নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

আমি সুপার ম্যান হইয়া কাদের চাচ্চু কে জেল হইতে ছাড়াইয়া লইয়া আসিব।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

আমার অন্তরে কিঞ্চিৎ ইচ্ছা জাগিয়াছে সুপার ম্যান হইবার, আমি সুপার ম্যান হইয়া কাদের চাচ্চু কে জেল হইতে ছাড়াইয়া লইয়া আসিব। কারন আমার চাচ্চু নির্দোষ।



তাহার পর আমি তেনাকে লইয়া শাহবাগ যাইবো, মধুর ক্যান্টিনের চা পান করিবার উদ্দেশ্যে।



কথা হইলো আমি এমন সুপার ম্যান হইবো যে সত্যিকার সাহসীদের কিছু করিতে পারিবে না ( যথাঃ শাহবাগের তরুণ বিদ্রোহী গণ) । চা পানের উদ্দ্যশ্যে যাইবার পর আমার সহিত আমার কাদের চাচ্চু কে মাড়িয়া ফেলিবে বোকা কিছু দেশপ্রেমী। (ইহারা এতই বোকা যে টাকা চাহিবে না, ডাইরেক্ট মাড়িয়া ফেলিবে)। তবে ইহাতে আমি নিজে মড়িয়া গেলেও অত্যাধিক আনন্দিত হইবো।



কারন আমার চাচ্চু এমন একজন ইসলামী বীর যাহাকে কুত্তা বলিয়া গালি দিয়া রাস্তায় বাহির হইলে কুত্তা সমাজ তাহাকে ছিড়িয়া ফেলিবে। (কারন কুত্তা সমাজ ইহাতে বেদম নারাজ, কেন তাহাকে কুত্তা বলিবে ? কুত্তা কি এতই অধম ? যে তাহাদের সহিত আমার চাচ্চুর তুলনা হইবে ?)



আহা যদি আমি সত্যই এই কাজটা করিতে পারিতাম, তাহা হইলে আমার চাচ্চুর সহিত মড়িয়াও সুখ, কারন আমার কারনে ৩৪৪ জন মানুষের হাত্যাকারী ও শতাধিক নারীর ধর্ষণকারীর (আমার চাচ্চু) প্রকৃত সাজা হইবে।



আমি না হয় সুপার ম্যান হইয়াও মরিলাম তাহার সাথে, কি আসিবে যাইবে ? তাহাকে তো লইয়া মরিলাম।



-আবু জাঈদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.