নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেক ধারীরা দূরে থাকুন

পাহাড়ি জাহিদ

বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667

পাহাড়ি জাহিদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে নিয়ে এই কোন খেলা "প্রথম আলো " পত্রিকার

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আজকের প্রথম আলোয় ৮ম পাতায় বাংলাদেশর এই মানচত্রটি ছাপা হয়েছে। মানচিত্রটিতে কুড়িগ্রামের দুটি উপজেলা 'রৌমারি' এবং 'চর রাজীবপুর ' নেই, কেন নেই? এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার ঘোষনায় এই মানচিত্র প্রকাশিত হয়েছে। কোথায় গেল এই উপজেলা দুটি? এটা কি এখন বাংলাদেশের অংশ নয়?



প্রথম আলোর প্রকাশিত মানচিত্র দেখতে ক্লিক করুন



উল্লেখ্য ভারত বেশ কয়েকবার এই উপজেলা দুটি দখল নেবার চেষ্টা করেছে, বারবার অনুপ্রবেশ করেছে, বেশ কয়েকবার ছোট খাট যুদ্ধও হয়ে গেছে।২০০১ সালে যুদ্ধ বিশ্ব কে জানান দিয়েছে । তাহলে প্রথম আলো কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে ?



গুগুল মানচিত্রে বাংলদেশ



প্রথম আলোর বাদ দেওয়া অংশ সমূহ







এই ইতিহাস শিক্ষা কি ভুল না অন্য কোন উদ্দেশ !!! সকল ভুল কি ক্ষমা যগ্য ???????

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: রৌমারী পাদুয়ার প্রতিশোধ নিতেই নাকি বিডিআর ঘটনা বলে অনেকেই বলেন!!!!!

আর তার সহযোগী হিসেবে সরকারের সহযোঘীতা নিয়েও অনলাইনে প্রচুর লেখালেখি হয়েছে। সেই হিসেবে প্রথম আলু সেই পথে হাটতেই পারে- উলফার সাথে তাদের নিয়া কত কিস্সাওতো পাবলিক জানলো...

তারপরও তারা তাদের সেই উটপাখির মতো মাথা গুজে দালালি চালিয়েই যাচ্ছে!!! ধিক!

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

পাহাড়ি জাহিদ বলেছেন: বাতাসে কান পাতলেই শুনতে পাই , তারপরও তারা তাদের সেই উটপাখির মতো মাথা গুজে দালালি চালিয়েই যাচ্ছে!!! ধিক!

২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০

মাজহারুল হুসাইন বলেছেন: ক্যাপ্টেন -এর ব্লগ ---বিডিআর বিদ্রোহ নিয়ে মাস্ট রিড একটা ব্লগ সম্ভার । কে জানে এটাও হয়ত গুম হয়ে যাবে :(

ধন্যবাদ জাহিদ ভাই । দৈনিক ভাড়তের আলো প্রথম দিন থেকেই শুশিলতার নামে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২০

পাহাড়ি জাহিদ বলেছেন: সত্য জানার এবং জানানোর জন্য সাথে থাকুন ।

ধন্যবাদ

৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

রাখালছেলে বলেছেন: ব্যাপারটা তো মারাত্মক । এতবড় ভুল তারা তো করার কথা না যদি না ইচ্ছা করে করা ছাড়া।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

পাহাড়ি জাহিদ বলেছেন: এতবড় ভুল তারা তো করার কথা না যদি না ইচ্ছা করে করা ছাড়া।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

স্বাধীকার বলেছেন:
ভুলে করে থাকলে ‍শুদ্ধ করার দাবী থাকলো।
আর ইচ্ছাকৃত করে থাকলে ক্ষমার অযোগ্য অপরাধ এবং প্রথম আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা উচিত।
দৈনিক ভারতের আলো অবশ্য বর্তমান শাসকদের সুনজরে আছে-সেখানে আইনের প্রয়োগ না হওয়ার সম্ভাবনাই বেশী।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৫

পাহাড়ি জাহিদ বলেছেন: বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০২

এইচ আর খান বলেছেন: দারুন জিনিস বের করেছেন । তবে কি আমরা বুঝবো প্রথম আলো ইচ্ছে করেই এটি করেছে? যদি তাই হয় তবে এরা দেশদ্রোহী । আর অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা চাইতে হবে জনগনের কাছে ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৫

পাহাড়ি জাহিদ বলেছেন: আমরা বুঝবো প্রথম আলো ইচ্ছে করেই এটি করেছে? যদি তাই হয় তবে এরা দেশদ্রোহী । আর অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা চাইতে হবে জনগনের কাছে ।

৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৬

কাজী মামুনহোসেন বলেছেন: এইচ আর খান বলেছেন: দারুন জিনিস বের করেছেন । তবে কি আমরা বুঝবো প্রথম আলো ইচ্ছে করেই এটি করেছে? যদি তাই হয় তবে এরা দেশদ্রোহী । আর অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা চাইতে হবে জনগনের কাছে ।

৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আমরা বুঝবো প্রথম আলো ইচ্ছে করেই এটি করেছে? যদি তাই হয় তবে এরা দেশদ্রোহী । আর অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা চাইতে হবে জনগনের কাছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.