নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেক ধারীরা দূরে থাকুন

পাহাড়ি জাহিদ

বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667

পাহাড়ি জাহিদ › বিস্তারিত পোস্টঃ

আল্লামা শাহ আহমদ শফীর তেতুল বয়ান ও কিছু ভাবনা

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৪

আল্লামা শাহ আহমদ শফী একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কিছু দিন যাবৎ এবং ওই ভিডিও এর ওপর ভিত্তি করে কিছু চিহ্নিত পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেল আল্লামা শফীর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমিএর নাম দিয়েছি তেতুল বয়ান ।

আল্লামা শফী ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ লঙ্ঘনের কুফল তুলে ধরেন সবসময়। নারী-পুরুষের বিবাহবহির্ভুত অবাধ-অবৈধ চলাচল ও মেলামেশার ফলে যে নৈতিক ও সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে তার ব্যাপারে বরাবরই সতর্ক করে আসছেন।

‘একজন দক্ষ জনপ্রিয় ওয়ায়েজিন হিসেবে আল্লামা শফী স্থান-কাল-পাত্রভেদে ওয়াজের কৌশল অবলম্বন করে আসছেন। গ্রামাঞ্চলে গ্রামের মানুষের বোধগম্য ভাষা ও উদাহরণ দিয়ে এবং কখনো আঞ্চলিক ভাষা ব্যবহার করে ওয়াজ করে থাকেন।’



‘এছাড়া ওয়াজ মাহফিলের ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ দিয়ে শ্রোতাদের বিষয়টি বোধগম্য করে তোলার কৌশলটি অতি পুরনো। সেক্ষেত্রে প্রত্যেক ওয়ায়েজিনই গ্রামে প্রচলিত অনেক বিষয়কে রূপকভাবে ধরে নিয়ে উদাহরণ স্বরূপ বক্তব্য দিয়ে থাকেন।





যদিওবা হেফাজতে ইসলাম প্রতীবাদ জানিয়েছে বিষয়টা নিয়ে ।আধুনিক প্রযুক্তির কারসাজিতে হেফাজতে ইসলামে আমীর আল্লামা আহমদ শফী’র বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। গতকাল এক বিবৃতিতে তারা বলেন- আল্লামা শাহ আহমদ শফীর ওয়াজ এবং বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই।

মানবজমিন পত্রিকা

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি। ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর পক্ষে আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এই প্রতিবাদ জানান।

প্রথম আলো



দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি দের নাম পড়তে গিয়ে একটা নামের উপর হঠাত চোখ স্তির হয়ে গেল । সেই নাম টি আর কেউ নয় আমাদের সব্যসাচি কবি লেখক সৈয়দ শামসুল হক।



এই লেখক প্রায় প্রায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় । ১৯৭১ সালের ১৭ই মে " দৈনিক পাকিস্তানে " আরেকটা প্রতীবাদ লিপি পাই আমরা । "একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়" সম্পাদনায় আহমদ শরীফ গং বইয়ের ১৪৩ নাম্বার পৃষ্টায় এই দেশের ৫৫ জন বিশিষ্ট বুদ্ধিজীবীর তীব্র নিন্দা ও প্রতিবাদ লিপি সম্পর্কে বর্ণনা আছে । ঐ বিবৃতিতে অখন্ড পাকিস্তান আর পক্ষে যুক্তি এবং শুধু ইয়া ইয়া খানের জয়গান গান নাই আওয়মীলীগ চরমপন্তি দল বলতেও দ্বিধাবোধ করে নি ।



দেশের ৫৫ জন বিশিষ্ট বুদ্ধিজীবীর বিবৃতির ৫৫ নাম্বার স্বাক্ষরকারী ব্যাক্তিটি আমাদের মহান সব্যসাচি কবি লেখক সৈয়দ শামসুল হক ।



সেক্ষেত্রে প্রত্যেক ওয়ায়েজিনই গ্রামে প্রচলিত অনেক বিষয়কে রূপকভাবে ধরে নিয়ে উদাহরণ স্বরূপ বক্তব্য দিয়ে থাকেন। তেতুল ও রূপকভাবে সাধারন মানুষের বুঝার সুবিধারতে । কিন্তু আমাদের এই লেখক সাহেবের তা ভাল লাগে না ।

তেতুল ওনার খুব প্রিয় তা আমরা জেনেছি বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের আত্বজীবনী কাব্য গ্রন্থ "ক" থেকে । কন্য বয়সী তাসলিমা দেখে তেতুলের মত জ্বিবায় রাস এসে যায় , বাবার বয়সী কবি সৈয়দ শামসুল হকের তাঁকে রাঙামাটি বেড়াতে নিয়ে গিয়ে ‘একটি ঘর নিলেই তো চলে, তাই না’ , তার কথা অনুযায়ী হোটেলের একটি রুম নেওয়া কাপ্তাই যাওয়ার ঘটনা, এক ঘরে দুই বিছানায় ঘুমানোর কথা, রাতে তসলিমার ভীতসন্ত্রস্ত হওয়ার কথা বা কাপ্তাই নিজেকে বাবা মেয়ে পরিচয় দেওয়া ............।



বেশ্যার আবার সতিচ্ছেদের ভয়!?!? ১৯৭১-এ আসিলো পাক্কা রাজাকার চরিত্রহীন লম্পট আজকে নাকি আল্লামা শাফি'র বয়ানে লইজ্জা পাইছে এত লজ্জা ওনার ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৫

আহলান বলেছেন: শফির কথায় এই সব তসলিমা গং আর পরিমল গংদেরই তো গা জ্বালা করে ........

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

পাহাড়ি জাহিদ বলেছেন: :-B :-B :-B :-B

২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

মাজহারুল হুসাইন বলেছেন: বেশ্যার আবার সতিচ্ছেদের ভয়!?!? ১৯৭১-এ আসিলো পাক্কা রাজাকার চরিত্রহীন লম্পট আজকে নাকি আল্লামা শাফি'র বয়ানে লইজ্জা পাইছে এত লজ্জা ওনার । :|

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

পাহাড়ি জাহিদ বলেছেন: :-B :-B :-B :-B

৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

জগ বলেছেন: সিনেমার কোন item dancer-কে টাইট পোশাক পরিয়ে বাংলাদেশের রাস্তায় হাঁটতে বলেন আর দেখেন কত পারসেন্ট পুরুষ নিজের কাজ রেখে হা করে তাকিয়ে থাকে ! জিব দিয়ে লালা পড়ে কিনা/তেতুল বলবেন কি'না সেটা বড় কথা না ! বড় কথা উনি কি বুঝাতে চেয়েছেন ? মহিলারা আলাদা বিশ্ববিদ্যালয়, বাস, ব্যাঙ্ক, বাসের ছিট কেন চায় ???

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

পাহাড়ি জাহিদ বলেছেন: :-B :-B :-B

৪| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

হুমায়ুন তোরাব বলেছেন: প্রিয় তে

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

পাহাড়ি জাহিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

অপরিপক্ক বলেছেন:
মাওলানা শফী, তেতুল ও রাজার লবন বিভ্রাট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.