নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন মানুষ, সাধারণ চিন্তা

রেজা শাহ্‌

আমি তো এই আমি ব্রহ্মপুত্র বিধৌত পুত্র

রেজা শাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

মারিকন-বয়য়েরা মানে সমকামিতা

০৮ ই জুলাই, ২০১৯ রাত ১:১১

#নিজের_ইজ্জতের_কপালে_আগুন_ধরাইলাম।

দয়া করে বি:দ্র: (২) এড়িয়ে চলুন এবং বি:দ্র: (০) অবশ্যই পাঠ করুন ।

ওরা সকল মৌলিক (খাদ্য,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) বিষয়ে সয়ংসম্পূর্ন হলেও কেয়ামতের আলামত তাদের উপরই ভর করে আসছে।।

লূত (আ) এর জনপদের কথা আমরা অনেকেই জানি ।
ঐ যে,
সমকামীতার জন্য একটি জনপদকে পুরো উল্টিয়ে মাটিচাপা দেয়া হয়।।

গতকাল সকালবেলা বাসা থেকে বের হয়েই কেমনজানি উৎসব উৎসব মনে হলো।

নতুন একধরনের পতাকা নিয়ে ছেলে মেয়েরা ঘুরাঘুরি করছে। দোকানে দোকানে সেই পতাকা ঝুলিয়ে দিয়েছে।
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের সময় মানুষ যেরকম করে ঝুলায়। হাটে-ঘাটে, মাঠে দেয়ালে, কপালে পাছায়, চুলে-গালে ; কোন জায়গা আর বাদ নাই রে ভাই।।

মনে হলো এটাও আর হাজারটা ফিয়েস্তার মত নতুন কোন ফিয়েস্তা (উৎসব) । তখনো জানিনা এটি কিসের ফিয়েস্তা চলছে।

শহরের প্রানকেন্দ্র (SOL) এর দিকে গেলাম। লাখ লাখ (লাখের উপরে) জনতা চারদিক থেকে ভীড় করছে সেখানে।। একদিকে ওপেন কনসার্ট অন্যদিকে লীলাভূমি।।

এরা সবাই যে আমার মত দর্শক বা আন্তাজে-বিন্তাজে বা হুজুগে গিয়েছে তা কিন্তু নয়।

খেয়াল করে দেখলাম এদের বেশিরভাগই জুটি জুটি।
ইয়ে মানে,
পুলা+পুলা
মাইয়া+মাইয়া
অথবা,
মাইয়া গ্রুপ,
পুলা গ্রুপ।
সহজ ভাষায় সমকামী জনপদ।
৭০% বাসর কর্ম ওরা লাখো জনতার মধ্যেই সাধন করিতেছে। (নাউজিবিল্লা পরবেন না!!)

আমি জাস্ট আসমান থেকে পরলাম।

স্প্যানিশ সহকর্মী সাথে ছিলো।
মানে আমরা দুইজনও ছেলে।
সো,
কেউ কেউ যে আমাদের নিয়াও বাজে চিন্তা-ভাবনা করে নাই তাহা শিওর করে কে বলতে পারে !! আমার ভাবতেই দাড়িয়ে গেলো (গায়ের লোম) ।

আমাদের দিকে তাকিয়ে কেউ কেউ “আহ্ হা” শব্দ উচ্চারন করে বুড়ু আঙ্গুল প্রদর্শন করিলো।।

তামশা দেখতে ওখানে ঘন্টাখানেক ছিলাম।
(আমরা কনসার্ট উপভোগ করছিলাম) ।

বিকৃত মানসিকতায় বড়পুর পৃথিবীর শ্রেষ্ঠ সুবিধাপ্রাপ্তরা। (সকল)

শুনেছি, কোন অবৈধ বিদেশী আমেরিকায় গিয়ে নিজেকে সমকামিতার ঘোষনা দিলে তাকে বৈধতাসহ আমেরিকান পাসপোর্ট দেয়া হয়। তারজন্য আপনাকে চার্চে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জনসম্মুক্ষে চুমাচাপটি মাস্ট। (অন্যদিকে না যাই) ।
পত্রিকায় পরেছি usa তে আমার দেশের একজন ভাইও স্বেচ্ছায় দোজগের খাতায় নাম লিখেছে।

যাই হোক,
ওরা উন্নত আছে, আরোও উন্নত হচ্ছে । (নতুন জামা পূনরায় সিলি করার মত)।
তবে সমকামিতার একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিব্র আন্দোলনও গড়ে তুলছে।। (নাউজুবিল্লাহ) ।

লূত (আ) এর সম্প্রদায়ের মত এই আধুনিক (আসল ডিজিটাল) জাতীকে কবে যে গুষ্ঠিসহ উব্দা করে গেড়ে ফেলবে তা হয়তো বেশি দেরুং নাই।

প্রশ্ন: উরা কি চায়?
উত্তর: উরা চায় যেনো সকল ছেলে-ছেলে, মেয়ে-মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক ।(নাউজুবিল্লাহ, আসতাগফিরুল্লাহ পরবেন না?)

ওদের কারোও সাথে কথা বলতে মন চাইলো। খুব জিজ্ঞেস করতে মন চায় বাচ্চা-কাচ্চা কি আসমান থেকে টুপ কইরা পরবো রে হারামির ছানাপুনা খাইস্টা মারানির পুতাইন??? (গালির জন্য সরি)।

কিন্তু জিজ্ঞেস করতে গেলে আমাকে বাসায় এসে গরম ছেক দিতে হতে পারে।

এক বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, ওদের কেউ একজন বাংগালি ভাইয়ের স্বাক্ষাৎকার নিতে আসছিলো।
সেটির আংশিক তুলে ধরলাম-

সমকামী বর্বর- আপনি আমাদের জাতী বিষয়ে কি মনে করছেন?

বাংগালী ভাই- আমি আমাদের জাতীকে সম্মান করি অন্যান্য জাতীকেউ সম্মান করি (বাঙালিয়ান চালাকি উত্তর) ।

সমকামী বর্বর: তারমানে আপনি বলতে চান আমাদের জাতী আপনাদের থেকে বেশি ভালো নয় !!!

বাংগালী ভাই- আমি তো সেটা বলিনি ।

সমকামী বর্বর: আপনি আমাদেরটা কেনো ভালো বল্লেন না?????? হোয়াই??

ফলাফল: পুলিশিয়া না থাকলে হয়তো উক্ত ব্যাক্তিকে বাসায় গিয়ে গরম ছেক দিতে হতো।

যাই হোক,
আমার দেশেও এরকম মারিকন প্রচুর আছে। কিন্তু ওরা ইউরোপ-আম্রিকার মত এত অশিক্ষিত-মূর্খ-ছোটলোক-বর্বর হয়তো নয়।।

বি:দ্র: (২)
যখন ফেসবুকে মানুষ একটিভ ছিলো না তখন সবাই আমার (০৭ জুলাই) জন্মদিন মনে রাখতো আর এখন ফেসবুকে নোটি আসেনা দেখে আমার আসল জন্মদিনের কথা সবাই ভুলে গেছে। তাতে অবশ্য আমি খুশি ।

বি:দ্র: (১) আল্লাহ এসব সম্প্রদায়কে হেদায়াত করবেন বলে মনে হয় না তাই ধংশ অনিবার্য।

বি:দ্র: (৩) কোথায় ছেক দিতে হবে তা কি ভেঙে বলে দিতে হবে অশিক্ষিত-মূর্খ-ছোটলোক-বর্বর !!!

বি:দ্র: (০) আমার নিয়মিত পাঠক ব্যতীত এই লেখা কেউ পড়বেন না প্লিজ-অনুরোধ ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ২:১০

মেঘ প্রিয় বালক বলেছেন: আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক,আমিন।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৪৩

রেজা শাহ্‌ বলেছেন: আমিন।

২| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৩:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আগে মাদ্রাসা হুজুর গুলোকে ঠিক করেন

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৪৭

রেজা শাহ্‌ বলেছেন: আপনি কোনদিকে ইন্গিত করেছেন সেটা বুঝতে পারছি। আপাতত দেশের আইন শক্তিশালী করেন ও তা প্রয়োগ করেন সব ঠিক হয়ে যাবে।

৩| ০৮ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
আগে মাদ্রাসা হুজুর গুলোকে ঠিক করেন

৪| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘোষনা দিয়ে সমকামী
এবং ঘোষনা না দিয়ে সমকামী ( হাকা ভাইয়ের সূত্রমতে) নকলেই ধ্বংস হোক।
প্রকৃতি বিকৃত কিছু পছন্দ করে না। কার্বনের জ্বালায় যেমন জ্বলছে গলছে বরফ, বাড়ছে প্রাকৃতিক ধ্বংসের ভয়
তেমনি সৃষ্টির এই্ স্বাভাবিকতাকে (যৌনতাকে) যারা বিকৃত করে তারাও প্রকৃতির বিরুদ্ধাচারী।
তাদের জন্যও শাস্তি অপেক্ষমান।
আর শাস্ত্রতো জানেনই পাপ করে পাপিষ্ট
জ্বইলা মরে ঘর গুষ্টি! সো ভোগান্তি সকলের জন্যই অপেক্ষমান

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৪৯

রেজা শাহ্‌ বলেছেন: সঠিক বলেছেন। প্রকৃতি কাউকে ক্ষমা করবে না।

৫| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৪৯

রেজা শাহ্‌ বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ০৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সমকামীতা সদা পরিত্যাজ্য । :)

৭| ০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

ইনাম আহমদ বলেছেন: এতো চুলকাচুলকি থাকলে পশ্চিমা মুলুকে ভিক্ষা করতে গেছেন কেন রে ভাই? দেশে করার মতো কাজ ছিলোনা? সৌদি মৌদি ভিসা দেয়নি?
পাশ্চাত্যের দেশে গিয়ে ওদের খেয়ে ওদের চলমান সংস্কৃতি নিয়ে ওদের জ্ঞান দেয়াটা বাদুরের যে মুখে খায় সে মুখে টাট্টি করার মতো। ওদের সংস্কৃতি হজম না হলে ওদের ওখানে সাইক্রিয়াটিস্ট দেখাতে পারেন, বা দেশে এসে হালচাষ করতে পারেন। সিঙ্গাপুরে শ্রমিকের কাজের জন্যও নতুনভাবে লোক দরকার শুনেছি।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ৩:০০

রেজা শাহ্‌ বলেছেন: পাঠকের সকল মন্তব্যই মূল্যবান। আপনার এ মন্তব্য কোন ফেসবুকে হলে হয়তো ঝড় উঠতো।
যাই হোক, লেখকের ভিক্ষা তো নাউ করতে পারে। লেখক স্টুডেন্ট হতে পারে, লেখক এখানের টুরিস্ট হতে পারে, লেখক সরকারী কোন কাজে আসতে পারে, লেখক ব্যবসায়ী হতে পারে। লেখকের সংস্কৃতি হজম হয়নি বলেই হয়তো এমনভাবে চিন্তা করছে। হয়তো হালচাষের কোন যন্ত্রের বিষয়ে গবেষণা কাজে এসেছেন।
লেখক পৃথিবীর সব প্রান্তের খবর নেয়ার চেষ্টা করে। লেখক নিজেকে সারা পৃথিবীর মানুষের শ্রম নিয়ে ভাবে । তাই নিজেকে শ্রমিক মনে করে।। ধন্যবাদ ভাই।।

৮| ০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

ইসিয়াক বলেছেন: জানলাম ।

৯| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৯

মা.হাসান বলেছেন: আপনার লেখার স্টাইল টি আমার কাছে ভালো লাগে। তবে পোস্টে ছবি শেষে না দিয়ে শুরুতে দিলে মনে হয় ভিউ বাড়ানোর জন্য বেশি সহায়ক হবে। বাংলা যুক্ত অক্ষর গুলো কি বোর্ডে বিশেষ করে মোবাইলে টাইপ করা খুব কষ্টকর, তবে কষ্ট করে করতে পারলে পাঠক একটু কম হোঁচট খায়।
যুক্তরাষ্ট্র বিশাল বড় দেশ । ওখানে অনেক কিসিমের মানুষ আছে। সমকামীও অনেক আছে তবে এটা নিয়ে ভন্ডামি নেই। একাধিক ব্লগারের শেয়ার করা অভিজ্ঞতা থেকে বলা যায় বাংলাদেশের ঘাপটি মারা সমকামীর সংখ্যা কম না। এভারেজ আমেরিকান আমাদের তুলনায় অনেক কম মিথ্যা কথা বলে, পরিশ্রম করে বড় হতে চায় শর্টকাটে না। তাদের খারাপ বিষয়গুলো নিয়ে চিন্তা না করে ভালো গুলো আত্মস্থ করতে পারলে আমাদের কাজে লাগবে।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ৩:০৩

রেজা শাহ্‌ বলেছেন: আপনার পরামর্শ ও মতামতের জন্য ধন্যবাদ।
আমি আসলে আপাতত আমার নিজের জন্যই লিখি। হাতের লেখা ভালো হলে সবার জন্য লিখবো ।

১০| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪২

নীল আকাশ বলেছেন: ফেসবুকীয় স্ট্যাইলে দেয়া পোস্টে লেখা নেহাত মন্দ লিখেন নি। কিয়ামতের আগে এই রকম আরও অনেক আলামত দেখা যাওয়া শুরু হবে।
ভাবছি এই বিষয়ে আমি লিখব!

১৩ ই জুলাই, ২০১৯ রাত ৩:০৪

রেজা শাহ্‌ বলেছেন: ধন্যবাদ ভাই।
প্লিজ এগুলো নিয়ে লেখেন।

১১| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৮

IDEALISTIC বলেছেন: সমকামী তা নিয়ে যত কম কথা বলা যাবে ততই মঙ্গল। হয়তো বা এটা নিয়ে ছেলেপুলে রা বেশি ঘাঁটাঘাঁটি করে তাতে আকৃষ্ট হয়ে যেতে পারে। শয়তান তো আমাদের রক্তে চলে।

১২| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৫২

ফড়িং-অনু বলেছেন: সভ্যদেশে থেকে আপনার চিন্তা চেতনা সভ্য হয়নি। লিখাটি পড়ে যতটুকু বুঝলাম মেডিক্যাল সাইনস সম্র্পকে আপনার ধারনা শূন্যে খাতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.