয়ে কোন সঙ্গঠন কে আমরা রাজনীতির নামে ব্যাবসা করতে দিবো না।
এখন ই সুযোগ লাখো শহীদের রক্তের ঋণ শোধ করার, লাখো মায়ের ইজ্জতের মূল্য দেবার।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে
Click This Link
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
পাগলা জাঈদ বলেছেন: নাহ ব্লগারদের হাত ধরে শুরু হয়ে তা এখন আপামর জনতার হাতে। ব্লগার রা কি নোংড়া রাজনীতিবিদ নাকি ? যে আন্দোলনের নেতৃত্ব নিয়ে ভাববে ?
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: ওসবে কান দিতে নেই। মানুষ সাফল্যটাকেই মূল্যায়ন করবে। সুতরাং আমাদেরকে আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। লিখার জন্য ধন্যবাদ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
রামিজের ডিপফ্রিজ বলেছেন: নাস্তিক বেপর্দা যদি এসেই থাকে তাহলে হয়েছেটা কী?
লাখ লাখ লোকের রক্ত হাতে নিয়ে বসে থাকা স্বঘোষিত ইসলামের মুরুব্বীর চেয়ে সৎ নাস্তিক মানুষ আমার অনেক ভাল লাগে।
আর নিজেরা হাজার হাজার জিনা করে অন্যকে পর্দা রাখা নিয়ে জ্ঞান দেওয়া মানুষের রক্ত গায়ে নিয়ে কিভাবে সম্ভব আমার মাথায় ঢোকে না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
পাগলা জাঈদ বলেছেন: ভাই গতকাল এক মেয়ে এটা বলার পর আমি তাকে কিছু হাদিস দিয়ে প্রমাণ করে বললাম যে আপনার নিজের প্রোফাইল পিকচার ও তো বেপর্দা, আজ দেখি আমি ব্লক
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে
Click This Link
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
বনমানুষহনুমান বলেছেন: ৈ
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
বোকামন বলেছেন: +++++++