![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামের ডানে - ডানের বামে আমার সুস্পষ্ট অবস্তান facebook.com/zahid.hassan.5667
আমার একটা লিখা যা ফেসবুকে পোষ্ট করি এবং বিভিন্ন পত্রিকায় আসে । আজ আমার ব্লগে পোষ্ট করতে গিয়ে দেখি জনৈক @পাগলা ভাই আইডি থেক আমার লিখা পোষ্ট করেছে । দাড়ি কমা সহ হুবাহু।
পাগলা ভাইর পোষ্ট লিঙ্ক
আমার ফেসবুক লিঙ্ক
পত্রিকা লিঙ্ক
আরো পত্রিকা লিঙ্ক দেওয়া যাবে ।
এই সব চোরদের ব্যান্ড করা উচিৎ #অ্যাডমিন দের দৃষ্টি আকর্ষণ করছি আমার লিখার সত্ত্ব আমারি থাকার জন্য ।
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮
পাহাড়ি জাহিদ বলেছেন: সহমত ভাই । মেধা সত্ত্ব রক্ষা করা হোক ।
২| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬
মরণের আগে বলেছেন: ভাই আমার পোস্ট আমার ওয়ালেই থেকে যাচ্ছে আবার আমাকে সেভ ও দেখাচ্ছে একটি গুরুত্ব পুন্য পোস্ট যদি আপনি আপনার হয়ে ও বলগে দিতেন লিঙ্ক
৩| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮
মুদ্দাকির বলেছেন: খাটাস বলেছেন: লেখা চোর কে ব্যান করা হোক।
৪| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩
জানা বলেছেন:
আমরা যাচাই করে যথাযথ ব্যবস্থাটিই নেবো।
@মরণের আগে,
আপনার যদি ফ্রন্ট পেইজ একসেস না থাকে, তবে অন্য কাউকে দিয়ে আপনার লেখাটি কপি করিয়ে পোস্ট করা কি ঠিক বলে আপনি মনে করেন? ব্লগিং কিন্তু কোনভাবেই যা খুশি তাই করার বিষয় নয়, বরং আমাদের সবার দায়িত্বশীলতাই ব্লগিং কে আরও গুরুত্বপূর্ণ মাত্রা দেবে। মত প্রকাশের স্বাধীনতার প্রথম শর্তটিই হচ্ছে দায়িত্বশীলতা-এটি তো মনে রাখতেই হবে।
ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২
পাহাড়ি জাহিদ বলেছেন: @জানা ধন্যবাদ
৫| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬
রাহুল বলেছেন: @জানা, ধন্যবাদ জানাপু
৬| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৪
মরণের আগে বলেছেন: ধন্যবাদ জানাপু
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪
খাটাস বলেছেন: লেখা চোর কে ব্যান করা হোক।