নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেক ধারীরা দূরে থাকুন

পাহাড়ি জাহিদ

বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667

পাহাড়ি জাহিদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ একটি ধোকাবাজ ও কলঙ্কিত রাষ্ট্রে পরিণত হলো এই দায় নিবে কে ?

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৪

গত ১০ই মে সাভারের রানা প্লাজা ধসের ১৭তম দিনে আজ শুক্রবার ভবনের ধ্বংসস্তূপ থেকে রেশমা খাতুন (২১) নামের এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া নেয়া হয়। উদ্ধারের সময় তিনি অক্ষত ছিলেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন।

পোশাকশ্রমিক রেশমা বেগমকে উদ্ধারের ঘটনায় বাংলাদেশের গন মধ্যম ছাড়িয়ে বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে।



সিএনএন শিরোনাম করেছে রেশমার উদ্ধৃতি দিয়ে। রেশমা উদ্ধারকারীদের সাহায্য চাইতে যে ডাক দিয়েছিলেন, তা-ই শিরোনাম হয়েছে সিএনএনের। শিরোনাম ছিল, ‘আই অ্যাম অ্যালাইভ বাংলাদেশ সারভাইভর সেইস প্লিজ রেস্কিউ মি’।

সি এন এন

বিবিসি শিরোনাম করেছে ‘ঢাকা বিল্ডিং কোলাপ্স: উইম্যান পুল্ড অ্যালাইভ ফ্রম রাবল।’ খবরে বলা হয়েছে, ‘সেনাবাহিনী এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করার পর আজকের নাটকীয় খবরটি পাওয়া গেছে।’ এতে রেশমা বেগমের বক্তব্যের পাশাপাশি আবদুর রাজ্জাকের বক্তব্যও উদ্ধৃত করা হয়েছে।

বি বি সি

’-এ ‘উইম্যান ফাউন্ড অ্যালাইভ ইন রাবল অব বাংলাদেশ ফ্যাক্টরি সেভেনটিন ডেইজ আফটার কোলাপ্স’ শিরোনামের খবরে উদ্ধারকাজের বিবরণ দেওয়া হয়েছে। রেশমাকে উদ্ধারের পেছনে মূল ভূমিকা পালনকারী সেনাবাহিনীর সার্জেন্ট আবদুর রাজ্জাকের বক্তব্যও উদ্ধৃত করা হয়েছে।

দ্য গার্ডিয়ান

আল জাজিরা শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ফাইন্ডস বিল্ডিং কোলাপ্স সারভাইভর’,এর উপশিরোনামে বলা হয়েছে, ঢাকার ভবনধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনার ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক নারী পোশাকশ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

আল জাজিরার নিউজ

১০ইমে থেকে এই ঘটনাকে অনেকে সন্দেহ পোষন করেছিলেন , এটাকে সাজানো নাটক হিসেবে স্থির সিদ্ধান্তেও পৌছেছিলেন তাদের মাঝে আমিও একজন । এই বিষয়ে অনেক বায়েচ হয়েছে অনেকের সাথে সামজিক যোগাযগ সাইটে এবং বাস্তব জগতে । বর্তমান সরকারের কাছে এমন একজন/অনেক জাদুর 'ভূত' রয়েছে যা/যারা গত ৫ বছর ধরে তাদেরকে এ ধরনের নাটক উপহার দিচ্ছে। মিডিয়াকে ব্যবহার করে মানুষকে বোকা বানানোর জন্য- এটা অবিশ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি যা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হয়ে আজকে বেশ পাকাপোক্ত অবস্থানে এসে পৌছেছে।



একটা মজার বিষয় গত ২৩ শে জুন যখন “আমার দেশ “ পত্রিকা রেশমা উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য শিরনাম করে খবর চাপাইলো । তখন অনেককে দেখেছি আড়ালে আবডালে কু রুচিপুরন মন্তব্য করতে আমার দেশ পত্রিকা সম্পর্কে ।

আমার দেশ



কিন্তু গত রবি বার কিছু আন্তর্জাতিক গন মাধ্যম দাবী করে রেশমা উদ্ধার ছিল পূর্ণ নাটক ।



ঢাকার সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর পোশাককর্মী রেশমা বেগমকে উদ্ধারের ঘটনাটি ছিল সাজানো নাটক। গতকাল রোববার প্রকাশিত যুক্তরাজ্যের ট্যাবলয়েডমিরর-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ কথা বলা হয়।

মিরর ইউকে

বৃটেনের আরেক প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে। রেশমাকে উদ্ধারের ঘটনা সাজানো।

পত্রিকা ডেইলি মেইল

একই ধারাবাহিক পক্রিয়ায় অস্ট্রেলিয়ার অনলাইন নিউজ পত্রিকায় এই ঘটনা নাটক তার খবর বের হয় ।

অস্ট্রেলিয়ার অনলাইন নিউজ পেপার



তখনি আমাদের সকল সংবাদ পত্র হুমড়ি খেয়ে পড়েছে । সবাই নিউজ করেছে । ব্যাপারটা এমন দাড়ায় আমরা সত্য বললেও তা প্রত্যখান করা হবে । কিন্তু বিদেশীরা কিছু বললে তা গোগ্রাসে গিলতে হবে ।

প্রথম আলো ঃ “ব্রিটিশ ট্যাবলয়েড মিররের খবর রেশমাকে উদ্ধার সাজানো নাটক! “

প্রথম আলো



মানব জমিন ঃ ডেইলি মেইল ও মিরর অনুসন্ধান- রেশমা উদ্ধার সাজানো

মানব জমিন পত্রিকা



ইত্তেফাক ঃ রেশমাকে উদ্ধারের ঘটনা ভুয়া?

দৈনিক ইত্তেফাক



পরিশেষে বলবো সস্তা নাটক করতে গিয়ে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি আবারো ক্ষুন্ন করলো শেখ হাসিনার সরকার ।গোটা বিশ্বের কাছে আমরা কিসের জাতি হিসাবে পরিচিত হলাম ? এর দায় দায়িত্ব কে নিবে ? যারা এ কাজের সাথে জড়িত থেকে দেশের জন্য কলংকজনক নাটক সাজিয়েছে তারা দেশদ্রোহী, অবশ্যই তাদের বিচার হতে হবে । এই নাটকের মধ্যমে আওয়ামীলীগের কতটুকু লাভ হয়েছে আমি জানিনা তবে সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি ধোকাবাজ ও কলঙ্কিত রাষ্ট্রে পরিণত হলো ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২১

মোহাম্মদ হারুন বলেছেন: প্রয়োজনে দেশকে ধ্বংস করে দিব, তারপরও ক্ষমতায় যাওয়া চায়, এটা হলো আমাদের কিছু বদমাইশ রাজনৈতিক দলগুলোর মূলনীতি, দেশের ভাল কিছু দেখলে বা দেশের সুনাম বৃদ্ধি হয় এই রকম কিছু হলে তাদের মনে প্রতিহিংসার আগুন জ্বলে, নিজে নিজে অর্ন্তজ্বলায় জ্বলে পুড়ে অঙ্গার হয় তাদের নোংরা কালো হৃদয়।

১৯৭১ সালেও একটি নোংরা পর্ণ প্রজাতি তারা সহ্য করতে পারেনি বাংলাদেশের স্বাধীনতা, আজ তারা একত্রিত হয়ে হয়ে নেংটি বাদরের মত শুরু করেছে বেহায়ার মত উলঙ্গপনা।

এইসব জাতীয় চুদুরবুদুর বাদী দল ও নোংরা বেহায়া প্রজাতি জামাত শিবিরের প্রিয় টয়লেট পেপারের বদমাইশি নিউজ প্রকাশনার ধরণ দেখে মনে হয় এটি কোন নিউজ পেপার নয় একটি একটি রাজনৈতিক দলের মিথ্যা, উদ্ভট আর বানোয়াট তথ্যর প্রেস নোট।

এই আমার দেশ পর্ণ টয়লেট পেপার রেশমা উদ্ধারের ব্যাপারে শুরুতে যে ভাবে উলঙ্গের মত বেহায়াপনায় লিপ্ত হয়েছে তা সত্তি জাতির জন্য মারাত্বক হতাশা আল লজ্জা জনক ব্যাপার,


রানা প্লাজা বিধ্বস্ত হবার পর থেকেই সেখানে প্রচুর মানুষের ভীর সারাক্ষণ লেগেই ছিল, সেখানে ছিল প্রচুর মিডিয়া সাংবাদিক, ও মিড়িয়া ক্যামরা, সেচ্চ সেবক কর্মী, প্রচুর সাধারণ জনতা, আর ঐ রানা প্লাজার ভেতর যারা বা যাদের মৃত দেহ আটকা পড়েছিল তাদের পরিবারের অন্তীয় স্বজন ও পরিবারের সদস্যরা সারাক্ষণ সর্বক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত ছিল, তাছাড়া সেখানে ছিল প্রচুর সেনা সদস্য ও পুলিশ। এতো গুলো মানুষের উপস্থিতিতে জীবন্ত রেশমমাকে উদ্ধার কর হয়েছিল ।এখন নাকি এটা একটি সাজানো নাটক




এখন সেই আমার দেশ টয়লেট পেপার বলতেছে রেশমা উদ্ধার ঘটনা একটি সরকারের সাজানো নাটক! আর এর সাথে যোগ দিয়েছে বি,এন,পি ও জামাত শিবিরের সর্মকরা , তারা বিভিন্ন ব্লগে, ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে রেশমা উদ্ধারের ঘটনা একটি সাজানো।
আমারদেশ যুক্তি দেখিয়েছে, রেশমা চারটি বিস্কুট আর এক বোতল পারি খেয়ে কি ভাবে ১৭ দিন বেচেঁ ছিল।

রেশমাকে উদ্ধার নিয়ে আমারদেশ পত্রিকার চুলকানি দেখুন।
Click This Link
Click This Link


যারা এই রমক যুক্তি দেখাচ্ছেন বা দেখিয়েছেন তারেপ্রতি আমার পাল্টা যুক্তি হরো।

নকশা বিবি পচা খাবার আর পানি খেয়ে বেঁচে ছিলেন ৬৩ দিন। আর ২৭ দিন পয়ঃনিষ্কাশন পাইপের পানি পান করে বেঁচে ছিলেন ইভান্স। ২০১০ সালে চিলির এক খনিতে ৬৯ দিন আটকে থাকার পর, খনির পাশে অনুরূপ একটি সুড়ঙ্গ তৈরি করে ৩৩ শ্রমিককে উদ্ধার করা হয়। ২০০৪ সালে ইরানের বামনগরীতে ভয়াবহ ভূমিকম্পে ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়। এ ঘটনার ১৩ দিন পর ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। আবার ১৯৯৫ সালে দক্ষিণ কোরিয়ার একটি সুপার মার্কেট ধসে ৫০২ জন নিহত হন। এ মার্কেটের ধ্বংসস্তূপ থেকে ১৯ বছরের এক তরুণীকে উদ্ধার করা হয়। পার্ক সিউং হিউন নামের এ তরুণী জমে থাকা সামান্য বৃষ্টির পানি পান করে ১৬ দিন বেঁচে ছিলেন।


পাকিস্তানের বৃদ্ধা নকশা বিবি পানি আর পচা খাবার খেয়ে বেচেঁ ছিল ৬৩ দিন, কিন্তু আমাদের রেশমা ছিল নকশা বিবির তুলনায় যুবতী।



বিধ্বস্ত রানা প্লাজা হতে রেশমা উদ্ধারের ঘটনা নিয়ে যার চুলকানিতে ভুগতেছে তাদের কাছে ছোট একটি প্রশ্ন।

ধরে নিলাম রেশমা উদ্ধারের ঘটনা সাজানো, তাতে বি,এন,পি জামাতের বা আমারদেশ পত্রিকার ক্ষতি কি? রেশমা যদি সাজানো নাটকের অভিনেত্রী হয় তাতে যদি রেশমা সুন্দর সুস্থ সুখী ভাবে বেচেঁ তাকেন তাতে তো সবাই খুশি হবার কথা,

উদ্ধার কাজে অংশ নিয়ে ছিল আমাদের গৌরবের সেনা বাহিনী, যদি বিশ্বকে আর দেশে রেশমা উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক হিসাবে প্রচার করা হয় এতে দেশের ও আমাদের সেনা বাহিনীর র্দুনাম ও কলল্ক হবে।

আর যদি রেশমা উদ্ধারের ঘটনা মিথ্যা বা সাজানো নাটক হিসাবে প্রচার না করে , ঘটনাটিকে সত্য বলে প্রচার করা হয় তাতে আমাদের, দেশের, সেনা বাহিনী সবার সুনাম হবে। আর এই দেশ আর সেনাবাহিনী শুধু আওয়ামীলীগের নয়, একই দেশ বি,এন,পি , জাতীয় পাটি, আওয়ামীলীগ সবার। দেশের সুনাম হলে দেশের সব মানুষের সুনাম।

রেশমা উদ্ধার ঘটনা নিয়ে দেশে বিদেশে সাজানো উদ্ভট, মিথ্যা সংবাদ প্রচার করে তাতে লাভ কি?

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

পাহাড়ি জাহিদ বলেছেন: উইকিলিকসের ফাঁস করা তথ্য সঠিক ছিল, কিন্তু আমেরিকা তা অস্বীকার করেছে, তাতে কি আমেরিকা নিজেকে নির্দোষ প্রমান করতে পেরেছে...

২| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: মি.দালাল যে এখানে আসবে তা স্বাভাবিক। আবার জ্ঞানের কারখান নিয়া হাজির। তুই অন্যের চুলকানির প্রশ্ন করিস, তোর কেন এতো চুলকানি রেশমার ব্যাপারে????? পৃথিবীর সবাই মিথ্যে শুধু তুন সত্যের জাহাজ না?? গোপাঁল ভাড় হয়ে যাচ্ছিস বুঝিস গাধা?
এতো এতো দেশি বিদেশি মিডিয়া ভূয়া, আর তুই যা বলবি তা সত্য!! আহম্মক কোথাকার। তোরে সামনে পাইলে জুতামু মাদারচোদ, সাইনবোর্ড ধারী ভন্ড। কোন সুত্র ছারা প্রমান করে মনগড়া যুক্তিতে আবালের আবাল।

ইসলামে মিথ্যা বলা ভয়ংকর পাপ আর সেই পাপ করছিস, তোর প্রোফাইলে আরবী লেখা ঝুলাইয়া মিথ্যার বেসাতি করছিস হারামজাদা। নইলে তুই মুসলিম না, তুই অন্য ধর্মের নিক নামটা হারুন রাখছিস। বেয়াক্কেলের বাচ্চা কোথাকার.......................

এইসব জাতীয় চুদুরবুদুর বাদী দল ও নোংরা বেহায়া প্রজাতি জামাত শিবিরের প্রিয় টয়লেট পেপারের বদমাইশি নিউজ প্রকাশনার ধরণ দেখে মনে হয় এটি কোন নিউজ পেপার নয় একটি একটি রাজনৈতিক দলের মিথ্যা, উদ্ভট আর বানোয়াট তথ্যর প্রেস নোট।


ঠিক তোর চরিত্রের মতো তাইনা?? ঐ পত্রিকা একটা দলের......প্রেস নোট, আর তুই আরেকটা দলের মিথ্যা, উদ্ভট আর বানোয়াট তথ্যর দালাল ব্লগার, ঐ পত্রিকা আর তুই দুটোকেই থুথু দেয়া উচিত কিনা বল??? যদি সত্য হয় তো রেশমাকে মিডিয়ার সামনে কেন আনিসনা?? এতো কষ্ট করে পোষ্ট না লিখে রেশমাকে মিডিয়ার সামনে হাজির কর সব বিতর্ক শেষ হয়ে যাবে এক ঘন্টার মধ্যে।

এতো মিথ্যা না বলে রেশমাকে মিডিয়ার সামনে অনার ব্যবস্থা কর সব বিতর্ক শেষ হয়ে যাবে। আল্লাহ্ তোর হেদায়াত করুন দোয়া করি।

৩| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ডেইলি মেল ও মিরর ট্যাবলয়েড পত্রিকা।
তাদের রিপোর্ট আমারদেশে প্রকাশিত ভুয়া রিপোর্টের সাথে হুবুহু মিল।
যাষ্ট অনুবাদ করেছে মনে হয়
সাদা চামড়া দেখলেই সব বিশ্বাস করতে হবে?

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

পাহাড়ি জাহিদ বলেছেন:
ইকোনোমিক্সে ফাঁস হওয়া স্কাইপি কেলেঙ্কারী কি মিথ্যা ছিল...?
তাতো হুবাহু আমার দেশের রিপোর্টের মত ।

৪| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৪৫

মতিউর রহমান মিঠু বলেছেন: আর যদি রেশমা উদ্ধারের ঘটনা মিথ্যা বা সাজানো নাটক হিসাবে প্রচার না করে , ঘটনাটিকে সত্য বলে প্রচার করা হয় তাতে আমাদের, দেশের, সেনা বাহিনী সবার সুনাম হবে। আর এই দেশ আর সেনাবাহিনী শুধু আওয়ামীলীগের নয়, একই দেশ বি,এন,পি , জাতীয় পাটি, আওয়ামীলীগ সবার। দেশের সুনাম হলে দেশের সব মানুষের সুনাম।

সত্যবাদী হারুনের সত্যের নমুনা হলো এই। মিথ্যাকে আবার একটা মিথ্যা দিয়ে ঢাকার পরামর্শ। সুনামতো ধ্বংস করছো BDR ট্রাজেডির মাধ্যমে, সেই হারানো সুনাম আগে উদ্ধার করো।

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সস্তা নাটক করতে গিয়ে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি আবারো ক্ষুন্ন করলো শেখ হাসিনার সরকার ।গোটা বিশ্বের কাছে আমরা কিসের জাতি হিসাবে পরিচিত হলাম ? এর দায় দায়িত্ব কে নিবে ?

১০০০০০০০০০০০০ ভাগ আওয়ামীলীগ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আওয়ামীলীগের কৃত কোন কর্মকান্ডের জণ্য বাংলাদেশ নামক রাষ্ট্র ও জনগণ দায়ী থাকিবে না। সুতরাং সকলকে চুক্তি, বানিজ্য, সহ সকল প্রকার ব্যাক্তিক রাষ্ট্রীক কাজে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিতে আহবান জানানো যাচ্ছে !



যারা এ কাজের সাথে জড়িত থেকে দেশের জন্য কলংকজনক নাটক সাজিয়েছে তারা দেশদ্রোহী, অবশ্যই তাদের বিচার হতে হবে ---

হবেই হবে।

তা যত পরিকল্পনা করুক আর বাঁচার চেস্টা করুকনা কেন?

কারণ সত্য দিবালোকের মতো ষ্পষ্ট।

আর মিথ্যার জন্য হাজারো বাহনা লাগে।

@ আওয়ামী অন্ধ দালাল-
তোমাদের দাবী যদি সত্য হয়- আমার দেশের অনুসন্ধানী প্রতিবেদন সহ বিশ্বের সকলেই মিথ্যা- শুধূ তোমরাই সত্যবাদী যুধিষ্ঠির-

আল্লাহর ওয়াস্তে-
@ রেশমাকে গণমাধ্যমে নিয়ন্ত্রন মুক্ত করে হাজির কর
@ উদ্ধার কালীন সময়ের ভিডিও ফুটেজ সহ সকল কিছূ সমন্বিত প‌্যানেলে পরীক্ষা করা হোক।
@ সেনাবাহিনীর যারা উদ্ধার কাজে ছিল. তাদের সেনা আইনে তদন্ত পূর্বক সত্য রিপোর্ট প্রকাশ করা হোক।
@ ঐ এলাকার অনূণ্য ১০০০ মানুষের স্বাক্ষ্য অডিও ভিস্যুয়াল রেকর্ড করা হোক।
@ সাধারন উদ্ধারকারীদের সেনাবাহনী মাইকে যে বারবার বলছিল .. মাথায় সাদা কাপড় ওলাদের বাইর করে দাও... কেন? ঐ দিনের লাইভ রেকর্ডে প্রমাণ আছে।
@ যারা দীর্ঘদিন মূল কাজ করল- তাদের হঠাৎ করে সরিয়ে দেয়া হল কেন?
@ তারপরওতো বাকী রইল বাজে স্ত্রীপ্টের হাজারো খুত.. সে না হয় পরে দেখা যাবে। আগে বুকে সাহস তাকলে সত্যবাদী হলে এই গুলার প্রমাল দাও।

নইলে স্বাীকার কর তোমরা ভন্ড, মিথ্যাবদী, নটঙ্গীবাজ, ষ্টান্ট বাজ, পুরা জাতিকে বিশ্বের দরবারে হেয় করার জন্য দায়ী।এই কলংকের বিরুদ্ধেই ৪ সিটির রায়..
অস্বীকার করে যতই ঘুোট পাকানোর চেস্টা করবা ততই জন বিচ্ছিন্ন হয়ে যাবা।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: @বিদ্রোহী ভৃগু ভাই, আমার প্রশ্নগুলো ঠিক এমনই, ধন্যবাদ ভাইজান। তবে ঐ উপরের হারুন এর মতো কিছু দালাল নিজের মনগড়া যুক্তি ছারা অন্যকোন যুক্তি মানবেনা, এটা এদের রক্তের দোষ। চোখ না থাকলেই অন্ধ হয়না, চোখ থাকতেও অনেকে অন্ধ হয় এরা তাই 'চোখ থাকতেও অন্ধ'........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.