নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেক ধারীরা দূরে থাকুন

পাহাড়ি জাহিদ

বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667

পাহাড়ি জাহিদ › বিস্তারিত পোস্টঃ

আরমান হোসেন তুমি কেন অন্তু বড়ুয়া হোলানা ??

২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৪১

অপরাধ সব সময় অপরাধ ,অপরাধী সব সময় অপরাধী , সময় কাল পত্র ভেবে অপরাধ এবং অপরাধী যখন ভিন্নতা নেয় তা বুঝানোর জন্য এই লিখা ।



৮ সে মার্চ ২০১৩ প্রতিটা পত্রিকার প্রথম পাতার খবর মোটা মোটি একই একটি বিষয়ে । ১৮ দলের টানা ৩৬ ঘণ্টা হরতালের সমর্থনে নগরীর মোমিন রোডের হেমসেন লেইনের মুখে বৃহস্পতিবার সকাল আটটার দিকে পিকেটাররা পর পর দু’টি ককটেল নিক্ষেপ করে। স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার চিরচেনা সকাল চিরদিনের জন্য বদলে গেল আজ থেকে। নিষ্পাপ ও নিরপরাধ এ ছাত্রীর এক চোখ আজ হরতালের নৃশংতায় আক্রান্ত। হরতাল সমর্থকদের নিক্ষেপ করা ককটেল বিষ্ফোরণে ডান চোখে আঘাত পেয়েছে এ ছাত্রী। কোচিং সেন্টারের বদলে তার ঠিকানা এখন হাসপাতালের বিছানা। অসহ্য যন্ত্রণায় সেখানে কাতরাচ্ছেন এ ছাত্রী। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।নগরীর অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার এ ছাত্রীর চোখে এখন আর স্বপ্ন নেই। সেখানে ভর করেছে শুধুই দুঃস্বপ্ন।স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে সম্ভব না হলে প্রয়োজনে ভারতের নেত্রালয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রামে বোমা হামলায় আহত স্কুলছাত্রী অন্তু বড়–য়ার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্তুকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইন্সটিটউটে আনা হচ্ছে। প্রয়োজনে তার চোখের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে।



১০ এপ্রিল ২০১৩ ধ্বংসাত্মক রাজনীতি থেকে খালেদা জিয়া কী অর্জন করতে চান , প্রধানমন্ত্রীর প্রশ্ন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি প্রশ্ন করেন দেশের সাধারণ জনগণকে নিপীড়নের মাধ্যমে বিরোধীদলীয় নেত্রী কী অর্জন করতে চান।



প্রধানমন্ত্রী বলেন, “ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করুন। জনগণের জীবন ও আগুন নিয়ে খেলবেন না। জনগণকে শান্তিতে থাকতে দিন। কেন আপনি দেশকে পুনরায় অন্ধকারে ঠেলে দিচ্ছেন?”



২৮ মার্চ চট্টগ্রামে হরতাল চলাকালে বোমা বিস্ফোরণে ডান চোখে আঘাতপ্রাপ্ত অন্তু বড়ুয়া ও তার মা বাবা বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।



চেতনা ব্যবসায়ী রা সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক / ব্লগে উত্তাল বিপ্লবী বয়ান মার্কা স্ট্যাটাস । তথা কথিত মানবতাবাদীরা তাদের প্রপাইল পিক চ্যাঞ্জ করে অন্তু বড়ুয়ার ছবি দিয়েছে ।



২৪ সে জুন ২০১৩ কয়েকটা পত্রিকা বড়ই করুন ভাবে একটা খবর কোনমতে স্তান দেয় । যদিওবা অনেক পত্রিকায় মহা মূল্যবান অনেক খবরের ভিড়ে এই খবর টি হারিয়ে ফেলে । যাই হোক যহারা দিয়েছেন এই খব তারা লিখেছেন "চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা" " টেন্ডার নিয়ে ছাত্রলীগ-যুবলীগ তাণ্ডব: নিহত ২, আটক ৪০,লিমন বহিষ্কার" আবার কেউ ছবি দিয়েছে কেউবা দেয় নাই । আরমান হোসেন তুমি কেন অন্তু বড়ুয়া হোলানা ? তোমার জন্য হেলিকাপ্টার আসবেনা কেউ অপেক্ষা করবেনা বঙ্গ ভবনে । হাজার ক্যামরার ফ্ল্যাশ লাইট জ্বলে উটবেনা । হবনা পত্রিকার হেডলাইন । ঝড় তুলবানা সামাজিক যোগাযোগ সাইটে । তোমার ছবি কেঊ পাবেনা তাই ব্যাবহার হবনা প্রোপাইল পিক হিসাবে । তুমি খুব হতভাগা। আমি অধম তোমার রুহের মাগফিরাত কামনা করছি । আল্লাহ্‌ যেন তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন । তোমার বাবা মা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে আল্লাহ্‌ সেই শক্তি যেন তাদের দেন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৪

খেয়া ঘাট বলেছেন: এ দুঃখ , এ কষ্ট, এ বেদনা সইবার মতো নয়।

২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৫১

পাহাড়ি জাহিদ বলেছেন: মানুষের জন্য দুঃখজনক , চেতনা ব্যাবসায়িদের জন্য কিছুই না

২| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৯

শ।মসীর বলেছেন: এমন করে বলা ঠিকনা...........কোথায় ব্যবসা হবে সেটা বুঝতে হবে !!!

২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৫

পাহাড়ি জাহিদ বলেছেন: অন্তু বড়ুয়ার খবরটি ব্যাবসায় রূপান্তর হয়েছে । মিডিয়ায় শক্ত অবস্তান করে নিয়েছে হতভাগা আরমানের ছবি টাও স্তান করে নিতে ব্যর্থ হয় ।

৩| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( :( :||

আফসোস!!!

২৭ শে জুন, ২০১৩ রাত ১:২৩

পাহাড়ি জাহিদ বলেছেন: বড়ই আফসোস!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.