![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667
রাজশাহীর বাগমারায় গতকাল বৃহস্পতিবার এক জনসভায় উপস্থিত লোকজনকে তিনি নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করান। ৩৫ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা ছাড়াও দেশ ও বাগমারার উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য দিলেও এলাকার উন্নয়ন ও জনগণের দাবির বিষয়ে কিছু বলেননি। কোনো আশ্বাসও দেননি।
সাথে করেছেন মিথ্যাচার , তিনি দাবী করেন " আমরা ক্ষমতায় আসার পর বাগমারাকে বাংলা ভাই, জঙ্গিমুক্ত করেছি।’
প্রথম আলোর লিংক
অনুরূপ ভাবে তাঁর সন্তান সজীব ওয়াজেদ জয় গত ২১ আগস্টে তাঁর ফেসবুক পেজ এ দাবি করেছিলেন, রমনা বটমূলে বোমা হামলা বিএনপি-জামায়াত জোটের আমলে হয়েছিল!
সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসের লিঙ্ক
প্রকৃত ঘটনা হলো, শেখ হাসিনার প্রথম শাসনামলেই ওই ধরনের জঙ্গি কার্যক্রমের সূচনা হয়।রমনা বটমূলে পহেলা বৈশাখে বোমা হামলাটি জয়ের মাতৃদেবীর শাসনামলে ২০০১ সালের ১৪ এপ্রিলে হয়েছিল। বিএনপি-জামায়াত জোট আমলেও ওই স্টাইলে জঙ্গি হামলা চলছিল। পরে খালেদা জিয়ার সরকারই শায়খ আবদুর রহমান, বাংলাভাইকে গ্রেফতার, বিচার ও ফাঁসি দিয়েছিল। মুফতি হান্নানকেও খালেদা জিয়ার সরকার ২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করেছিল।
তাঁকে দিয়ে হীন রাজনীতি করার জন্যাই কিন্তু মইন-ফখরুদ্দীন ও পরে হাসিনা সরকারই মুফতি হান্নানের বিচার প্রক্রিয়া ধীর করে দেয়।
আর শায়খ আবদুর রহমান কার আত্বিয় সেই পরিচয় সবাই জানে ।
তাই মা এবং ছেলে স্বরন করে দিতে চাই এই ৭২-৭৫ না সকল মিথ্যাচার চাপা পড়ে যাবে । এইটা ২০১৩ এখন আমরা ব্লগ দিয়ে ইন্টারনেট চালাই ।
এমন সত্যবাদী মা ছেলে থেকে আল্লাহ্ আমার সোনার বাংলাদেশ এবং আমাদেরকে হেফাজত করুন ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
পাহাড়ি জাহিদ বলেছেন:
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
দোদূল্যমান বলেছেন: আমরা জানি মানুষের মন থেকে দু'আ আসে। তবে আজ উপলব্ধি হলো চোখ থেকেও দু'আ আসে। মাসজিদ থেকে বেরিয়ে দেখি প্রাক্তন যুবরাজ খাম্বাবাবার ছবি সম্বলিত পোস্টারে দেয়াল ঢাকা। ক'দিন আগে উন্নয়ন নামক সিনেমার বিলবোর্ড নাটকের কল্যাণে বর্তমান দেশের মাথার ছবি দেখা গেছে রাস্তায় রাস্তায়।
যখন মনে হয় ছবির ছড়াছড়ির এ মহামারীর টাকাতে আমার অংশ আছে, আমার কৃষক বাবার অর্থ আছে, আমাকে বয়ে নেওয়া রিকশাওয়ালার টাকার ভাগ আছে, তখন বুকের ভেতর থেকে যে দীর্ঘ নিঃশ্বাসটা বের হয় তাকে আর যাই হোক দু'আ বলা যায় না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
পাহাড়ি জাহিদ বলেছেন: বুকের ভেতর থেকে যে দীর্ঘ নিঃশ্বাসটা বের হয় তাকে আর যাই হোক দু'আ বলা যায় না।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
আমি ভূমিপুত্র বলেছেন:
আমীন।।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২
পাহাড়ি জাহিদ বলেছেন: আমীন।।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
জামান2021 বলেছেন: [img|http://gullee.com/smilies/hatsoff.gif
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২
পাহাড়ি জাহিদ বলেছেন: ধন্যবাদ
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
ফুরব বলেছেন: শীগ্রই জাতি মুক্তি পেতে যাচ্ছে।। আর মাত্র কয়েক মাস।।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
খাটাস বলেছেন: বাংলাদেশের রাজনিতি বিদেরা সত্য বলতে পছন্দ করেন না, কারন সত্যি সব রাজনিতিবিদের ই স্ব বিরোধী।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
ভোরের সূর্য বলেছেন: @ফুরব ভাই।শীগ্রই জাতি মুক্তি পেতে যাচ্ছে কিভাবে? সেই তো গরম চুলা থেকে গরম কড়াইতে যেয়ে পড়তে হবে।আমরা সাধারন পাবলিক এই দুই জনের মাঝখানে পরে চিরেচ্যাপটা।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২
স্বাধীকার বলেছেন:
রাত যত গভীর হয়
প্রভাত তত নিকটে আসে।
---------আগামীতে নৌকাডুবি, এটা কনফার্ম। যত মিথ্যাচারই করুক-কাজ হবেনা। যুবলীগের দুলাভাই শায়খ-আম্লীগের তৈরী-যা বিএনপির বুঝা উচিত ছিলো আরো আগে।
হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জঙ্গী তৈরী হয়।
আমরা বলি, আম্লীগ বিরোধী দলে গেলে দেশে জঙ্গী তৈরী হয়।
--------আগামীতে বিএনপিকে এ বিষয়ে অধিকতর সচেতন থাকতে হবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
পাহাড়ি জাহিদ বলেছেন: স্বাধীকার বলেছেন:
রাত যত গভীর হয়
প্রভাত তত নিকটে আসে।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
তামিম ইবনে আমান বলেছেন: :> :> :> :> :> :>