![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667
প্রথম আলুতে একটু আগে একটা খবর দেখলাম , পড়ে হাসুম না কাদুম বুঝতে পরছিনা !!! খবর টা হলো ।
"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘ফেসবুক পেজ’কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফেসবুক কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল আজ মঙ্গলবার রাত ১০টার দিকে প্রথম আলো ডটকমের কাছে এ দাবি করেন।
শাকিল জানান, বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজকে অফিসিয়ালি ভেরিফাই (যাছাই-বাছাই) করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তিনি দাবি করেন, ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক এটাই প্রথম কোন বাংলাদেশি নাগরিকের পেজের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন।
শাকিল আরও বলেন, বর্তমানে সজীব ওয়াজেদের নামের পাশে একটি আকাশি রঙের বৃত্ত রয়েছে। কোনো জনগুরুত্বপূর্ণ ব্যক্তিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে তাঁর নামের পাশে এই ধরনের বৃত্ত দেওয়া হয়। গত ১৬ জুলাই দেশে আসার পর এই ফেসবুক পেজটি খোলেন জয়।"
প্রথম আলুর লিঙ্ক
আসুন জানি ফেসবুক অফিসিয়ালি ভেরিফাই কি ?
যে কোন সুপরিচিত পাবলিক আকাউন্ট এবং পেজ (উদা: সেলিব্রিটি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্রান্ডের এবং ব্যবসার) একটি খাঁটি পরিচয় থাকার ফেসবুকে দ্বারা যাচাই করা হয়. আপনি তাদের নামের পাশে একটি নীল ব্যাজ দেখতে পাবেন, এতে সহজে অন্যরা আপনি আপনার প্রোফাইল বা পেজ খুজে পাবে এবং ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে পারেব সাথে অপনিও আপনার সেই ভুয়া আকাউন্ট বা পেজ বন্ধ করার ব্যাবস্তা গ্রহণ করতে পারবেন ।
ফেসবুক অফিসিয়ালি ভেরিফাই কি?
শুধুকি ফেসবুক অফিসিয়ালি ভেরিফাই করে ?
না , অনেক আগ থেকেই টুইটার এই ব্যবস্তা গ্রহণ করছে আর ফেসবুক তা ফলো করেছে ।
লিঙ্ক
প্রথম আলুর , তেলে ভাজা আলু খাইতে বেস তবে তা বুদ্ধি প্রতিবন্ধীর বিষয় সেইরম বেস ......।।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪১
পাহাড়ি জাহিদ বলেছেন: অসামাজিক ভাই এত অসামাজিক হয়া ঠিক না ইজ্জত আর রইলো না
২| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১১
স্বাধীকার বলেছেন:
যাক............শেষ পর্যন্ত আম্লীগের ‘‘ফেইসবুক জয়’’ নিয়ে রাজনীতি করার একটি কয়েক দিনের তামাশার উদ্ভব হলো।
জয় ফেইসবুক, জয় তথ্যবাবা।
৩| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:০১
খেয়া ঘাট বলেছেন: হাহাশে। হাহাশে। হাহাশে।
৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫
আমিনুর রহমান বলেছেন:
আমার ডাও করবার চাই
৫| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩
বাংলা কৃষক বলেছেন: অনেক দিন থেকে Facebook ব্যবহার করছি। Facebook কেনো আমার a/c টা অফিসিয়ালি ভেরিফাই করতেছে না ভাই। জয়ের মতো আপনাদের Facebook a/c টা ভেরিফাই করে দেখান। তাহলে বুঝবো আপনি .....
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
পাহাড়ি জাহিদ বলেছেন: সানি লিওনের সাথে যোগাযোগ করেন তারটাও ভেরিফাই আকাউন্ট । জয় ও ভেরিফাই সানি লিওন ও ভেরিফাই ।কি মজা কি মজা ......
৬| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
পথহারা সৈকত বলেছেন: হাঁসতে হাঁসতে লুঙ্গী খুলে যাচ্ছে...........
৭| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
ইমরান হক সজীব বলেছেন: ব্যাপক ফানি
জয়ের দেখে এবার মনে চোর তারেক জিয়াও একাউন্ট ভেরিফাই করবে ।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
পাহাড়ি জাহিদ বলেছেন: (Click This Link ) Boo নামে একটা কুত্তা আর আমাগো জয় বাবা ভেরিফাই । কি মজা জয় বাবা
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: জয়ের আগে তো সানি লিওনও অফিশিয়ালি স্বীকৃতি পাইছে ফেবুতে...
সেও কইলাম বাঙ্গালী ... খুব খিয়াল কৈরা !!!