নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

আমি দুবাই থাকি, কিন্তু বউ পোলারে ঠিক ই পাঠাইছি শাহবাগে, কেউ আমারে টাকা দেয়নাই, তাও কি বলবেন যে এটা রাজনৈতিক ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

আমিতো দুবাই থাকি, আজ হোটেলে গেলাম খাবার আনতে, দেখি মানুষ শাহবাগ নিয়া কথা কইতাছে, একজন কইলো সব হইলো টাকার খেলা, আমি কইলাম, ভাই এইটা কি কইলেন ওইখানে সব নিজের ইচ্ছায় গেছে, সে কইলো, ধুর ভাই , আজাইরা পেচাল পাইরেন না, সব টেকার কিনা গোলাম।



আজ বিকেলে আমার বউ আর ছেলে ও শাহবাগ ছিলো, আমি ঐ লোকরে বললাম ভাই, না জাইনা কথা কইয়েন না, আমার বউ ছেলে ও এখন শাহবাগে, আর তাদের টাকাও দেয় নাই, তখন সে কইলো "আপনে দালাল" আমি রাগ না কইরা ফোন দিলাম আমার বউ রে, আর লাউড স্পিকারে সব কথা শুনাইলাম, তখন স্লোগান ও চলতাছিলো, "ফাঁসি চাই ফাঁসি চাই" হয়তো আরো স্লোগান ছিক কিন্তু তা শোনা যায় নাই।

লোকটা তখন চুপ কইরা উইঠা চইলা গেলো।



বন্ধুরা ও বীরেরা, কথা একটাই , রাজাকারের ফাঁসি চাই, বিভ্রান্তে ভুইলেন না, খালি স্লোগান দেন।



-আবু জাঈদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.