নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

আমারে কি মুর্খ মুসলমান পাইসস যে আমারে ইসলাম নিয়া যা তা বলবি আর আমি বিশ্বাস করুম ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

এক লোক আল কুরআন থেকে তার ছেলের নাম রাখলো " খিঞ্জির আলী"

আহা কি সুন্দর নাম, কিন্তু ঐ লোক এই নামের প্রকৃত অর্থ জানতো না,

আসলে "খিঞ্জির" অর্থ শুয়োর, আর "আলী" অর্থ বড়। তাহলে তার ছেলের নাম দাড়ালো কি ? "বড় শুয়োর" ।



জামায়াত হইলো এই ধরনের জানোয়ার, যারা ইসলাম তথা আরবী নিয়া লাফালাফি করে, কিন্তু তার প্রকৃত অর্থ জানেনা।

উধাহরন স্বরূপ বলা যায়,

যারা বুঝবেন না তারা বলবেন আহা খিঞ্জির আলী তো দারুন নাম, এটা কুরআনের আয়াত থেকে দেয়া, (যেই আয়াতে শুয়োর খাওয়া হারাম ঘোষিত হয়, সে আয়াতে খিঞ্জির শব্দটা আছে, মানে কুরআনে এই শব্দটা আছে) কিন্তু যারা প্রকৃত ইসলাম জানে বা প্রকৃত মুসলমান তারা ঠিক ই বুঝবেন নামের অর্থ কি।



ঐ মুনাফেকের বাচ্চা (ছাগুদের জন্যে বলা) আমারে কি মুর্খ মুসলমান পাইসস যে আমারে ইসলাম নিয়া যা তা বলবি আর আমি বিশ্বাস করুম ? আমার কাছে আল কুরআন আছে, হাদিস আছে, ভাওতা বাজি দিতে হইলে অন্য কারো কাছে যা হারামী।



-আবু জাঈদ



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: মুসলিম

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২২

বাতাসের রূপকথা বলেছেন: মুসলিম (Muslim) ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

রিয়ান৯১১ বলেছেন: ++++++++++++++++

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: +++ B-))

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ ঠিক কথা বলার জন্য । আমরা আমাদের মস্তিস্ক অন্য মানুষের নিকট বিক্রি করে বসে আছি যার জন্য ভন্ডরা যা বলছে আমাদের তা বিশ্বাস করতে হচ্ছে । প্রকৃত গ্রন্থ হাতে থাকা সত্বেও অন্য মুখের দিকে তাকিয়ে থাকি যেন আমরা কিছুই বুঝিনা আর ভন্ডরা সকল কিছু বুঝতে পারে । সকল ধর্ম সকল মানুষের । আমরা যে ধর্মীয় অনুসারিদের ঘরে জন্মগ্রহন করেছি তাই আমরা পালন করি এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করি । আজ যে আলেম তিনি যদি হিন্দু ঘরে জন্ম নিত তাহলে তিনি হিন্দু ধর্মের কথাই বেশি বলতেন এবং আজ যে হিন্দু মতাদর্শের বড় পন্ডিত তিনি যদি মুসলিম ঘরে জন্ম গ্রহন করতেন তাহলে তিনি মুসলিম ধর্মের কথাই বলতেন । তাই খেয়াল রাখা উচিত কথায় কারো ধর্মে যেন আঘাত না লাগে । যে সকল ব্যক্তি ধর্মকে ব্যক্তি বা গোষ্ঠী ভিত্তিক বলে বা বলতে চায় তারা প্রকৃত র্ধামিক নয় তারা ধর্ম ব্যবসায়ী ভন্ড লোক । ঐ সকল ভন্ডরা প্রতিনিহত আমাদের প্রতারিত করছে ।


শূভ কামনা রইল ।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

বাংলার হাসান বলেছেন: ইসলাম বিষয়ে যাদের মোটামুটি জানা আছে তারা ভাল করেই বুঝে জামাতের ইসলাম আর ইসলাম ধর্মের ইসলামের মাঝে আকাশ-পাতাল তফাৎ

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

পাগলা জাঈদ বলেছেন: ধন্যবাদ সবাই কে, একত্বতা প্রকাশে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.