নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

পাকাচুলের চুল কাটানো, সেকাল আর একাল। পুরুষালী পোস্ট:P:P, আপুদের প্রবেশ নিষেধ।

১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৭




প্রায় ২০-২২ বছর আগে চট্টগ্রাম শহরে থাকাকালীন বাসার সামনে একটা সেলুনে যেতাম, তখন চুল কাটাতে ৬ টাকা কি ৮ টাকা নিতো, শেভ করতে মনে হয় ৪ টাকা নিতো। আমি তখন প্রাইমারী স্কুলে পড়তাম, আব্বা ৮ টাকা কিংবা ১০ টাকা আমার হাতে দিতো না, যদি টাকাটা হারিয়ে ফেলি এই ভয়ে। আমাকে বলতো, ''তুই গিয়ে চুল কেটে আয়, আমি পরে টাকা দিয়ে দিবো''

তখন আমার সে কি লজ্জ্বা, চুল কাটাতে যাবো, কিন্তু হাতে টাকা নাই। সেলুনের নাপিত আমাকে ভালো করেই চিনে, তারপরও চুল কাটার পর যখন বলতাম, টাকাটা আব্বু পরে দিয়ে যাবে, তখন আমার খুবই লজ্জ্বা লাগতো ।

তার ৫-৬ বছর পর একটা এসি সেুলন চালু হলো। বড় ২ ভাই সেই সেলুনে চুল কাটিয়ে এসে কি না গল্প করতো, ঐ সেলুনে চুল কাটাতে ২০ টাকা নেয়। একদিন আমি দূর থেকে দেখতে গেলাম, সেলুনটা কেমন। বলতে গেলে খুবই সুন্দর, কার্পেট লাগানো, আলাদা ওয়েটিং রুম, এসি চলছে, ২টা টিভি আছে, সবকিছু নতুন নতুন। আমারও খুব মনে ধরছিলো , সেই এসি সেলুনে চুল কাটাবো। কিন্তু আমি চুল কাটানোর জন্য তখন পেতাম ১০ টাকা (এইবয়সসে এসে টাকা নিজে নিয়ে যেতাম )। যাই হোক, একবার নিজের সঞ্চয় থেকে আরো ১০ টাকা দিয়ে সেই এসি সেলুনে গেলাম। আহা, সে কি অনুভুতি।


৯৫ এর দিকে এক কাজিনের বিয়েতে গ্রামে গিয়েছিলাম, বিয়ে উপলক্ষে গায়ে হলুদের দিন সকালে বরের চুল কাটানো হবে, বর কেন সেলুনে যাবে? তাই নাপিতে বাড়িতে চলে আসলো, সে উপলক্ষে নাপিতের মজুরী ধার্য্য করা হলো ৫০০ টাকা, তবে শর্ত আছে, বরের চুল কাটানোর পরে, বিয়ে বাড়িতে আর কেউ চুল কাটাতে চায়, তবে তাও কেটে দিতে হবে।

পরে দেখা গেল সর্বমোট ১৭ জন ফাউ ফাউ চুল কাটালো, তার মধ্যে আমি ও ছিলামB-)B-)। বেচারা নাপিত, ফাঁদটা বুঝতে পারে নাই। পরে মনে হয় তাকে আরো ২-১শ টাকা বখশিশ দেওয়া হয়েছিল

যখন কলেজের ফাস্টইয়ারে উঠি, তখন হালকা গোফ গজানো শুরু করেছে। নিজেকে বড় ভাবতে লজ্জ্বা লাগতো আবার ভালো ও লাগতো। একবার চুল কাটাতে গিয়ে নাপিত আমাকে বললো, গোফ ফেলে দিতে, আমিও ঘোরের মধ্যে বললাম, ঠিক আছে। সে শুধুমাত্র ক্ষুর দিয়ে কাজ সারলো, আমার থেকে ১০ টাকা নিলো এর জন্য এক্সট্রা। বাসায় আসলাম, সবাই কেমন জানি বাকা চোখে তাকাচ্ছিলো । অবশেষে সব লজ্জ্বা ভেঙে শেভ করার যাবতীয় যন্ত্রপাতি কিনে এসে বাসাতেই শেভ করা শুরু করলাম।

একসময় দেখতাম, মানুষ চুল কাটানো হয়ে গেলে জামা খুলে বগল পরিষ্কার করতো, সেলুনেই সবার সামনে, সে প্রায় ১৫ বছর আগেকার কথা। এখন আর এটা দেখা যায় না। একবার এক সেলুনে দেখলাম, নোটিশ লাগানো আছে।

এখানে বগল কাটানো হয় না। ওটা দেখে খুব হাসি পেয়েছিলো।


বিশ্ববিদ্যালয়ে এসে যখন হলে থাকতাম, তখন আমি বাইরে কোথাও গেলে চুল কাটাতাম, হলের একটা নাপিত ছিলো, বুড়ো। চুল কাটাতে গেলে দুনিয়ার গল্পশুরু করতো, আর আকাবাকা করে চুল কাটতো। তাই খুব একটা যেতাম না সেই নাপিতের কাছে। একবার পরীক্ষার জন্য অনেকদিন ধরে হল এলাকার বাইরে যাই নাই, তাই হলের সেলুনেই গেলাম। বুড়ো গল্প শুরু করলো, সাথে আস্তে আস্তে চুল কাটা। তার কাঁচিটা ছিলো ভোতা। প্রত্যেকবার চুলে কাঁচি চালাতে গেলে মাথায় টান লাগছিলো। ১৫ মিনিট পর (ঐ বুড়া ৪৫ মিনিটের আগে কারো চুল কাটা শেষ করতে পারে না) বিরক্ত হয়ে বললাম, আর চুল কাটা লাগবে না। তাকে টাকা দিয়ে বের হয়ে বাইরে গিয়ে আবার চুল কাটিয়ে আসলাম।


অনেককেই দেখি চুল কাটানোর পরে মাথা বানিয়ে দিতে বলেন। তাদের বেশিরভাগই বুড়া, মাঝবয়স্ক মনে হতো এক সময়। ইদানিং খেয়াল করছি, আমিও বলছি, মাথাটা একটু বানিয়ে দেন। আমি কি তাহলে বুড়া হয়ে যাচ্ছি?

তবে একটা জিনিস, নাপিত যতক্ষণ কাঁচি নিয়ে কুচ কুচ করে চুল কাটায়, তত ভালো লাগে, কেউ কিন্তু বিরক্ত হয়ে কখনো বলেন না, ভাই তাড়াতাড়ি চুল কেটে দেন।


আজকে একটু আগে চুল কাটিয়ে আসলাম। বছর খানেক আগে এই দোকানে ৪০ টাকা নিতো, এই বছরের শুরু থেকে ৫০ টাকা, আর আজকে নিলো ৬০ টাকা। কিন্তু কোনো পরিবর্তন নাই, কোনো বিশেষত্ব নাই। মাস খানেক আগে এক আত্মীয় বেড়াতে এসেছিল ২ দিনের জন্য। সে বলল, শেভ করবে, কোন সেলুনে যাবে, আমি ও বললাম, ঐটাতে যাও।

পরদিন রাতে যখন বাসায় ফিরলাম, তখন সে বলল,
-আপনি শেভ করার জন্য এতো দামী সেলুনে আমাকে পাঠালেন কেন?
-কেন? কি হয়েছে?
-তারা শেভ করার জন্য আমার থেকে ২০০ টাকা নিয়েছে?
- কিভাবে সম্ভব, তারা তো ৩০ টাকা নেয়, আমি জানি।
-কিন্তু আমার থেকে তো ২০০ টাকা নিলো।
-তুমি কি শেভ করার পর আর কিছু করিয়েছিলে?
-হ্যা, নাপিত বলল, কি কি ওয়াশ করলে চেহারা পরিষ্কার হবে, আমি বললাম, করে দিতে, তাই বলে এতো টাকা?:((:((


যাই হোক, নাপিতদের ও একটা বদ অভ্যাস আছে, চুল কাটাতে গেলে সে আপনার চুলের ১০১টা খুত বের করবে, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, চুল কাটার ফাকে ফাকে কানে কানে ফিস ফিস করে এই সব বলে। সেলুনে চুল কাটানোটাই সবচয়ে কমদামী কাজ, বাকী সব করতে ১০০-২০০++ টাকা লাগে। আমার কিছু চুল হালকা পাকা, তাই আমাকে প্রায়ই শুনতে হয়, স্যার, চুলে কালার করেন না? জাপানী, আমেরিকান কালার আছে, সুন্দর লাগবে, হাবি জাবি বলে। আমি বলি,'' আমি কালার দেই না''। তারা এটা শুনে খুব হতাশ হয়ে যায়। আসলে কোনো ক্যামিক্যাল ব্যবহার করতে ইচ্ছে করে না।




এক ফ্রেন্ড থেকে শুনলাম, ইউরোপের দিকে কোনো কোনো দেশে একবার চুল কাটাতে বাংলাদেশী টাকায় ৩০০০ টাকার থেকেও বেশি লাগে। তাই ওখানে ছাত্র হিসাবে যারা পড়তে যায়, খরচ বাচানোর জন্য তারা নাকি একে অপরের চুল কেটে দেয় ট্রিমার মেশিন দিয়ে।



এইবার একটা পুরানা জোক পড়েন।
একলোক ছোট একটা ছেলেকে নিয়ে সেলুনে গেল। লোকটা চুল কাটালো, তারপর ছেলেটারও চুল কাটাতে বলল নাপিতকে। তারপর সে একটা সিগারেট খাবে বলে বের হয়ে গেল। পিচ্ছিটার চুল কাটানো শেষ হয়ে গেলে নাপিত বলল, তার বাবা আসুক, তারপর যাবে।

কিন্তু ছেলেটা বলল, লোকটা তার বাবা না, সে রাস্তায় খেলছিল, আর লোকটা তাকে জিজ্ঞাসা করলো, '' এই ছেলে, বিনে পয়সায় চুল কাটাবে?'' ছেলেটাও রাজী হয়ে চুল কাটাতে গেল।


ধন্যবাদ।


মন্তব্য ৪৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩২

মিজভী বাপ্পা বলেছেন: হাহা দারুণ হয়েছে।আমার চুল অনেক ঘন ও মোটা।মেশিনে ও আটকে যায়।একবার এক নাপিত আমার চুল উল্টাপাল্টা ভাবে কেটেছিল বলে টাকা দেই নি।
আর জোকস টা দারুন হয়েছে

১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩২

নষ্ট কবি বলেছেন: আমি এখন ও ২০ টাকায় চুল কাটাই B-) B-)

আর আমার মাথার ও চুল পাকা সব- :( :( :(

১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৫

পাকাচুল বলেছেন: বিয়ে করে ফেলেছেন? বিবাহিত হলেতো পাকাচুলে সমস্যা নাই।

৩| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৯

িনদাল বলেছেন: ২০--৪০--৬০ এখন ৮০ টাকা নেয়

১৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:০১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

৪| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:০৫

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: কয় দিন আগেই চুল কাটাইলাম। চট্টগ্রাম এ অহন ভাল ভাল সেলুন আছে কিন্তু গলা কাটা দাম রাখে :(

১৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:০৯

পাকাচুল বলেছেন: কয়েকটার নাম আর দাম বলেন, ঈদে গেলে ঘুরে আসবো

৫| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৭

মু. জামান চৌধুরী বলেছেন: খুব ভাল

১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৫

শুকনা মরিচ বলেছেন: যদিও আমাদের প্রবেশ নিষেধ - আমি কিন্তু পড়ে ফেলেছি :D

আমাদের এখানে চুল কাঁটার জন্য অনেক আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় । আমিও নিলাম ছেলের মাথা শেভ করাবো বলে । ছেলেকে নিয়ে গেলাম । আমাকে জিজ্ঞেস করলো কয় নং ট্রিমার চাও । আমি বললাম ফুল শেভড । ওরা ৩ নং ট্রিমার দিয়ে ছেলের মাথা আফ্রিকান হিপ হপ টাইপের করে দিলো । আমি বললাম এবার শেভ করো । ওরা বললো - এই ছোট বাচার মাথায় নাইফ দিলে পুলিশ কেস করে দিবে । আমি বললাম তুমি করো - আমি দেখবো । খুব বিরক্ত হয়ে শেষে পেছনের একটা রুমে শেভ করে দিলো । বিল আসলো ৫১ ইউরো ( বাংলাদেশী প্রাই ৫২০০ টাকা ) :||

জন্মের পরে সেই একবারই ছেলের মাথা টাক করে শখ মিটে গেছে আমার :)

১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:১৫

পাকাচুল বলেছেন: হাইরে কপাল,

বাংলাদেশ থেকে ২টাকার বলাকা ব্লেড নিয়ে যেতেন কয়েকটা। তাহলে কত সহজে কাজ হয়ে যেত।

৭| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৩০

ত্রাতুল বলেছেন:
হাহাহা! প্রথম অংশটা মিলে গেল একেবারে।
তবে গ্রামের বাড়িতে এসি সেলুনের সৌভাগ্য আর হয় নাই। :(

এতদিনে বোঝা গেল নাম কেন পাকাচুল। ;)

১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৩

পাকাচুল বলেছেন: হা হা হা।

৮| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আগে ২০ টাকা লাগত, এখন ১০০ লাগে এই যা! :(

মরিচাপুর কথ আশুনে টাশকিত হয়েছি

১৮ ই জুলাই, ২০১১ রাত ৮:০৮

পাকাচুল বলেছেন: আমাদের ইনকামের তুলনায় ১০০ টাকা দিয়ে চুল কাটানো যেমন, ঐ দেশের ইনকামে ৫১ ইউরো দিয়ে চুল কাটানোও তেমন, অস্বাভাবিক কিছু না।

৯| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১৮

আন্ধা পোলা বলেছেন: পরিচিত ঘটনা তাও পড়তে ভাললাগলো!
আমি ছোটোবেলা থাইকাই কইতে গেলে একটা সেলুনেই চুল কাটাই কিন্তু আজ পর্যন্ত অই আঙ্কেলরে কইতে পারি নাই যে শেভ করায়া দেন! যার কারনে সেলুনে চুল কাটানো পর্যন্তই কাজ আর কিছুই ( :-P ) করাই নাই!

১৮ ই জুলাই, ২০১১ রাত ৮:২১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৬

ভালো কথা বলেছেন: ১ বছর ৭ মাস হলো বিদেশে আছি। একদিনও নাপিতের দোকানে গিয়ে চুল কাটাইনি। এখানে এক দেশী বড় ভাই আছে। আমরা একে অপররের মাথার চুল কেটে দেই। নাপিতের কাছে গেলে মিনিমাম ১০০০ টাকা লাগবে। শুধু টাকার জন্য নয়, আমরা ব্যাপারটাকে এনজয় করি, আর ১০০০টাকার নাপিতদের চেয়ে খারাপ হয় না। আমাদের চুল কাটা চলছে, চলবেই.... :)

১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

পাকাচুল বলেছেন: হা হা হা, কোন দেশে আছেন আপনি?


ধন্যবাদ।

১১| ১৮ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১০

রিফাত হোসেন বলেছেন: এক ফ্রেন্ড থেকে শুনলাম, ইউরোপের দিকে কোনো কোনো দেশে একবার চুল কাটাতে বাংলাদেশী টাকায় ৩০০০ টাকার থেকেও বেশি লাগে। তাই ওখানে ছাত্র হিসাবে যারা পড়তে যায়, খরচ বাচানোর জন্য তারা নাকি একে অপরের চুল কেটে দেয় ট্রিমার মেশিন দিয়ে।


"!!!!!!!!!১১১

হুহ :( আমি প্রায়ই ১০ ০০০ - ১৫ ০০০ হাজার টাকা পর্যন্ত নষ্ট করেছি চুল কাটতে আর হার্ডকোর কালার করতে । :) কষ্ট করে ইনকাম করি , সবই ফ্রেন্ডদের পাল্লায় পরে...

এদের সাথে তার মিলাতে গিয়ে সবই গেল ।

:) আব্বা বলত সঙ্গ দোষে লোহাও পানিতে ভাসে !

হেহেহেহ

১৮ ই জুলাই, ২০১১ রাত ৮:২৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

১২| ১৯ শে জুলাই, ২০১১ দুপুর ১:২৪

মিঠাপুর বলেছেন: এখানে বগল কাটানো হয় না। =p~ =p~ =p~

২৩ শে জুলাই, ২০১১ দুপুর ২:১২

পাকাচুল বলেছেন: :)

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১২:২২

ইমন কুমার দে বলেছেন: হা হা। সব সেলুনদার রা একই রকম প্রায়। :)

০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৭

আশাবাদী ডলার বলেছেন: আমি তো ছয় মাস পরপর সেলুনে যাই চুল কাটার জন্য। এত বড় চুল কাটতে কাটতে নাপিতের হাত ব্যথা হয়ে যায়। কখন আমার চুল কাটা শেষ হবে ওদিকেই তাদের তাড়া-গল্পগুজব করার সময় নাই এজন্য :)

০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৭

পাকাচুল বলেছেন: ৬ মাস পর চুল কাটেন কেন? চুল কম বাড়ে?

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ২:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার ভাই চুল কম তাই ভেজাল ও কম :P

০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯

পাকাচুল বলেছেন: টাক মাথা নাকি?

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ২:০৯

~মাইনাচ~ বলেছেন: ছবিতে আপনি কোনটা? চুল কাটনে ওয়ালা না কাটানে ওয়ালা? ;)

০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২১

পাকাচুল বলেছেন: বুঝে নেন।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:১৪

আহসান২০২০ বলেছেন: আমার এখানে চুল কাটাতে ৩০ ডলার নেয়। যা বাংলাদেশী টাকায় আজকের রেট এ ৩০*৬২.৯৫= ১,৮৮৮.৫০ টাকা। ২ মাস পর পর কাটাই। গোপন কথা বলি হাই স্কুল পর্যন্ত মানে ২০০০ সাল পর্যন্ত ১০ টাকা চুল কাটাইতাম। নাপিত বাড়িতে এসে কেটে দিয়ে যেত। এরপর ২০ টাকা নিত ২০০৮ সাল পর্যন্ত। আর এখন------

০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৩

পাকাচুল বলেছেন: ব্যাপারটা হিসাব করবেন আপনার মাসিক ইনকামের অনুপাতে। আপনার ইনকামের কত % চুল কাটানো বাবদ খরচ করছেন।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৪

রিফাত হোসেন বলেছেন: একটা সময় ছিল চুলের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতাম :(

এখন মাথা টাকই রাখি :)

চুলে কি দেই নাই আর কি করি নাই বলতে পারেন । :)

০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৬

পাকাচুল বলেছেন: টাক রাখার কারণ কি?

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, মজা পেলাম আপনার নাপিত কথন শুনে, আর শেষের জোকসটাও চরম !! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

+ লউন ! :D

০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

পাকাচুল বলেছেন: =p~ =p~ =p~

২০| ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ১১:১০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক আগে থেকেই ভাবছিলাম এরকম একটা লেখা দিবো আমার নিজের অভিজ্ঞতা নিয়ে। আপনার এই পোষ্ট দেখে আরো অনুপ্রেরণা পেলাম।

আমার চুল কাটার অবস্থা আরো করুণ :(

সেটা পোষ্টে বলবো।

আপনার এই অভিজ্ঞতার সাথে আমার অনেকখানি মিল আছে।
আপনি কোন এলাকায় থাকেন ? আমি যেখানে থাকি (যাত্রাবাড়ি) চুল কাটতে ৩০টাকা আর শেভ করতে ২০টাকা নিচ্ছে। কয়েক বছর আগে অবশ্য আরো কম ছিল।

পোষ্টে ভাল লাগা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

পাকাচুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার পোস্টের অপেক্ষায় রইলাম।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১১:০৬

আশাবাদী ডলার বলেছেন: না ভাই, চুল কম বাড়ে না। একটু বড়ই রাখি চুল। চুল বড় রাখলে আমারে নাকি একটু সোন্দর লাগে (চরম লজ্জা পাওয়ার ইমো হইব)

০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১১:০৯

পাকাচুল বলেছেন: :#> :#> :#> :#> :!> :!> :!> :!>

২২| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

সেলুনে গিয়া চুল+শেভ করার পর হেহ ! বলে অনেকে হাত তুলে দেয় বগল কাটার জন্য । খুবই বিশ্রী লাগে !!

এখন অবশ্য তেমন দেখি না ।

১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৪

পাকাচুল বলেছেন: এখন মানুষ শালীন হয়ে উঠছে দিন দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.